somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুদ্ধাপরাধীদের আইনজীবীরা

১৩ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যুদ্ধাপরাধীদের আইনজীবীরা
বিএনপিপš’ী: কামর“ল

মিজান রহমান, ঢাকা
বিএনপি যুদ্ধাপরাধীদের রক্ষার চেষ্টা করছে- আবারো এ অভিযোগ তুলে আইন প্রতিমন্ত্রী কামর“ল ইসলাম বলেছেন, লক্ষ করলে দেখবেন যুদ্ধাপরাধীদের পক্ষের আইনজীবীদের মধ্যে জামায়াতপš’ী রয়েছেন পাঁচজন, বাকি পঁচিশ জনই বিএনপিপš’ী।
শুক্রবার সকালে এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, “যুদ্ধাপরাধীদের পুনর্বাসনে জিয়াউর রহমানের বাকি রেখে যাওয়া কাজ সম্পন্ন করছেন খালেদা জিয়া।
“জিয়াউর রহমানের মন্ত্রিসভাতেও যুদ্ধাপরাধী ছিলো। খালেদা জিয়ার মন্ত্রিসভাতেও যুদ্ধাপরাধী ছিলো। এখন তাদের রক্ষা করার চেষ্টা করছে বিএনপি।”
জাতীয় প্রেসক্লাবে বিশ্ব কবিতাকণ্ঠ পরিষদ আয়োজিত ‘৭২’এর সংবিধান প্রবর্তন ও যুদ্ধাপরাধী ঘাতকদের ফাঁসি চাই’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন আইন প্রতিমন্ত্রী।
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আবারো বঙ্গবন্ধু হত্যার মূল নায়ক হিসেবে অভিহিত করে তিনি বলেন, “মামলার প্রক্রিয়া শুর“র আগেই জিয়া মৃত্যুবরণ করেন, তাই তাকে আসামি করা যায়নি। যেমন আসামি করা যায়নি মোশতাককেও।”
১৯৭৫ সালে ১৫ অগাস্ট ধানমণ্ডির নিজ বাড়িতে সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে একদল সেনা সদস্য। তখন সেনাবাহিনীর উপ-প্রধান ছিলেন জিয়াউর রহমান।
বঙ্গবন্ধুর দুই মেয়ে বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা সে সময় দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান।
৭১’এর যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে আইন প্রতিমন্ত্রী আরো বলেন, “আমরা একটি স্ব”ছ বিচার করতে চাই। আন্তর্জাতিক মানসম্পন্ন বিচার করতে চাই। কোনো প্রশ্নবিদ্ধ বিচার আমরা করতে দেবো না। এ জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”
একাত্তরে মানবতার বির“দ্ধে অপরাধের মামলায় বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামার“জ্জামান ও আবদুল কাদের মোল্লাকে স¤প্রতি এজন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারের নির্দেশ দেয়।
এরপর সাঈদী ছাড়া বাকি চারজনকে ট্রাইব্যুনালে হাজির করানোর পর কারাগারে পাঠানো হয়েছে। সাঈদীকে হাজির করার কথা রয়েছে ২৪ অগাস্ট।
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ বিচারের জন্য আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গত ২৫ মার্চ তদন্ত সং¯’া, আইনজীবী প্যানেল ও ট্রাইব্যুনাল গঠনের ঘোষণা দিলে বহু প্রতীক্ষিত এই বিচারের প্রক্রিয়া শুর“ হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি কবি জাহাঙ্গীর আলম। আরো বক্তব্য রাখেন মিলি রহমান, মনোরঞ্জন ঘোষাল ও মীর হোসাইন আক্তার।

