somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে দেশে প্রবেশে ভিসা লাগে না

২০ শে নভেম্বর, ২০১০ সকাল ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ড্যান ব্রাউনের রোমাঞ্চকর বই এনজেল্স এন্ড ডিমনস্ পড়তে পড়তেই সিদ্ধান্ত নিলাম- ভেটিকান দেখতে হবে। রোমের বাংলা কাগজ স্বদেশ বিদেশ’র বিশেষ প্রতিনিধি মাসুদ খান ও সৈয়দ ডালিমকে নিয়ে বেরিয়ে পড়লাম সকালের কফি পর্ব সেরে। সান পিয়েত্র স্কয়ারে পা রেখেই ঘড়িতে চোখ বুলালাম। এগারোটা ছুঁই ছুঁই অবস্থা। স্কয়ার লোকে লোকে লোকারণ্য। সবাই তাকিয়ে আছে একটি ভবনের দিকে। কিছু না বুঝে আমরাও তাকালাম। কয়েক মিনিটের মধ্যে জানালার পর্দা সরে গেল। দেখা গেল ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মগুরু পাপা বেনেদেত্ত সেইদিচেজ্মো। তিনি গুরুগম্ভীর বক্তৃতা করলেন অনুসারী, ভক্তদের উদ্দেশ্যে। আমরাও শুনলাম। বিশ্ববাসীর জন্য শান্তি কামনা করলেন। তার গোটা বক্তব্য ইতালিয় ভাষার পাশাপাশি ইংরেজী, ডয়েস, ফ্রেন্স, স্প্যানিশসহ কয়েকটি ভাষায় অনুবাদ বলা হলো। বক্তৃতা এবং প্রার্থনা শেষ করে তিনি সরে দাড়ালেন জানালা থেকে। পর্দা এসে ঢেকে দিল আগের মতোই। ভক্ত অনুসারীরা ফিরে গেল ধীর পায়ে। কয়েক মুহুর্ত পর যখন পিয়াচ্ছা (স্কয়ার) ফাঁকা হলো- বুঝলাম ভুল হয়ে গেছে। যতক্ষন দাড়িয়ে আমরা ক্যাথলিক ধর্মপিতার বক্তব্য শুনেছি ততক্ষনে ভেটিকানের অন্দরে প্রবেশের মুখে সৃষ্টি হয়েছে ইয়া লম্বা লাইন। একমুহুর্ত ভাবলাম নাহ্, আজ আর ভেটিকান দেখা হলো না। আবার মনে হলো না, আজই দেখব। মনের এই দোদুল্যতার অবসান ঘটাতে পকেট থেকে এক ইউরোর একটা কয়েন বের করে উপর দিকে ছুড়ে মারল ডালিম। নিচে পড়ার আগেই চেপে ধরল দু’হাতের মাঝে। বলল, যদি উপরের পাশে ১ ইউরো লিখা থাকে তবে আজ আমরা ভেটিকানের অন্দর না দেখে যাবো না। আর যদি উল্টা পাশ পড়ে তবে ফিরে যাবো। হাতের চেঁটো ফাঁকা করতেই দেখা গেলো বড় করে লিখা ১ ইউরো। সুতরাং আমরা দাড়িয়ে গেলাম বিশাল লাইনের শেষ মাথায়।

