somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুম রহমান
শেষ পর্যন্ত লেখাটাই থাকে। টিভি, রেডিও, ওয়েবসাইট, চলচ্চিত্র, মঞ্চ, বিজ্ঞাপণ, ব্লগ - লেখার যতো মাধ্যম সবখানেই লিখতে হবে। পৃথিবী পাল্টে গেছে - এখন আমরা দুহাতের দশ আঙুলেই লিখি।

আমার দেখা কিছু সেরা ছবি - ৩ : দ্য ব্যাটেলশিপ পটেমকিন

২৮ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দৈর্ঘ : ৭৫ মিনিট
রঙ : সাদাকালো
দেশ : রাশিয়া
ভাষা : নির্বাক, রুশ ক্যাপশন
পরিচালক : সের্গেই আইজেনেস্টাইন
প্রযোজক : জেকব ব্লিয়খ
চিত্রনাট্য : নিনা আগাদঝানোভা, নিকোলাই এলেয়েভ, সের্গেই আইজেনেস্টাইন, সের্গেই ত্রেতেকভ
অভিনয় : আলেক্সজান্দাে আন্তোনভ, গ্রিগরি ভাকুলিনচুক, ভ­াদিমির বারাস্কি, গ্রিগরি আলেক্সান্দ্রভ, ইভান বরোভব, মিখাইল গমোরোভ, আলেক্সান্দ্র লেভেনসিন, বিয়াত্রি ভাইটোলডি
সঙ্গীত :
চিত্রগ্রহণ : এদুয়ার্দ টিসে
সম্পাদনা :
শিল্প নির্দেশনা :
কাহিনী সংক্ষেপ : ১৯০৫ সালে জারের আমলে যুদ্ধ জাহাজ পোটেমকিনের সাধারণ নাবিকরা উর্দ্ধতন অফিসারদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। সেই সত্য ঘটনা অবলম্বনেই এ ছবি নির্মিত। পাঁচটি অংশে এ ছবির কাহিনী বিবৃত হয়েছে।
প্রথম অংশ : মানুষ ও পোকা : এই অংশে আমরা দেখতে পাই নাবিকদের জন্য পোকাঅলা দুর্গন্ধ মাংস রান্না করা হয়েছে। তারা এটি খেতে অস্বীকার করছে।
দ্বিতীয় অংশ : বন্দরের নাটক : জাহাজ বন্দরে পৌঁছেছে আর বিদ্রোহের নেতা ভাকুলিনচুক নিহত হয়েছে।
তৃতীয় অংশ : ন্যায়ের দাবীতে একজন মৃত মানুষ : ওডেসা বন্দরের সবাই ভাকুলিনচুকের মৃত্যুতে শোকাহত এবং বিচার প্রার্থী।
চতুর্থ অংশ : ওডেসার সিঁড়িতে : জারের সৈন্যরা ওডেসাতে গণ হত্যায় লিপ্ত।
পঞ্চম অংশ : বাহিনীর সাথে মিলন : এই অংশে আমরা দেখি সৈন্য বাহিনী সাধারণ নাবিকদের সাথে যোগ দেয়।
বিশেষত্ব :
দ্য ব্যাটেলশিপ পটেমকিনকে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী প্রোপাগাণ্ডা [প্রচারণামূলক] চলচ্চিত্র বলা হয়। বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত ১৯৫৮ সালের এক বিশ্বমেলায় একে পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসাবে ঘোষণা দেয়া হয়। আইজেনস্টাইনের এই ছবিতে তার অন্যতম তত্ত্ব ‘মন্তাজ’ এর সফল পরীক্ষা করা হয়। দর্শকের আবেগের উপর চলচ্চিত্রের একের পর এক শটের প্রভাব কিভাবে পড়ে বিপ্লবী চলচ্চিত্রকার কুশেলভ-এর স্কুলের ছাত্র আইজেনেস্টাইন তা-ই পরীক্ষা করে দেখেছেন। দর্শকের মনে আবেগের চূড়ান্ত বিকাশ তৈরির জন্যই যেন তিনি শটগুলোকে এমনভাবে সাজিয়েছেন যাতে যুদ্ধ জাহাজ পটেমকিনের নাবিকদের জন্যে তাদের হৃদয় কেঁদে ওঠে। অন্য দিকে জাহাজের অফিসারবৃন্দের প্রতিও ঘৃণা প্রকাশ পাওয়া লক্ষ্য ছিলো। প্রাথমিকভাবে স্বদেশের সাধারণ দর্শক আইজেনস্টাইকে হতাশ করেছে। কিন্তু একাধিক আন্তর্জাতিক অঙ্গনে ছবিটি মুক্তি পায় এবং মুক্তির সাথে সাথেই ব্যাপক প্রশংসা অর্জন করে, এবং আইজেনস্টাইনের তত্ত্ব সার্থক হয়। তবে প্রশংসা পেলেও ছবির নৃশংসতা ও মারামারি বহু সমালোচককে বিদ্ধ করে। জার্মানির সাৎসিবাহিনী এ ছবিকে রাজনৈতিক প্রচারণার অন্যতম হাতিয়ার বলে মনে করে। নাৎসি প্রোপাগান্ডা প্রধাণ জোসেফ গোয়েবেল এই ছবি সম্পর্কে বলেছিলেন, ‘অসাধারণ একটি ছবি, যার কোন তুলনাই নেই... যে কেউ যার কোন রাজনৈতিক মতাদর্শ নেই সে এই ছবি দেখার পরই বলশেভিক হয়ে উঠবে।’’
