somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কাজী শীপু
আমি ঝিনেদা'র ছেলে। সুপ্রীম কোর্টের আইনজীবী। গত ১৪ বছর ঢাকায় ওকালতি করছি। রাজশাহী ভার্সিটি হতে আইন বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর করেছি ২০০০ সালে। আব্বা-মা, স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও ভাই-বোনদের নিয়ে আমার সুখের সংসার। মহান আল্লাহর কাছে শোকর।... ০১.০১.২০১৭

শাহবাগ এর তারুণ্য

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাহবাগ এর তারুণ্য আর গ্রীষ্মের লাল শিমুল-পলাশের আগুন আজ এক হয়ে গেছে। আমি আমার পরিবার পরিজন নিয়ে ৪-৫ দিন গেছি শাহবাগে। মিছিল করেছি ৭১ এর রাজাকারদের বিচার চেয়ে। সেই হত্যা, লুটপাট, ধর্ষন, ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া-- আহ, কি বিভঃস সেই পশ্চিম পাকিস্তানি অত্যাচার ! আব্বাসহ মুরুব্বিদের কাছে শুনে, বই পড়ে, ইতিহাস শেয়ার করে আমি জেনেছি- কত কষ্টের অর্জন আজকের এই স্বাধীন বাংলাদেশ ! বঙ্গবন্ধুর সারা জীবনের সে কি ত্যাগ আর অবদান ! জয় বাংলা শ্লোগানের সে কি পাগল করা যাদু ! বলতে বলতে গলা পর্যন্ত বসে গেছে। আমার বুকের ভিতর আগুন। আমার আপন ভাই মারা গেছে ১৯৭১ এর যুদ্ধের মধ্যে। আমার আব্বা একজন গর্বিত মুক্তিযোদ্ধা। মিছিলের ছবি দিয়ে ভরিয়ে ফেলেছি ফেসবুক। কিন্তু --- তারপর-- মনে হলো- একই লেবু বারবার কচলে আমরা কি তা তেতো করে ফেলছি না !! ১৯৭১ এর রাজাকারদের বিচার চেয়ে কার কাছে আবেদন জানাচ্ছি? কোন্ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আবেদন? কে কে আমার পাশে? কেন সে আমার পাশে? ৭১ এর রাজাকারদের বিচার চেয়ে কি অনিদির্ষ্ট দিন আন্দোলন চলেতেই থাকরে? শাহবাগের মতো গুরুত্বর্পূণ সড়ক-মোড় আজ নিয়ে ১৪ দিন বন্ধ! যেখানে মাত্র কয়েক দিন আগেও প্রেসক্লাবের সামনে সমগ্র বাংলাদেশের শিক্ষকগণ সমষ্টিগতভাবে তাদের দাবি আদায়ের আন্দোলন করার ২/১ দিনের মধ্যেই সরকার মরিচ-গুড়ো স্প্রে দিয়ে সেই আন্দোলন পন্ড করে দিলো !সরকার কেন একে এতো উৎসাহ আর রসদ দিচ্ছে এই শাহবাগে? সরকারের-ই তো আর একটা স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান বিচার আদালত! সেই আদালতের দেয়া রায় পাল্টানের জন্য আন্দোলনে খোদ সরকারই সাহায্য করছে? বাংলাদেশের সরকার কখনো এতো ভাল হয় ! শাহবাগ মাইক থেকে ভিন্নমতের ব্যক্তি ও সংবাদপত্রের বিরুদ্ধে যে যে ব্যক্তি হুমকির মতো শুনতে মাইক-ভাষণ দিলো, তাদের পরিচয় তো আমরা জানি ! নির্দলীয় জনগনের একটা সুন্দর আন্দোলন পুরোপুরি চলে গেল একটা সরকারি দলের দখলে? তাই বুঝি সরকার এতো নিরাপত্তা দিচ্ছে? ১৪-১৫ দিন ধরে ট্রাইবুনালের রায়ের বিরুদ্ধে আন্দোলন চলে, আর ট্রাইবুনাল কিংবা সরকার কেউ এদের বিরুদ্ধে আদালত অবমাননার কিছু বলছে না? যেখানে, ২ সপ্তাহ আগেও এই আদালত থেকেই কাউকে কাউকে আদালত াবমাননার জন্য শোকজ করা হয়েছে এই রায় নিয়ে কথা বরায় !
আজ আমি আর উঃসাহ পাচ্ছি না। এই সুন্দর শাহবাগ চত্বর হয়ে উঠতে পারত ৭১ এর যুদ্ধপরাধীর ফাসির বিচার চাওয়ার পাশাপাশি ১৯৭২ থেকে ২০১৩ পর্যন্ত যত হত্যাকান্ড ঘটেছে; তার সব-এর বিচার চাওয়; উচিত ছিল, সামপ্রতিক সব ানিয়ম, দুর্ণীতি, অনাচার এর বিরুদ্ধে কথা বলা। না, তা হয় নি। আমার মন বলছে, আর তা বলাও হবে না। বলতে দেয়া হবে না। নেশা'র মতো টেনে নিয়ে যাওয়া হবে এই সুতো। যতদিন পারা যায়। যা লাগে এজন্য, দেবে গৌরি সেন। এতে এই সরকার-এর ই মহালাভ! একদিকে ছোট্ট ঢাকায় তীব্র যানজট, তারউপর বিরোধী দল কিংবা কোন সংগঠন আর কোন দাবি-দাওয়া নিয়ে রাজপথে নামতেই পারছে না!! ক্ষমতার শেষ বছরে এসে সরকারের জন্য এরচেয়ে মহাসাফল্যের বিনিয়োগ আর হয় না, অতীতে আর কোন সরকার এই সাফল্য দেখাতে পারেনি। এই আন্দোলন এর ১৫তম দিন দেখে আমার মনে হচ্ছে, বাংলাদেশে আর কোন দুঃখজরা, অভাব-অভিযোগ, ক্ষুধা, দারিদ্র, অনাচার নেই; একমাত্র রাজাকারদের ফাসি দিলেই এই দেশে ানাবিল সুখ হুড়মুড় করে ঝাপিয়ে চলে আসবে। কে নিষেধ করেছে ফাসি দিতে? কে বিচারকদের হাত আটকে ধরেছে? রাজাকাররা? িবরোধী দল? কার হাতে শাসনদন্ড? হা হা হা। ক্ষমতায তো ৭১ এর মহান যুদ্ধে নেতৃত্ব দেয়া মহান নেতা বঙ্গবন্ধুর দল আওয়ামীলীগ-ই! তো, এখনো ভাবুন, যারা এই আন্দোলন মডারেট করছেন, তারা।
কথার প্রসঙ্গে কথা চলে আসছে; কে কিভাবে নেবে- তাকে সন্মান দিয়েই বলছি--তবে--- সবাইকে মানতে হবে যে, বাপের উপরও সর্বদা বাপ থাকে। শুধু নিজেকেই চালাক ভাবে হয়ত মূর্খেরা। দাবার দান কখন উল্টে যায় কে জানে! এই আমরা সাধারণ জনগণই গত বিএনপির শাসনামলে অতিষ্ঠ হয়ে দুই-তৃতীয়াংশর সংখ্যাগরিষ্ঠ ভোট দিয়ে আওয়ামীলীগকে ক্ষমতায় এনেছিলাম হাওয়া ভবনের অভিশাপ থেকে মুক্তির আশায়। আওয়ামীর নিজস্ব ভোটব্যাংকও ভাবতে পারেনি যে, তারা এত বিপুল ভোটে ক্ষমতায় আসবে। তখন আমার মতো আটপৌরে সাধারন জনগন কিন্তু তঃকালীন বিরোধীদল আওয়ামীলীগকে ভোট দেয়নি; ভোট দিয়েছিল বিএনপি সরকারের অপশাসনের বিরুদ্ধে। আর হয়ত ১০ মাস! এখনো সময় আছে। জনগণের চাওয়াকে সন্মান করা। না হলে হয়ত বাংলার সহজ সরল জনগন আরার ইতিহাসের ভুল পুনরাবৃত্তি করবে। আবার আমাদের দেথতে হবে মতিউর- নিজামীদের গাড়ীতে স্বাধীন বাংলাদেশের পতাকা পতপত করে উড়ছে! ৭১ এর ধর্ষিতা মা-বোন তখন কাকে অভিশাপ দেবে?!!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যবিত্ত শ্রেণীর ফাঁদ (The Middle Class Trap): স্বপ্ন না বাস্তবতা?

