somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষানীতি

০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাতীয় শিক্ষানীতি ২০০৯
শিক্ষানীতি প্রণয়ন কমিটি _জাতীয় শিক্ষানীতি ২০০৯ প্রণয়ন করেছে। তবে বিষয়টি চূড়ান্ত নয়, শিক্ষামন্ত্রী বলছেন, প্রয়োজনীয় সংশোধন করার সুযোগ আছে। চূড়ান্ত করার আগে শিক্ষক, অভিভাবক, গবেষক ও বুদ্ধিজীবীদের সঙ্গে আলোচনা করা হবে। স্বাধীনতার ৩৮ বছরে ৬টি শিক্ষা কমিশন বা কমিটি গঠিত হয়েছে। কিন্তু কোনো উদ্যোগই বাস্তবায়ন হয়নি।
ষাটের দশকে ছাত্র আন্দোলন ও রাজনৈতিক আন্দোলনের মূল দাবি ছিল একমুখী, বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক ও সার্বজনীন শিক্ষানীতি। এরশাদবিরোধী আন্দোলনের পটভূমিতে সর্বদলীয় ছাত্রঐক্যের দশ দফা দাবির মধ্যে অন্যতম ছিল সার্বজনীন, বিজ্ঞানভিত্তিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক শিক্ষানীতি প্রণয়নের দাবি।
এই দাবিকে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন তৎকালীন দুই নেত্রী। এই একমুখী শিক্ষানীতি বাস্তবায়নে দুই নেত্রীর অঙ্গীকার ছিলেন। তারা বলেছিলেন ক্ষমতায় গেলে এ দাবি বাস্তবায়ন করবেন। এ দাবির প্রতি সে সময় আন্দোলনরত ৮ দল, ৭ দল ও ৫ দলের সমর্থন ছিল। কিন্তু আজ নানা দোহাই দিয়ে একমুখী শিক্ষার বিষয়টি এড়িয়ে যাচ্ছে।
শিক্ষামন্ত্রী বলছেন, দীর্ঘমেয়াদি প্রস্তুতি ছাড়া এ মুহূর্তে একমুখী শিক্ষা চালু সম্ভব নয়। এ ব্যাপারে দ্বিমত করছি না। তবে লক্ষ্য স্থির হতে হবে। এই নীতিগত অবস্থান ছাড়া কখনও কি একমুখী শিক্ষাব্যবস্থা প্রবর্তন সম্ভব? তবে খসড়া প্রতিবেদনে বিভিন্নমুখী শিক্ষা পদ্ধতির শিক্ষার সমন্বয়ের প্রচেষ্টা আছে। মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নের উদ্যোগ আছে।
সাধারণ শিক্ষা ও মাদ্রাসার শিক্ষার মধ্যে সমন্বয়ের উদ্যোগ থাকলেও ও-লেভেল এবং এ-লেভেলের শিক্ষাকে বাইরে রাখা হয়েছে। এটি বিস্ময়কর ব্যপার। আরো বলা হয়েছে, ‘সরকারি অনুমোদনসাপেক্ষে এই শিক্ষা পরিচালিত হবে এবং ও-লেভেলকে দশম এবং এ-লেভেলকে দ্বাদশ শ্রেণীর সমকক্ষ হিসেবে বিবেচনা করা হবে’। অনুমোদন দেওয়া হবে, কিন্তু পাঠ্যক্রমে কোনো পরিবর্তন আনা যাবে না। এ যুক্তি কতখানি গ্রহণযোগ্য? এসব ছেলেমেয়ে দেশের আলো-বাতাসে বেড়ে উঠবে কিন্তু স্বদেশের ইতিহাস-ভূগোল জানবে না, তা কী করে হয়? এ ক্ষেত্রে অগত্যা ‘বাংলাদেশ স্টাডিজ’ বাধ্যতামূলক করা উচিত।

প্রাথমিক পর্যায়ে আলিয়া ও কওমি মাদ্রাসা নিবন্ধনের কথা বলা হলেও মাধ্যমিক ও উচ্চশিক্ষার ক্ষেত্রে কওমি মাদ্রাসা নিবন্ধন বা তা সরকারি কারিকুলামের আওতায় আনার ব্যাপারে কিছুই উল্লেখ নেই শিক্ষানীতিতে।
বর্তমান জাতীয় শিক্ষানীতি কমিটির সদস্য অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, এটি বর্তমান প্রতিবেদনের একটি দুর্বলতার দিক। প্রশ্ন হচ্ছে- এই দুর্বলতা দূর করতে বাধা কোথায়?
কমিটি সূচনাতে মানবতার বিকাশ, ধর্মনিরপেক্ষতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, অসাম্প্রদায়িকতা ইত্যাদি বিশেষণের ব্যবহার করলেও প্রচলিত সাধারণ শিক্ষার ত্রুটিগুলো দূরীকরণে যৌক্তিক উদ্যোগ নিতে পারেনি। বরং অনেক ক্ষেত্রে পুরনো ধ্যান-ধারণাকে আঁকড়ে ধরার চেষ্টা করেছেন।
বলা হয়েছে যে, মসজিদ, মন্দির ও প্যাগোডায় ধর্ম মন্ত্রণালয় কর্তৃক সব ধর্মের শিশুদের ধর্মীয় জ্ঞান, অক্ষর জ্ঞানসহ আধুনিক শিক্ষা ও নৈতিকতা শিক্ষা প্রদানের কর্মসূচি প্রাক-প্রাথমিক শিক্ষার অংশ হিসেবে গণ্য করা হবে।' কুদরাত-এ-খুদা কমিশন প্রতিবেদনে শিশুর মানসিক বিকাশের প্রয়োজনে শিশু ভবন ও শিশু উদ্যান স্থাপনের সুপারিশ করা হয়েছিল।
এ প্রসঙ্গে বর্তমান শিক্ষানীতি নিয়ে ৫ সেপ্টেম্বর সমকালের গোলটেবিল বৈঠকে দেওয়া কয়েকজন শিক্ষক-শিক্ষিকার মন্তব্য উল্লেখ্য_ বিভিন্ন ধর্মাবলম্বীর জন্য আলাদা আলাদা ধর্মশিক্ষার পরিবর্তে ধর্মশিক্ষা একটি সমন্বিত বিষয় হতে পারে। যেখানে শিক্ষার্থীরা একই সঙ্গে সব ধর্মের মর্মবাণী জানতে পারবে। এ মত গ্রহণ করা হলে তা হবে পরমতসহিষ্ণু ও অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার কার্যকর উদ্যোগ।

