somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শবে ক্বদর কি ২৭ এ রমযান?

০৩ রা সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শবে ক্বদর কি ২৭ এ রমযান?


‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏تَحَرَّوْا لَيْلَةَ الْقَدْرِ فِي الْوِتْرِ مِنْ الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْ رَمَضَانَ ‏ صحيح بخاري / ‏كِتَاب ‏صَلَاةِ التَّرَاوِيحِ -‏ ‏بَاب ‏ ‏تَحَرِّي لَيْلَةِ الْقَدْرِ ‏ ‏فِي الْوِتْرِ مِنْ الْعَشْرِ الْأَوَاخِرِ ‏ ‏فِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عُبَادَةَ

‏ তোমরা শবে ক্বাদর অনুসন্ধান করবে রমযানের শেষ দশ রাতের বিজোড় রাত গুলোতে (অর্থাৎ ২১,২৩,২৫,২৭ ও ২৯ এ রমযানে)
__________________________
আয়েশা থেকে বর্ণিত; বুখারী, কিতাবুস্সালাতুত্তারাবী

‏أَنَّ رِجَالًا مِنْ ‏ ‏أَصْحَابِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أُرُوا لَيْلَةَ الْقَدْرِ فِي الْمَنَامِ فِي السَّبْعِ الْأَوَاخِرِ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَرَى رُؤْيَاكُمْ قَدْ ‏ ‏تَوَاطَأَتْ ‏ ‏فِي السَّبْعِ الْأَوَاخِرِ فَمَنْ كَانَ ‏ ‏مُتَحَرِّيهَا ‏ ‏فَلْيَتَحَرَّهَا فِي السَّبْعِ الْأَوَاخِرِ- ‏ صحيح بخاري / ‏كِتَاب ‏صَلَاةِ التَّرَاوِيحِ ‏- بَاب ‏ ‏الْتِمَاسِ لَيْلَةِ الْقَدْرِ ‏ ‏فِي السَّبْعِ الْأَوَاخِرِ

সাহাবীদের মধ্যে অনেকেই স্বপ্ন দেখান হল, শবে ক্বদর (রমযানের) শেষ সাত রাতের মধ্যে। নবী স. বললেন " আমি দেখছি, তোমাদের সবার স্বপ্ন একি রকম- শেষ ৭ রাতেই সীমাবদ্ধ। তাই যে তা অনুসন্ধান করে, সে যেন শেষ ৭ রাতে তা খোঁজ করে দেখে।
___________________________________________
হযরত ইবনে উমার থেকে বর্ণিত, মুত্তাফাকুন আলাইহ, বুখারী ও মুসলীম, কিতাব- সালাতুত্তারাবী

‏‏ أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏الْتَمِسُوهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْ رَمَضَانَ لَيْلَةَ الْقَدْرِ فِي تَاسِعَةٍ تَبْقَى فِي سَابِعَةٍ تَبْقَى فِي خَامِسَةٍ تَبْقَى ‏- صحيح بخاري / ‏كِتَاب ‏صَلَاةِ التَّرَاوِيحِ-‏بَاب ‏ ‏تَحَرِّي لَيْلَةِ الْقَدْرِ ‏ ‏فِي الْوِتْرِ مِنْ الْعَشْرِ الْأَوَاخِرِ ‏ ‏فِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عُبَادَةَ

নবী স. বলেছেন " তোমরা তালাশ করবে তাকে (ক্বদর এর রাতকে) রমযানের শেষ দশে- মাসের নয়দিন বাকি থাকতে, সাতদিন বাকি থাকতে, পাঁচ দিন বাকি থাকতে।
___________________________
ইবনে আব্বাস থেকে বর্ণিত, বুখারী, কিতাব সালাতুত্তারাবী


رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ يَعْتَكِفُ فِي الْعَشْرِ الْأَوْسَطِ مِنْ رَمَضَانَ فَاعْتَكَفَ عَامًا حَتَّى إِذَا كَانَ لَيْلَةَ إِحْدَى وَعِشْرِينَ وَهِيَ اللَّيْلَةُ الَّتِي يَخْرُجُ مِنْ صَبِيحَتِهَا مِنْ اعْتِكَافِهِ قَالَ ‏ ‏مَنْ كَانَ اعْتَكَفَ مَعِي فَلْيَعْتَكِفْ الْعَشْرَ الْأَوَاخِرَ وَقَدْ أُرِيتُ هَذِهِ اللَّيْلَةَ ثُمَّ أُنْسِيتُهَا وَقَدْ رَأَيْتُنِي أَسْجُدُ فِي مَاءٍ وَطِينٍ مِنْ صَبِيحَتِهَا فَالْتَمِسُوهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ وَالْتَمِسُوهَا فِي كُلِّ وِتْرٍ فَمَطَرَتْ السَّمَاءُ تِلْكَ اللَّيْلَةَ وَكَانَ الْمَسْجِدُ عَلَى ‏ ‏عَرِيشٍ ‏ ‏فَوَكَفَ ‏ ‏الْمَسْجِدُ فَبَصُرَتْ عَيْنَايَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى جَبْهَتِهِ أَثَرُ الْمَاءِ وَالطِّينِ مِنْ صُبْحِ إِحْدَى وَعِشْرِينَ ‏ صحيح بخاري / كِتَاب ‏ ‏الِاعْتِكَافِ ‏ بَاب ‏ ‏الِاعْتِكَافِ ‏ ‏فِي الْعَشْرِ الْأَوَاخِرِ ‏ ‏وَالِاعْتِكَافِ ‏ ‏فِي الْمَسَاجِدِ كُلِّهَا ‏ ‏لِقَوْلِهِ تَعَالَى ‏ ‏وَلَا تُبَاشِرُوهُنَّ وَأَنْتُمْ عَاكِفُونَ فِي الْمَسَاجِدِ تِلْكَ حُدُودُ اللَّهِ فلَا تَقْرَبُوهَا كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَّقُونَ
­­­­­
একবার রাসূল স. রমযানের প্রথম দশকে ইতিকাফ করলেন, তারপর মধ্যম দশকে (অর্থাৎ মাঝাখানের দশদিন) করলেন একটি তুর্কি তাবুতে। এ সময় একবার তাবু থেকে মাথা বের করে বললেনঃ আমি এ রাতের খোজ করতে যেয়ে প্রথম দশদিন ইতিকাফ করেছি, তারপর মাঝের দশদিনও ইতিকাফ করেছি, এরপর স্বপ্নে আমার কাছে কেউ এসে বলল, এটি (লাইলাতুল ক্বদর) শেষ দশ দিনের মধ্যে আছে। অতএব যে লোক আমার সাথে প্রথমে ইতিকাফ করেছে, সে যেন শেষ দশ দিনও ইতিকাফ করে। নিশ্চয় তা (শবে ক্বদর এর রাত) আমাকে স্বপ্নে দেখান হয়েছিল কিন্তু পরে তা থেকে আমাকে বিস্মৃত করা হয়েছে। তবে মনে পড়ে (স্বপ্নে আমি দেখেছিলাম) আমি সে রাতের ফযরে নিজেকে পানি আর কাদার মধ্যে সিজদাহ করতে দেখেছি। অতএব, তোমরা তা (শবে ক্বদর) শেষ দশ রাতের মধ্যেই খুঁজে দেখবে এবং বে-জোর রাতগুলোতেই অনুসন্ধান করবে। অতঃপর ( হাদিসটি বর্ণনাকারী) আবু সাইদ বলেন, সে রাতে আকাশ থেকে বৃষ্টি আসল, মসজিদ তখন ছাপরা (অরক্ষিত ছাদ) ছিল, তাই ছাদ থেকে পানি পড়ল। তখন আমার দুই চোখ রাসূল স.কে দেখল তাঁর কপালে পানি ও কাদার দাগ লেগেছে আর তা ছিল একুশ তারিখের (অর্থাৎ একুশে রমযানের) সকাল।
_______________________________________
আবু সাইদ খুদরী হতে। মুসলিম/ বুখারী, কিতাব- ইতিকাফ, অধ্যায় শেষ দশ রাতে ইতিকাফ


