somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

IELTS EXAM ( পরামর্শমূলক )

২০ শে মার্চ, ২০১০ রাত ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ সকালে ব্রিটিশ কাউন্সিল এ গেলাম IELTS exam এর রেজিস্ট্রেশন করতে।বসার সাথে সাথেই আমার সামনে কাগজের পরিবর্তে এগিয়ে দিলো কী-বোর্ড।বললো রেজিস্ট্রেশন অনলাইন এ করতে হবে।বেশ ভাল কথা,আমিও খুব খুশি কারন অনলাইন এ যারা রেজিস্ট্রেশন করবে তাদের মধ্য থেকে লটারী করে কয়েকজন কে মালয়শিয়ার আসা-যাওয়ার জন্য বিমানের টিকেট দিবে।IELTS exam দিচ্ছি ই তো মালয়শিয়া যাওয়ার জন্ন।যদি লেগে যায়।গুনে গুনে ১০০০০টাকা দিয়ে দিতে হলো।বলতে চেয়েছিলাম টাকাটা অনলাইন দিলে হয় না??
রেজিস্ট্রেশন করে বোনাস হিসেবে পেলাম uk education fair এর ফ্রী টিকেট।তাও মন্দ কি?
ব্রিটিশ কাউন্সিল এর মতো এমন ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোনো কিছু ফ্রী পাওয়াতাইতো ভাগ্যের বেপার।
যাই হোক, IELTS exam এ মিনিমাম ৬ তুলতে না পারলে ভাগ্য আমার দুরভাগ্যে পরিনত হবে।আমার ১০০০০টাকাই জলে যাবে।তবে আমি আশাবাদী কারন আমি একা নই ,আমার সাথে আছে অনেক ব্লগার ভাই-বোন যারা কিনা কিছুতা হেল্প করলেই আমি ৬ পাব।

ব্লগার ভাই-বোন যারা IELTS exam দিয়েছেন তাদের কাছে IELTS exam এ ভালো করার জন্য কিছু টিপস চাচ্ছি।আশা করি কেউ আমাকে নিরাশ করবেন না।

আমাকে কয়েকজন ব্লগার ভাই কিছু পরামর্শ দিয়েছে।আপনাদের জানার সুবিধার্থে কয়েকজন ব্লগার ভাই এর পরামর্শ নিচে দিলাম। এর বাইরে কার কিছু জানা থাকলে আনুগ্রহ করে জানাবেন।


1.
জোনায়েদ বলেছেন: IELTS খুব বেশী কঠিন পরিক্ষা না। তবে মাথা ঠান্ডা রাখা জরুরী।
প্রস্ততি নিতে চাইলে খুব হাস্যকর ধরনের প্রস্ততি আছে যেটা গুরুত্ত না ও দিতে পারেন কিন্তু ১০০% কাজ করবে।
writing এর জন্য IELTS এর বই এর সাহাজ্য নিন। grammer এর দিকে খেয়াল রাখুন। Reading এর জন্য ইংরেজী পত্রিকা পড়ুন প্রতিদিন। কি বলতে চাচ্ছে বুঝুন।
listening এবং speaking এর জন্য আপনার আকটি রেডিও/MP3 প্লেয়ার দরকার হবে। BBC রেডিও (tv তে নয়) শুনুন রেডিওতে।যত বেশী সময় সম্ভব। মাঝে মাঝে যা বলে সেটা repeat করুন। আর Cambridge এর থেকে মাঝে মাঝে practice করুন।
৭ দিন ভাল ভাবে preparation নিন। ৬ কোন সমস্যা হবে না!



2.
অলস ছেলে বলেছেন: মন দিয়া পড়েন আর এই বাকী কয়দিন আংবাং যাই পারেন আংলিশ বলতে থাকেন সবার সাথে কুন বাংলা ভুলে যান একেবারে। বিলিভ মি, আমি এই কাম কর্ছি এবং পুরা আবুল হইবার পরেও বহুত পাইছি। এমুন পাওয়া পাইছি আমি বহুদ্দিন বিশ্বাস করিনাই এইটা আমার রেজাল্ট। এক্সিকিউটিভ কেয়ারে কুচিং কর্ছিলাম পরীক্ষার প্রায় ষোল সতের মাস আগে, কিন্তু সেইবার আর দেয়া হয়নাই। পরে দেবার পর তারাও দেখি আমার ফটুক খানা ছাপাই দিছে বিজ্ঞাপনে।

পরীক্ষার দিন মাথা একদম ঠান্ডা আর একদম হালকা মেজাজে। যত ট্রিকস জানেন, টেনশন ছাড়া কাজে লাগাইতে পারেন কিনা ট্রাই দিবেন। আমি সবচাইতে পুরানা ট্রাউজার আর গেঞ্জি পইরা গেছিলাম, আরামসে পরীক্ষা দিছি। পরেরদিন ওরাল এর সময় একটু মাঞ্জা দিবেন। চবির একটা লম্বা কাউলা চশমা পরা টিচার আছে, লুক ভালো। আমারে যে স্কোর দিছে, জীবনে আরেকবার পামু কি না জানিনা।

