somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টুইটার কথন

২৩ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজকাল টুইটার এমনই জনপ্রিয় হয়ে উঠেছে যে, “টুইটার কি?” প্রশ্নটা অনেকটা অবান্তর হয়ে পড়েছে। সবাই যেন এখন টুইটার নিয়ে মেতে উঠেছে। আমজনতা থেকে শুরু করে চলচ্চিত্র তারকা এমনকি রাজনীতিবিদরাও পর্যন্ত টুইটার এ আসক্ত। অবস্থা এমন দাঁড়িয়েছে যে গুগল, ফেসবুকও টুইটারকে কিনে নেবার লোভ সামলাতে পারছে না। আপনি যদি ইন্টারনেট কিংবা কম্পিউটার নিয়ে উৎসাহী হয়ে থাকেন তবে টুইটার নিয়ে অন্ততপক্ষে সাধারন কিছু জ্ঞান থাকা জরুরী হয়ে পড়েছে। আর যদি টুইটার নিয়ে আলোচনায় সবার আগে থাকতে চান তাহলে তো কথাই নাই।


টুইটার নিয়ে কিছু সাধারণ জ্ঞান
টুইটার একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। সারা পৃথিবী ছড়িয়ে থাকা আপনার বন্ধু এবং আগন্তুকদের নিয়ে একটা কমিউনিটি যেখানে তারা তাদের দৈনন্দিন জীবন নিয়ে ছোট ছোট এক বা দুই লাইনের আপডেট দেয়। আপডেটগুলো ১৪০ শব্দ বা তার কম হয় তাই এটাকে মাইক্রোব্লগিং সাইটও বলা যায়।
“তুমি কি করছ?” এই সহজ প্রশ্নটি টুইটার করে। আপনি আপনার দৈনন্দিন জীবনের কখন কি করেন বা করবেন সেটা এখানে লিখবেন। অত্যন্ত সহজ করে ১৪০ শব্দের মাঝে। আপনাকে যারা ফলো বা অনুসরণ করবে তারা তাদের পেইজে আপনার আপডেট দেখতে পাবে। একই ভাবে আপনি চাইলে কাউকে ফলো করে তার আপডেট আপনার পাতায় দেখতে পারেন।
টুইটার সাইটে গিয়ে প্রথমে সাইনআপ করতে হয়। এবং সেটা অবশ্যই ফ্রি। নিজের ইয়াহু , জিমেইল বা এমএসএন আইডিতে লগইন করে আপনার টুইটারে নিবন্ধিত বন্ধু খুঁজে নিতে পারেন। আবার নাম বা কিওয়ার্ড লিখে সার্চ করে দেখতে পারেন। বারাক ওবামা, হুগো শ্যাভেজ, আরনল্ড শোয়ের্জনিগার থেকে শুরু করে সিএনএন ব্রেকিং নিউজ, লিনাক্স, ফায়ারফক্স সব কিছুই খুঁজে পাবেন টুইটারে। এরপর আপনি যাদের আপডেট জানতে আগ্রহী তাদের ফলো করবেন। পরে চাইলে সুবিধামত যে কোন সময় ফলো করা বন্ধ করে দিতে পারেন।
এছাড়া মূল সাইটে লগইন না হয়ে মোবাইলে ফেসবুকেও আপনি টুইটার আপডেট করতে পারবেন। মোবাইলে আপডেট সাবক্রাইব করতে পারেন। ভয় পাবার কিছু নেই। এর জন্য মোবাইলে কোন বাড়তি বিল দিতে হয় না। টুইটার এ শুধু মাত্র ইংরেজী- বাংলা টেক্স দিয়ে আপডেট হয়। তাই পেইজ এখানে অনেক দ্রুত খুলে। ফেসবুক, মাইস্পেস বা অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে টুইটার এপ্লিকেশন আছে। ব্লগস্পট, ওয়ার্ডপ্রেসে যারা ব্লগ লিখেন তারা টুইটার কোড কপি করে সাইটে নিজের আপডেট দেখাতে পারেন।


