somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

বাচঁতে হলে জানতে হবে -১৬

২৬ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯০০সাল

(এখানে ১৯০০থেকে১৯২০সাল পর্যন্ত দেয়া হলো।বাকি গুলো পরে যথা সময়ে দেয়া হবে।আগের গুলোর লিংক দিলাম না।)

১৯০০সাল
গিরিশ চন্দ্র কোরান শরীফ পূনাঙ্গ বঙ্গানুবাদ করেন।
ষ্টার থিয়েটারে প্রথম ডায়নামোর সাহায্যে বিদুৎতের আলো ব্যবহৃত হয়।
নূর-আল ইমান নামে একটি মাসিক পএিকা বের হয়।
চীনাগন কর্তৃক রিকশা আমদানি করা হয় কলকাতায়।

১৯০১সাল
মথুরা মোহন চক্রবর্তী উপমহাদেশের সর্বপ্রথম আয়ুবের্দ প্রতিষ্ঠান 'শক্তি ঔষধালয় স্থাপন করেন ঢাকার পাটুয়াটুলিতে।
ঢাকায় সর্বপ্রথম বৈদ্যুতিক বাতি প্রচলন শুরু হয়।
নোবেল পুরস্কার প্রদান শুরু হয়।
রানী ভিক্টোরিয়ার মৃ্ত্যু হয়।
১০,ই এপ্রিল কবি অমিয় চক্রবর্তী'র জন্ম হয়।
বিজ্ঞানী কার্ল ল্যান্ডষ্টাইনার রক্তের 'এ' 'বি' এবং এবি শ্রেনী চিহ্নিত করেন।
আনন্দ মোহন কলেজ প্রতষ্ঠিত হয় ময়মনসিংহে।

১৯০২ সাল
যুক্তরাষ্টের নৌ বিদ্যা বিষয়ক লেখক 'আল-ফ্রেড মাহান' মধ্যপ্রাচ্য শব্দটি ভারতে প্রবেশের পশ্চিম ও উওর দ্বার হিসেবে ব্যবহার করেন।

১৯০৩সাল
উইলবার রাইট বিমান আবিস্কার করেন।
ব্রিটিশ শাসনামলে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার নামানুসারে ভিক্টোরিয়া স্পোটিং ক্লাব প্রতিষ্ঠিত হয়।
জনপ্রিয় সাহ্যিতিক শিবরাম চক্রবর্তী জন্মগ্রহন করেন কলকাতায়।

১৯০৪সাল
বলধা'র জমিদার 'নরেন্দ্র নারায়ন' এর এক অনন্য কীর্তি বলধা গার্ডেন।
লর্ড কার্জন কার্জন হল এর ভিওি স্থাপন করেন
ফ্রান্সের প্যারিসে ফিফা (FIFA) জন্ম লাভ করে।
উপমহা দেশের প্রথম নির্বাক ছবি 'আলি বাবা ও চল্লিশ চোর'।
কোনারক মন্দির ধ্বংস স্তুপ থেকে খুঁজে বের করা হয়।
আরমানিটোলা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

১৯০৫সাল
জাতীয় সংগীত সর্বপ্রথম প্রকাশিত হয়।
রোটারি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয়।
অনুশীলন সমিতি সন্তাসী কার্যকলাপ শুরু করে ছিল।
লর্ড কার্জন স্বদেশে ফিরে যান।
টাউন হলে অনুষ্ঠিত এক সভা থেকে স্বদেশী আন্দোলনের আনুষ্ঠানিক যাএা শুরু হয়।
ধানের ক্ষতিকর প্রানী হিসেবে পামরি পোকা প্রথম দেখা যায় বরিশালে।
বঙ্গ ভঙ্গ আন্দোলন হয়।
নবাব সলিমুল্লাহ পরীবাগের পশ্চিম সীমানা দেওয়ালের সঙ্গে একটি জামে মসজিদ নির্মান করেন।

১৯০৬সাল
ঢাকায় সর্বভারতীয় মুসলিমলীগ প্রতিষ্ঠিত হয়।
সান ফ্রান্সিকোতে ভয়াবহ ভূমিকম্প হয়।
ভাড়ায় চলা টেক্সির ব্যবসা শুরু হয় কলকাতায়।

১৯০৭সাল
খাঁজা আজমের তথ্য অনুযায়ী ঢাকায় পঞ্চায়েতের সংখ্যা ছিল তেএিশটি।
স্কাঊট আন্দোলন শুরু হয়।
চর্যাপদ আবিস্কৃত হয়।