‏سَأَلْتُ ‏ ‏أُبَيَّ بْنَ كَعْبٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏فَقُلْتُ إِنَّ أَخَاكَ ‏ ‏ابْنَ مَسْعُودٍ ‏ ‏يَقُولُ مَنْ يَقُمْ ‏ ‏الْحَوْلَ ‏ ‏يُصِبْ لَيْلَةَ الْقَدْرِ فَقَالَ رَحِمَهُ اللَّهُ أَرَادَ أَنْ لَا يَتَّكِلَ النَّاسُ أَمَا إِنَّهُ قَدْ عَلِمَ أَنَّهَا فِي رَمَضَانَ وَأَنَّهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ وَأَنَّهَا لَيْلَةُ سَبْعٍ وَعِشْرِينَ ثُمَّ حَلَفَ لَا ‏ ‏يَسْتَثْنِي أَنَّهَا لَيْلَةُ سَبْعٍ وَعِشْرِينَ فَقُلْتُ بِأَيِّ شَيْءٍ تَقُولُ ذَلِكَ يَا ‏ ‏أَبَا الْمُنْذِرِ ‏ ‏قَالَ بِالْعَلَامَةِ أَوْ بِالْآيَةِ الَّتِي أَخْبَرَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهَا تَطْلُعُ يَوْمَئِذٍ لَا شُعَاعَ لَهَا صحيح مسلم / ‏كِتَاب ‏ ‏الصِّيَامِ ‏‏ بَاب ‏ ‏فَضْلِ لَيْلَةِ الْقَدْرِ وَالْحَثِّ عَلَى طَلَبِهَا وَبَيَانِ مَحَلِّهَا وَأَرْجَى أَوْقَاتِ طَلَبِهَا


একবার আমি উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করলাম, আপনার ভাই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যে সারা বছর রাত জেগে ইবাদত করে, সে শবে ক্বদর লাভ করবে। হযরত উবাই বললেনঃ আল্লাহ তাকে (মাসউদকে) রহম করুক! তিনি এই কথা এ জন্য বলেছেন যে, লোকরা যেন তার উপর ভরসা করে নিশ্চেষ্ট না থাকে। নয়ত তিনি অবশ্যই জানেন যে , তা রমযানে এবং রমযানের শেষ দশ রাতগুলোর মধ্যেই এবং তা সাতাইশের রাতেই। যির (বর্ণনাকারী) বলেন, আমি বললাম, হে আবু মুনযির! আপনি কোন তথ্যসূত্রে এটা বললেন? তিনি (ইবনে কাব) বললেন: রাসূল স. আমাদের যে চিহ্ন বাতলে দিয়েছেন সে সূত্রে। তিনি বাতলেছেন, কদরের রাতের পর সকালে সূর্য উঠবে অথচ তার কিরণ থাকবে না।হাদিস গ্রন্থ মিশকাত শরীফের এ হাদিসটির ব্যাখ্যা: "কিরণ থাকবে না" সম্ভবতঃ সেই বছরের শবে ক্বদরের চিহ্ন এটা বলেছিলেন। সেই বছর শবে ক্বদর সাতাশ রাতেই হয়েছিল।
_____________________
তাবেয়ী যির ইবনে হুবাইশ র. থেকে বর্ণিত; মুসলিম: কিতাবুস্সিয়াম। অধ্যায়, ফাযলিল লাইলাতিল ক্বাদরী

‏ ‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَجْتَهِدُ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مَا لَا يَجْتَهِدُ فِي غَيْرِهِ

রাসূল স. রমযানের শেষ দশ দিনে ইবাদতে খুব বেশি পরিশ্রম করতেন যা অন্য সময় তিনি করতেন না।
_________________________
হযরত আয়েশা থেকে বর্ণিত। বুখারা ও মুসলিম: অধ্যায় আল ইজতিহাদি ফিল আশরি‏


‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا دَخَلَ الْعَشْرُ أَحْيَا اللَّيْلَ وَأَيْقَظَ أَهْلَهُ ‏ ‏وَجَدَّ ‏ ‏وَشَدَّ الْمِئْزَرَ ‏- صحيح مسلم / ‏كِتَاب ‏ ‏الِاعْتِكَافِ-‏ ‏بَاب ‏ ‏الِاجْتِهَادِ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْ شَهْرِ رَمَضَانَ ‏

