somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক সুশীলের আত্মকাহিনী (পুরোপুরি কাল্পনিক নয়) ।।আত্মজীবনী সিরিজ -২

২০ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিজেকে সুশীল নাগরিক বলে পরিচয় দিতে আমি বেশি ভালোবাসি ।
জিজ্ঞেস করতে পারেন .....কেন ?....।কারন এটাতে প্লেটোর বর্নিত নগরের নাগরিকের মত ভাব আছে, নগর উন্নয়নে যাদের মতামত আবশ্যিক ছিলো (এখন নিজের ঘরের সদস্যরাও দাম দেয়না ....... /:) ) ...কারন সুশীল ভাব থাকলে উচু জাত উচু জাত ভাব আসে !!
......কখন আমি সুশীল হলাম?? ......যেদিন দেখলাম আমার চাকরিজীবন থেকে অবসর দেওয়া হয়েছে .....সুতরাং বাইরের কেউ আমার কথা তেমন গ্রাহ্য করেনা !! আমাকে তো লাইমলাইটের নিচে থাকতে হবে , তাইনা??.................কখন আমি সুশীল হলাম ?? .....যখন দেখলাম আমার পুরনো পরিচয় আমার কাছে ভীড় করে আসছে ....ওহ জ্বালা!! আমি যে আর গ্রাম্য নই এটাতো সবাইকে বুঝাতে হবে !! .....কখন আমি সুশীল হলাম?? যখন দেখলাম সুবিধা এক, কিন্তু প্রতিযোগী অনেক (আমি আলাদা..এটা তো বুঝাতে হবে ) !!

কেন আমি সুশীল ?? কারন আমি একমাত্র সৎ....বাংলাদেশের সমাজে সততার একমাত্র প্রতিমুর্তি....কারন আমি সকলের থেকে আলাদা এবং তাই প্রমানের চিন্তা আমার প্রতিনিয়ত ।
আমার মত জ্ঞানী লোক কয়টা দেখছেন , বলতে পারবেন??? সবাই যা বলবে , তার বিরুদ্ধে গিয়ে একটা মত না দিতে পারলে আমি কিভাবে সুশীল হলাম ??? এটাই তো আমার বৈশিষ্ট্য !!......কি ?? ''পতিতা রা পেশাজীবি'' ....?? কি বলছেন ......ওরা কি পেশাজিবি হতে পারে ....পাপ কিভাবে পেশা হয় ??? ........''পতিতারা পেশাজিবি নয় ''?? .......এটা কি বললেন আপনি? এত সংগ্রামের জীবন ওদের আর আপনি পেশাজিবি বলবেন না ??.....
আজ আপনারা সবাই যখন বিদ্যুৎ সংকট নিরাময়ে অধিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে একমত .....তখন আমি বলি , ''একইসাথে কম্পিউটারের মনিটর অফ রেখে কাজ করলে আরো বেশি সাশ্রয় হবে'' !! আপনিই বলুন , দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পেছনে বৈশ্বিক মন্দা আর তার সাথে সহায়ক হিশেবে পালংশাকের যে ভূমিকা .....তা কি আপনার মাথায় খেলে??ভিন্নমত না দিতে পারলে কেন আপনারা আমাকে সুশিল হিসেবে চিহ্নিত করবেন ?? ....

রাস্টাঘাটে প্রতিবাদী জনতা দেখলেই খুব বিরক্ত লাগে ! আরে, তোরা এত প্রতিবাদ করে জীবনে কি পেয়েছিস??কিন্তু গোয়ারগুলো খুব অসভ্য ...তাই পথে চলতে হলে হু হা করে সমর্থন দেই, কিন্তু বিপদে পরলে এগিয়ে যাইনা।নিজে কি বিপদে পড়ি , কে জানে !! তবে উপদেশ দূর থেকে দিয়ে যাই ........(আমি সুশিল,আমার আত্মসম্মানবোধ ঐ কুশীলদের মত হলে কি চলে )???আপনাদের মনে থাকার কথা, ২০০৭এর আগস্টে হাবাগোবা ছাত্র আন্দোলন এর পর যখন আমার প্রিয় সেনা সরকার সব ছাত্র আর শিক্ষকদের প্যাদানী দিচ্ছিল, আমি তখন সর্বপ্রথম ঐ বজ্জাত ছাত্র-শিক্ষকদের ক্ষমা চাইতে বলেছিলাম :) । দোষ কার তা পরের কথা,প্রভুর মনরক্ষা আগে !!! B-)

