somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবার ঘরে বসে সহজেই অনলাইনে টাকা ইনকাম করুন।

১৯ শে অক্টোবর, ২০১০ রাত ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবাইকে সালাম আশা করি ভাল আছেন ।
যারা আনলাইনে টাকা আয় নিয়ে ভাবছেন, বা আপনার বর্তমান অবস্থা থেকেই টাকা আয় ক রতে চান তাদের জন্য সুখবর ,তারা আশা করি আর বসে বসে বা ভেবে ভেবে অলস সময় নষ্ট করবেন না । এসে গেল আপ নাদের সেই পথ,। এবার সত্যিই অনলাইন হতে টাকা ইনকাম করুন।মজার ব্যাপার হল এখানে আপনার কোন কাজ বা অন্য কোন অভিজ্ঞতা লাগবেনা ।শুধু চাই নিজের উপর একটু আস্থা। এখানে আপনি ২ টাকা পদ্ধতিতে টাকা আয় করতে পারবেন । যা নিচে বলা হবে,
ঠান্ডা মাথায় দেখেন, পড়ে যদি বিশাস না হয় তবে আমার সাথে যোগাযোগ কইরেন। আমি পাচ্ছি আজ আমার 3 মাস হল। আমার স্যারের ৭ মাস,।ওনি বিনিয়োগের(মুল) টাকা পেয়েগেছেন।
ভূমিকা
বাংলাদেশে শুধু নয় সব দেশের মানুষের মাঝেই অনলাইন আয় করার ব্যাপারে আগ্রহ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অন্যান্য দেশে ইংরেজি শিক্ষা ও প্রযুক্তির বিকাশ বেশী হওয়ায় তারা এ সুযোগ অধিক হারে গ্রহন করতে পাচ্ছে। বাংলাদেশে এর তথ্যাবলীর প্রকাশ ও সফল আয়ধারী লোকের সংখ্যা কম থাকায় কাংখিত মানের প্রসার ঘটছে না। আমরা এ ব্যাপারে অভিজ্ঞতালদ্ধ পদ্ধতিগুলি আলোচনা করলাম।
বাংলাদেশ উন্নয়নশীল দেশ। এদেশের আর্থিক উন্নয়নে বৈদেশিক আয় একটি বড় ভূমিকা রাখে। তথ্য প্রযুক্তির সুবাদে দেশে বসেই বৈদেশিক মুদ্রা আয় করা যায়। এক্ষেত্রে প্রযুক্তি বিদ্যায় পারদর্শী সিমীত সংখ্যক মানুষ এ সুবিধা গ্রহন করে থাকে। এ সুযোগ অবারিত করতে আমার এই উপস্থাপনা।
আয়ের ধরণ
অনলাইন ভিত্তিক আয় প্রধানত ২ দুই ধরনের। যথা- ১) পুজিঁ বিনিয়োগ করে আয়, ২) পুজিঁ বিনিয়োগ ছাড়া আয়। প্রথম প্রকার, পুজিঁ বিনিয়োগ করে আয় আবার দুই প্রকার। যথা- ঝুকিপূর্ণ ও ঝুকি বিহীন। ঝুকিপূর্ণ আয়- ফরেক্স ট্রেডিং, বুলিয়ান ট্রেডিং, দৈনন্দিন দর নির্ভর গোল্ড ট্রেডিং। ঝুকিঁ বিহীন আয়- ডোমেইন পার্কিং, ফিক্সড প্রফিট গোল্ড ট্রেডিং। এসব ক্ষেত্রে একটি ট্রেডিং একাউন্ট খুলতে হয়। তারপর নিজ সাধ্য ও ইচ্ছা অনুযায়ী টাকা খাটিয়ে ট্রেডিং করতে হয়।
সাধারন জনগণের চাহিদার বিষয়টি বিবেচনা করে ফিক্সড প্রফিট গোল্ড ট্রেডিং-এর বিস্তারিত আলাপ করা হল। বাংলাদেশে এমন একটি কোম্পানী কাজ শুরু করেছে। নাম ইউনিপেটুইউ বাংলাদেশ লিমিটেড। এটি বেস্ট জিনিয়াস কোম্পানীর চাইল্ড। বেস্ট জিনিয়াস আন্তর্জাতিক বাজারে স্বর্ণ রূপান্তকরন কাজের ব্যবসা করে। মাসিক লাভ করে ৯৬%। তা থেকে ১০% লাভ ইউনিপেটুইউ-এর (গ্রাহক)ট্রেডারদেরকে প্রদান করে। CHANGE YOUR WISH TO SEE IN THE WORLD
ইউনিপেটুইউ-তে একটি একাউন্ট ওপেন করতে দরকার হয়-
১। ৮৪০০ টাকা। ২। একজন স্পন্সর ট্রেডার (আমরা এ সহযোগিতা করে থাকি)। একাউন্ট ওপেন হলে আপনি একটি মেম্বারশীপ আইডি নং ও একটি পাসওয়ার্ড এবং ব্যবসায় পরিচালনা করার জন্য একটি কন্ট্রোল প্যানেল পাবেন। এ কন্ট্রোল প্যানেল ব্যবহার করে পৃথিবীর যে কোন প্রান্তে বসেই ট্রেডিং করা যায়। সর্বনিম্ম ৪২০০০ টাকা বিনিয়োগ করা যায়। লাভের পরিমান মাসিক ১০%, দুই লাখের উপরে ২৩%। নিচের তালিকা অনুযায়ী ট্রেড করা যায়-
পদ্ধতি ১। কাজ না করে টাকা ইনকাম করুন।
যেমন এক লক্ষ ১,০০,০০০/- টাকা ডিপজিট করলে প্রতি মাসে বিশ ২০,০০০/- হাজার টাকা করে লভ্যআংশ পাবেন। টাকার নিচয়োতা ১০০% গ্যরান্টি।

