হুগো শাভেজের ‘একুশ শতকের সমাজতন্ত্র’

>> এম এম আকাশবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2013, 11:28 AM
Updated : 24 August 2013, 11:44 AM

আমরা যদি পুনরায় মনোযোগ দিয়ে শাভেজের জীবন এবং তাঁর বাস্তব কাজগুলি পর্যবেক্ষণ করি তাহলে দেখব তিনি যে ‘সমাজতন্ত্রের’ কথা বলেন তা ঠিক ‘বিদ্যমান সমাজতন্ত্রের’ পরিচিত মডেলগুলির অনুরূপ নয়, আবার তা ‘বিদ্যমান ধনতন্ত্রের’ প্রচলিত মডেলগুলির মতোও নয়। বিদ্যমান সমাজতন্ত্রে উদারনৈতিক গণতন্ত্রের অনুপস্থিতি রয়েছে। রয়েছে একদলীয় শাসন। শাভেজের পরম বন্ধু ফিদেলের কিউবাতেও সেটা রয়েছে। কিন্তু ‘শাভেজ’ প্রথম থেকে শেষ পর্যন্ত বহুদলীয় গণতন্ত্র মেনে চলেছেন। উপরন্তু তাতে যুক্ত হয়েছে জনগণের প্রকৃত ক্ষমতায়ন। (পড়তে ক্লিক করুন)