somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হলিউডের বিবাহ বার্তা:D

১০ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হলিউডে এমন কিছু বিয়ের ঘটনা ঘটেছে, যেগুলোকে আসলে বিয়ে বলে ভাবতেই বিভ্রম লাগে। প্রেমিকার সঙ্গে ডেটিংও এসব বিয়ের চেয়ে দীর্ঘায়িত হয়ে থাকে। খুব অল্প সময় বিবাহবন্ধনে থাকা তেমন কিছু স্বামী-স্ত্রীকে নিয়েই এ আয়োজন

পামেলা অ্যান্ডারসন-রিক সলোমন (স্থায়িত্ব ২ মাস)
একমাত্র অভিনেত্রী যিনি এক বছরে দুই দু’বার বিয়ে বিচ্ছেদের ঘটনা ঘটিয়েছেন। ২০০৭ সালের সেপ্টেম্বরে বিয়ে করেন রিক সলোমনকে। কিন্তু দুই মাস বাদেই বিচ্ছেদ। রিকের সঙ্গে বিয়ের বছরই কিডের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন পামেলা। কিন্তু চার মাসের মাথাতেই ডিভোর্স। কিড রক ছিলেন মিউজিশিয়ান। বিয়ের ৫৩ মিনিটের মাথাতেই নাকি পামেলার গায়ে হাত তোলেন কিড। এই দুই বিয়ের আগে মাত্র চারদিনের পরিচয়ে টমি লিকে বিয়ে করেছিলেন পামেলা অ্যান্ডারসন। সেই বিয়ে টেকে তিন বছর।
ব্রিটনি স্পিয়ার্স-জেসন আলেক্সান্ডার (স্থায়িত্ব আড়াই দিন)

ব্রিটনির ছেলেবেলার বন্ধু জেসন আলেক্সান্ডার। ২০০৪ সালের জানুয়ারিতে খুব উৎসাহের সঙ্গে লাসভেগাসের একটি চার্চে গিয়ে বিয়ে করেন দু’জন। বিয়ের সময় স্পিয়ার্সের পরনে ছিল জিন্স আর মাথায় বেসবল ক্যাপ। ঘটা করে ঘোষণা দেন আজীবন একসঙ্গে থাকবেন। চারদিকে শুরু হয় হইচই। কিন্তু বিয়ের ঠিক ৫৫ ঘণ্টা পরই বদলে যায় স্পিয়ার্সের গলার সুর। ‘আরে এটা ছিল মজা করার জন্য। আমরা একটু বেশিই করে ফেলেছিলাম।’ বিয়ে বিচ্ছেদ ঘটান দু’জন। তবে কয়েকদিন পরই জেসনের মন্তব্যে তৈরি হয় আলোচনার নতুন ইস্যু। জেসন বিয়ে বিচ্ছেদের কারণ হিসেবে উল্লেখ করেন খুবই হাস্যকর কিছু কথা। জেসনের অভিযোগ, ব্রিটনি পরিষ্কার-পরিচ্ছন্ন থাকেন না। প্রতিদিন গোসল করেন না। গায়ে নাকি তীব্র কটু গন্ধ! প্রচণ্ড খামখেয়ালি এ গায়িকা এ পর্যন্ত দু’বার ডিভোর্স করেছেন।

কিম কার্দাসিয়ান-ক্রিস হামপ্রিস (স্থায়িত্ব ১০ সপ্তাহ)
শুধু বিয়েতেই খরচ করেছিলেন ১০ মিলিয়ন ডলার। কাপড়চোপড় বাবদ খরচ হয়েছে আরও প্রচুর অর্থ। কিম কার্দাসিয়ানের জাঁকজমকপূর্ণ এই বিয়ের অনুষ্ঠান নিয়ে নির্মিত হয়েছিল ‘কিম ফেইরিটেল ওয়েডিং: এ কার্দাশিয়ান ইভেন্ট’ নামের দুই পর্বের টিভি অনুষ্ঠান। আর সে অনুষ্ঠান দেখেছে অন্তত ৩০ লাখেরও বেশি মানুষ। অথচ শেষমেশ কী হলো? যত গর্জালো তত আর বর্ষালো না। মাত্র ৭২ দিন টিকেছে সেই বিয়ে। বিচ্ছেদের কারণ মতের অমিল। বাস্কেটবল প্লেয়ার ক্রিস হামপ্রিসের সঙ্গে বিচ্ছেদ নিয়ে কার্দাশিয়ানের মন্তব্য ছিল, ‘আমি আশা করি সবাই বুঝবেন সিদ্ধান্তটা সহজ ছিল না। আমিও আশা করেছিলাম বিয়েটা দীর্ঘস্থায়ী হবে। কিন্তু সব তো পরিকল্পনা মতো হয় না।’ এখন র‌্যাপার কেনি ওয়েস্টের ঘর করছেন কার্দাসিয়ান। সম্প্রতি তাদের সন্তানও হয়েছে।

