somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দখল-বাণিজ্য জমজমাট

০৪ ঠা ডিসেম্বর, ২০১০ দুপুর ২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্ষমতার অপব্যবহার করে দখল বাণিজ্য জমাট হয়ে উঠেছে। ক্ষমতার দাপট দেখিয়ে কক্সবাজারের চকরিয়ায় পাহাড় কেটে পরিবেশের বিপর্যয় ঘটাচ্ছেন এক আ’লীগ নেতা। অথচ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। বরিশালে পিডিবির সেবাকেন্দ্র দখল করে শ্রমিক লীগের অফিস বানানো হয়েছে। জামালপুর, জেলার সরিষাবাড়ীতে বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে নিয়েছেন স্থানীয় শ্রমিক লীগ নেতা। নাটোরের সিংড়ার পল্লীতে এক বিধবার জমি দখলের চেষ্টা করছে ভূমিদস্যুরা। এ সংক্রান্ত বিস্তারিত খবর পাঠিয়েছেন আমাদের প্রতিনিধিরা :
চকরিয়া (কক্সবাজার) : তিনি আওয়ামী লীগের বড় নেতা তাই পাহাড় কাটলেও তার নামে মামলা হবে না। গত দুই মাস আগে ওই নেতাই স্থানীয় একটি পাহাড় কেটে সাবাড় করে দিলেও সংশ্লিষ্ট প্রশাসন তার বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা না নেয়ায় এমন অভিযোগ করেছেন উপজেলার উত্তর হারবাং আজিজনগর এলাকার পরিবেশ সচেতন মহল। নির্বিচারে পাহাড় কাটার কারণে গত বছর বর্ষা মৌসুমে ওই এলাকায় ভয়াবহ পাহাড় ধসে একই পরিবারের ৫ জনসহ ১০ জনের মর্মান্তিক প্রাণহানির পরও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা নতুন করে পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে। অন্যদিকে আজিজনগরে পাহাড় কাটার এ মহোত্সব অব্যাহত থাকায় বর্তমানে ওইসব পাহাড়ের ঢালুতে বসবাসরত অন্তত শতাধিক পরিবার চরম ঝুঁকিতে রয়েছে।
এ প্রসঙ্গে লামা বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) হারুনর রশিদ বলেন, পাহাড় কাটার বিষয়টি দেখভালের দায়িত্ব পরিবেশ অধিদফতরের। এছাড়া পাহাড়টি বন বিভাগের নয়। এটি জেলা প্রশাসনের। তাই এ ব্যাপারে আমাদের করার কিছুই নেই। পাহাড় কাটার বিষয়ে স্থানীয় পরিবেশ সচেতন মহলের দেয়া লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম বিভাগের পরিচালক মো. শাহ আলম বলেন, অভিযোগ পেয়েই জড়িতদের নোটিশ দেয়া হয়েছে। তারা এ নিয়ে সন্তোষজনক জবাব দিতে না পারায় প্রাথমিকভাবে পাহাড় কাটায় জড়িত বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে অবশ্যই তাদের বিরুদ্ধে মামলা দেয়া হবে।
পাহাড় কাটায় নিজের সম্পৃক্ততা থাকার অভিযোগ অস্বীকার করে আজিজনগর ইউনিয়ন আ’লীগের সভাপতি ফখরুল ইসলাম বলেন, পাহাড়টি তার মালিকানাধীন। স্থানীয় তামিরুল মিল্লাত মাদ্রাসাটি জরাজীর্ণ হওয়ায় এটি ওই জায়গায় নিতেই পাহাড়টি কাটা হয়েছে।
