somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভয় ছিল কেউ না নদীতে পড়ে যায়: হানিফ সংকেত

২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কয়েক হাজার দর্শক নিয়ে চট্টগ্রাম বন্দরে এবারই প্রথম ধারণ করা হলো জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। ঢাকার মিরপুরের ফাগুন অডিও ভিশন-এ বসে এবারের ইত্যাদির বিভিন্ন বিষয়ে হানিফ সংকেতের সঙ্গে কথা বলেছেন শানত্মনু চৌধুরী

চট্টগ্রাম বন্দরে অনুষ্ঠান নির্মাণের পরিকল্পনা কেনো ?

‘আসলে এটা হঠাৎ করে নয়। গত কয়েকটি পর্ব থেকে আমরা দেশের ঐতিহাসিক বিভিন্ন স্থানে ইত্যাদি নির্মাণ করে আসছি। ‘ইত্যাদি’র মঞ্চ, শিল্পী, বিষয়বস্তু নির্বাচন সবকিছু নিয়ে বরাবরই দর্শকদের একটা কৌতূহল থাকে। এসব আয়োজনে দেশের সভ্যতা, সংস্কৃতির বিভিন্ন ঐতিহ্যবাহী স্থানগুলোতে মূল অনুষ্ঠানের ধারণ শুরু করেছে। সংসদ ভবন চত্বর, নগর ভবন, লালবাগ কেল্লা, কুমিল্লার শালবন বৌদ্ধ বিহার, ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিল ও বাংলা একাডেমীর বর্ধমান হাউসের পর এবারের পর্ব তাই ধারণ করা হয়েছে আমাদের অর্থনীতির প্রাণকেন্দ্র কর্ণফুলী নদীরে তীরে চট্টগ্রাম সমুদ্র বন্দরের ১৩ নম্বর জেটিতে।’

হানিফ সংকেত জানান, ‘বন্দরে অনুষ্ঠান করাটা ছিল জটিল কাজ। আর ইত্যাদি ভালোবাসে জটিল কাজকে সহজ করতে।’

চট্টগ্রাম বন্দরে ইত্যাদি নির্মাণ করতে গিয়ে কেমন সহযোগিতা পেয়েছেন ?

‘চট্টগ্রামের লোকজন যে কীভাবে সহযোগিতা করেছে তা ভোলার নয়। তাদের আতিথিয়তা আর আনত্মরকিতায় আমি মুগ্ধ।’

কোনো সমস্যায় পড়তে হয়নি ?

‘না, তেমন কোনো সমস্যা হয়নি। তবে একটা বিষয়ে ভয়ে ছিলাম ইত্যাদি যেহেতু নদীর ওপর নির্মিত হচ্ছে। সে কারণে ইত্যাদি দেখতে এসে কেউ না আবার নদীতে পড়ে যায়।’

হানিফ সংকেত জানান, এবারের ইত্যাদি প্রথমে ধারণ করতে চেয়েছিলেন ফয়’স লেকে। কিন্তু সেটা ঢাকার ফ্যাস্টাসি কিংডম এর মতো মনে হবে বলে বাদ দেয়া হয়েছে, পরে আদালত চত্বরে করার সিদ্ধান্ত ছিল। কিন্তু সেটাও ঢাকার আহসান মঞ্জিলের অনুরূপ অনেকটা।

খ্রিষ্ট পূর্ব চতুর্থ শতাব্দী থেকেই কর্ণফুলী নদীর মোহনা, যা বন্দর হিসেবে গড়ে উঠেছে। এবারের অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর ও চট্টগ্রামের আঞ্চলিক সংস্কৃতিকে প্রাধান্য দেয়া হয়েছে। তাছাড়াও অনুষ্ঠানের শিল্পী নির্বাচনও ছিল চট্টগ্রাম কেন্দ্রিক।

‘ইত্যাদি’র এবারের পর্বে নানান বিষয়ের সঙ্গে বরাবরের মত এবারও কিছু মানবিক ও শিক্ষামূলক প্রতিবেদন রয়েছে। স্বীকৃতি ও প্রচারের লোভে নয়- নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে যারা কাজ করেন এমন প্রচার বিমুখ মানুষদের নিয়ে ‘ইত্যাদি’র প্রতিটি অনুষ্ঠানেই থাকে চমৎকার সব হৃদয়ছোঁয়া প্রতিবেদন। এবারের পর্বে যশোহরের বাঘার পাড়ার ৬০ বছর বয়সী কাজী মনোয়ার হোসেনের উপর রয়েছে একটি চমৎকার প্রতিবেদন। যিনি নিজেই অর্থের অভাবে খুববেশি লেখাপড়া করতে পারেননি। কিন্তু গরীব ও অসহায় ছেলেমেয়েদের শিক্ষার জন্য কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। আর একটি শিক্ষামূলক প্রতিবেদন রয়েছে একজন শিক্ষকের উপর। নাম তার সোহরাব হোসেন। দারিদ্র্যকে জয় করে যিনি সফল হয়েছেন নিজের অধ্যাবসায়ের গুণে।

