somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Weight loss tips: ওজন কমানোর কিছু সহজ কৌশল.. ( ২য় পর্ব)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


Weight loss tips: ওজন কমানোর কিছু সহজ কৌশল.. (১ম পর্ব)
আগের পর্বে কিছু টিপ্স শেয়ার করেছিলাম। আজকে আর কিছু কৌশল জানা যাক।

*১২ আউন্সের ১ টা কোমল পানীয় থেকে প্রায় ১৫০-১৮০ ক্যালরী পাওয়া যায়। দিনে এরকম ২-৩টা যদি খাবার অভ্যাস থাকে তবে প্রচুর ক্যালরী নেয়া হয়ে যায়। তাই পিপাসা মেটাতে পানি পান করাই উত্তম আর ৭০০ ক্যালরীর বেশিও বেচে যায়।

*আইসক্রিম খাবার সময় ছোট স্কুপ অর্ডার করুন। ১২ আউন্সের চেয়ে ৫ আউন্স সাইজ যদি বেছে নেন তবে আপনার পছন্দের ফুল-ফ্যাট ফ্লেভার খেলেও প্রায় ৫৫০ ক্যালরী সেভ হবে।

* hidden oils এর ব্যাপারে সতর্ক থাকতে হবে। ভাল হয় যদি তেলের পরিবর্তে স্টক দিয়ে খাবার রান্না করা হয়। অথবা steamed বা poached entrées অর্ডার করুন। এভাবে ১২৪ ক্যালরী/ টেবিল চামচ তেল সেভ করা সম্ভব। রান্না শেষে অতিরিক্ত ঘি/মাখন/তেল যোগ করা থেকে বিরত থাকুন। এভাবে আর ৪০ ক্যালরী/ টেবিল চামচ সেভ করতে পারবেন।

*স্প‌্যাগেটি খেতে চাইলে ইটালিনায় সসেজের পরিবর্তে মিট সস অর্ডার করুন , এতে ৫৬০ ক্যালরী বাচবে। সবচেয়ে ভাল হয় mushroom ravioli (670 calories) অথবা pasta marinara (430 calories) অর্ডার করলে।

* ২ স্লাইস খান large, meaty deep-dish pizza (940 calories) এর পরিবর্তে ২ স্লাইস medium thin-crust veggie pizza (360 calories) খান ,৫৮০ ক্যালরী বেচে যাবে।

*রেস্টুরেটে ফাস্ট ফুড অর্ডার করার সময় অতিরিক্ত চিজ, মেয়োনেজ যেন না দেয়া হয় তা বলে দিন, সালাডে যেন ড্রেসিং কম থাকে তা উল্লেখ করে দিন।

* চেইন রেস্টুরেন্ট গুলোর ওয়েব সাইটে তাদের খাবারগুলোর ক্যালরীমূল্য দেয়া থাকে। তাই এসব জায়গায় যাবার আগে তাদের ওয়েব সাইট দেখে নিন।

*টিভির সামনে বসে খাবার খাবেন না। কারণ এতে প্রায় ২৮৮ ক্যালরী বেশি নেয়া হয়।

*গবেষণায় দেখা গেছে দিনে সাড়ে পাচ ঘন্টার কম যারা ঘুমায় তাদের সারা দিনে স্ন্যাক্স খাওযার প্রবণতা বেশি। তাই পর্যাপ্ত ঘুমান এবং প্রায় ১০৮৫ ক্যালরী বাচান।

*খাবার সময় মনযোগ দিন, খেয়াল করুন কখন পেট ভরে গেছে।প্লেটের সব খাবার শেষ হল কিনা সেটা না ভেবে পেট ভরা অনুভুত হলেই উঠে পরুন। আর এভাবে বাচাতে পারবেন ৫০০ ক্যালরীরও বেশী।

*বন্ধুর বাসা বদলে সাহায্য করুন। জিনিসপত্র প‌্যাক, ফার্নিচার নাড়াচাড়া, সিড়ি দিয়ে উঠা-নামা ইত্যাদির মাধ্যমে ১ ঘন্টায় ৬০০ ক্যালরী খরচ করতে পারবেন।

