somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু বিষয় নিয়ে জানতে চাই

২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আল-কোরান নিয়ে জানলাম, এবং আরো জানতে চাই। বিষয়টা জানতে পারি মুক্ত-মনার সাইট থেকে, এই রিপোর্টটি পড়ে। খুবই তথ্যবহুল মনে করলাম, কারণ লেখাটা অনেকে মিলে লিখেছেন। লেখাটা কি নিয়ে লিখেছেন, সেটা হচ্ছে কোরানের কিছু বিপরীত মত নিয়ে, কিছু ঠিক-বেঠিক তথ্য যেগুলো কোরানের মধ্যেই ঝামেলা তৈরী করে দেয়।

গানিতিক ভুল

Quran 7: 54 Your gurdian-Lord is Allah who created the heavens and earth in Six Days

Quran 10: 3 Verily your Lord is Allah, who created the heavens and earth in Six Days

Quran 11:7 He it is Who created the heavens and earth in Six Days
Quran-25:29: He Who created the heavens and earth and all that is between, in Six Days
এবার দেখি এটার বিপরীতে কি লেখা হয়েছেঃ

Quran 41: 9 Is it that ye deny Him who created the earth in Two Days ?

Quran 41: 10 He set on the (earth) Mountains standing firm high above it, and bestowed blessing on the earth, and measured therein all things to give them nourishment in due proportion, in FOUR DAYS…

Quran 41: 12 So He completed them (heavens) as seven firmaments in Two days and …
এবার বিশ্বাস করব কোনটা? আমাদের মত এই ধরনের মানুষ যারা মুসলীমও নয়, তারা কি বিশ্বাস করবে এখান থেকে? তারপর যদি কোরানের ৪.১১.১২ এবং ৪.১৭৬ যেগুলোতে লেখা কি করে জমি-জমা ভাগ করতে হয়। যদি সেটা দেখা হয়, তাহলে বুঝতে পারা যায় যে মিলিত সংখ্যাটি (জমির) ১ এর চেয়ে বেশি হয়ে যায়, যোগ করলে দ্বারায় ১.১২৫ বা ১.২৫-এ।

এবার আরেকটি, আল্লাহ্‌র দিন কত, ১০০০ বছর নাকি ৫০০০০ বছর?

Quran 22: 47 A day in the sight of the Lord is like a thousand years of your reckoning. Quran-32:5: To Him, on a Day, the space whereof will be a thousands years of your rekoning

Quran 70: 4 The angels and the spirit ascend unto him in a day the measure whereof is Fifty thousands years.


পৃথিবী নাকি স্বর্গ
প্রশ্ন হলো কোনটি আগে তৈরী করা হয়েছে, পৃথিবী নাকি স্বর্গ? নিচের লাইনগুলো পড়লে বোঝা যাবে যে একবার বলা হয়েছে যে পৃথিবী তৈরী করা হয়েছে প্রথমে আবার বলা হয়েছে স্বর্গ বা বেহেস্ত তৈরী করা হয়েছে আগে।

Quran 2: 29 It is He who hath created for you all things that are on Earth; THEN He turned to the Heaven and made them into seven firmaments (Skies)….

Quran 79: 27 - 30 Are you the harder to create, or is the heaven that He built? He raised the height thereof and ordered it; and He has made dark the night thereof, and He brought forth the morning thereof. And after that, He spread (flattened) the earth
সূর্যদয় নাকি সূর্যাস্ত

Quran 18: 86 Till, when he (the traveller Zul-qarnain) reached the setting-place of the Sun, he found it going down into a muddy spring…

Quran 18: 90 Till, when he reached the rising-place of the Sun, he found it rising on a people for whom We had appointed no shelter from it.

এটা নিয়েও কিছু বুঝে উঠতে পারলাম না।

সূর্য মধ্যে নাকি পৃথিবী

Quran 36: 38 And the sun runneth on unto a resting place for him. That is the measuring of the Mighty, the Wise.
Quran 36: 39 And for the moon We have appointed mansions till she return like an old shrivelled palm leaf.
Quran 36: 40 It is not for Sun to overtake the moon, nor doth the night outstrip the day. They float each in an orbit.


এটা নিয়েও কিছু বুঝলাম না। এটা ঠিক করা হয়েছে বিজ্ঞান দিয়ে কিন্তু ইসলামে কি বিজ্ঞানেও বিশ্বাস নেই? তাহলে বিজ্ঞান নিয়ে তাদের পড়ে লাভটা কি?

কিসের জন্য তারার সৃষ্টি?

Quran 67: 5 And We have (from of old) adorned the lowest heaven (sky) with lamps, and We have made such (Lamps as) missiles to drive away Satans…

Quran 37: 6-8 We have indeed decorated the lower heaven (sky) with beauty (in) the stars, (for beauty) and for guard against all obstinate rebellious Satans. So they should not strain their ears in the direction of the Exalted Assembly but be cast away from every side.


আকাশ বা বেহেস্ত একটি ছাদ নাকি কেনপি?

Quran 21: 32 And We have made the sky a roof withheld (from them). Yet they turn away from its portents.

Quran 31: 10 He hath created the heavens (Skies) without supports (pillars) that ye can see, and hath cast into the earth firm Mountains/Hills, so that it quake not with you; and He hath dispersed…
এবার বিপরিত বক্তব্যঃ

Quran 78: 19 And the heavens (sky) Shall be broken (opened) as if there were doors opens…

Quran 82: 1 When the Sky is cleft asunder

Quran 69: 16 And the sky will be Rent asunder, for it will That day be flimsy (soft)

Quran 81: 2 When the stars fall, losing their luster.