১৯০৮সাল
সন্তাসী কর্মকান্ডে খুদিরামের ফাঁসি হয়।
রবীন্দ্রনাথের আহবানে ক্ষিতিমোহন সেন শান্তিনিকেতনে অধ্যাপক হিসেবে যোগ দেন।

১৯০৯সাল
ভাওয়াল জমিদার নরেন্দ্র চৌধুরী বলধা গার্ডেন প্রতিষ্ঠা করেন।
রুশ বিজ্ঞানী ইগর সিকোস্কি প্রথম পাইলট বিহীন হেলিকাপ্টার তৈরী করেন।
আমেরিকায় মোটর রেস ড্রাইভিং প্রতিযোগিতা শুরু হয়।
শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিস্কৃত হয়।
মার্কিন নৌ- কমান্ডার রর্বাট ই. পিয়ারি সর্বপ্রথম সুমেরু পৌছাতে সক্ষম হন।

১৯১০সাল
রবীন্দ্রনাথের 'গীতাঞ্চলি' প্রকাশিত হয়।
বরেন্দ্র যাদু ঘর প্রতিষ্ঠিত হয় রাজশাহীতে,১০ ডিসেম্বর।
সাহিত্যিক মানিক বন্দোপাধ্যায় জন্মগ্রহন করেন।
মাদাম কুরি আবিস্কার করেন রেডিয়াম নামে একটি পদার্থ।
ইংল্যান্ডে গার্ল গাইডস আন্দোলন শুরু হয়।
ঢাকায় আর.সি. অ্যান্ড সন্স নামে প্রথম ফটোগ্রাফিক ষ্টুডিও প্রতিষ্ঠিত হয়।

১৯১১সাল
কলকাতায় প্রতিষ্ঠিত হয় সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল।
ব্রিটিশ সরকার বঙ্গ ভঙ্গ রদ ঘোষনা করে,১২ ডিসেম্বর।

১৯১২সাল
রবীন্দ্রনাথ ঠাকুর 'শিলাইদহ কুঠি বাড়িতে গীতাঞ্জলী' কাব্যের ইংরেজী অনুবাদ শুরু করেন।
প্রথম ডিজেল ট্রেন তৈরি হয় সুইজারল্যান্ডে।
অ্যালুমিনিয়াম প্লেট তৈরি শুরু হয়।
টাইটানিক জাহাজ আটলান্টিক মহাসাগরে নিম্মজিত হয়।
সারদা পুলিশ একাডেমী প্রতিষ্ঠিত হয়।(লর্ড হাজির্জ এর আমলে)।

১৯১৩সাল
ঢাকা জাদু ঘর স্থাপিত হয়,৭ আগষ্ট।
বিখ্যাত যাদু শিল্পী পি.সি সরকার জন্মগ্রহন করেন,২৩ ফ্রেরুয়ারী।
পানামা খাল খনন করা হয়।
রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন।

১৯১৪সাল
প্রমথ চৌধুরীর সম্পাদনায় 'সবুজ পএ' প্রকাশিত হয়।(প্রথম বিশ্ব যুদ্ধ শুরুর বছর)
বাংলাদেশে প্রথম অনিশ্চিত কূপ খনন করা হয়।
জয়নুল আবেদীন ময়মনসিংহে জন্ম গ্রহন করেন।

১৯১৫সাল
সর্বপ্রথম চাকমা যুবক সমিতি গঠিত হয়।
রাজ মোহন দেওয়ানের নের্তৃতে হার্ডিজ ব্রীজ নির্মান করা হয়।
রবীন্দ্রনাথ ঠাকুর সরকার কর্তৃক 'নাইট হুড' উপাদি পান।

১৯১৬সাল
কারমাইকেল কলেজ প্রতিষ্ঠিত হয়।

১৯১৭সাল
এপ্রিল মাসে আমেরিকা জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করে।
ইন্দিরা গান্ধী জন্মগ্রহন করেন।
মহাত্না গান্ধী ভারতের রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেন।
জগদীশ চন্দ্র বসু উদ্ভিদ শরীরতত্ত নিয়ে গবেষনার জন্য কলকাতায় 'বসু বিজ্ঞান মন্দির' প্রতিষ্ঠা করেন।

১৯১৮সাল
বৃটেনের মহিলারা ভোটাধিকার পান।
প্রথম বিশ্ব যুদ্ধ শেষ হয়।
ইনফ্লুয়েঞ্জা মহামারী'ই সবচেয়ে ভয়ঙ্কর রুপ নেয়।এতে গোটা পৃথিবীর প্রায় ২ কোটি মানুষ প্রান হারায়।

