সতিনের ছেলেকে বিক্রির সময় আটক

সাভারে সতিনের দুই বছরের ছেলেকে বিক্রয় করার সময় পুলিশ এক নারীকে আটক করেছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2013, 09:40 AM
Updated : 18 August 2013, 09:40 AM

রোববার বাজার বাসস্ট্যান্ড থেকে আটক খাদিজা বেগম (৩০) খুলনার বটিয়াঘাটা উপজেলার আমিরপুর গ্রামের বাবুল মিয়ার স্ত্রী।

সাভার মডেল থানার এসআই কবীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে রাজ্জাক প্লাজার পাশে এক রিকশাচালকের কাছে নামমাত্র মূল্যে শিশুটিকে বিক্রির চেষ্টা করছিলেন খাদিজা।

এ সময় স্থানীয় জনতা বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দেয়।

পুলিশ এসে আকাশ (২) নামের শিশুটিকে উদ্ধার করে এবং খাদিজাকে আটক করে।

তবে শিশুটিকে কিনতে চাওয়া রিকশাচালককে আটক করা যায়নি।

শিশুটি পুলিশের হেফাজতে রয়েছে জানিয়ে সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আকাশের বাবা-মায়ের কাছে খবর পাঠানো হয়েছে। তারা এলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আটক খাদিজা জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন, তার স্বামী বাবুল তাকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে প্রায়ই দুই স্ত্রীর মধ্যে ঝগড়াবিবাদ লেগেই থাকে। তাই সতিনকে শিক্ষা দিতে শুক্রবার তার ছেলে আকাশকে কৌশলে খুলনা থেকে সাভার নিয়ে আসেন তিনি।