মগবাজারে গুলিবিদ্ধ সন্ত্রাসীর মৃত্যু
মিজান রহমান, ঢাকা
রাজধানীর মগবাজারে গুলিবিদ্ধ দুজনের মধ্যে স্বপন হক তালুকদার (৩৬) ১২ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা এ খবর দিয়েছেন।
রাতে মগবাজারে স্বপনের সঙ্গে নূর মোহাম্মদ (২৮) নামে অরেকজন গুলিতে আহত হয়েছেন। তবে নূর মোহাম্মদের অব¯’া তেমন গুর“তর নয়।
এ দুজনই তালিকাভুক্ত সন্ত্রাসী বলে জানান রমনা থানার উপপরিদর্শক এমএ জলিল।
তিনি বলেন, অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে।
তবে স্বপনের মা বদিরণ নেছা পুলিশের এই দাবি প্রত্যাখ্যান করে বলেন, স্বপন নির্মাণ (ডেভেলপার) ব্যবসায়ী। এক লাখ টাকা চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী জাকির, সেন্টু, আলমগীরসহ কয়েকজন তাকে গুলি করে।
তিনি অভিযোগ করেন, বেশ কিছুদিন আগেও চাঁদার দাবিতে তার ছেলেকে এই সন্ত্রাসীরাই হত্যার উদ্দেশ্যে গুলি করেছিল। সে সময় পুলিশের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।
স্বপনের বড় বোন নাহিদ আকতার জানান, ইফতারের পর স্বপন মগবাজার ৫২৭/২৬ নয়াটোলার বাসা থেকে বের হয়। এর কিছুক্ষণ পর এলাকার লোকজন এসে জানায় স্বপন গুলিবিদ্ধ হয়েছে।
তিনি ¯’ানীয় লোকজনের বরাত দিয়ে জানান, স্বপন আমবাগান মোড়ে দাঁড়িয়ে কয়েকজনের সঙ্গে কথা বলার সময় ৫/৬জন সন্ত্রাসী এসে তাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি করে। পরে ¯’ানীয় অধিবাসীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।


দুবাইয়ে অগ্নিকাণ্ডে নিহত ৪ বাংলাদেশি সনাক্ত
মিজান রহমান, ঢাকা
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অগ্নিকাণ্ডে চার বাংলাদেশি নিহত হয়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
এর আগে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছিল, ওই ঘটনায় ৯ বাংলাদেশি নিহত হয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের মহাপরিচালক সাইদা মুনা তাসনীম জানান, গত মঙ্গলবার রাতে দুবাইয়ের আফনান পারফিউমস নামের সুগন্ধী প্র¯‘তকারক কোম্পানির কারখানায় অগ্নিকাণ্ডে চার বাংলাদেশির মৃত্যু হয়।
নিহতরা হলেন, সিলেটের আব্দুল কাদির (পাসপোর্ট নম্বর-এক্স ০৭৫৯৮২৪), বাবার নাম ঈদ্রিস আলী। মৌলভীবাজারের সুনাম উদ্দীন (পাসপোর্ট নম্বর-বি ১৪৩৩৯০১), বাবার নাম রিয়াজ উদ্দীন। শরিয়তপুরের সুমন (পাসপোর্ট নম্বর- এ ০২৯৫০৯৮), বাবার নাম আলাউদ্দিন সর্দার। চাঁদপুরের রহিম (পাসপোর্ট নম্বর- ই ১১৫৫৪২৭), বাবার নাম আদম আলী।
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ মিশন নিহত বাংলাদেশি শ্রমিকদের ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে দুবাই সরকারের সঙ্গে কথাবার্তা বলছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিবৃতিতে বলা হয়।
আবুধাবী ভিত্তিক ‘দি ন্যাশনাল’ পত্রিকা বুধবার খবর দিয়েছিল, দুবাইয়ে ওই অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ ১১ জন শ্রমিকের প্রাণহানি ঘটেছে। ওই সময় শ্রমিকরা কারখানার পাশের গুদামে ঘুমিয়ে ছিলেন।
নিহতদের মধ্যে অন্তত তিনজন ভারতীয় নাগরিক। বাকিরা বাংলাদেশি ও পাকিস্তানি। তবে তাদের কারো নাম সুগন্ধী কারখানা কর্তৃপক্ষ বা পুলিশ জানাতে পারেনি।
দুবাই দমকল বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, মঙ্গলবার রাত ১টার দিকে আফনান পারফিউমস নামের সুগন্ধী প্র¯‘তকারী কোম্পানির ওই কারখানা ও এর গুদামে আগুন লাগে।
আগুনে কারখানাটি পুরোপুরি পুড়ে যায়।
এ ঘটনার পর কোম্পানির আমিরাতি মালিক, তার ভারতীয় অংশীদার ও ব্যব¯’াপককে গ্রেপ্তার করা হয় বলে খবরে বলা হয়।


রমজানে রাজধানীর নিরাপত্তায়
৭ হাজার পুলিশ
মিজান রহমান, ঢাকা
রমজান এবং ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ।
প্রায় সাড়ে ৭ হাজার পুলিশ সদস্য রাজধানীজুড়ে নিরাপত্তার দায়িত্ব পালন করবে।
ঢাকা মহানগর পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, ঢাকা মহানগর পুলিশের আটটি অপরাধ বিভাগ এবং চারটি ট্রাফিক বিভাগে এসব পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। এর মধ্যে গোয়েন্দা পুলিশ, আনসার এবং কমিউনিটি পুলিশও রয়েছে।
রাজধানীতে ২৩৩টি বিপণিবিতান রয়েছে। এসব বিপণিবিতানের নিরাপত্তায় নিয়োজিত থাকবে চার হাজার ২শত ২০জন পুলিশ সদস্য।
এছাড়া ট্রাফিকের পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ-এই চারটি বিভাগে মোট দুই হাজার তিনশত ১৬জন ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করবেন।