পৃথিবী কি সূর্যের চারপাশে ঘুরে?

Quran 31: 29 Seest thou not that Allah merges Night into Day and He merges Day into Night; That He has subjected the sun and moon (to His law), each running its course for a term (time) appointed.

Quran 21: 33 It is He who created The Night and Day, And the Sun and Moon; each of them Swim (float) along in its own course.


পৃথিবী কি কারপেটের মত সমান?

Quran 15: 19 And the earth We have spread out (like a carpet); set thereon Mountains firm and immovable;

Quran 78: 6-7 Have We not made the earth as a wide expanse, And the mountains as pegs (anchor)?


মানবজাতি কি দ্বারা সৃষ্টি হয়েছে?

Quran-23:14: Then fashioned We the drop (semen) a CLOT OF CONGEALED BLOOD then fashioned We the Clot a little lump (foetus), fashioned We the little lump into bones, then clothed the bones with flesh, and then produced it another creation. So blessed be Allah, the Best of Creators. ( Bengali translated Quran said: “Zamaa’t Raokto theeke Manoosh banieesi” And this Ayat has been repeated again and again throughout the Quran ) Quran-75:38: Then he becomes a CLOT; then (Allah) shaped and fashioned…

Quran 96: 2 Created man, out of a mere clot of congealed blood


ধর্ম কি মানষিক শক্তি রাখে?

Quran 02: 256 There is no Compulsion in religion….

OR

Quran 9: 29 Fight those who do not profess the true faith(Islam) till they pay the polltax (jiziya) with the hand of humility.

Quran 9: 5 Then, when the sacred months have passed, slay the idolators wherever ye find them and take them captive, and besiege them and prepare for them each ambush….

Quran 47: 4 When you meet the unbelievers in the Jihad strike off their heads….

Quran 2: 191 And slay (kill) them wherever ye catch them, and turn them out from where they have turned you out such is the reward of those who suppress faith.

Quran 8: 65 O Apostle ! rouse the believers to the fight of….unbelievers.

Quran 44: 58 Verily, We have made This Quran easy in the tongue, in order that they may give heed.

এগুলো আমার লেখা নয়। এগুলো আমার চেয়ে অনেক বড় জ্ঞানী-গুনীরা লিখেছেন। তাই প্রশ্ন হচ্ছে তাদের এই বক্তব্যগুলো কি ঠিক নাকি এগুলোও ভুল এবং তাহলে কি কোরান ভুল হয়ে গেল না?
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৫৬
৯টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মৃত্যু ডেকে নিয়ে যায়; অদৃষ্টের ইশারায়

লিখেছেন সায়েমুজজ্জামান, ১৭ ই মে, ২০২৪ সকাল ৮:৩৯

১৯৩৩ সালে প্রখ্যাত সাহিত্যিক উইলিয়াম সমারসেট মম বাগদাদের একটা গল্প লিখেছিলেন৷ গল্পের নাম দ্য অ্যাপয়েন্টমেন্ট ইন সামারা বা সামারায় সাক্ষাৎ৷

চলুন গল্পটা শুনে আসি৷

বাগদাদে এক ব্যবসায়ী ছিলেন৷ তিনি তার... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো রাফসান দি ছোট ভাই

লিখেছেন আবদুর রব শরীফ, ১৭ ই মে, ২০২৪ দুপুর ২:৩৮

রাফসানের বাবার ঋণ খেলাপির পোস্ট আমিও শেয়ার করেছি । কথা হলো এমন শত ঋণ খেলাপির কথা আমরা জানি না । ভাইরাল হয় না । হয়েছে মূলতো রাফসানের কারণে । কারণ... ...বাকিটুকু পড়ুন

কুমীরের কাছে শিয়ালের আলু ও ধান চাষের গল্প।

লিখেছেন সোনাগাজী, ১৭ ই মে, ২০২৪ বিকাল ৩:৪০



ইহা নিউইয়র্কের ১জন মোটামুটি বড় বাংগালী ব্যবসায়ীর নিজমুখে বলা কাহিনী। আমি উনাকে ঘনিষ্টভাবে জানতাম; উনি ইমোশানেল হয়ে মাঝেমাঝে নিজকে নিয়ে ও নিজের পরিবারকে নিয়ে রূপকথা বলে... ...বাকিটুকু পড়ুন

সভ্য জাপানীদের তিমি শিকার!!

লিখেছেন শেরজা তপন, ১৭ ই মে, ২০২৪ রাত ৯:০৫

~ স্পার্ম হোয়েল
প্রথমে আমরা এই নীল গ্রহের অন্যতম বৃহৎ স্তন্যপায়ী প্রাণীটির এই ভিডিওটা একটু দেখে আসি;
হাম্পব্যাক হোয়েল'স
ধারনা করা হয় যে, বিগত শতাব্দীতে সারা পৃথিবীতে মানুষ প্রায় ৩ মিলিয়ন... ...বাকিটুকু পড়ুন

রূপকথা নয়, জীবনের গল্প বলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৭ ই মে, ২০২৪ রাত ১০:৩২


রূপকথার কাহিনী শুনেছি অনেক,
সেসবে এখন আর কৌতূহল নাই;
জীবন কণ্টকশয্যা- কেড়েছে আবেগ;
ভাই শত্রু, শত্রু এখন আপন ভাই।
ফুলবন জ্বলেপুড়ে হয়ে গেছে ছাই,
সুনীল আকাশে সহসা জমেছে মেঘ-
বৃষ্টি হয়ে নামবে সে; এও টের... ...বাকিটুকু পড়ুন

×