ড্রিউ ব্যারিমোর-জেরেমি থমাস (স্থায়িত্ব ১ মাস ৮ দিন)
১৬ বছর বয়সে একবার বাগদানের আংটি পরেছিলেন ড্রিউ ব্যারিমোর। কিন্তু বিয়ের কয়েক ঘণ্টা আগেই ভেঙে যায় সে সম্পর্ক। এরপর যতবার প্রেমে পড়েছেন ততবারই বিয়ে করেছেন। তবে ভাঙ্গাভাঙ্গির পালাও তাল মিলিয়ে চলেছেই। ব্যারিমোর হচ্ছেন তাৎক্ষণিক বিয়ে তাৎক্ষণিক বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়া নায়িকা। ছয় সপ্তাহের ডেটিং শেষে থমাসকে বিয়ে করেন ব্যারিমোর। ১৯ বছর বয়সী ব্যারিমোর যখন ওয়েলস বার মালিক জেরমি থমাসকে বিয়ে করেন তখন তার বয়স ৩২। বিয়েটা হয়ও বারে বসে। বিয়ের মাত্র ৩৮ দিনের মাথায় ব্যারিমোর বিচ্ছেদ ঘটান। কারণ? ‘শত্রুভাবাপন্ন পার্থক্য’। থমাসের সঙ্গে বিচ্ছেদের পর কমেডিয়ান টম গ্রিনকে বিয়ে করেন ব্যারিমোর। সেই বিয়েটা টেকে ছয় মাস।

লিসা মেরি প্রিসলি-নিকোলাস কেজ (স্থায়িত্ব ৩ মাস)
নিজের ২৫তম জন্মদিনে নিকোলাস কেজকে বিয়ে করেছিলেন লিসা প্রিসলি। মাইকেল জ্যাকসনের সঙ্গে নয় মাস দাম্পত্য জীবনের পর কেজের সঙ্গে জড়িত হয়েছিলেন প্রিসলি। কিন্তু প্রথমটির চেয়েও দ্রুত ভেঙেছে দ্বিতীয় বিয়ে। তার মন্তব্য ছিল ‘এটা একটা ভুল। কিংবদন্তি শিল্পী এলভিস প্রিসলির মেয়ে লিসা। অভিনেতা কেজকে বিয়ে করেন ২০০২ সালের আগস্টে। হাওয়াই দ্বীপে করা এ বিয়েটা ছিল নিকোলাসের দ্বিতীয় আর লিসার তৃতীয় বিয়ে। ১০৭ দিন পরে কেজ জানান তাদের বিয়ে করা উচিত হয়নি। প্রিসলির জন্য এটি ছিল তৃতীয় বিচ্ছেদ। প্রথম স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার ২০ দিনের মাথায় প্রিসলি বিয়ে করেছিলেন পপ কিং মাইকেল জ্যাকসনকে। সে বিয়ে টেকে ২০ মাস।

এডি মারফি-ট্রেসি এডমন্ডস (স্থায়িত্ব ২ সপ্তাহ)
এ জুটি বিয়ে করেছিলেন অনিন্দ্য সুন্দর পলিনেশিয়ান বোরা দ্বীপে। কিন্তু তাদের বিয়ের সৌন্দর্য ফিকে হয়ে যায় দুই সপ্তাহ বাদেই।
চলচ্চিত্র প্রযোজক ট্রেসি এডমন্ডস আর এডি মারফি বিয়ে করেন ২০০৮ সালের শুরুতেই। ১৬ দিন পর মারফি সিদ্ধান্ত নিলেন, ‘আমার জন্য বিয়ে নয়’। অভিযোগ ওঠে এডি মারফি জনসমক্ষে ট্রেসির প্রতি অত্যন্ত আপত্তিকর ও অবমাননাকর আচরণ করেছেন। বিচ্ছেদের সময় দুইজনের বিবৃতি ছিল এমন, ‘বহু বিবেচনা ও আলোচনা শেষে যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছি আমরা আইনি পদক্ষেপে যাবো। এটা প্রয়োজনীয় নয় যে আমাদের ভবিষ্যৎ সম্পর্ক কী হবে।’ এ পর্যন্ত ঘটা সবচেয়ে ভদ্র বিচ্ছেদ এটিই।