আমাদের সর্ব নিম্ন ৪২,০০০/- টাকা থেকে সর্ব উচ্চ ৩,১৫,০০০/- টাকা পর্যন্ত ডিপজিট করা যায় একটি একাউন্টে।

আমাদের লভ্যআংশ হার হলো শতকরা বিশ ২০% করে।

যেমন উদহরনঃ
যদি আপনি ২১,০০০ টাকা বিনিয়োগ করেন তাহলে কি পাবেন-

নোট:- আমরা জানি যে, ২১,০০০ হাজার টাকা = ৩০০ ডলার এবং ১ ডলার= ৭০ টাকা।

প্রতমত আমরা যদি ২১,০০০.০০ টাকার ট্রেড করি তাহলে -

প্রতি মাসে ৩০০ ডলার এর মধ্যে ২০% অথবা ৩০ ডলার পাওয়া যাবে। এর মধ্যে ১০% মূল টাকা বাকি ১০% লাভ।

উদাহরন স্বরুপ-
আমরা ০১-০৬-২০১০ ইং তারিখে ট্রেড করলাম তাহলে-
পরবর্তী মাসের ০১-০৭-২০১০ ইং তারিেখ পাওয়া যাবে ২,১০০ টাকা আসল এবং ২,১০০ টাকা লাভ= ৪,২০০ টাকা
পরবর্তী মাসের ০১-০৮-২০১০ ইং তারিেখ পাওয়া যাবে ২,১০০ টাকা আসল এবং ২,১০০ টাকা লাভ= ৪,২০০ টাকা
পরবর্তী মাসের ০১-০৯-২০১০ ইং তারিেখ পাওয়া যাবে ২,১০০ টাকা আসল এবং ২,১০০ টাকা লাভ= ৪,২০০ টাকা
পরবর্তী মাসের ০১-১০-২০১০ ইং তারিেখ পাওয়া যাবে ২,১০০ টাকা আসল এবং ২,১০০ টাকা লাভ= ৪,২০০ টাকা
পরবর্তী মাসের ০১-১১-২০১০ ইং তারিেখ পাওয়া যাবে ২,১০০ টাকা আসল এবং ২,১০০ টাকা লাভ= ৪,২০০ টাকা
পরবর্তী মাসের ০১-১২-২০১০ ইং তারিেখ পাওয়া যাবে ২,১০০ টাকা আসল এবং ২,১০০ টাকা লাভ= ৪,২০০ টাকা
পরবর্তী মাসের ০১-০১-২০১১ ইং তারিেখ পাওয়া যাবে ২,১০০ টাকা আসল এবং ২,১০০ টাকা লাভ= ৪,২০০ টাকা
পরবর্তী মাসের ০১-০২-২০১১ ইং তারিেখ পাওয়া যাবে ২,১০০ টাকা আসল এবং ২,১০০ টাকা লাভ= ৪,২০০ টাকা
পরবর্তী মাসের ০১-০৩-২০১১ ইং তারিেখ পাওয়া যাবে ২,১০০ টাকা আসল এবং ২,১০০ টাকা লাভ= ৪,২০০ টাকা
পরবর্তী মাসের ০১-০৪-২০১১ ইং তারিেখ পাওয়া যাবে ২,১০০ টাকা আসল এবং ২,১০০ টাকা লাভ= ৪,২০০ টাকা
----------------------------------------------------------------------------------
মোট ১০ মাসে আসল এবং লাভ সহ পাওয়া যাবে----------------------------------- = ৪২,০০০ টাকা


