somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

বাচঁতে হলে জানতে হবে-১১

২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৬০০সাল

১৬০০সাল
ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী গঠিত হয়।
অর্কেষ্টা বাদনের প্রথম যুগ।

১৬০২সাল
মুসা খান কে দমন করার জন্য রাজা মান সিংহ ভাওয়াল গড় থেকে তার
সদর দপ্তর ঢাকায় স্থান্তর করেন।

১৬০৪সাল
পর্যন্ত রাজা মান সিংহ ঢাকা ছিলেন।

১৬০৫সাল
সমাট্র জাহাঙ্গীর দিল্লীর সিংহাসন আরোহন করেন।

১৬০৬সাল
ঢাকা কে বাংলার রাজধানী করা হয়।

১৬০৮সাল
ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী বাংলা'য় আসে।
হল্যান্ডের 'হান্স লিপার্শে' দূরবীন প্রথম তৈরী করেন।

১৬০৯সাল
জার্মানিতে প্রথম নিয়মিত ভাবে সংবাদ পএ প্রকাশ শুরু হয়।

১৬১০সাল
ইতালির বিজ্ঞানী হ্যালিলিও টেলিস্কোপ তৈরী করেন।

১৬১১সাল
নাসির খান ও দরিয়া খান মুঘলদের কাছে আত্নসমর্পন করেন।

১৬১৩সাল
সমাট্র জাহাঙ্গীর আগ্রার নিকটে সিকান্দায় পিতা আকবরের সমাধি তৈরী করেন।

১৬১৪সাল
নবাব কাসিম খান চিশতি ওরফে মাহতিশাম খান সুবাদার নিযুক্ত হয়ে আরাকান রাজ্যের বিরুব্ধে অভিযান চালান।

১৬১৬সাল
শ্রেক্সপিয়ারের জন্ম হয়।

১৬১৮সাল
নতুন সুবাদার নিযুক্ত হন সম্রাজ্ঞী নূরজাহানের ভাই নবাব ইব্রাহীম খান ফতেহ জঙ্গ ওরফে মীর্জা ইবরাহীম।

১৬২২সাল
প্রথম ইংরেজী সংবাদ পএ প্রকাশিত হয়।

১৬২৩সাল
মুসা খান ঢাকায় মৃত্যুবরন করেন।

১৬২৪সাল
ৈসয়দ মীর মুরাদ ঢাকায় ঐতিহাসিক হুসনী দালান নির্মান করেন।

১৬২৬সাল
মগ রাজা খান দ্রামনি এক বিরাট নৌবাহিনী নিয়ে ঢাকা আক্রমন করেন।

১৬২৭সাল
মারাঠী শক্তির সংগঠক শিবাজীর জন্ম।
ফিদাই খান বাংলার সুবাদার নিযুক্ত হন।

১৬২৮সাল
সমাট্র শাহজাহান কাসিম খান কে বাংলার গর্ভনর হিসেবে প্রেরন করেন।

১৬২৯সাল
ম্যানরিক লিখেছেন,প্রতি বছর শত শত বড় নৌকা ভরতি চাল ও অন্যান্য খাদ্য দ্রব্য বাংলার বন্দর থেকে বিভিন্ন দেশে রপ্তানি হতো।

১৬৩২সাল
নির্বাচিত নকশা অনুযায়ী তাজমহলের নির্মান কাজ শুরু হয়।
ওলন্দাজ'রা হুগলিতে আসেন।

১৬৩৩সাল
ইংরেজরা হরিপুর ও বালেশ্বরে কুটি স্থাপন করে।

১৬৩৫সাল
সুবাদার হয়ে আসেন মীর আবদুস সালাম ওরফে নবাব ইসলাম খান মুখহেদী।

১৬৩৭সাল
ভেনিস শহরে প্রথম অপেরা হাউস স্থাপিত হয়।

১৬৩৮সাল
জন মিল্টন(কবি) ইউরোপে ভ্রমনে বের হন।

১৬৩৯সাল
পর্যন্ত ২য় ইসলাম খান ঢাকার সুবাদার ছিলেন।

১৬৪০সাল
দিনেমার(জাতি) ১৮টি জাহাজ ভারতে পাঠায়(ডেন মার্কের অধিবাসীরা বাংলায় দিনেমার নামে পরিচিত)।