বরিশাল : দখল প্রক্রিয়ায় এবার ক্ষমতাসীন দলের পিডিবির সেবাকেন্দ্র দখল করে শ্রমিক লীগের অফিস বানানো হলো। সোমবার এ দখলের ঘটনা ঘটে। জানা গেছে, ওজোপাডিকো বিদ্যুত্ শ্রমিক কর্মচারী লীগ (বি-২১৩৫) বরিশাল বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আবু তাহেরের নেতৃত্বে সোমবার বেলা ১১টায় একদল শ্রমিক হঠাত্ করে আমানতগঞ্জের পিডিবির সেবাকেন্দ্রটি দখল করে তাদের শ্রমিক লীগের অফিস বানায়। মুহূর্তেই সেখানে দেয়াল লিখন, সাইনবোর্ড সেঁটে দেয়াসহ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি টানানো হয়। এ সময় পিডিবির নির্বাহী প্রকৌশলী বাধা দিলেও তা মানা হয়নি। এ ঘটনায় একই দলীয় ওজোপাডিকো বিদ্যুত্ শ্রমিক-কর্মচারী লীগের অপর গ্রুপ (বি-২১৩৮) ক্ষোভ প্রকাশ করেছে। তাদের মতে, ওরা আ’লীগের নাম ভাঙ্গিয়ে নানা বিতর্কিত কর্মকাণ্ড করে চলেছে। এরা দলের মূল স্রোতের কেউ নয়। তারা দাবি করেন, পিডিবির সেবাকেন্দ্র দখল করে রাজনৈতিক অফিস বানানোর ঘটনাটি ন্যক্কারজনক।
পিডিবির নির্বাহী প্রকৌশলী এটিএম তারেকুল ইসলাম জানান, সেবাকেন্দ্র দখল করে শ্রমিক লীগের অফিস করতে তাদের বাধা প্রদান করা হয়েছে। কিন্তু বাধা না মেনে তারা শ্রমিক লীগের নামে দেয়াল লিখন ও ছবি টানিয়েছে।
এ ব্যাপারে শ্রমিক-কর্মচারী লীগ (বি-২১৩৮) গ্রুপের বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক শামসুদ্দীন আহমেদ বলেন, আগে বিদ্যুত্ শ্রমিক লীগের একটিই সংগঠন ছিল। এখন ভেঙে দুটি হয়েছে। অপরদিকে দখলকারী বিদ্যুত্ শ্রমিক-কর্মচারী লীগের সাধারণ সম্পাদক আবু তাহের বলেন, এর আগে শ্রমিক লীগের অপর গ্রুপটি সেবাকেন্দ্রের দ্বিতীয় তলায় তাদের অফিস বানায়। তখন এখানকার পিডিবির দায়িত্বরতদের দখলবাজদের তুলে দেয়ার জন্য বলা হয়। অথবা তাদেরও অফিস দেয়ার দাবি জানানো হয়। তিনি বলেন, নিচতলার কক্ষটি খালি থাকায় সেখানে বসার চিন্তা-ভাবনায় শুধু দেয়াল লিখন, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি টানানো হয়েছে। তাদের অফিসের ব্যবস্থা করে দেয়া হলে এটি ছেড়ে দেয়া হবে।
সরিষাবাড়ী (জামালপুর) : বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের (বিউবি) নামে রেকর্ডীয় এবং মালিকানাধীন জমি কোনোভাবেই লিজ প্রদান করা যাবে না এ ধরনের আইন থাকলেও সরিষাবাড়ী বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের পাঁচ একর জমি বেদখল হয়ে গেছে। স্থানীয় শ্রমিক লীগ নেতা সরিষাবাড়ী বিদ্যুত্ সরবরাহের আওতাধীন কৃষিজমি ও পুকুর দখল করে চাষাবাদ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। মহাজোট ক্ষমতায় আসার পরপরই আবুল হোসেন নামের শ্রমিক লীগ নেতা পিডিবির জমি দখল করেন বলে জানা গেছে। গত এপ্রিলে সরিষাবাড়ীর বিউবোর কয়েক কর্মচারী ঢাকা বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের সিএসওটু চেয়ারম্যানের কাছে অবৈধ দখলদারের হাত থেকে জমি এবং পুকুর দখলমুক্ত করার আবেদন জানান। আবেদনে জানানো হয়, সরিষাবাড়ী বিদ্যুত্ সরবরাহের আওতাধীন উপকেন্দ্রের সংরক্ষিত এলাকার পাঁচ একর কৃষিজমি ও একটি বিশাল পুকুর স্থানীয় বহিরাগত লোক জমিতে ধান, শাকসবজি ও পুকুরে মাছ চাষের আবাদ করে আসছে। এমনকি সেই পুকুরপাড়ে একটি অবৈধ সেচ পাম্প বসানো হয়। জমির চাষাবাদ দেখাশোনার জন্য ঘর তোলা হয়। সংরক্ষিত এলাকায় এসব নিয়মবহির্ভূত কার্যকলাপের ফলে ওই এলাকার নিরাপত্তা সম্পূর্ণ অচল হয়ে পড়েছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাহ সাহেবের ডায়রি ।। রোড জ্যাম ইন ভিয়েতনাম