এছাড়াও হিলার্স বা নিরাময়কারী নামের একটি প্রতিষ্ঠানের কর্মকান্ডের উপর রয়েছে একটি সামাজিক প্রতিবেদন। যে প্রতিষ্ঠানের অধিকাংশ সদস্য বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছে। জনবল নয় দৃঢ় মনোবল নিয়ে তারা সামাজিক উন্নয়নে বিভিন্ন ধরনের কাজ করছেন। যাদের শ্লোগান হচ্ছে-‘ ‘ভাল থাকি, ভাল রাখি’। রয়েছে মুন্সিগঞ্জের সাত্রাপাড়া গ্রামের মোঃ রহমতউল্লাহ খান আনোয়ারের উপর প্রতিবেদন। যিনি তার বাড়ির ব্যবহার্য্য প্রায় প্রতিটি জিনিসই নিজে নকশা করে নিজের হাতেই বানিয়েছেন।

ইত্যাদি’তে সবসময় ভিন্ন আঙ্গিকে গান প্রচার করার চেষ্টা করা হয়। এজন্য ‘ইত্যাদি’তে অধিকাংশ ক্ষেত্রে বিষয়ভিত্তিক, জীবন ভিত্তিক ও লোকসঙ্গীতকে প্রাধান্য দেয়া হয়। এবারের ইত্যাদির গানগুলো কেমন হচ্ছে ?

‘এবারের ইত্যাদি’তে মূল গান রয়েছে তিনটি। এবারের অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর, কৃষক-শ্রমিক-সাধারন মানুষের কর্মদ্যম নিয়ে একটি বিষয়ভিত্তিক গান রয়েছে। লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, গেয়েছেন জনপ্রিয় গায়ক কুমার বিশ্বজিৎ। শিল্পী নকীব খান, পার্থ বড়ুয়া ও রবি চৌধুরী গেয়েছেন চট্টগ্রামের একটি বিখ্যাত গান। এই গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন চট্টগ্রামেরই একদল নৃত্যশিল্পী। জনপ্রিয় মডেল নোবেল ও নওশীন অংশগ্রহণ করেছেন আর একটি চট্টগ্রামের আঞ্চলিক গানের চিত্রায়নে। গানটিতে কণ্ঠ দিয়েছেন রবি চৌধুরী ও শাকিলা জাফর।’

ইত্যাদির দর্শক পর্বেও নিশ্চয় চট্টগ্রাম বন্দরের বিষয় রাখা হয়েছে ?

‘যেহেতু এবারের ‘ইত্যাদি’র মূল মঞ্চ চট্টগ্রাম বন্দরে করা হয় তাই চট্টগ্রাম ও চট্টগ্রাম বন্দরকে ঘিরে করা বিভিন্ন প্রশ্নোত্তরের মাধ্যমে আমন্ত্রিত দর্শকদের মধ্য থেকে ৪ জন দর্শক নির্বাচন করা হয়েছে। নির্বাচিত দর্শকদের দিয়ে চট্টগ্রামের কিছু জনপ্রিয় গান নিয়ে সাজানো হয়েছে ২য় পর্ব। এই পর্বে অংশগ্রহণ করেছেন চট্টগ্রামের তিনজন শিল্পী-সৈকত দাস, সন্‌জীত আচার্য্য ও কল্যাণী ঘোষ।’

আর মামা ভাগ্নে আর নানা নাতির কি অবস্থা ?

‘মামা-ভাগ্নে পর্বে দেখা যাবে ভাগ্নে নতুন ব্যবসা করছে। কিন্তু কীভাবে মামাকে ফাঁকি দিয়ে ভাগ্নে ব্যবসা করছে এবং কিসের ব্যবসা করছে? নানী-নাতিকেও এবার দেখা যাবে ষ্টুডিওতে দর্শকদের সামনে।’

‘ইত্যাদি’তে বিভিন্ন সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে রয়েছে বিভিন্ন নাট্যাংশ। সঙ্গীত প্রতিযোগিতা ও বিচার, জন্ম তারিখ বিপত্তি, একান্নবর্তী পরিবারের অসহায়ত্ব, শীতের পিঠার তৃপ্তি, ভুয়া লেখকের কীর্তি, ভর্তি সমস্যা, গ্রাম্য লোকের সিএনজি যাত্রা সহ বিভিন্ন বিষয়ে আরো কয়েকটি নাট্যাংশ রয়েছে। প্রতিটি নাট্যাংশেই রয়েছে বিনোদনের পাশাপাশি আমাদের সামাজিক অসংগতিকে ঘিরে তীব্র কটাক্ষপাত।