জেনে নিন টুইটারের কিছু মজার ফিচার


ইমেইলে টুইটারের আমন্ত্রণ
জনপ্রিয় মাইক্রো ব্লগিং টুইটারে যোগ দেবার আমন্ত্রণ পাঠানো এবং অন্য টুইটার ব্যবহাকারীকে অনুসরণ করা যাবে টুইটারের ফাইন্ড পিপল অপশন থেকে। এছাড়াও নাম জানা থাকলে যে কোনও টুইটার ব্যবহারকারী খোঁজ করা যাবে এআনে।
এজন্য প্রথমে টুইটারে লগইন করে ফাইন্ড পিপল লিংকে কিক করুন। এবার যাদের যাদের আমন্ত্রণ জানাতে চান তাদের ইমেইল ঠিকানা লিখে (একাধিক হলে কমা দ্বারা আলাদা করে) সেন্ড করলেই প্রত্যেকের কাছে আপনার আমন্ত্রণ পৌছে যাবে।
আর আপনি যদি পরিচিত টুইটার ব্যবহারকারীকে অনুসরণ করতে চান তাহলে ফাইন্ড অন আদার নেটওয়ার্ক ট্যাবে থেকে জিমেইল , ইয়াহু অথবা এওএল এ লগইন করলে উক্ত মেইলে থাকা ইমেইল ঠিকানাগুলোর মধ্যে যাদের টুইটারে একাউন্ট আছে সেগুলো লোড হবে এবং সকল ঠিকানা নির্বাচিত থাকবে। এখন যাদের যাদেরকে অনুসরণ করতে চান সেগুলো নির্বাচিত রেখে ফলো করুন। তাহলে উক্ত ব্যাক্তিদের অনুসরণ করা নিশ্চিত হবে এবং যাদের টুইটারে একাউন্ট নেই তাদের ঠিকানা আসবে। এখানে আপনি যাদেরকে অমন্ত্রণ পাঠাতে চান তাদের ইমেইল ঠিকানাগুলো নির্বাচন করে ইনভাইট করলেই হবে।


জিমেইল থেকেই টুইটার
ওয়েবভিত্তিক জনপ্রিয় ই-মেইল সেবা জিমেইল থেকেই ব্যবহার করা যায় খুদে ব্লগ লেখার জনপ্রিয় ওয়েবসাইট টুইটার। কিছু দিন আগে গুগল সাইডবারে ব্যবহারকারীদের তৈরি গ্যাজেট ব্যবহারের অপশন যুক্ত করেছে। এর ফলে যে কেউ তার প্রয়োজন অনুযায়ী গ্যাজেট তৈরি করে জিমেইলের সঙ্গে যুক্ত করে ব্যবহার করতে পারবে। জিমেইল ল্যাবস থেকে এই অতিরিক্ত সুবিধা যোগ করে নিতে হয়।
সুবিধাটি চালু করার জন্য প্রথমে SettingsLabs খুলতে হবে।সেখানে Add any gad get by URL অপশনটি সক্রিয় করতে হবে। এর ফলে জিমেইল সেটিংসে Gadgets নামে একটি নতুন ট্যাব দেখা যাবে। এবার জিমেইল থেকে টুইটার ব্যবহার করার জন্য¨ Add a gadget by its URL-এর পাশের খালি জায়গায় Click This Link ঠিকানাটি লিখতে হবে। এরপর থেকে জিমেইলের সাইড প্যানেলে টুইটার নামে একটি আলাদা মেনু দেখা যাবে। সাইড প্যানেল থেকে ছোট আকারে অথবা জিমেইলের মূল অংশে এটি পূর্ণ আকারে ব্যবহার করা যাবে। এখানে নতুন টুইট লেখা, রিটুইট, কারও উদ্দেশে বার্তা লেখার মতো কাজই করা যাবে এখানে। এক কথায় বলা যায়, মূল টুইটার ওয়েবসাইটের সব কাজই করা যাবে এই গ্যাজেট থেকে।


নির্দিষ্ট সময়ে টুইটারে স্ট্যাটাস আপডেট করা
জনপ্রিয় মাইক্রো ব্লগিং টুইটারে যদি নির্দিষ্ট সময়ে স্ট্যাটাস আপডেট হতো তাহলে কেমন হতো! তাহলে একসাথে পছন্দমত বিভিন্ন টুইট বিভিন্ন তারিখে জন্য সিডিউল করে রাখা যেত। এসব সুবিধা নিয়ে এমনই এক সাইট হচ্ছে টুইট ভাইজার ডট কম। এখানে সিডিউল টুইট আপডেট করার পাশাপাশি সরাসরি স্ট্যাটাস, পোস্ট করা স্ট্যাটাসের প্রতিউত্তর ইত্যাদি আলাদাভাবে দেখা যায়। এজন্য http://www.tweetvisor.com সাইটে গিয়ে সাইন ইন উইথ টুইটার বাটনে কিক করুন। এখন টুইটারের ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন এবং অ্যালাউ বাটনে কিক করে সাইটে প্রবেশ করুন। এবার টুইট নাউ অর সিডিউল এ কিক করে টেক্সট বক্সে স্ট্যাটাস লিখে সিডিউল এ কিক করুন তাহলে টেক্স বক্সটির উপর থেকে তারিখ, সময় এবং সময় জোন নির্বাচন করে বাটনে কিক করুন। এভাবে আরো স্ট্যাটাস আপডেট করা যাবে।