লিখেছেন শাহ আজিজ, ১৫ ই মে, ২০২৪ দুপুর ১২:৩৭



আমার ধারনা ছিল জটিল জ্যাম শুধু বাংলাদেশেই লাগে । কিন্তু আমার ধারনা ভুল ছিল । ভিয়েতনামে এরকম জটিলতর জ্যাম নিত্য দিনের ঘটনা । ছবিটি খেয়াল করলে দেখবেন... ...বাকিটুকু পড়ুন

আমার অন্যরকম আমি এবং কিছু মুক্তকথা

লিখেছেন জানা, ১৫ ই মে, ২০২৪ সন্ধ্যা ৭:০৬



২০১৯, ডিসেম্বরের একটি লেখা যা ড্রাফটে ছিল এতদিন। নানা কারণে যা পোস্ট করা হয়নি। আজ হঠাৎ চোখে পড়ায় প্রকাশ করতে ইচ্ছে হলো। আমার এই ভিডিওটাও ঐ বছরের মাঝামাঝি সময়ের।... ...বাকিটুকু পড়ুন

যেভাবে শরণার্থীরা একটি দেশের মালিক হয়ে গেলো!

লিখেছেন মাঈনউদ্দিন মইনুল, ১৫ ই মে, ২০২৪ সন্ধ্যা ৭:২৬



এবার একটি সেমিনারে প্রথমবারের মতো একজন জর্ডানির সাথে পরিচয় হয়। রাসেম আল-গুল। ঘনকালো মাথার চুল, বলিষ্ট দেহ, উজ্জ্বল বর্ণ, দাড়ি-গোঁফ সবই আছে। না খাটো, না লম্বা। বন্ধুত্বপূর্ণ ব্যক্তিত্ব। প্রতিটি সেশন... ...বাকিটুকু পড়ুন

নিউ ইয়র্কের পথে.... ২

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই মে, ২০২৪ রাত ৯:০২


Almost at half distance, on flight CX830.

পূর্বের পর্ব এখানেঃ নিউ ইয়র্কের পথে.... ১

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন থেকে বোর্ডিং ব্রীজে নেমেই কানেক্টিং ফ্লাইট ধরার জন্য যাত্রীদের মাঝে নাভিশ্বাস উঠে গেল।... ...বাকিটুকু পড়ুন

সামুতে আপনার হিট কত?

লিখেছেন অপু তানভীর, ১৫ ই মে, ২০২৪ রাত ৯:০৩



প্রথমে মনে হল বর্তমান ব্লগাদের হিটের সংখ্যা নিয়ে একটা পোস্ট করা যাক । তারপর মনে পড়ল আমাদের ব্লগের পরিসংখ্যানবিদ ব্লগার আমি তুমি আমরা এমন পোস্ট আগেই দিয়ে দিয়েছেন ।... ...বাকিটুকু পড়ুন

×