আখাউড়ায় পূর্ণাঙ্গ ¯’লবন্দরের কার্যক্রম শুর“ শুক্রবার
মিজান রহমান, ঢাকা
আট বছর পর পূর্ণাঙ্গ ¯’লবন্দর হিসেবে আখাউড়া ¯’লবন্দরের কার্যক্রম শুর“ হ”েছ শুক্রবার।
বেলা সাড়ে ১১টায় দেশের অন্যতম রপ্তানিমুখী এ বন্দরের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খানের।
এ উপলক্ষে আখাউড়া ¯’লবন্দর প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে ¯’ানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহআলম এবং বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় ¯’ায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট লুৎফুল হাই সা”চুর উপ¯ি’ত থাকার কথা রয়েছে।
আখাউড়া ¯’লবন্দরের বিপরীতে ভারতীয় অংশে রয়েছে ত্রিপুরার আগরতলা পৌরসভার রামনগর এলাকা।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের শুল্ক স্টেশনকে ২০০২ সালের ১২ জানুয়ারি পূর্ণাঙ্গ ¯’লবন্দর হিসেবে ঘোষণা করা হয়। তবে অবকাঠামোসহ অন্য সুযোগ-সুবিধা নিশ্চিত না হওয়ায় তখন পুরোপুরি কার্যক্রম শুর“ করা সম্ভব হয়নি।
এরপর ২০০৫ সালের ১১ অগাস্ট ¯’লবন্দরটির উন্নয়নে ‘প্রাইভেট সেক্টর ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট’-এর অধীনে তালিকাভুক্ত করা হয়। এ প্রকল্পের ন্যূনতম সম্ভাব্য ব্যয় ধরা হয় আট কোটি ৭৫ লাখ টাকা।
¯’লবন্দর কর্তৃপক্ষ প্রাথমিক পর্যায়ে প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে বন্দরটির ভূমি উন্নয়ন ও প্রাথমিক অবকাঠামো নির্মাণ করেছে।
এ বিষয়ে বাংলাদেশ ¯’লবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান একেএম ইয়াহিয়া চৌধুরী জানান, পূর্ণাঙ্গ ¯’লবন্দর হিসেবে কার্যক্রম শুর“ করতে ন্যূনতম যেসব অবকাঠামো ও সুযোগ-সুবিধা প্রয়োজন, তা নির্মাণ করা হয়েছে। তবে এসব সুযোগ-সুবিধা একেবারেই প্রাথমিক পর্যায়ে। ভবিষ্যতে আরো উন্নয়ন কাজের মাধ্যমে এ বন্দরটিকে আধুনিক ¯’লবন্দর হিসেবে গড়ে তোলা হবে।
বর্তমানে বন্দরের কার্যক্রম পরিচালনার জন্য ওয়্যারহাউজ (গুদাম) ও শুল্ক স্টেশন ¯’াপন করা হয়েছে বলেও তিনি জানান।
¯’লবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এ বন্দরটিকে বিল্ড, অপারেট অ্যান্ড ট্রান্সফার (বিওটি) পদ্ধতিতে পরিচালনা করা হবে। এজন্য চার দফায় প্রাক-যোগ্যতা যাচাইয়ের জন্য আবেদন নেওয়া হয়েছে। এর মাধ্যমে ইতোমধ্যেই মোট ২১টি প্রতিষ্ঠানকে বাছাই করা হয়েছে।
দরপত্রের মাধ্যমে এসব প্রতিষ্ঠানের মধ্য থেকেই যোগ্য প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে অপারেটর নিয়োগ করা হবে। এজন্য যাবতীয় নথিপত্র ইতোমধ্যেই মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় দরপত্রের মাধ্যমে নিয়োগ চূড়ান্ত করে কার্যাদেশ দেবে। বর্তমানে এটিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে নৌ-পরিবহন মন্ত্রণালয় থেকে জানা গেছে।
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সীমান্তবর্তী এ ¯’লবন্দরের মূল আয়ই হ”েছ রপ্তানিমুখী।
গত অর্থবছরে এ বন্দর দিয়ে চার লাখ ৪২ হাজার ৯৬৫ মেট্রিক টন পণ্য রপ্তানি হয়েছে। একই সময়ে আমদানি হয় মাত্র ৫৫৭ মেট্রিক টন পণ্য।
এই বন্দর দিয়ে রপ্তানিপণ্যের মধ্যে রয়েছে- মাছ, সিমেন্ট, ব্যাটারি, ফার্নিচার, গ্লাস (কাঁচ), প্লাস্টিক সামগ্রী, সয়াবিন তেল ও টাইলস।
অন্যদিকে আমদানি হয়Ñ বাঁশ, হলুদ, ঘড়ি, আদা, মার্বেল স্লাব, মাছ, চামড়া, কাপড়, যন্ত্রাংশ ও ফলমূল।