রোমের তাইবার নদীর তিরে অবস্থিত ভেটিকানের আয়তন আট বর্গ একর। অর্থাৎ ৪৪ হেক্টর। জনসংখ্যা ৭৫০ জন। যাদের মধ্যে ৪৫০ জন ভেটিকানের নাগরিক। অন্যরা বিভিন্ন প্রয়োজনে অস্থায়ী ভাবে বসবাসের অনুমোতি পেয়েছে। ভেটিকানের প্রবেশ দ্বার ৫টি। সবগুলো দ্বার ভেটিকান রক্ষী দ্বারা সুরক্ষিত। তবে ধর্মপিতা পোপের ব্যক্তিগত রক্ষিরা সুইস নাগরিক। তারা ট্রেডিশনাল পোষাক (মাইকেল এনজেলের ডিজাইনে তৈরী) শরীরের চাপিয়ে পোপের নিরাপত্তা নিশ্চিত করে আসছে বহু আগে থেকে।
ক্যাথলিকদের তীর্থ কেন্দ্র ভেটিকান ৪র্থ শতাব্দী থেকে উনবিংশ শতাব্দী পর্যন্ত পোপীয় রাষ্ট্র হিসাবে পরিচালিত হতো। এটি সম্পূর্ণ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হয় ১৯২৯ সালে ল্যাতেরান চুক্তির মাধ্যমে। এর পতাকা সোজা সুজি ভাবে দুই অংশে বিভক্ত। পতাকা দন্ডের পাশে হলুদ এবং অন্যাংশে সাদার মাঝে চাবি ও পোপের মুকুট অঙ্কিত। এখানে বসবাস, নাগরিকত্ব অর্জন বা হারান সমস্ত কিছুই পরিচালিত হয় ল্যাতেরান চুক্তির নিয়ম অনুযায়ী। তবে রাষ্ট্রপিতা হিসাবে পোপের হাতে সর্বময় ক্ষমতা তুলে দেয়া হয়েছে। তিনি এর সকল প্রকার আইন প্রনয়ন, কার্যকর এবং বিচার বিভাগীয় ক্ষমতা ভোগ করে থাকেন। পোপের পদ শূন্য হলে পরবর্তি পোপ নির্বাচন না হওয়া পর্যন্ত কার্ডিনাল পরিষদ সকল দ্বায়িত্ব পালন করে। ভেটিকানের গোটা এলাকা ১৯৫৪ সালের ১৪মে হাগ্ চুক্তির অধীনে সংরক্ষন করা হয়েছে। যেন যুদ্ধ হলেও এর ঐতিয্য ও সংস্কৃতি অক্ষুন্ন থাকে। ভেটিকানকে ১৯৭২ সালের ১৬ নভেম্বরে বিশ্ব সংস্কৃতি এবং ঐতিয্যের অন্তর্ভুক্ত করা হয় ইউনেস্ক চুক্তির মাধ্যমে।

ভেটিকান রাষ্ট্রের রয়েছে নিজস্ব টেলিযোগাযোগ ব্যবস্থা, ডাক যোগাযোগ মাধ্যম, ব্যাংকিং পদ্ধতি, জ্যোতির্বিদ্যা বিষয়ক পর্যবেক্ষক দল, চিকিৎসা ব্যবস্থা, বেতার কেন্দ্র ও পোপের নিরাপত্তার জন্য সুইস নিরাপত্তা দল। এবং রাষ্ট্র হিসাবে ভেটিকান সব সময়েই আন্তর্জাতিক আইনের স্বীকৃতি পেয়ে আসছে। রাষ্ট্র হিসাবে বিশ্ব সংস্থাসমূহের সদস্য ভেটিকান। তারা আন্তর্জাতি চুক্তি ও সম্মেলনে যোগ দিয়ে থাকে। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের ১৭১টিরও বেশী দেশের সাথে ভেটিকান কূটনৈতিক সম্পর্ক বজায়ে রেখেছে।

