ইন্টারনেট ব্যবহারে ভারত তৃতীয়

জাপানকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহারকারী দেশগুলোর তালিকায় তৃতীয় স্থান দখল করেছে ভারত। বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কমস্কোরের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস অনলাইন ব্যবহারকারীদের সংখ্যার উপর ভিত্তি করে এ তথ্য জানিয়েছে।

ফজলে আজিমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2013, 10:43 AM
Updated : 29 August 2013, 10:43 AM

ভারতের এমন অবস্থান সম্পর্কে প্রযুক্তিপণ্য গবেষণা প্রতিষ্ঠান কমস্কোর জানিয়েছে, ভারতে ই-কমার্সের জনপ্রিয়তা ব্যাপক বেড়েছে। প্রতিবেদনে বলা হয়, ভারতে ওয়েব ভিজিটরদের মধ্যে ৬০ ভাগই খুচরা পণ্য কেনাকাটার সাইটগুলোতে ঢুঁ মারেন।

২০১৩ সালে ভারত থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় শুধু ভারতে সাত কোটি ৩৯ লাখ মানুষ ব্যক্তিগত ও দাপ্তরিক কাজে ইন্টারনেটের উপর নির্ভরশীল। এছাড়া ১৪ কোটি ৫০ লাখ মানুষ অনলাইনে বিভিন্ন অনুষ্ঠান শোনেন বলে মার্চে প্রকাশিত আরেকটি প্রতিবেদনে প্রকাশিত হয়। গত এক বছরের ব্যবধানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও বেড়েছে এক কোটি ৭৬ লাখ।

ইন্টারনেট ব্যবহারের দিক দিয়ে ভারতের উপরে রয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। এদিকে ভারতে ইন্টারনেট ব্যবহারকারীরা তাদের মোট সময়ের ২৫ ভাগ ব্যবহার করে বিভিন্ন সোশাল নেটওয়ার্কিং সাইট ব্রাউজিংয়ে।