ফেইসবুকেই রেস্টুরেন্ট বুকিং

অনলাইন রেস্টুরেন্ট বুকিং সার্ভিস ‘ওপেনটেবিল ডটকমের’ সঙ্গে চুক্তি করল ফেইসবুক। এতে ফেইসবুক অ্যাপ ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসে রেস্টুরেন্টের টেবিল বুকিং নেওয়া যাবে। এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশাল নেটওয়ার্কিং সাইট ফেইসবুক স্মার্টফোনের মাধ্যমে অনলাইন সেবা বর্ধিত করছে।

ফজলে আজিমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2013, 11:35 AM
Updated : 16 August 2013, 11:35 AM

এক ঘোষণায় ফেইসবুক জানিয়েছে, ফেইসবুক অ্যাপ ব্যবহার করে উত্তর আমেরিকার ২০ হাজার রেস্টুরেন্টে টেবিল বুক করা যাবে। ওপেনটেবিল বুকিংয়ে ফেইসবুক কোনো কমিশন পাবে কি না, সে ব্যাপারে ফেইসবুক স্পষ্ট করে এখনও কোনো তথ্য জানায়নি।

অনলাইনে ব্যবসাবাণিজ্য সহজ হওয়ায় অনেক ক্রেতা বিভিন্ন সেবা পেতে ঢু মারছেন অনলাইনে। এ ধারায় এবার যুক্ত হল ফেইসবুক।

এ ঘোষণা আসার পর নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে ওপেনটেবিল ডটকমের শেয়ারের দর বছরের সর্বোচ্চ সীমা অতিক্রম করেছে।