টুইটারের যত সব পরিসংখ্যান
জনপ্রিয় মাইক্রোব্লগিং টুইটারের ইউজারের সম্পর্কে বিভিন্ন তথ্য এবং পরিসংখ্যান, একাধিক টুইটারের তুলনামূলক চিত্র, টুইটার কাউন্টার বাটন, উইডগেট ইত্যাদি পাওয়া যাবে টুইটার কাউন্টার ডট কম ওয়েবসাইট থেকে। সাইটির ঠিকানা হচেছ http://www.twittercounter.com। এখানে সার্চ বক্সে টুইটারের ইউজারের নাম লিখে শো বাটনে নিয়ে কিক করলে ফলোয়ার সংখ্যা, ফলোয়িংস সংখ্যা, টুয়িটস সংখ্যা, টুইটারের শুরুর তারিখ, টাইম জোন, র‌্যাংকিং ইত্যাদিসহ গ্রাফ আকারে দেখা যাবে। এছাড়াও টুইটার একাউন্ট দ্বারা লগইন করে আরো বিস্তারিত তথ্য পাওয়া যাবে।


টুইটার থেকে ফেসবুকের প্রোফাইলে বা পেজে স্ট্যাটাস আপডেট করা
জনপ্রিয় মাইক্রো ব্লগিং টুইটারের স্ট্যাটাস বিভিন্নভাবে ফেসবুকের প্রোফাইলে আপডেট করা যায়। কিন্তু ফেসবুকের পেজে আপডেট করার মত পদ্ধতি কমই আছে। টুয়িট পোস্ট সাইট থেকে একাধিক টুইটারের স্ট্যাটাস একাধিক ফেসুবকের প্রোফাইল বা পেজে আপডেট করা যায়।
এজন্য http://www.tweetpost.com সাইটে গিয়ে সাইন আপ অর লগইন অংশে কিক করে ফেসবুকের এ্যাপলিকেশনের মাধ্যমে রেজিস্ট্রেশন ও লগইন করুন। এবার অ্যাড টুইটার ট্যাবে সাইন ইন বাটনে কিক করে টুইটার একাউন্টের সাথে অথোরাইজেশন করুন। এবার পরবর্তী অ্যাড ফেসবুক ট্যাবে অ্যাড প্রোফাইল অর পেজ বাটনে কিক করে ফেসবুকের সাথে অথোরাইজেশন করে প্রোফাইল বা পেজ নির্বাচন করে ইচ্ছামত লেবেল লিখে প্রয়োজনীয় পরিবর্তন আনুন। এরপর সেটিং পাতায় ফিরে আসুন। এভাবে আরো সংযোগ স্থাপন করতে চাইলে + New connection এ কিক করে আরো সংযোগ স্থাপন করতে পারেন।

টুইটার ব্যবহারকারীরা কখন ঘুমায়
টুইটার এর জনপ্রিয়তা এবং এতে মাইক্রো ব্লগারদের সার্বক্ষণিক উপস্থিতি দেখে আনেকের মনে এই প্রশ্ন জাগা স্বাভাবিক টুইটার ব্যাবহারকারীরা কখন ঘুমায়?
এটা জানতে http://www.sleepingtime.org সাইটে গিয়ে টুইটার ব্যবহারকারীর ইউজার নেম লিখে হোয়েন ডু দে স্লিপ এ কিক করুন তাহলে উক্ত টুইটার ব্যবহাকারীর পূর্বে আপডেট করা স্ট্যটাসগুলোর সংখ্যা, আপডেটের সময় এবং অবস্থান বিশ্লেষণ করে ঘুমের আনুমানিক সময় প্রকাশ করবে। এতে টুইটার ব্যবহারকারীর পূর্ণ নাম, ছবি, অবস্থান, শহর ইত্যাদি টুইটার থেকে সংগ্রহ করে প্রকাশ করবে।