*বিকালের দিকে window-shopping-এ যেতে পারেন। হাটা হাটি করে, কিছু জামা ট্রায়াল দিয়ে প্রায় ৫৪৮ ক্যালরী খরচ করতে পারেন।

*ঘুরে আসুন কোন amusement park.থেকে। হাটা-হাটি, ঘুরে ফিরে দেখা , লাইনে দাড়ানো ইত্যাদি করে ৩ ঘন্টায় ৬১২ ক্যালরী খরচ করতে পারবেন।

*১ ঘন্টা সাতার কেটে বা ফুটবল/বাস্কেটবল খেলে ৫০০ ক্যালরী খরচ করতে পারবেন।

*নিজের গ্যারাজ পরিস্কার করুন, গুছিয়ে রাখুন। দেড় ঘন্টায় ৫১০ ক্যালরি খরচ হবে।

সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্য জাপানীদের তিমি শিকার!!

লিখেছেন শেরজা তপন, ১৭ ই মে, ২০২৪ রাত ৯:০৫

~ স্পার্ম হোয়েল
প্রথমে আমরা এই নীল গ্রহের অন্যতম বৃহৎ স্তন্যপায়ী প্রাণীটির এই ভিডিওটা একটু দেখে আসি;
হাম্পব্যাক হোয়েল'স
ধারনা করা হয় যে, বিগত শতাব্দীতে সারা পৃথিবীতে মানুষ প্রায় ৩ মিলিয়ন... ...বাকিটুকু পড়ুন

রূপকথা নয়, জীবনের গল্প বলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৭ ই মে, ২০২৪ রাত ১০:৩২


রূপকথার কাহিনী শুনেছি অনেক,
সেসবে এখন আর কৌতূহল নাই;
জীবন কণ্টকশয্যা- কেড়েছে আবেগ;
ভাই শত্রু, শত্রু এখন আপন ভাই।
ফুলবন জ্বলেপুড়ে হয়ে গেছে ছাই,
সুনীল আকাশে সহসা জমেছে মেঘ-
বৃষ্টি হয়ে নামবে সে; এও টের... ...বাকিটুকু পড়ুন

যে ভ্রমণটি ইতিহাস হয়ে আছে

লিখেছেন কাছের-মানুষ, ১৮ ই মে, ২০২৪ রাত ১:০৮

ঘটনাটি বেশ পুরনো। কোরিয়া থেকে পড়াশুনা শেষ করে দেশে ফিরেছি খুব বেশী দিন হয়নি! আমি অবিবাহিত থেকে উজ্জীবিত (বিবাহিত) হয়েছি সবে, দেশে থিতু হবার চেষ্টা করছি। হঠাৎ মুঠোফোনটা বেশ কিছুক্ষণ... ...বাকিটুকু পড়ুন

আবারও রাফসান দা ছোট ভাই প্রসঙ্গ।

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ১৮ ই মে, ২০২৪ ভোর ৬:২৬

আবারও রাফসান দা ছোট ভাই প্রসঙ্গ।
প্রথমত বলে দেই, না আমি তার ভক্ত, না ফলোয়ার, না মুরিদ, না হেটার। দেশি ফুড রিভিউয়ারদের ঘোড়ার আন্ডা রিভিউ দেখতে ভাল লাগেনা। তারপরে যখন... ...বাকিটুকু পড়ুন

মসজিদ না কী মার্কেট!

লিখেছেন সায়েমুজজ্জামান, ১৮ ই মে, ২০২৪ সকাল ১০:৩৯

চলুন প্রথমেই মেশকাত শরীফের একটা হাদীস শুনি৷

আবু উমামাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, ইহুদীদের একজন বুদ্ধিজীবী রাসুল দ. -কে জিজ্ঞেস করলেন, কোন জায়গা সবচেয়ে উত্তম? রাসুল দ. নীরব রইলেন। বললেন,... ...বাকিটুকু পড়ুন

×