পদ্ধতি,২। কাজ করে টাকা ইনকাম করুন।
প্রতি একজনের একাউন্ট ওপেন করলে ১০৫০/- টাকা করে পাবেন। যদি কেউ আপনার মাধ্যমে একাউন্ট ওপেন করে টাকা ডিপজিট করে, তাহলে দশ ১০% স্পটে কমিশন সাথে সাথে পাবেন, মোবাইলে এলাট ম্যসেজ সহ।

যেমন উদহরনঃ এক লক্ষ ১,০০,০০০/- টাকা ডিপজিট করলে সাথে সথে দশ ১০,০০০/- টাকা স্পট কমিশন পাবেন। এই ভাবে সর্ব উচ্চ প্রতিদিন ২১,০০০/- টাকা পর্যন্ত ইনকাম করা যায়।
বাংলাদেশের ৭টি ওনলাইন ব্যংক এর মাধ্যমে টাকা উঠাতে পারবেন অথবা কম্পানির ভিসা কার্ড এর মাধ্যমে যেকোন দেশে থেকে টাকা উঠাতে পারবেন।
(কিছু কথাঃ যারা ইতিমধ্যে ইউনিপিটুইউ এর কথা শুনেছেন বা মেম্বার তারা ত জানেনই উপরে যা বললাম।যারা নতুন ইউনিপিটুইউ এর কথা শুনলেন তাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে।তারা আশা করি বাজে মন্তব্য করবেন না আপনার ইচ্ছে হলে আমাকে দয়া করে জানান। ইতি পুর্বে এই ইউনিপিটুইউ কে নিয়ে অনেক কথা হয়েছে। কেউ কোন কিছুকে ভাল মনে দেখলে ভাল দেখায় আবার খারাপ মনে দেখলে খারাপ দেখা যায়। তাই আমি বলি ইউনিপেটুইউ কে নিয়ে খারাপ মন্তব্যের দিন শেষ, যারা খারাপ মন্তব্য করেন তারা আর কত বাজে বকবেন? ইতি মধ্যে এই ইউনিপেটুইউ এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে ১২ অক্টোবর "বঙ্গ বন্ধু আন্তর্যাতিক সম্মেলন কেন্দ্রে। যেখানে আমি নিজে ছিলাম দেখলাম বঙ্গ বন্ধু আন্তর্যাতিক সম্মেলন কেন্দ্রের ধারন ক্ষমতার প্রায় ৩ গুণ লোক হয়েছিল।ছিল ইউনিপেটুইউ এর এক বিশাল মিলন মেলা।এই ইউনিপেটুইউ বাংলাদেশকে দারিদ্র মুক্ত এবং বেকার মুক্ত হতে সাহায্য করছে (ই-কমার্স) বা ডিজিটাল সিস্টেমে, যা বাংলাদেশ সরকারের দেয়া প্রতিশ্রুতি "ডিজিটাল বাংলাদেশ" গড়তে সাহায্য করতেছে, কারন দারিদ্র দু‘রীকরন ছাড়া কিছুতেই "ডিজিটাল বাংলাদেশ" হতে পারে না।ত চলুন "ভিশন ২০২১ "ডিজিটাল বাংলাদেশ" গড়তে আমরা একধাপ এগিয়ে যাই। তাই আমি বলব আপনারা নেগেটিভলি না চিন্তা করে আজই শুরু করে দিন।
নোটিশঃ-যারা বাংলাদেশের অন্য(ডেস্টিনি, বা ভিবিন্ন মাল্টিলেভেল কম্পানিতে আছেন তারা দয়াকরে মন্তব্য করবেন না। কারন এই পোষ্ট দেখা মাত্র তাদের গায়ে আগুন ধরে যাবে,)
কম্পানির আন্তর্যাতিক ওয়েব সাইটঃ- http://www.unipay2u.com এখান হতে আরো বিস্তারিত জ়াতে পারবেন।
যোগাযোগ ঠিকানাঃ মোঃ সাইফুল ইসলাম ।
ইউনিপেটুইউ বাংলাদেশ লিঃ।
শিবপুর নরসিংদী।
মোবাইলঃ-01913572884
ই-মেইলঃ- [email protected]
[email protected]
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১০ রাত ২:২৯
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের কার কি করা উচিৎ আর কি করা উচিৎ না সেটাই আমারা জানি না।