১৬৪২সাল
স্যার আইজ্যাক নিউটনের জন্ম।

১৬৪৩সাল
ফ্রান্সের সিংহাসনে বসে ছিলেন রাজা চতুর্দশ লুই।

১৬৪৪সাল
চালু হয় সংবাদ পএের লাইসেন্স প্রথা।
ঢাকার নারিন্দায় নির্মিত হয় ব্যাপারী মসজিদ।

১৬৪৭সাল
ইতালির বিজ্ঞানী ইভান জেলিসটা টরিসেলী পারদ বায়ুচাপ মাপক যন্ত উদ্ভাবন করেন।

১৬৫০সাল
চুড়িহাট্টা মসজিদ নির্মিত হয়।
একটি মিশরীয় বীজ গনিতের সমস্যা আজও সংরক্ষিত আছে।

১৬৫১সাল
বাহাদুর খান বাংলাসহ উড়ুষ্যা প্রদেশের সুবাদারির দায়িত্ব গ্রহন করেন।

১৬৫২সাল
আরাকান রাজসভার কবি আলাওল 'পদ্মবতী' রচনা করেন।

১৬৬০সাল
মধ্য আমেরিকায় কফির ব্যবহার ছড়িয়ে পড়ে।

১৬৬১সাল
শেষ দিকে ইহতিশাম খানকে জাহাঙ্গীর নগরে প্রশাসক নিয়োগ করেন।

১৬৬২সাল
(Malpigi)ব্যাঙ্গের ধমনী ও শিরার যোগ সুএ আবিস্কার করেন।

১৬৬৩সাল
দ্বিজ গিরিধর রচনা করেন-সত্য পীরের অলৌক কাহিনী সম্বলিত প্রাচীনতম পুঁথি।
ওলন্দাজরা ঢাকায় বানিজ্য কুঠি স্থাপন করে।

১৬৬৪সাল
বড় কাটরা নির্মান করা হয়।(ঢাকার চক বাজারে)
শায়েস্তা খান প্রথম ঢাকায় আসেন।

১৬৬৫সাল
টাইটান আবিস্কার করেন ক্রিষ্টিয়ান হেগেন্স।
ফ্রান্সে টির্চাস ট্রেনিং এর প্রথম সূচনা হয়।

১৬৬৬সাল
শায়েস্তা খান চট্রগ্রাম জয় করে।

১৬৬৭সাল
অন্দরকিলা মসজিদ নির্মিত হয়।
বিশ্বের প্রথম ট্রেড ইউনিয়ন গড়ে উঠে লন্ডন শহরে।
১৬৬৮সাল
ফরাসিরা বাংলায় আসে।

১৬৬৯সাল
ফসফরাস আবিস্কৃত হয়।(হেনিগ ব্যান্ড,জার্মানির রসায়নবিদ)
ইংরেজরা ঢাকায় বানিজ্য কুঠি স্থাপন করে।

১৬৭০সাল
মুদ্রন প্রযুক্তি বোম্বাইয়ে চালু হয়।

১৬৭২সাল
শায়েস্তা খান ইংরেজদের বিনা শুল্কে বানিজ্যের অধিকার প্রধান করেন।
প্যারিসে মান মন্দির প্রতিষ্ঠা হয়।

১৬৭৪সাল
প্রথম স্ব-উব্দাবিত অনুবিক্ষনের সাহায্য জীবানুর অস্তিত্ব প্রমান করেন,লেভেন হুক।

১৬৭৫সাল
চক মসজিদ নির্মিত হয়।

১৬৭৮সাল
লালবাগ কেল্লা নির্মিত হয়।(যুব রাগ আযম)

১৬৭৯সাল
শায়েস্তা খান কাওরান বাজারে একটি মসজিদ ও সেতু নির্মান করেন।

১৬৮০সাল
নীল বিদ্রোহের অবসান ঘটে।
সাত গুম্বজ মসজিদ নির্মিত হয়।

১৬৮২সাল
ফরাসিরা ঢাকায় বানিজ্য কুঠি স্থাপন করে।

১৬৮৪সাল
ঢাকায় প্রবল বন্যার ফলে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়ে ছিল।

১৬৮৫সাল
সর্বপ্রথম 'ক্রিকেট' কথাটি প্রচলন হয়।

১৬৮৬সাল
ইংরেজরা প্রথম বারের মতো বাংলা আক্রমন করে।

১৬৮৭সাল
স্যার আইজ্যাক নিউটন মধ্যাকর্ষন সুএ আবিষ্কার করেন।(যুক্ত রাষ্ট)
শায়েস্তা খান ইংরেজদের হুগলিতে আসার নির্দেশ দেন।