লিখেছেন মি. বিকেল, ১২ ই মে, ২০২৪ রাত ১২:৪৫



বাংলাদেশে মধ্যবিত্ত কারা? এই প্রশ্নের যথাযথ উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তবে কিছু রিসার্চ এবং বিআইডিএস (BIDS) এর দেওয়া তথ্য মতে, যে পরিবারের ৪ জন সদস্য আছে এবং তাদের... ...বাকিটুকু পড়ুন

ছাঁদ কুঠরির কাব্যঃ এঁটেল মাটি

লিখেছেন রানার ব্লগ, ১২ ই মে, ২০২৪ রাত ১:৫৬




শাহাবাগের মোড়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, মাত্র একটা টিউশানি শেষ করে যেন হাপ ছেড়ে বাঁচলাম । ছাত্র পড়ানো বিশাল এক খাটুনির কাজ । এখন বুঝতে পারি প্রোফেসরদের এতো তাড়াতাড়ি বয়স... ...বাকিটুকু পড়ুন

আসুন সমবায়ের মাধ্যমে দারিদ্র বিমোচন করি : প্রধানমন্ত্রী

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই মে, ২০২৪ ভোর ৪:১০



বিগত শুক্রবার প্রধানমন্ত্রী নিজ সংসদীয় এলাকায় সর্বসাধারনের মাঝে বক্তব্য প্রদান কালে উক্ত আহব্বান করেন ।
আমি নিজেও বিশ্বাস করি এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী খুবই আন্তরিক ।
তিনি প্রত্যন্ত অন্চলের দাড়িয়ারকুল গ্রামের... ...বাকিটুকু পড়ুন

পাইলট ফিস না কী পয়জনাস শ্রিম্প?

লিখেছেন সায়েমুজজ্জামান, ১২ ই মে, ২০২৪ সকাল ৭:৪০

ছবি সূত্র: গুগল

বড় এবং শক্তিশালী প্রতিবেশী রাষ্ট্রের পাশে ছোট ও দূর্বল প্রতিবেশী রাষ্ট্র কী আচরণ করবে ? এ নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক অধিক্ষেত্রে দুইটা তত্ত্ব আছে৷৷ ছোট প্রতিবেশি... ...বাকিটুকু পড়ুন

ছেলেবেলার অকৃত্রিম বন্ধু

লিখেছেন ঢাবিয়ান, ১২ ই মে, ২০২৪ সন্ধ্যা ৭:০৯

খুব ছোটবেলার এক বন্ধুর গল্প বলি আজ। শৈশবে তার সাথে আছে দুর্দান্ত সব স্মৃতি। বন্ধু খুবই ডানপিটে ধরনের ছিল। মফস্বল শহরে থাকতো। বাবার চাকুরির সুবাদে সেই শহরে ছিলাম... ...বাকিটুকু পড়ুন

×