রমযানের শেষ দশ দিন আসত, রাসূল স. ইবাদতের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিতেন। তিনি সারা রাত জাগতেন এবং নিজের পরিবারের সদস্যদেরও জাগিয়ে দিতেন।
_______________________________
হযরত আয়েশা থেকে বর্ণিত। বুখারী ও মুসলিম


উপসংহার: হযরত মুহাম্মদ স. শবে ক্বদরকে রমযানের শেষ দশ রাতে অনুসন্ধান করতে বলেছেন। একটি হাদিসে বেজোর রাতের উপর গুরুত্ব আরোপিত হয়েছে। তবে কোথাও সুনির্দিষ্ট তারিখ ব্যক্ত করা হয়নি।

তথ্যসূত্রঃ বিশ্বজুড়ে শান্তির বার্তা http://www.islaminbox.tk
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ ভোর ৬:৪১
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভণ্ড মুসলমান

লিখেছেন এম ডি মুসা, ২০ শে মে, ২০২৪ দুপুর ১:২৬

ওরে মুসলিম ধর্ম তোমার টুপি পাঞ্জাবী মাথার মুকুট,
মনের ভেতর শয়তানি এক নিজের স্বার্থে চলে খুটখাট।
সবই যখন খোদার হুকুম শয়তানি করে কে?
খোদার উপর চাপিয়ে দিতেই খোদা কি-বলছে?

মানুষ ঠকিয়ে খোদার হুকুম শয়তানি... ...বাকিটুকু পড়ুন

আসবে তুমি কবে ?

লিখেছেন সেলিম আনোয়ার, ২০ শে মে, ২০২৪ দুপুর ১:৪২



আজি আমার আঙিনায়
তোমার দেখা নাই,
কোথায় তোমায় পাই?
বিশ্ব বিবেকের কাছে
প্রশ্ন রেখে যাই।
তুমি থাকো যে দূরে
আমার স্পর্শের বাহিরে,
আমি থাকিগো অপেক্ষায়।
আসবে যে তুমি কবে ?
কবে হবেগো ঠাঁই আমার ?
... ...বাকিটুকু পড়ুন

(রম্য রচনা -৩০কিলো/ঘন্টা মোটরসাইকেলের গতি )

লিখেছেন আরেফিন৩৩৬, ২০ শে মে, ২০২৪ দুপুর ২:৫০



একজন খুব পরিশ্রম করে খাঁটি শুকনো সবজি( দুষ্টু লোকে যাকে গাঁ*জা বলে ডাকে) খেয়ে পড়াশোনা করে হঠাৎ করে বিসিএস হয়ে গেলো। যথারীতি কষ্ট করে সফলতার গল্প হলো। সবাই খুশি। ক্যাডারের... ...বাকিটুকু পড়ুন

কোথাও ছিলো না কেউ ....

লিখেছেন আহমেদ জী এস, ২০ শে মে, ২০২৪ রাত ১০:১৯




কখনো কোথাও ছিলো না কেউ
না ছিলো উত্তরে, না দক্ষিনে
শুধু তুমি নক্ষত্র হয়ে ছিলে উর্দ্ধাকাশে।

আকাশে আর কোন নক্ষত্র ছিলো না
খাল-বিল-পুকুরে আকাশের ছবি ছিলো না
বাতাসে কারো গন্ধ ছিলোনা
ছিলোনা... ...বাকিটুকু পড়ুন

#প্রিয়তম কী লিখি তোমায়

লিখেছেন নীল মনি, ২১ শে মে, ২০২৪ সকাল ৭:৫১


আমাদের শহর ছিল।
সে শহর ঘিরে গড়ে উঠেছিল অলৌকিক সংসার।
তুমি রোজ তাঁকে যে গল্প শোনাতে সেখানে ভিড় জমাতো বেলা বোস, বনলতা কিংবা রোদ্দুর নামের সেই মেয়েটি!
সে কেবল অভিমানে... ...বাকিটুকু পড়ুন

×