রুডলপ ভ্যালেন্তিনো-জিন অ্যাকার (স্থায়িত্ব ৬ ঘণ্টা)
ইতালিয়ান অভিনেতা ‘লাতিন লাভার’ বলে খ্যাত ছিলেন রুডলফ ভ্যালেন্তিনো। বেচারা বিয়ে করেছিলেন আমেরিকান অভিনেত্রী জিন অ্যাকারকে। কিন্তু আমেরিকান এ অভিনেত্রীকে বিয়ে করার সময় তার সম্পর্কে কোন ধারণাই ছিল না আবেগপ্রবণ ভ্যালেন্তিনোর। জিন ছিলেন লেসবিয়ান। বিয়ের ছয় ঘণ্টা পরই জিন বিবাহ বিচ্ছেদ ঘটান। ভ্যালেন্তিনোরও কিছু করার ছিল না। কারণ, বিবাহিত জীবনের সেই ছয় ঘণ্টাই হোটেল রুমে নববধূ কর্তৃক তালাবদ্ধ থাকতে হয়েছে তাকে।

ক্যামেরন ইলেকট্রা-ডেনিস রডম্যান (স্থায়িত্ব ৯ দিন)
ক্যামেরন ইলেকট্রা এবং বাস্কেটবল খেলোয়াড় ডেনিস রডম্যানের বিয়েটা হয়েছিল লাস ভেগাসে ১৯৯৮ সালের নভেম্বরে। কিন্তু নয়দিন পরই ডিভোর্স। কারণ, খুবই সাদামাটা ডিভোর্সের আগের রাতে ড্রিংক করেছিলেন রডম্যান। মদ খেয়ে মাতাল থাকায় বিয়ে হয়েছে কি হয়নি এ নিয়েই প্রশ্ন ওঠে। ওইদিনই ডিভোর্সের জন্য আবেদন করেন ক্যামেরন। অবশ্য পরে মামলা মোকদ্দমা শেষ হওয়ার অপেক্ষায় আরও চার মাস একত্রেই কাটিয়েছিলেন তারা। যাক, তাও তো চেষ্টা ছিল! বিয়েটাকে পরবর্তীতে ক্যামেরন তুলনা করেছিলেন চিজবার্গারের সঙ্গে। বলেছিলেন ‘একটা ফাস্টফুড দোকানের চিজবার্গারের মতো’।

চের-গ্রেগ অ্যালমান (স্থায়িত্ব ৯ দিন)
গ্রেগ অ্যালম্যান সর্বকালের সেরা ১০০ সংগীতশিল্পীর একজন। ১৯৭৫-এর জুনে বিয়ে করেন অভিনেত্রী চেরকে। নয়দিন পরই বিচ্ছেদ ঘটান। তাদের হানিমুনের সময় গুজব ছড়ায় যে, গ্রেগ চেরকে ছেড়ে যেতে পারেন। গুজবে ঘি ঢালে হানিমুনের সময়ে অ্যালমানের মদপানের ঘটনা। পরবর্তীতে চের সংবাদ মাধ্যমে দেয়া বিবৃতি ছিল এমন, ‘আমি সবসময় বিশ্বাস করি যা ভুল হয় যত তাড়াতাড়ি সম্ভব তা থেকে সরে আসাই ভাল’।

মারিও লোপেজ-অ্যালি ল্যান্ড্রি (স্থায়িত্ব ১৩ দিন)
৭ বছরের ডেটিং শেষে ১৩ দিনের সংসার! এক প্রতিযোগীতার অনুষ্ঠানে পরিচয় হয় অভিনেত্রী মারিও লোপেজ আর মডেল অ্যালি ল্যান্ড্রির। পরিচয় থেকে সম্পর্ক। সাত বছর স্থায়ী এই সম্পর্ককে পূর্ণতা দিতে ২০০৩ সালে বিয়ে করেন দু’জনে। কিন্তু বিয়ের এই দুই সপ্তাহেই ল্যান্ড্রি অনুভব করেন লোপেজ তার সঙ্গে সম্পর্কের ছয় বছরে অনেকবার অবিশ্বস্ত ছিল। ব্যস, বিচ্ছেদ।