১৬৮৮সাল
শায়েস্তা খান কে আগ্রায় বদলি করা হলে বাংলায় তার সুবাদারির অবসান ঘটে।

১৬৮৯সাল
লন্ডন শহরে ঝুকি হস্তান্তর বা অবলিখন প্রক্রিয়া শুরু হয়।

১৬৯০সাল
ইংরেজরা একটি বনিক সংঘ স্থাপন করে ভারত বর্ষে ব্যাবসা শুরু করে।

১৬৯১সাল
বিট্রিশ রসায়ন বিজ্ঞানী রবার্ট বয়েল মৃত্যুবরন করেন।

১৬৯৭সাল
মায়া সভ্যতার বিলুপ্তি ঘটে।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাঁর বোতলে আটকে আছে বিরোধী দল

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৬ ই মে, ২০২৪ বিকাল ৫:০৭



সেই ২০০৯ সালে তিনি যে ক্ষমতার মসনদে বসলেন তারপর থেকে কেউ তাঁকে মসনদ থেকে ঠেলে ফেলতে পারেনি। যারা তাঁকে ঠেলে ফেলবে তাদের বড়টাকে তিনি বোতল বন্দ্বি করেছেন।... ...বাকিটুকু পড়ুন

নতুন গঙ্গা পানি চুক্তি- কখন হবে, গ্যারান্টি ক্লজহীন চুক্তি নবায়ন হবে কিংবা তিস্তার মোট ঝুলে যাবে?

লিখেছেন এক নিরুদ্দেশ পথিক, ১৬ ই মে, ২০২৪ বিকাল ৫:২৬


১৬ মে ঐতিহাসিক ফারাক্কা দিবস। ফারাক্কা বাঁধ শুষ্ক মৌসুমে বাংলাদেশে খরা ও মরুকরণ তীব্র করে, বর্ষায় হঠাৎ বন্যা তৈরি করে কৃষক ও পরিবেশের মরণফাঁদ হয়ে উঠেছে। পানি বঞ্চনা এবং... ...বাকিটুকু পড়ুন

কেউ কি আমার বন্ধু শাহেদের ঠিকানা জানেন?

লিখেছেন জিএম হারুন -অর -রশিদ, ১৬ ই মে, ২০২৪ রাত ৯:৩৪



কেউ কি আমার বন্ধু শাহেদের ঠিকানা জানেন?
আমার খুবই জরুরি তার ঠিকানাটা জানা,
আমি অনেক চেষ্টা করেও ওর ঠিকানা জোগাড় করতে পারছিনা।

আমি অনেক দিন যাবত ওকে খুঁজে বেড়াচ্ছি,
এই ধরুণ, বিশ-একুশ বছর।
আশ্চর্য্য... ...বাকিটুকু পড়ুন

আজকের ব্লগার ভাবনা:কথায় কথায় বয়কট এর ডাক দেয়া পিনাকীদের আইডি/পেইজ/চ্যানেল বাংলাদেশে হাইড করা উচিত কি? ব্লগাররা কি ভাবছেন?

লিখেছেন লেখার খাতা, ১৭ ই মে, ২০২৪ রাত ১২:১৩



অপূর্ব একজন চমৎকার অভিনেতা। ছোট পর্দার এই জনপ্রিয় মুখকে চেনেনা এমন কেউ নেই। সাধারণত অভিনেতা অভিনেত্রীদের রুজিরোজগার এর একটি মাধ্যম হইল বিজ্ঞাপনে মডেল হওয়া। বাংলাদেশের কোন তারকা যদি বিদেশী... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু ডেকে নিয়ে যায়; অদৃষ্টের ইশারায়

লিখেছেন সায়েমুজজ্জামান, ১৭ ই মে, ২০২৪ সকাল ৮:৩৯

১৯৩৩ সালে প্রখ্যাত সাহিত্যিক উইলিয়াম সমারসেট মম বাগদাদের একটা গল্প লিখেছিলেন৷ গল্পের নাম দ্য অ্যাপয়েন্টমেন্ট ইন সামারা বা সামারায় সাক্ষাৎ৷

চলুন গল্পটা শুনে আসি৷

বাগদাদে এক ব্যবসায়ী ছিলেন৷ তিনি তার... ...বাকিটুকু পড়ুন

×