কওমী শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণের আহ্বান

‘জঙ্গি প্রজনন’ ক্ষেত্র হিসেবে চিহ্নিত কওমী শিক্ষা ব্যবস্থাকে সরকারি নিয়ন্ত্রণে এনে অভিন্ন মাদ্রাসা শিক্ষানীতি প্রণয়নের আহ্বান জানিয়েছে আহলে সুন্নাত।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2013, 08:19 AM
Updated : 25 May 2013, 08:44 AM

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় সংগঠনটির সভাপতি আল্লামা শাহ আহসানুজ্জামান এ আহ্বান জানিয়ে বলেন, “আমি তিন বছর আগেই সরকারের এক ঊর্ধতন কর্মকর্তাকে সতর্ক করেছিলাম কওমী মাদ্রাসা সম্পর্কে।”

“তারা যে জঙ্গি তৈরি করে তার প্রমাণ হেফাজতে ইসলামের ৬ মের তাণ্ডব।”

মওদুদীবাদী জামায়াতে ইসলাম ও ওহাবি পন্থী হেফাজতে ইসলাম ও নাস্তিকসহ সকল ভ্রান্ত মতবাদের ইসলাম অবমাননাকর প্রকাশনা বাজেয়াপ্ত করারও দাবি জানান আহলে সুন্নাত সভাপতি।

পীর-মাশায়েখ, ওলামা ও পেশাজীবীদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের মতবিনিময় সভায় অন্যদের মধ্যে মাওলানা নুরুল ইসলাম ফারুকী, মাওলানা এম এ মান্নান প্রমুখ বক্তব্য রাখেন।