ফায়ারফক্স থেকে টুইটারে স্ট্যাটাস আপডেট
জনপ্রিয় মাইক্রো ব্লগিং টুইটারে স্ট্যাটস আপডেট করার অনেক মাধ্যম আছে। এর মধ্যে ফায়ারফক্স থেকে স্ট্যাটাস আপডেট করা এবং স্ট্যাটাস দেখার দারুন এক এ্যাড-অন্স হচ্ছে একৌফোন। এই এ্যাড-অন্স দ্বারা সহজেই স্ট্যটাস আপডেড করা যাবে এবং কোন স্ট্যটাস আসলে ম্যাসেজ দেবে।
এ্যাড অনটি http://www.echofon.com/twitter/firefox/ থেকে ইনস্টল করতে হবে। এবার ফায়ারফক্স রিস্টার্ট করলে স্ট্যটাসবারের ডানে এর আইকন দেখা যাবে। এই আইকনে কিক করলে ইকোফোন প্রেফারেন্স উইন্ডো আসবে। এখানে Add account এ কিক করে টুইটার একাউন্ট যোগ করুন এবং চাইলে অনান্য তথ্য পরিবর্তন করে ওকে করুন। তাহলে কিছুক্ষণের সর্বশেষ স্ট্যাটাসগুলো চলে আসবে।
এখন একৌফোন আইকনে কিক করলে একৌফোন উইন্ডো খুলবে এবং ফ্রেন্ডস, ম্যানশনস , ম্যাসেজেস ট্যাবে স্ট্যাটাসগুলো দেখা যাবে। কোন স্ট্যাটাস আপডেট করতে চাইলে নিচের টেক্সট বক্সে লিখে এন্টার করলেই কয়েক সেকেন্ডের মথ্যে তা আপডেট হবে।

টুইটারের টুইট দ্বারা তৈরী করুন টুয়িটবুক
জনপ্রিয় মাইক্রো ব্লগিং টুইটারে যারা স্ট্যাটাস আপডেট করেন তারা চাইলে সহজেই টুইটারের সকল আপডেটগুলোকে পিডিএফ হিসাবে টুয়িট বই বানাতে পারেন। এই ই-বুক টুইটার ব্যবহারকারীর সকল টুয়িট বছর, মাস এবং তারিখের ক্রমবিন্যাস হিসাবে প্রকাশিত হবে। টুয়িট বই তৈরীর জন্য http://www.tweetbook.in সাইটে গিয়ে সাইন ইন উইথ টুইটার বাটনে কিক করে টুইটারের ইউজার, পাসওয়ার্ড দিয়ে অ্যালাউ করুন। এবার জেনারেট পিডিএফ এ কিক করলে কিছুক্ষণের মধ্যে পিডিএফ ফাইল তৈরী হবে এবং ডাউনলোড পিডিএফ এর লিংক আসবে। এই পিডিএফ ই-বুকটি ডাউনলোড করে নিন। আর পিডিএফ ফাইলটি টুইটারে শেয়ার করতে চাইলে শেয়ার করে টুইট ইট বাটনে কিক করুন তাহলে টুইটারে চলে আসবে। এরপর আপডেট বাটনে কিক করলে আপডেট হবে।



টুইটারে রি-টুইট সুবিধা
টুইটারে অন্যের স্ট্যাটাসকে পুনরায় টুইট করা বা রি-টুইট করার সুবিধা যুক্ত করেছে। ফলে স্ট্যাটাসে রিপ্লে বাটনের ডানে (সর্বডানে) রি টুইট বাটন পাবেন। পছন্দের কোন স্ট্যাটাস রি-টুইট করতে রি-টুইট বাটনে কিক করলে রি-টুইট টু ইওর ফলোয়ারস ? ম্যাসেজ আসবে, এখানে ইয়েস করলে রি-টুইট হবে। ফলে আপনার স্ট্যাটাস লিস্টে তা প্রকাশিত হবে সেই সাথে উক্ত স্ট্যাটাসের নিচে মোট রি-টুইটের সংখ্যা দেখাবে। চাইলে রি-টুইট আনডু করা যাবে।