বিশেষ তথ্য
১. এই ছবির সবচেয়ে বিখ্যাত দৃশ্যটি হলো ওডেসার সিঁড়িতে গণহত্যা। এই দৃশ্যে আমরা দেখি জারে কসাক বাহিনী সিঁড়ি দিয়ে গুলি করতে করতে ধাপে ধাপে নামছে। তাদের সাদা গ্রীস্মকালিন পোশাক আর সিঁড়ির ধাপের এক অনবদ্য ছন্দে ও কম্পোজিশনে পুরো দৃশ্যটি গ্রহণ করা হয়েছে। যন্ত্রের মতো নেমে আসা এই বাহিনীর আক্রমণের শিকার হচ্ছে অসংখ্য মানুষ। এর মধ্যে আক্রান্ত হয়েছে একটি ছোট্ট বালক ও তার মা। মা তার শিশুটিকে একটি গাড়িতে ঠেলে নিয়ে যাচ্ছ্।ে এক সময় মা পড়ে যান, তিনি মারা যাচ্ছেন, কিন্তু তবু নিজের শরীর গাড়িটির সামনে রেখে ঠেলছেন। তবুও শেষ রক্ষা হয় না, ভীড়ের মধ্যেই গাড়িটি সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ছে...। এই একটি দৃশ্য এককভাবে বিশ্ব চলচ্চিত্রে কী রকম প্রভাব ফেলেছিলো আসুন তা জানা যাক। এই দৃশ্যের অনুরূপ দৃশ্য আমরা দেখতে পাই টেরি গিলিয়ামের ব্রাজিল, ফ্রান্সি ফোর্ড কপোলা‘র দ্য গডফাদার, ব্রায়ান ডি পালমার দ্য আনটাচেবল, টিবল টাকাসের ডেথ লাইন, লরেল হার্ডির দ্য মিউজিক বক্স, জর্জ লুকাসের স্টার ওয়ার্স এপিসোড ৩, উডি এলেনের বানানা, পিটার সেলারসের দ্য ম্যাজিক ক্রিসমাস ছবিতে। বিশ্বের সেরা সেরা পরিচালকদের ছবিতে আজও আইজেনস্টাইনের দৃশ্য ধারণ ও মন্তাজ টেকনিক নিয়তি অনুসৃত হয়, হচ্ছে।
২. ওডেসা দৃশ্যের একটি অংশে আমরা একজন নার্সের মুখ হা করে চিৎকার করা এবং তার ভাঙা চশমা দেখি। এই ইমেজ দ্বারা তীব্রভাবে প্রভাবিত ছিলেন বিখ্যাত ব্রিটিশ চিত্রকর ফ্রান্সিস বেকন [১৯০৯-১৯৯২]। খোলা মুখ এর ছবি আমরা দেখি বেকনের এবস্ট্রাকশন এবং ফ্রেগম্যান্ট অব ক্রুসিফিকেশন ছবিতে। এ ছাড়াও হেড সিরিজের একাধিক ছবিতেও এর প্রভাব লক্ষ্য করা যায়।
৩. ওডেসার এই গণহত্যার দৃশ্যটি কাল্পনিক। জারদের বিরুদ্ধে প্রচারণা এবং ছবিতে নাটকীয়তা সৃষ্টির জন্যই আইজেনেস্টাইন এই দৃশ্য ধারণ করেছিলেন। অবশ্য এটুকু সত্য যে পটেমকিন বন্দরে পৌঁছানোর পর বিপুল মিছিল হয়েছিলো। দ্য টাইম এবং স্থানীয় ব্রিটিশ কাউন্সিল জানিয়েছিলো ভিড় কমানোর জন্য ফাঁকা গুলি হয়েছিলো, কোন হতাহতর ঘটনা ঘটেনি। এ প্রসঙ্গে রজার এবার্ট লিখেছেন, ‘‘আসলে সেখানে জারদের দ্বারা কোন গণহত্যা হয়নি, তবু তাতে ওডেসা দৃশ্যের ক্ষমতা কম নয়... এটা আইরনিকাল যে আইজেনস্টাইন দৃশ্যটি এতো স্বার্থকভাবে ধারণ করেছেন যে ওডেসার রক্তপাত সত্যিই ঘটেছিলো বলে আজ অনেকে বিশ্বাস করে।’’
৪. সোভিয়েত ইউনিয়নে মুক্তি পাওয়ার পর এ ছবি মুক্তি পায় আমেরিকাতে। জার্মানিতে কর্তৃপক্ষ কিছু দৃশ্য নৃশংস বলে বাদ দেয়া হয়। নাৎসিদের আমলে [১৯৫৪ সাল পর্যন্ত] এ ছবিতে জার্মানিতে নিষিদ্ধ ঘোষিত হয়। ব্রিটেনেও দীর্ঘদিন নিষিদ্ধ থাকে।
৫. এটি চার্লি চ্যাপলিনের অন্যতম প্রিয় একটি ছবি ছিলো।
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাহ সাহেবের ডায়রি ।। সমাধান দিন