১৯৭২ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ ও ভেটিকানের মধ্যে কূটনৈতিক চুক্তি সম্পাদিত হয়। এবং পরের বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় ভেটিকানের দূতাবাস স্থাপন করা হয়। সে সময়ের পোপ পৌল ষষ্ঠের প্রতিনিধি হয়ে প্রথম ঢাকায় আসেন আর্চবিশপ এডুয়ার্ড ইদ্রিস। তিনি ১৯৭৩ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ঢাকায় পোপীয় প্রতিনিধির দায়িত্ব পালন করেন। এর আগে সদ্যোজাত বাংলাদেশের প্রতি সমর্থন ও সহমর্মিতা দেখাতে ঢাকায় আসেন আর্চবিশপ উইলিয়াম ও হেনরি দা রিয়েদমার্টিন। বাংলাদেশের অভ্যুদয়ের সময় থেকে এপর্যন্ত সব সময়ই ভেটিকান বাংলাদেশের প্রতি বন্ধুত্বপূর্ন মনোভাব দেখিয়ে এসেছে। বাংলাদেশও তার যোগ্য মর্যাদা দিতে কখনো কার্পন্য করেনি।

সর্বোচ্চ নিরাপত্তা মূলক সিকিউরিটি দরজা পেরিয়ে পা রাখলাম ভেটিকানের অন্দরে। মনে হলো গোটা ভবনটাই দেয়াল চিত্র আর মূর্তি দিয়ে মোড়া। এমনকি ছাদেও আর্টিষ্টদের অজস্র আঁকিবাকিঁ। সিস্টিন চ্যাপেল- মাইকেল আন্জেলোর চিত্র কর্ম দিয়ে টয়টুম্বর। এখানেই রয়েছে শিল্পীর বিখ্যাত সৃষ্টি “লাষ্ট জাজমেন্ট”। রাফায়েল কক্ষ, বর্জিয়া এপার্টমেন্ট যেদিকে চোখ যায় শুধু চিত্রকর্ম আর চিত্রকর্ম। সাথে মূর্তি। যেসব শিল্পীদের চেনাগেল তারা প্রায় সবাই রেঁনাসাসের যুগের বিখ্যাত। এরা হলেন, লিওনার্দো দা ভিন্সি, পেরুজিনো, লুকা, রোসেলি, বোতেচেলি, গারলেদিও ইত্যাদী।

সিস্টিন চ্যাপেলের ছাদ দেখতে গেলে ঘাড় ব্যাথা হয়ে যায়। এর উচ্চতা প্রায় ৫০ ফুট। এখানে ছবি তোলা এবং কথা বলা নিষেধ। মজার বেপার হচ্ছে সে সময় এতো ভারী এবং দীর্ঘ স্তম্ভের উপর কিভাবে স্থাপন করা হলো এই বিশাল কারুকাজ খচিত ছাদ সে প্রশ্ন মাথায় কিছুটা জট ধরাতে পারে! চ্যাপেলের পাশেই পোপের বাড়ী। সেখানে দেখা যাবে ক্লাউনের মতো পোষক পরে হাতে বর্ষা নিয়ে ঠায় দাড়িয়ে আছে প্রহরী। এরাই পোপের সুইস প্রহরী। এবং এই পোষাকই মাইকেল এনজেলের ডিজাইনে তৈরী। ভেটিকান যাদুঘরে রয়েছে ১ লাখ ৫০ হাজার অমূল্য পান্ডুলিপি। সাথে আরো ১০ লাখ ৬ হাজার বই।

একদম নিচে রয়েছে মৃত পোপদের কবর। সেখানে পাপা জোভান্নী পাওলো সেকন্দোসহ সাবেক সব পোপ এবং গুরুত্বপূর্ণ ধর্মনেতাদের কবর দেয়া হয়েছে। প্রত্যেক কবরের গায়ে মৃতব্যক্তির নামসহ তার সংক্ষিপ্ত জীবন লিখা আছে। এবং প্রত্যেক কবরের ওপর পাথর দিয়ে মৃতব্যক্তির অবয়ব তৈরী করা হয়েছে।

২৮৪টি পিলারের মাঝে পিয়াচ্ছা সান পিয়েত্র বা সেন্ট পিটার্স স্কয়ার অনেকটা ইলিপটিক্যাল আকৃতির। সবার জানা থাকা দরকার ভেটিকানে প্রবেশের জন্য কোন ভিসা দরকার হয়না। যেহেতু ইতালি হয়ে প্রবেশ করতে হয় সেহেতু ইতালির ভিসা থাকলেই চলে। এছাড়া ভেটিকানের অন্দরে প্রবেশের জন্যও কোন টিকেট প্রয়োজন হয় না।