সারা বাংলাদেশ নিয়ে আমার তেমন কোনো মাথা ব্যাথা নেই ....আমার চিন্তা ঢাকা নিয়ে । আরো স্পস্ট করে বলতে গেলে ....ধানমন্ডি,গুলশান,বনানী,বারিধারা নিয়ে আমার যত চিন্তা। লোডশেডিং আর দ্রব্যমূল্যের মত ফালতু বিষয় নিয়ে মানুষ যখন আন্দোলন করার চিন্তা করে , তখন খুব বিরক্তি লাগে....আরে বোকারা ,এগুলা কি আসল বিষয়?? বুড়িগঙ্গার পানি দূষন আর তাকে বাচিয়ে তোলা আমার মূখ্য চিন্তা (কানে কানে বলি ....ঐ ফালতু নদীর পাড়ে আমি বিগত ৩০ বছর যাইনি ;) ) ......বাংলাদেশের টেকনাফে / লালমনিরহাটে/খুলনার প্রত্যন্ত এলাকায় অথবা শহরে বিদ্যুৎ থাকুক আর না থাকুক .....ঢাকা তে বিদ্যূৎ থাকতেই হবে .....দ্রব্যমূল্য কমতেই হবে!! নাগরিক হিসাবে প্লেটোর বর্নিত সমাজে সকল নাগরিকের অংশগ্রহন থাকতে হয় .... এই আধুনিক যুগেও আমি অংশ নিতে চাই(ঢাকার লোকসংখ্যা নাকি ১৮০ মিলিয়ন?? ) ! সুশিল নাগরিকের কথা শুনতে হয় .... জ্ঞান নিতে চান না আপনি ?.....লেক বাচাও আন্দোলন,নদী বাচাও আন্দোলন....এগুলোর চেয়ে গুরুত্বপূর্ন কাজ কি আর আছে ?? (বেকার মানুষ , বুঝেনই তো )
আহ এত মানুষ ঢাকায় আসে কেন ?? এগুলাকে সরকারের উচিত লাথি মেরে ঢাকা থেকে বের করে দেওয়া ...নগরটাকে একদম নোংরা করে দিলো এরা!! কি????আমি কেন ঢাকা থেকে যাইনা?? আরে আশ্চর্য কথা তো !!আমি গেলে এই শহরের ঊন্নয়নের কথা ভাববে কে??আমরা সিভিলাইজডরা চলে গেলে নগরের হাল কি হবে আপনি ভাবতে পারেন ??? কুশিল অসভ্যগুলোতো সব শেষ করে দেবে !!

সরকার ব্যাটা একটা হারামি! আমাদের কখনই ইজ্জত করেনা ! আমাদের ইজ্জত দিয়েছিল ১/১১ পরবর্তী সরকার .....আহা....কি সোনার দিন কাটিয়েছিলাম আমরা!!! কলাম লিখে আর ড্রয়িংরুমে বসে উন্নয়নের তুবরী ছুটিয়েছি!বাস্তবে ফলপ্রসু না হলেও আমাদের কথা থীওরিটিকালী সঠিক...আরে তাতে কি ??সঠিক তো ! রাস্তায় নেমে রাজনীতি করবো ??আন্দোলন করবো? কি বলেন ? এগুলো কি আমদের মানায়?আমাদের স্ট্যাটাসের সাথে যায়??কষ্ট করতে পারবো না ....কিন্তু ক্ষমতার প্রতি আমাদের অনেক আগ্রহ ।তাই১/১১ পরবর্তী সময়ে আমরা ক্ষেপে উঠেছিলাম। ......লীগ বলেন আর বিএনপি বলেন , এরা দুইটাই হারামি ।আমাদের কথা শুনতেই চায়না ।ওরা বলে আমরা নাকি নিরপেক্ষ!!!! আমাদের নিরপেক্ষতা ছেড়ে ওদের দলে আসতে বলে !!!! কত্তবড় ফ্যাসিস্ট বুর্জোয়াদের মত কথা....যেন এটা প্রলেতারিয়েত সমাজ !! নিরপেক্ষতার ভাব ধরে দুইপাশ যদি ব্যালান্স না করতে পারলাম ....তবে দুই আমলেই টিকতে পারবো না , এটা কি ওরা বুঝেনা??লিগের পক্ষে লিখে বিএনপি'র সময় আধপেটা থাকবো আর বিএনপি'র পক্ষে লিখে লীগের সময় ....??.....বোকার মত কথা , কি বলেন, তাইনা ??....