লিখেছেন সেলিনা জাহান প্রিয়া, ২৭ শে এপ্রিল, ২০২৪ রাত ১:২৮




আমাদের কার কি করা উচিৎ আর কি করা উচিৎ না সেটাই আমারা জানি না। আমাদের দেশে মানুষ জন্ম নেয়ার সাথেই একটি গাছ লাগানো উচিৎ । আর... ...বাকিটুকু পড়ুন

মানবতার কাজে বিশ্বাসে বড় ধাক্কা মিল্টন সমাদ্দার

লিখেছেন আরেফিন৩৩৬, ২৭ শে এপ্রিল, ২০২৪ রাত ২:১৭


মানুষ মানুষের জন্যে, যুগে যুগে মানুষ মাজুর হয়েছে, মানুষই পাশে দাঁড়িয়েছে। অনেকে কাজের ব্যস্ততায় এবং নিজের সময়ের সীমাবদ্ধতায় মানুষের পাশে দাঁড়াতে পারে না। তখন তারা সাহায্যের হাত বাড়ান আর্থিক ভাবে।... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। আমের খাট্টা

লিখেছেন শাহ আজিজ, ২৭ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৫৪



তাতানো গরমে কাল দুপুরে কাচা আমের খাট্টা দেখে ব্যাপারটা স্বর্গীয় মনে হল । আহা কি স্বাদ তার । অন্যান্য জিনিসের মত কাচা আমের দাম বাড়াতে ভুল করেনি... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার ডেথঃ হ্যারল্ড শিপম্যান

লিখেছেন অপু তানভীর, ২৭ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:০৪



উপরওয়ালার পরে আমরা আমাদের জীবনের ডাক্তারদের উপর ভরশা করি । যারা অবিশ্বাসী তারা তো এক নম্বরেই ডাক্তারের ভরশা করে । এটা ছাড়া অবশ্য আমাদের আর কোন উপায়ই থাকে না... ...বাকিটুকু পড়ুন

আমার ইতং বিতং কিচ্ছার একটা দিন!!!

লিখেছেন ভুয়া মফিজ, ২৭ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:০৩



এলার্ম এর যন্ত্রণায় প্রতিদিন সকালে ঘুম ভাঙ্গে আমার। পুরাপুরি সজাগ হওয়ার আগেই আমার প্রথম কাজ হয় মোবাইলের এলার্ম বন্ধ করা, আর স্ক্রীণে এক ঝলক ব্লগের চেহারা দেখা। পরে কিছু মনে... ...বাকিটুকু পড়ুন

×