চাঁদপুরে দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী নিহত
মিজান রহমান, ঢাকা
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে চাঁদপুর শহরের ষোলঘর এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার গভীর রাতের এ ঘটনায় গুর“তর আহত হয়েছেন মটরসাইকেলটির আরেক আরোহী।
নিহত ওমর শরীফ (২৫) চাঁদপুর শহরের তালতলা এলাকার বাসিন্দা। তার বাবার নাম কবির হোসেন।।
আহত রাসেল পাটোয়ারীকে (২৪) চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফার“ক বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে থেকে শরীফ ও তার বন্ধু রাসেল মটরসাইকেলে শহরের ষোলঘর এলাকা দিয়ে যা”িছলো।
তিনি বলেন, এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাদের মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা¯’লে শরীফের মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই সিএনজি চালক পালিয়ে যায় বলেও তিনি জানান।


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=কবিতাগুলো যেনো এক একটি মধুমঞ্জুরী ফুল=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৩ ই মে, ২০২৪ বিকাল ৪:২০



©কাজী ফাতেমা ছবি
মনের মাধুরী মিশিয়ে যে কবিতা লিখি
কবিতাগুলো যেনো আমার এক একটি মঞ্জুরী লতা ফুল,
মনের ডালে ডালে রঙবাহারী রূপ নিয়ে
ঝুলে থাকে কবিতা দিবানিশি
যে কবিতার সাথে নিত্য বাস,
তাদের আমি... ...বাকিটুকু পড়ুন

ফিরে দেখা - ১৩ মে

লিখেছেন জোবাইর, ১৩ ই মে, ২০২৪ রাত ৮:০৩

১৩ মে ২০০৬


দমননীতির অদ্ভুত কৌশল
সরকার নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলের ওপর দমন নীতির আশ্রয় নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। দ্রুত বিচার আইন ও পুলিশ প্রশাসনকে ব্যবহার করে দমন... ...বাকিটুকু পড়ুন

কাঁচা আম পাড়ার অভিযান

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৩ ই মে, ২০২৪ রাত ১০:৩২



গাজীপুর জেলার জয়দেবপুরের বাড়ীয়া ইউনিয়নের দেউলিয়া গ্রামে আমার প্রায় ৫২ শতাংশ জমি কেনা আছে। সেখানে ছোট একটি ডোবা পুকুর, অল্প কিছু ধানের জমি আর বাকিটা উঁচু ভিটা জমি। বেশ... ...বাকিটুকু পড়ুন

আমরা কেন এমন হলাম না!

লিখেছেন সায়েমুজজ্জামান, ১৪ ই মে, ২০২৪ সকাল ৯:৪১


জাপানের আইচি প্রদেশের নাগোইয়া শহর থেকে ফিরছি৷ গন্তব্য হোক্কাইদো প্রদেশের সাপ্পোরো৷ সাপ্পোরো থেকেই নাগোইয়া এসেছিলাম৷ দুইটা কারণে নাগোইয়া ভালো লেগেছিল৷ সাপ্পোরোতে তখন বিশ ফুটের বেশি পুরু বরফের ম্তুপ৷ পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামে মুক্তিযুদ্ধের প্রস্তুতি

লিখেছেন প্রামানিক, ১৪ ই মে, ২০২৪ দুপুর ১:৩১



২৬শে মার্চের পরে গাইবান্ধা কলেজ মাঠে মুক্তিযুদ্ধের উপর ট্রেনিং শুরু হয়। আমার বড় ভাই তখন ওই কলেজের বিএসসি সেকেন্ড ইয়ারের ছাত্র ছিলেন। কলেজে থাকা অবস্থায় তিনি রোভার স্কাউটে নাম... ...বাকিটুকু পড়ুন

×