পিরোজপুরে ৩০ হাজার বিদ্যুৎগ্রাহক অন্ধকারে

পিরোজপুর শহরে একটি পানির ট্যাংক নির্মাণের জন্য তৈরি বাঁশের অবকাঠামো ভেঙ্গে লাইনের উপর পড়ায় প্রায় ৩০ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 August 2013, 11:03 AM
Updated : 7 August 2013, 11:03 AM

বুধবার সকালে শহরের বাইপাশ সড়কে পৌরসভার পানির ট্যাংক নির্মাণের জন্য তৈরি বাঁশের অবকাঠামোটি ভেঙ্গে পড়ে পল্লী বিদ্যুতের আওতাধীন সদর, নাজিরপুর, স্বরূপকাঠি ও জিয়ানগর উপজেলার প্রায় ৩০ হাজার বিদ্যুৎ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

তবে বিদ্যুৎ লাইনের ক্ষতি হলেও হতাহতের কোন ঘটনা ঘটেনি।

পিরোজপুর পল্লী বিদ্যুতের জিএম রবীন্দ্র নাথ দাস জানান, বাঁশের অবকাঠামো ভেঙ্গে পল্লী বিদ্যুতের ৩৩ কেভি সঞ্চালন লাইনের প্রায় দুই থেকে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।

লাইনে মেরামতের কাজ শুরু হয়েছে। সন্ধ্যা বা তার পর পরই গ্রাহকরা বিদ্যুৎ পাবেন বলে আশা প্রকাশ করেন রবীন্দ্র নাথ দাস।