কিশোরগঞ্জ পলিটেকনিকে পাশের দাবিতে ভাংচুর 

পাশের দাবিতে কিশোরগঞ্জ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে ভাংচুর ও সড়ক অবরোধ করেছে ফেল করা শিক্ষার্থীরা।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2013, 04:50 AM
Updated : 19 May 2013, 04:50 AM

শুক্রবার দুপুরে কিছু শিক্ষার্থী ক্লাস-রুম ভাংচুর, কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন।

আন্দোলনকারীরা জানান, গত বৃহষ্পতিবার বিভিন্ন বিভাগের ফল প্রকাশিত হয়। এতে এক হাজার ২৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৫ জন ছাত্র দুইয়ের অধিক বিষয়ে অকৃতকার্য হন।

এ সংবাদ শোনার পর শিক্ষার্থীরা বিক্ষুদ্ধ হয়ে ওঠেন। তারা ইনস্টিটিউটের বিভিন্ন ক্লাস রুমের দরজা ও জানালার কাচ ভাংচুর করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

বিক্ষুদ্ধদের অভিযোগ, কতিপয় শিক্ষক পরীক্ষায় ভাল নম্বরের আশা দিয়ে অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন। যারা টাকা দেয়নি তাদের ফেল করানো হয়েছে।

কিশোরগঞ্জ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, ফেল করা ছাত্রদের পাশ করানোর ক্ষমতা তার নেই, সেটা সম্ভব না।

তবে কোনো শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান অধ্যক্ষ।