somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রক্তে ভেজা ২১ আগস্ট

২১ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলার ভয়াবহ চিত্র

রক্তাক্ত ২১ আগস্ট আজ। বাংলাদেশের ইতিহাসের একটি কলঙ্কিত দিন। ২০০৪ সালের এই দিনে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী রাজনৈতিক দল আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার ঘৃণ্য চক্রান্ত করেছিল একটি মৌলবাদী চক্র। ওইদিন রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে চালানো হয় উপর্যুপরি গ্রেনেড হামলা। মুহূর্তেই বঙ্গবন্ধু এভিনিউতে থমকে যায় মানবতা। রাজপথে লুটিয়ে পড়ে ২৪টি তাজা প্রাণ। এ ঘটনায় বাংলাদেশসহ সারাবিশ্বে আলোড়ন সৃষ্টি হয়। ধিক্কার ওঠে এ নারকীয় হত্যাযজ্ঞের বিরুদ্ধে। আজ সেই ভয়াল গ্রেনেড হামলার ষষ্ঠবার্ষিকী। দিবসটি স্মরণে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্মসূচি পালন করছে।
সেদিন বঙ্গবন্ধু এভিনিউর সমাবেশে ভাষণ দিচ্ছিলেন আওয়ামী লীগ সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বক্তব্য শেষ পর্যায়ে। নেতাকর্মীরা মঞ্চ থেকে তার নামার রাস্তা তৈরি করছিলেন। এমন সময় শুরু হলো তাকে লক্ষ্য করে উপর্যুপরি গ্রেনেড হামলা। জাতির জনকের কন্যা ও প্রিয় নেত্রীকে রক্ষার জন্য সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা তৈরি করে ফেলেন মানববর্ম। রক্ষা করেন বঙ্গবন্ধু-কন্যাকে। তাকে রক্ষা করা গেলেও বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগ
অফিসের সামনের রাস্তা ততক্ষণে রক্তগঙ্গা। তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে পৈশাচিক সে হামলায় ঘটনাস্থলেই ১৯ জন, পরে চিকিৎসাধীন অবস্থায় বর্তমান রাষ্ট্রপতির সহধর্মিণী ও মহিলা আওয়ামী লীগ নেত্রী বেগম আইভী রহমানসহ আরও ৫ জন প্রাণ হারান। আহত হন ৫ শতাধিক নেতাকর্মী।
নারকীয় সে হামলায় শেখ হাসিনা প্রাণে রক্ষা পেলেও তাকে হারাতে হয়েছে শ্রবণশক্তি। দেখতে দেখতে চোখের সামনে সন্ত্রাসবিরোধী সমাবেশ পরিণত হয় হত্যাযজ্ঞ-অনুষ্ঠানে। দীর্ঘদিন চিকিৎসা নিয়ে শেখ হাসিনা কিছুটা সুস্থ হলেও আজও সে ভায়াল স্মৃতি তাকে তাড়িয়ে বেড়ায়। সেদিনের হামলায় আহত পাঁচ শতাধিক নেতাকর্মীর অনেকেই এখনও পঙ্গুত্বের অভিশাপ নিয়ে বেঁচে আছেন।
সারাদেশে বোমা হামলা এবং গোপালগঞ্জে পুলিশি নির্যাতনের প্রতিবাদে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে কেন্দ্রীয়ভাবে সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ। বিকেল ৫টার দিকে প্রধান অতিথি শেখ হাসিনা সমাবেশস্থল পেঁৗছেন। বুলেটপ্রুফ মার্সিডিজ বেঞ্জ জিপ থেকে নেমে নিরাপত্তাকর্মী বেষ্টিত অবস্থায় কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক সামনে একটি ট্রাকমঞ্চে ওঠেন তিনি। দেশব্যাপী অব্যাহত বোমা হামলার বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বক্তৃতা শুরু করেন। দীর্ঘ বক্তৃতা শেষে তিনি 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' উচ্চারণ করে বিক্ষোভ মিছিল শুরু করার ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে বিকেল ৫টা ২২ মিনিটে দক্ষিণ দিক থেকে মঞ্চ লক্ষ্য করে শুরু হয় গ্রেনেড হামলা। প্রথম গ্রেনেডটি মঞ্চের পাশে রাস্তায় পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। পরে একে একে আরও ১২টি গ্রেনেডের বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তের মধ্যে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এ সময় কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দসহ দলীয় নিরাপত্তাকর্মীরা শেখ হাসিনাকে ঘিরে রাখেন। সঙ্গে সঙ্গে শেখ হাসিনাকে কর্ডন করে গাড়িতে তুলে সুধা সদনে নিয়ে যাওয়া হয়। শেখ হাসিনাকে বহনকারী গাড়ির ওপরও বৃষ্টির মতো গুলিবর্ষণ করা হয়।
উপর্যুপরি হামলায় হতাহতদের রক্তে সয়লাব হয়ে যায় বঙ্গবন্ধু এভিনিউ। নির্বিকার পুলিশ। বিক্ষুব্ধ দলের নেতাকর্মীরা। গ্রেনেড হামলার প্রতিবাদ জানাতে শুরু করলে পুলিশ তাদের ওপর পাল্টা হামলা চালায়। পুলিশের সঙ্গে দফায় দফায় বিক্ষুব্ধ জনতার সংঘর্ষ হয়। পুলিশের নগ্ন হামলার শিকার হন সাধারণ পথচারীরাও। স্তব্ধ হয়ে যায় গোটা রাজধানী। আতঙ্কে এলাকা ছেড়ে পালাতে থাকে লোকজন। আহত ৫ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীকে তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বারডেম, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল, শমরিতা হাসপাতালসহ রাজধানীর অন্যান্য হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় মামলা হলেও আজও বিচারকাজ সম্পন্ন হয়নি। ঘটনার পরপরই বিএনপি-জামায়াত সরকার মামলার গুরুত্বপূর্ণ আলামত নষ্ট করে ফেলে। তারেক-বাবরের নির্দেশে পুলিশ 'জজ মিয়া নাটক' তৈরি করে ফাঁসানোর চেষ্টা করে নোয়াখালীর এক দরিদ্র যুবককে। বিষয়টি ফাঁস হয়ে গেলে মামলার তদন্ত হিমাগারে চলে যায়। ২০০৭ সালে ওয়ান-ইলেভেনের পর মামলাটির তদন্ত নতুন করে শুরু হয়। এক বছর তদন্ত শেষে সিআইডির এএসপি ফজলুল করিম ২০০৮ সালের ১১ জুন জোট সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ২২ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। তবে ওই চার্জশিটে গ্রেনেডের উৎস ও নেপথ্যের কুশীলবরা শনাক্ত না হওয়ায় রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতে আদালত বর্ধিত তদন্তের নির্দেশ দেন। পরে বর্ধিত তদন্তকালে পুলিশ জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হরকাতুল জিহাদ নেতা আবদুল সালাম, ভারতের নাগরিক মজিদ ভারসহ চারজনকে গ্রেফতার করে। তাদের জবানবন্দি থেকে বেরিয়ে এসেছে অনেক রাঘববোয়ালের নাম। পাশাপাশি সিআইডি একাধিক গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তা ও পুলিশের কয়েক সাবেক আইজিসহ ২২ জনকে জিজ্ঞাসাবাদ করেছে। সিআইডি সূত্র জানায়, তদন্তকাজ চলছে। এখন আইনি বিষয়গুলো যাচাই-বাছাই করা হচ্ছে। আদালতের দেওয়া ২২ নভেম্বর সময়সীমার মধ্যেই চার্জশিট দাখিল করা যাবে।