লিখেছেন শাহ আজিজ, ১৯ শে মে, ২০২৪ সন্ধ্যা ৭:৩১




সকালে কন্যা বলল তার কলিগরা ছবি দিচ্ছে রিকশাবিহীন রাস্তায় শিশু আর গার্জেনরা পায়ে হেটে যাচ্ছে । একটু বাদেই আবাসিক মোড় থেকে মিছিলের আওয়াজ । আজ রিকশাযাত্রীদের বেশ দুর্ভোগ পোয়াতে... ...বাকিটুকু পড়ুন

=নিছক স্বপ্ন=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে মে, ২০২৪ রাত ৯:৪৮



©কাজী ফাতেমা ছবি
তারপর তুমি আমি ঘুম থেকে জেগে উঠব
চোখ খুলে স্মিত হাসি তোমার ঠোঁটে
তুমি ভুলেই যাবে পিছনে ফেলে আসা সব গল্প,
সাদা পথে হেঁটে যাব আমরা কত সভ্যতা পিছনে ফেলে
কত সহজ... ...বাকিটুকু পড়ুন

একদম চুপ. দেশে আওয়ামী উন্নয়ন হচ্ছে তো?

লিখেছেন তানভির জুমার, ১৯ শে মে, ২০২৪ রাত ১০:৫৯



টাকার দাম কমবে যতো ততোই এটিএম বুথে গ্রাহকরা বেশি টাকা তোলার লিমিট পাবে।
এরপর দেখা যাবে দু তিন জন গ্রাহক‍কেই চাহিদা মতো টাকা দিতে গেলে এটিএম খালি। সকলেই লাখ টাকা তুলবে।
তখন... ...বাকিটুকু পড়ুন

যে গরু দুধ দেয় সেই গরু লাথি মারলেও ভাল।

লিখেছেন মোহাম্মদ গোফরান, ২০ শে মে, ২০২৪ রাত ১২:১৮


০,০,০,২,৩,৫,১৬, ৭,৮,৮,০,৩,৭,৮ কি ভাবছেন? এগুলো কিসের সংখ্যা জানেন কি? দু:খজনক হলেও সত্য যে, এগুলো আজকে ব্লগে আসা প্রথম পাতার ১৪ টি পোস্টের মন্তব্য। ৮,২৭,৯,১২,২২,৪০,৭১,৭১,১২১,৬৭,৯৪,১৯,৬৮, ৯৫,৯৯ এগুলো বিগত ২৪ ঘণ্টায়... ...বাকিটুকু পড়ুন

ইরানের প্রেসিডেন্ট কি ইসরায়েলি হামলার শিকার? নাকি এর পিছে অতৃপ্ত আত্মা?

লিখেছেন ...নিপুণ কথন..., ২০ শে মে, ২০২৪ সকাল ১১:৩৯


ইরানের প্রেসিডেন্ট হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত!?

বাঙালি মুমিনরা যেমন সারাদিন ইহুদিদের গালি দেয়, তাও আবার ইহুদির ফেসবুকে এসেই! ইসরায়েল আর।আমেরিকাকে হুমকি দেয়া ইরানের প্রেসিডেন্টও তেমন ৪৫+ বছরের পুরাতন আমেরিকান হেলিকপ্টারে... ...বাকিটুকু পড়ুন

×