ইত্যাদি’তে উল্লেখযোগ্য শিল্পীরা হলেন- কে.এস.ফিরোজ, সোলায়মান খোকা, নাজমুল হুদা বাচ্চু, ফখরুল হাসান বৈরাগী, মহিউদ্দিন বাহার, আফজাল শরীফ, ফারুক আহমেদ, কাজী আসাদ, সুভাশিষ ভৌমিক, কামাল বায়েজিদ, শবনম পারভীন, নিপু, জিল্লুর রহমান, মামুনুল হক টুটু, আমিন আজাদ, অলিউল হক রুমী, কাজল, স্বপন, আর্জুমান্দ আরা বকুল, শামিম, মৌনতা, কাজী রাজু, তরু মোচ্চফা, কাজল, সুজাত, জ্যোতির্ময়, অশোক বড়ুয়া, অপু, বিলু বড়ুয়া, রতন খান, নজরুল, রবিন, পাপিয়া, ফাহিম, অথৈ, আনিস সহ আরো অনেকে। পরিচালকের সহকারী হিসাবে ছিলেন রানা ও মামুন। চিঠিপত্র পাঠ করেছে শানু। সব বয়স এবং সব শ্রেণী পেশার মানুষের প্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’র প্রচারিত হবে ২৯ জানুয়ারি, শুক্রবার রাত ৯ টায় বাংলাদেশ টেলিভিশনে।
দি আজাদী অবলম্বনে
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাটির কাছে যেতেই..

লিখেছেন নতুন নকিব, ২৩ শে মে, ২০২৪ সকাল ৮:৫৬

মাটির কাছে
যেতেই..


ছবি কৃতজ্ঞতাঃ https://pixabay.com/

ঠিক যেন
খা খা রোদ্দুর চারদিকে
চৈত্রের দাবদাহ দাবানলে
জ্বলে জ্বলে অঙ্গার ছাই ভস্ম
গোটা প্রান্তর
বন্ধ স্তব্ধ
পাখিদের আনাগোনাও

স্বপ্নবোনা মন আজ
উদাস মরুভূমি
মরা নদীর মত
স্রোতহীন নিস্তেজ-
আজ আর স্বপ্ন... ...বাকিটুকু পড়ুন

টাকা ভাংতি করার মেশিন দরকার

লিখেছেন সায়েমুজজ্জামান, ২৩ শে মে, ২০২৪ সকাল ৯:১০

চলুন আজকে একটা সমস্যার কথা বলি৷ একটা সময় মানুষের মধ্যে আন্তরিকতা ছিল৷ চাইলেই টাকা ভাংতি পাওয়া যেতো৷ এখন কেউ টাকা ভাংতি দিতে চায়না৷ কারো হাতে অনেক খুচরা টাকা দেখছেন৷ তার... ...বাকিটুকু পড়ুন

বেলা ব‌য়ে যায়

লিখেছেন বাকপ্রবাস, ২৩ শে মে, ২০২৪ সকাল ১১:৩০


সূর্যটা বল‌ছে সকাল
অথছ আমার সন্ধ্যা
টের পেলামনা ক‌বে কখন
ফু‌টে‌ছে রজনীগন্ধ্যা।

বাতা‌সে ক‌বে মি‌লি‌য়ে গে‌ছে
গোলাপ গোলাপ গন্ধ
ছু‌টে‌ছি কেবল ছু‌টে‌ছি কোথায়?
পথ হা‌রি‌য়ে অন্ধ।

সূর্যটা কাল উঠ‌বে আবার
আবা‌রো হ‌বে সকাল
পাকা চু‌ল ধবল সকলি
দেখ‌ছি... ...বাকিটুকু পড়ুন

পর্ণআসক্ত সেকুলার ঢাবি অধ্যাপকের কি আর হিজাব পছন্দ হবে!

লিখেছেন প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, ২৩ শে মে, ২০২৪ দুপুর ২:২৭



ইন্দোনেশিয়ায় জাকার্তায় অনুষ্ঠিত একটা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছে বাংলাদেশি নারীদের একটা রোবোটিক্স টিম। এই খবর শেয়ার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপিকা। সেখানে কমেন্ট করে বসেছেন একই বিশ্ববিদ্যালয়ের আরেকজন... ...বাকিটুকু পড়ুন

আত্মস্মৃতি: কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৩ শে মে, ২০২৪ রাত ৮:১৪


কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়
আমার বাবা-কাকারা সর্বমোট সাত ভাই, আর ফুফু দুইজন। সবমিলিয়ে নয়জন। একজন নাকি জন্মের পর মারা গিয়েছেন। এ কথা বলাই বাহুল্য যে, আমার পিতামহ কামেল লোক ছিলেন।... ...বাকিটুকু পড়ুন

×