গুড লাক।


3.
দূর আকাশের নীল তারা বলেছেন: বেশী বেশী BBC শুনবেন। ডেইলী স্টার পড়বেন।
Listening e British accent বুঝতে প্রথম দিকে একটু সমস্যা হতে পারে। রেগুলার প্রাকটিস করলে ঠিক হয়ে যাবে।
Reading এ প্রশ্ন পড়ে প্রশ্নের মাঝে keyword খুজে বের করুন, তারপর passage এ গিয়ে keyword দিয়ে উত্তর খুজুন। এতে সময় অনেক বাচঁবে। কখনও passage পড়ে প্রশ্নে যাবেন না। তাহলে সময়ে কুলাতে পারবেন না।
Writing এর প্রথম অংশে সরাসরি লিখুন, কোন ধরনের ভূমিকায় যাবেন না। কিন্তু দ্বিতীয় অংশ শুরু করার আগে কি লিখবেন আগে ভাবুন। এই ৪টি বিষয়ে ভেবে নিয়ে তারপর লেখা শুরু করুন। Introduction, Main theme, Example, Your opinion. আপনি কিভাবে ব্যাখ্যা করছেন সেটাই ওরা দেখবে, আপনার যুক্তি ঠিক-বেঠিক সেটা দেখবে না।
Speaking এ কি বলবেন দ্রুত চিন্তা করুন, ধীরে বলুন; মনে রাখবেন বেশী বলা মানেই ভাল ইংরেজী জানা না। আপনি অল্প বলেও যদি গুছিয়ে বলতে পারেন, সেটাই উত্তম। তাড়াহুড়া করবেন না, এ্যাঁ এ্যাঁ করবেন না।
রোজ সকাল বিকাল ২ঘন্টা করে ৪ঘন্টা সময় দিন। ইনশাল্লাহ ভাল করবেন। কোথাও Mock test দিতে পারলে ভাল হয়। সময় হলে এখানে একটু চোখ বুলান। Best of luck.


4.
ওরাকল বলেছেন: নিলক্ষেত থেকে বই কিনে প্রেকটিশ শুরু করেদেন। প্রচুর ইংলিশ মুভি/চেনেল দেখুন আর কোন বন্ধ জুটিয়ে নিন যাতে ইংরেজী বাতচিত করা যায়। ব্যাস ৬ পাওয়া কোন ব্যাপারই না ......। ১৪ দিনের প্রস্তুতি নিয়ে ৬ পেয়েছি .... ভুয়া সিসটেম........ভয় পাবার কোন কারন নাই।


কয়েকজন ব্লগার ভাই কিছু লিংক দিয়েছেন>>>>>>>

লিংক-১
লিংক-২
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১০ রাত ১১:০৫
১৩টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডালাসবাসীর নিউ ইয়র্ক ভ্রমণ

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৫ শে এপ্রিল, ২০২৪ রাত ২:৪৪

গত পাঁচ ছয় বছর ধরেই নানান কারণে প্রতিবছর আমার নিউইয়র্ক যাওয়া হয়। বিশ্ব অর্থনীতির রাজধানী, ব্রডওয়ে থিয়েটারের রাজধানী ইত্যাদি নানান পরিচয় থাকলেও আমার কাছে নিউইয়র্ককে আমার মত করেই ভাল ও... ...বাকিটুকু পড়ুন

ধর্ম ও বিজ্ঞান

লিখেছেন এমএলজি, ২৫ শে এপ্রিল, ২০২৪ ভোর ৪:২৪

করোনার (COVID) শুরুর দিকে আমি দেশবাসীর কাছে উদাত্ত আহবান জানিয়ে একটা পোস্ট দিয়েছিলাম, যা শেয়ার হয়েছিল প্রায় ৩ হাজারবার। জীবন বাঁচাতে মরিয়া পাঠকবৃন্দ আশা করেছিলেন এ পোস্ট শেয়ারে কেউ একজন... ...বাকিটুকু পড়ুন

তালগোল

লিখেছেন বাকপ্রবাস, ২৫ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:৩৫


তু‌মি যাও চ‌লে
আ‌মি যাই গ‌লে
চ‌লে যায় ঋতু, শীত গ্রীষ্ম বর্ষা
রাত ফু‌রা‌লেই দি‌নের আ‌লোয় ফর্সা
ঘু‌রেঘু‌রে ফি‌রে‌তো আ‌সে, আ‌সে‌তো ফি‌রে
তু‌মি চ‌লে যাও, তু‌মি চ‌লে যাও, আমা‌কে ঘি‌রে
জড়ায়ে মোহ বাতা‌সে ম‌দির ঘ্রাণ,... ...বাকিটুকু পড়ুন

মা

লিখেছেন মায়াস্পর্শ, ২৫ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৩৩


মায়াবী রাতের চাঁদনী আলো
কিছুই যে আর লাগে না ভালো,
হারিয়ে গেছে মনের আলো
আধার ঘেরা এই মনটা কালো,
মা যেদিন তুই চলে গেলি , আমায় রেখে ওই অন্য পারে।

অন্য... ...বাকিটুকু পড়ুন

কপি করা পোস্ট নিজের নামে চালিয়েও অস্বীকার করলো ব্লগার গেছে দাদা।

লিখেছেন প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, ২৫ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:১৮



একটা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আগে থেকেই ঘুরে বেড়াচ্ছে। পোস্টটিতে মদ্য পান নিয়ে কবি মির্জা গালিব, কবি আল্লামা ইকবাল, কবি আহমদ ফারাজ, কবি ওয়াসি এবং কবি... ...বাকিটুকু পড়ুন

×