প্রিয় জিনিস??? মমমমমমম......স্থান হিসেবে ড্রয়িংরূম টা মন্দ না।অনেক কিছু জানা যায় ড্রয়িংরূমে বসলে।এই একটা জায়গা পেলাম যেখান থেকে সারাবিশ্ব, সকল মহামনিষী আর সকল সভ্যসমাজের কথা জানানো যায় এক নিমেষে :) । প্রিয় কাজ ........রাতের বেলায় টকশো তে যাওয়া । আপনি ধারনাই করতে পারবেন না কত শিক্ষনীয় বিষয় আমরা জানাবো আপনাকে এখানে।বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিতে কম্পিউটারের সিপিইউ আর চায়ের কাপে ফু দেওয়ার কারনে নির্গত তাপের মিলিত যোগফলের কি ভুমিকা ....তা আপনি জানতে পারবেন । .........প্রিয় খাবার ?? যেকোন বাংলা খাবার , যেমন ধরূন বাংলা ফাইভ, বাংলা বেনসন, বাংলা ...... মমম.......মাছ , আসলে বাংলার সংস্কৃতি আমি ভুলতে পারিনা .....কলাপাতায় সব খাবার পরিবেশন করবেন... সাথে যদি থাকে সার্ডিন ফিশের একটা ডিশ আর লা রিসার্ভ রেড ওয়াইন, তবে মন্দ হয়না ।রেগুলার ফাইভ স্টার হোটেলগুলোতে আমার যাওয়া পড়ে কিন্তু সবাইকে আমি মিতব্যয়িতার প্রয়োজনীয়তা বুঝাতে ভালোবাসি ।

অনেক কথা বলার ছিল ....কিন্তু এখনই আমাকে ''বাংলাদেশের দারিদ্র্যলোপে এন.জি.ও'র প্রয়োজনীয়তা'' শীর্ষক টকশো-তে যেতে হবে । পরে কথা হবে ।

এক লুলের আত্মকাহিনী

বি.দ্র। একমাত্র সুশীল ব্যক্তির সাথে মিল পাওয়া যাইতে পারে ....বাকি সব কাকতাল মাত্র ।।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৫৭
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাটির কাছে যেতেই..

লিখেছেন নতুন নকিব, ২৩ শে মে, ২০২৪ সকাল ৮:৫৬

মাটির কাছে
যেতেই..


ছবি কৃতজ্ঞতাঃ https://pixabay.com/

ঠিক যেন
খা খা রোদ্দুর চারদিকে
চৈত্রের দাবদাহ দাবানলে
জ্বলে জ্বলে অঙ্গার ছাই ভস্ম
গোটা প্রান্তর
বন্ধ স্তব্ধ
পাখিদের আনাগোনাও

স্বপ্নবোনা মন আজ
উদাস মরুভূমি
মরা নদীর মত
স্রোতহীন নিস্তেজ-
আজ আর স্বপ্ন... ...বাকিটুকু পড়ুন

টাকা ভাংতি করার মেশিন দরকার

লিখেছেন সায়েমুজজ্জামান, ২৩ শে মে, ২০২৪ সকাল ৯:১০

চলুন আজকে একটা সমস্যার কথা বলি৷ একটা সময় মানুষের মধ্যে আন্তরিকতা ছিল৷ চাইলেই টাকা ভাংতি পাওয়া যেতো৷ এখন কেউ টাকা ভাংতি দিতে চায়না৷ কারো হাতে অনেক খুচরা টাকা দেখছেন৷ তার... ...বাকিটুকু পড়ুন

বেলা ব‌য়ে যায়

লিখেছেন বাকপ্রবাস, ২৩ শে মে, ২০২৪ সকাল ১১:৩০


সূর্যটা বল‌ছে সকাল
অথছ আমার সন্ধ্যা
টের পেলামনা ক‌বে কখন
ফু‌টে‌ছে রজনীগন্ধ্যা।

বাতা‌সে ক‌বে মি‌লি‌য়ে গে‌ছে
গোলাপ গোলাপ গন্ধ
ছু‌টে‌ছি কেবল ছু‌টে‌ছি কোথায়?
পথ হা‌রি‌য়ে অন্ধ।

সূর্যটা কাল উঠ‌বে আবার
আবা‌রো হ‌বে সকাল
পাকা চু‌ল ধবল সকলি
দেখ‌ছি... ...বাকিটুকু পড়ুন

পর্ণআসক্ত সেকুলার ঢাবি অধ্যাপকের কি আর হিজাব পছন্দ হবে!

লিখেছেন প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, ২৩ শে মে, ২০২৪ দুপুর ২:২৭



ইন্দোনেশিয়ায় জাকার্তায় অনুষ্ঠিত একটা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছে বাংলাদেশি নারীদের একটা রোবোটিক্স টিম। এই খবর শেয়ার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপিকা। সেখানে কমেন্ট করে বসেছেন একই বিশ্ববিদ্যালয়ের আরেকজন... ...বাকিটুকু পড়ুন

আত্মস্মৃতি: কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৩ শে মে, ২০২৪ রাত ৮:১৪


কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়
আমার বাবা-কাকারা সর্বমোট সাত ভাই, আর ফুফু দুইজন। সবমিলিয়ে নয়জন। একজন নাকি জন্মের পর মারা গিয়েছেন। এ কথা বলাই বাহুল্য যে, আমার পিতামহ কামেল লোক ছিলেন।... ...বাকিটুকু পড়ুন

×