ভেটিকান পেছনে ফেলে আসতে আসতে মাসুদ খান বললেন পৃথিবীর সেরা ৭ আশ্চর্যের অন্যতম আশ্চর্য স্থাপনা কোলসিয়াম আমাদের ফেরার পথেই পড়বে, দেখে গেলে কেমন হয়? বললাম, মন্দ না।
কোলসিয়ামে পৌছতে পৌছতে ঘড়ির কাঁটা বিকাল ৫টা ছাড়িয়ে গেল। ততক্ষনে ভেতরে ঢোকার ফটক বন্ধ হয়ে গেছে। অগত্যা কি আর করা? হাজার হাজার পর্যটকের ভিড় কেটে কেটে আমিও উপভোগ করলাম এর বাইরের সৌন্দর্য।

পলাশ রহমান

১৫টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তালগোল

লিখেছেন বাকপ্রবাস, ২৫ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:৩৫


তু‌মি যাও চ‌লে
আ‌মি যাই গ‌লে
চ‌লে যায় ঋতু, শীত গ্রীষ্ম বর্ষা
রাত ফু‌রা‌লেই দি‌নের আ‌লোয় ফর্সা
ঘু‌রেঘু‌রে ফি‌রে‌তো আ‌সে, আ‌সে‌তো ফি‌রে
তু‌মি চ‌লে যাও, তু‌মি চ‌লে যাও, আমা‌কে ঘি‌রে
জড়ায়ে মোহ বাতা‌সে ম‌দির ঘ্রাণ,... ...বাকিটুকু পড়ুন

মা

লিখেছেন মায়াস্পর্শ, ২৫ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৩৩


মায়াবী রাতের চাঁদনী আলো
কিছুই যে আর লাগে না ভালো,
হারিয়ে গেছে মনের আলো
আধার ঘেরা এই মনটা কালো,
মা যেদিন তুই চলে গেলি , আমায় রেখে ওই অন্য পারে।

অন্য... ...বাকিটুকু পড়ুন

কপি করা পোস্ট নিজের নামে চালিয়েও অস্বীকার করলো ব্লগার গেছে দাদা।

লিখেছেন প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, ২৫ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:১৮



একটা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আগে থেকেই ঘুরে বেড়াচ্ছে। পোস্টটিতে মদ্য পান নিয়ে কবি মির্জা গালিব, কবি আল্লামা ইকবাল, কবি আহমদ ফারাজ, কবি ওয়াসি এবং কবি... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। গানডুদের গল্প

লিখেছেন শাহ আজিজ, ২৫ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:২৮




তীব্র দাবদাহের কারণে দুবছর আগে আকাশে ড্রোন পাঠিয়ে চীন কৃত্রিম বৃষ্টি নামিয়েছিলো। চীনের খরা কবলিত শিচুয়ান প্রদেশে এই বৃষ্টিপাত চলেছিলো টানা ৪ ঘন্টাব্যাপী। চীনে কৃত্রিম বৃষ্টি নামানোর প্রক্রিয়া সেবারই প্রথম... ...বাকিটুকু পড়ুন

ভারতকে জানতে হবে কোথায় তার থামতে হবে

লিখেছেন আরেফিন৩৩৬, ২৫ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫


ইন্ডিয়াকে স্বপ্ন দেখানো ব্যাক্তিটি একজন মুসলমান এবং উদার চিন্তার ব্যাক্তি তিনি হলেন এপিজে আবুল কালাম। সেই স্বপ্নের উপর ভর করে দেশটি এত বেপরোয়া হবে কেউ চিন্তা করেনি। উনি দেখিয়েছেন ভারত... ...বাকিটুকু পড়ুন

×