১৯১৯সাল
রবীন্দ্রনাথ ঠাকুর সিলেট ভ্রমন কালে প্রথম মনিপুরী নৃ্ত্য দেখেন।
৭ই অক্টোবর কিলাফত দিবস পালন করা হয়।
লেলিন মস্কোয় আন্তজার্তিক কমিউনিষ্ট কংগ্রেস আহবান করেন।
অসহযোগ আন্দোলন হয়।(মহাত্না গান্ধী)

১৯২০সাল
যুক্তরাষ্টের মহিলারা ভোটাধিকার পান।
ইংরেজদের কুটিরের আদলে নির্মিত হয় চামেরী ভবন।
ভারতের কাশীতে জন্মগ্রহন করেন জনপ্রিয় বাঙ্গালী গায়ক ও সংগীত পরিচালক 'হেমন্ত মুখোপাধ্যায়।
দিল্লীতে তাবলীগ জামা'আতের কার্যক্রম শুরু হয়।(মাওলানা মুহাম্মদ ইলয়াসের ঊদ্দেগে।
বঙ্গ বন্ধু শেখ মুজিবর এর জন্ম হয়।(গোপাল গঞ্জ,টুঙ্গি পাড়া)
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মৃত্যু ডেকে নিয়ে যায়; অদৃষ্টের ইশারায়

লিখেছেন সায়েমুজজ্জামান, ১৭ ই মে, ২০২৪ সকাল ৮:৩৯

১৯৩৩ সালে প্রখ্যাত সাহিত্যিক উইলিয়াম সমারসেট মম বাগদাদের একটা গল্প লিখেছিলেন৷ গল্পের নাম দ্য অ্যাপয়েন্টমেন্ট ইন সামারা বা সামারায় সাক্ষাৎ৷

চলুন গল্পটা শুনে আসি৷

বাগদাদে এক ব্যবসায়ী ছিলেন৷ তিনি তার... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো রাফসান দি ছোট ভাই

লিখেছেন আবদুর রব শরীফ, ১৭ ই মে, ২০২৪ দুপুর ২:৩৮

রাফসানের বাবার ঋণ খেলাপির পোস্ট আমিও শেয়ার করেছি । কথা হলো এমন শত ঋণ খেলাপির কথা আমরা জানি না । ভাইরাল হয় না । হয়েছে মূলতো রাফসানের কারণে । কারণ... ...বাকিটুকু পড়ুন

কুমীরের কাছে শিয়ালের আলু ও ধান চাষের গল্প।

লিখেছেন সোনাগাজী, ১৭ ই মে, ২০২৪ বিকাল ৩:৪০



ইহা নিউইয়র্কের ১জন মোটামুটি বড় বাংগালী ব্যবসায়ীর নিজমুখে বলা কাহিনী। আমি উনাকে ঘনিষ্টভাবে জানতাম; উনি ইমোশানেল হয়ে মাঝেমাঝে নিজকে নিয়ে ও নিজের পরিবারকে নিয়ে রূপকথা বলে... ...বাকিটুকু পড়ুন

সভ্য জাপানীদের তিমি শিকার!!

লিখেছেন শেরজা তপন, ১৭ ই মে, ২০২৪ রাত ৯:০৫

~ স্পার্ম হোয়েল
প্রথমে আমরা এই নীল গ্রহের অন্যতম বৃহৎ স্তন্যপায়ী প্রাণীটির এই ভিডিওটা একটু দেখে আসি;
হাম্পব্যাক হোয়েল'স
ধারনা করা হয় যে, বিগত শতাব্দীতে সারা পৃথিবীতে মানুষ প্রায় ৩ মিলিয়ন... ...বাকিটুকু পড়ুন

রূপকথা নয়, জীবনের গল্প বলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৭ ই মে, ২০২৪ রাত ১০:৩২


রূপকথার কাহিনী শুনেছি অনেক,
সেসবে এখন আর কৌতূহল নাই;
জীবন কণ্টকশয্যা- কেড়েছে আবেগ;
ভাই শত্রু, শত্রু এখন আপন ভাই।
ফুলবন জ্বলেপুড়ে হয়ে গেছে ছাই,
সুনীল আকাশে সহসা জমেছে মেঘ-
বৃষ্টি হয়ে নামবে সে; এও টের... ...বাকিটুকু পড়ুন

×