টুইটারের স্ট্যাটাস হিসাবে ফ্লিকারের ফটো
জনপ্রিয় ফটো শেয়ারিং সাইট ফিকআরে ছবি আপলোড করলে তার স্ট্যাটাস যদি টুইটারে আপডেট করা যায় তাহলে কেমন হয়, তাও আবার ইমেইলের মাধ্যমে! এজন্য ফিকআরে লগইন করে http://www.flickr.com/account/blogs ঠিকানাতে যান সেট আপ ইওর ব্লগ এ কিক করে ড্রপ ডাউন থেকে টুইটার নির্বাচন করে নেক্সট দিন। এবার গো টু টুইটার অথোরাইজ বাটনে কিক করে টুইটারের ইউজার, পাসওয়ার্ড দিয়ে এলাউ বাটনে কিক করুন তাহলে টুইটার একাউন্ট নিশ্চিত করে ফিকআরের পেজে ফিরে আসবে। এখানে মোবাইলে আপলোড বিষয়ক একটি মেসেজ দেখাবে এই অংশে কিক করলে ফিকআরের একটি ইমেইল ঠিকানা দেখা যাবে। এই ইমেইল ঠিকানাতে ছবি এ্যাটাচ করে মেইল করলে মেইলের বিষয় ছবির শিরোনাম হিসাবে এবং মেইলের বডিতে থাকা লেখা ছবির বর্ণনা হিসাবে ফিকআরে আপলোড হবে আর সাথে সাথে মেইলের বিষয় এবং ছবির লিংক স্ট্যাটাস হিসাবে অথরাইজ করা টুইটার একাউন্টে আপডেট হবে।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১০ রাত ৮:০৪
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=কবিতাগুলো যেনো এক একটি মধুমঞ্জুরী ফুল=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৩ ই মে, ২০২৪ বিকাল ৪:২০



©কাজী ফাতেমা ছবি
মনের মাধুরী মিশিয়ে যে কবিতা লিখি
কবিতাগুলো যেনো আমার এক একটি মঞ্জুরী লতা ফুল,
মনের ডালে ডালে রঙবাহারী রূপ নিয়ে
ঝুলে থাকে কবিতা দিবানিশি
যে কবিতার সাথে নিত্য বাস,
তাদের আমি... ...বাকিটুকু পড়ুন

ফিরে দেখা - ১৩ মে

লিখেছেন জোবাইর, ১৩ ই মে, ২০২৪ রাত ৮:০৩

১৩ মে ২০০৬


দমননীতির অদ্ভুত কৌশল
সরকার নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলের ওপর দমন নীতির আশ্রয় নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। দ্রুত বিচার আইন ও পুলিশ প্রশাসনকে ব্যবহার করে দমন... ...বাকিটুকু পড়ুন

কাঁচা আম পাড়ার অভিযান

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৩ ই মে, ২০২৪ রাত ১০:৩২



গাজীপুর জেলার জয়দেবপুরের বাড়ীয়া ইউনিয়নের দেউলিয়া গ্রামে আমার প্রায় ৫২ শতাংশ জমি কেনা আছে। সেখানে ছোট একটি ডোবা পুকুর, অল্প কিছু ধানের জমি আর বাকিটা উঁচু ভিটা জমি। বেশ... ...বাকিটুকু পড়ুন

আমরা কেন এমন হলাম না!

লিখেছেন সায়েমুজজ্জামান, ১৪ ই মে, ২০২৪ সকাল ৯:৪১


জাপানের আইচি প্রদেশের নাগোইয়া শহর থেকে ফিরছি৷ গন্তব্য হোক্কাইদো প্রদেশের সাপ্পোরো৷ সাপ্পোরো থেকেই নাগোইয়া এসেছিলাম৷ দুইটা কারণে নাগোইয়া ভালো লেগেছিল৷ সাপ্পোরোতে তখন বিশ ফুটের বেশি পুরু বরফের ম্তুপ৷ পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামে মুক্তিযুদ্ধের প্রস্তুতি

লিখেছেন প্রামানিক, ১৪ ই মে, ২০২৪ দুপুর ১:৩১



২৬শে মার্চের পরে গাইবান্ধা কলেজ মাঠে মুক্তিযুদ্ধের উপর ট্রেনিং শুরু হয়। আমার বড় ভাই তখন ওই কলেজের বিএসসি সেকেন্ড ইয়ারের ছাত্র ছিলেন। কলেজে থাকা অবস্থায় তিনি রোভার স্কাউটে নাম... ...বাকিটুকু পড়ুন

×