(সূত্রঃ সমকাল)
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এলজিবিটি নিয়ে আমার অবস্থান কী!

লিখেছেন সায়েমুজজ্জামান, ১০ ই মে, ২০২৪ সকাল ৮:১৫

অনেকেই আমাকে ট্রান্স জেন্ডার ইস্যু নিয়ে কথা বলতে অনুরোধ করেছেন। এ বিষয়ে একজন সাধারণ মানুষের ভূমিকা কী হওয়া উচিত- সে বিষয়ে মতামত চেয়েছেন। কারণ আমি মধ্যপন্থার মতামত দিয়ে থাকি। এ... ...বাকিটুকু পড়ুন

মুসলিম নেতৃত্বের ক্ষেত্রে আব্বাসীয় কুরাইশ বেশি যোগ্য

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই মে, ২০২৪ দুপুর ১২:২৫




সূরাঃ ২ বাকারা, ১২৪ নং আয়াতের অনুবাদ-
১২৪। আর যখন তোমার প্রতিপালক ইব্রাহীমকে কয়েকটি বাক্য (কালিমাত) দ্বারা পরীক্ষা করেছিলেন, পরে সে তা পূর্ণ করেছিল; তিনি বললেন নিশ্চয়ই... ...বাকিটুকু পড়ুন

মুসলমানদের বিভিন্ন রকম ফতোয়া দিতেছে

লিখেছেন এম ডি মুসা, ১০ ই মে, ২০২৪ দুপুর ১:৩৩


আপন খালাতো, মামাতো, চাচাতো, ফুফাতো বোনের বা ছেলের, মেয়েকে বিবাহ করা যায়, এ সম্পর্কে আমি জানতে ইউটিউবে সার্চ দিলাম, দেখলাম শায়খ আব্দুল্লাহ, তারপর এই মামুনুল হক ( জেল থেকে... ...বাকিটুকু পড়ুন

জুমার নামাজে এক অভূতপূর্ব ঘটনা

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ১০ ই মে, ২০২৪ বিকাল ৪:৩০



মসজিদের ভেতর জায়গা সংকুলান না হওয়ায় বাহিরে বিছিয়ে দেয়া চটে বসে আছি । রোদের প্রখরতা বেশ কড়া । গা ঘেমে ভিজে ওঠার অবস্থা । মুয়াজ্জিন ইকামাত দিলেন, নামাজ শুরু... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। হরিন কিনবেন ??

লিখেছেন শাহ আজিজ, ১০ ই মে, ২০২৪ রাত ৮:৫৯



শখ করে বন্য প্রাণী পুষতে পছন্দ করেন অনেকেই। সেসকল পশু-পাখি প্রেমী সৌখিন মানুষদের শখ পূরণে বিশেষ আরো এক নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। এবার মাত্র ৫০ হাজার টাকাতেই... ...বাকিটুকু পড়ুন

×