রবিন গিভেন্স-মারিনোভিচ (স্থায়িত্ব ৭ মিনিট)
এ বিয়েটা নিয়ে যথেষ্ট হাসাহাসি করে মানুষ। মডেল অভিনেত্রী রবিন গিভেন্স ও মারিনোভিচের বিয়ের আয়ু এত কম যে, বিয়ে হয়েছিল কি হয়নি তা নিয়ে নিজেদের মধ্যেই সন্দেহ দেখা দেবে। বিয়ের মাত্র সাত মিনিট পরই তাদের ডিভোর্স হয়। নিন্দুকদের মন্তব্য, বেচারারা বিয়ের স্মৃতিস্বরূপ একটা ছবিও তুলতে পারল না! এটি ১৯৯৭ সালের ঘটনা। তবে সাত মিনিটে কী এমন ঘটল যে বিয়ে ভাঙতে হলো, তা নিয়ে মুখ খোলেননি কেউই। এর আগে রবিন গিভেন্স বিয়ে করেছিলেন বক্সার মাইক টাইসনকে। সে বিয়ে বিচ্ছেদ ছিল পাল্টাপাল্টি অভিযোগ দিয়ে। টাইসন স্ত্রীর বিরুদ্ধে এনেছিলেন অর্থ আত্মসাতের অভিযোগ। আর গিভেন্স বলেছিলেন তাকে শারীরিক ও যৌন নির্যাতনের কথা। মর্মান্তিক ব্যাপার হলো, ১৯৮৯ সালের ভালবাসা দিবসেই দু’জনের ছাড়াছাড়ির ঘোষণা দেন টাইসন।
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রজাতির শেষ জীবিত প্রাণ !

লিখেছেন অপু তানভীর, ১৩ ই মে, ২০২৪ সকাল ১০:৫১



বিবিসির একটা খবর চোখে এল সেদিন । উত্তরাঞ্চলীয় সাদা গন্ডার প্রজাতির শেষ পুরুষ গন্ডারটি মারা গেছে । তার নাম ছিল সুদান । মৃত্যুর সময় তার বয়স ৪৫। বিবিসির সংবাদটা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে সবচেয়ে ক্রিয়েটিভ এবং পরিমার্জিত কনটেন্ট ক্রিয়েটর মধ্যে সে একজন ।।

লিখেছেন সেলিনা জাহান প্রিয়া, ১৩ ই মে, ২০২৪ সকাল ১১:৩৯



আপনারা কতজন Umma Kulsum Popi চেনেন, আমি ঠিক জানি না। আমার পর্যবেক্ষণ মতে, বাংলাদেশে সবচেয়ে ক্রিয়েটিভ এবং পরিমার্জিত কনটেন্ট ক্রিয়েটরদের একজন হলেন উনি। যদি বলি দেশের সেরা পাঁচজন কনটেন্ট... ...বাকিটুকু পড়ুন

হাদিস অস্বীকার করে রাসূলের (সা.) আনুগত্য সম্ভব

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই মে, ২০২৪ দুপুর ২:৪৯



সূরাঃ ৪ নিসা, ৫৯ নং আয়াতের অনুবাদ-
৫৯। হে মুমিনগণ! যদি তোমরা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস কর তবে তোমরা আনুগত্য কর আল্লাহর, আর আনুগত্য কর রাসুলের, আর যারা তোমাদের... ...বাকিটুকু পড়ুন

=কবিতাগুলো যেনো এক একটি মধুমঞ্জুরী ফুল=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৩ ই মে, ২০২৪ বিকাল ৪:২০



©কাজী ফাতেমা ছবি
মনের মাধুরী মিশিয়ে যে কবিতা লিখি
কবিতাগুলো যেনো আমার এক একটি মঞ্জুরী লতা ফুল,
মনের ডালে ডালে রঙবাহারী রূপ নিয়ে
ঝুলে থাকে কবিতা দিবানিশি
যে কবিতার সাথে নিত্য বাস,
তাদের আমি... ...বাকিটুকু পড়ুন

পোষ্ট যদি ক্রমাগতভাবে ০, কিংবা ২/১'টি মন্তব্য পেতে থাকে, বুঝবেন যে, সোনাগাজী সেমি-ব্যানে আছে!

লিখেছেন সোনাগাজী, ১৩ ই মে, ২০২৪ বিকাল ৫:২৭



আপনার পোষ্ট যদি ক্রমাগতভাবে ০ কিংবা ১'টি মন্তব্য পেতে থাকে, তখন খোঁজ নিলে দেখবেন যে, সোনাগাজী সেমি-ব্যানে আছে!

কোন বিষয়ের উপর অনেক মানসম্পন্ন পোষ্ট লিখলেও সামুতে আপনি... ...বাকিটুকু পড়ুন

×