আমার মনে হচ্ছে_কমিটি ধর্মশিক্ষা ও নৈতিক শিক্ষাকে এক করে ফেলেছেন। এজন্য একবার ইতিহাসে চোখ বোলান দরকার।

স্বৈরশাসক আইয়ুব খান, ক্ষমতা দখলের মাত্র ২ মাস পর ১৯৫৮ সালের ৩০ ডিসেম্বর একটি শিক্ষা কমিশন গঠন করে। এই কমিশন ১৯৫৯ সালে আগস্ট মাসের মধ্যে একটি শিক্ষা রিপোর্ট প্রণয়ন করে। ২৭ অধ্যায়ে বিভক্ত এই রিপোর্টে প্রাথমিক স্তর থেকে উচ্চতর স্তর পর্যন্ত সাধারণ, পেশামূলক শিক্ষা, শিক্ষক প্রসঙ্গ, শিক্ষার মাধ্যম, পাঠ্যপুস্তক, হরফ সমস্যা, প্রশাসন, অর্থ বরাদ্দ, শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ে বিস্তারিত সুপারিশ উপস্থাপন করা হয়। এতে আইয়ুব শাহীর ধর্মান্ধ, ধনবাদী, রক্ষণশীল, সাম্রাজ্যবাদী শিক্ষাসংকোচন নীতির পূর্ণ প্রতিফলন ঘটেছিল। আইয়ুব সরকার এই রিপোর্টের সুপারিশ গ্রহণ করে এবং তা ১৯৬২ সাল থেকে বাস্তবায়ন করতে শুরু করে।
শরীফ কমিশনের শিক্ষা সংকোচন নীতি কাঠামোতে শিক্ষাকে তিন স্তরে ভাগ করা হয়- প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চতর। ৫ বছরে প্রাথমিক, মাধ্যমিক ও ৩ বছরে উচ্চতর ডিগ্রী কোর্স এবং ২ বছরের স্নাতকোত্তর কোর্সের ব্যবস্থা থাকবে বলে প্রস্তাব করা হয়। উচ্চশিক্ষা ধনিকশ্রেণীর জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। এজন্য পাশ নম্বর ধরা হয় শতকরা ৫০, দ্বিতীয় বিভাগ শতকরা ৬০ এবং প্রথম বিভাগ শতকরা ৭০ নম্বর।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন আইয়ুবের শিক্ষানীতির বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ১৯৫৯ সালে বিভিন্ন ছাত্র সংগঠনকে নিয়ে একুশ উদযাপনের প্রস্তুতি গ্রহণ করে। ১৯৬০ ও ১৯৬১ সালে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকে।প্রকৃতপক্ষে ছাত্র ইউনিয়নই ছিল আন্দোলনের মূল পরিচালক। স্টুডেন্ট ফোরাম আইয়ুব শিক্ষানীতি বাতিলের দাবিতে পুরো আগস্ট মাস জুড়ে জঙ্গি আন্দোলন গড়ে তুলার কাজ চালাতে থাকে। শিক্ষা আন্দোলন প্রস্তুতির সময় ছাত্র ইউনিয়ন নেতারা সারা দেশব্যাপী একথা বোঝাতে সক্ষম হন যে, শিক্ষার অধিকার ও গণতন্ত্রের আন্দোলন একই সূত্রে গাঁথা।
প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর ১০ আগস্ট ঢাকা কলেজের ক্যান্টিনে বিভিন্ন কলেজ প্রতিনিধিদের নিয়ে একসভা অনুষ্ঠিত হয়। সেই সভা থেকে ১৫ আগস্ট দেশব্যাপী ছাত্র ধর্মঘট ও ১০ সেপ্টেম্বর সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়। অবিরামভাবে চলতে থাকে শিক্ষানীতি বাতিলের দাবিতে মিছিল-সমাবেশ-বিক্ষোভ আইয়ুবের কুশপুত্তলিকা দাহসহ নানা কর্মসূচি। পরবর্তীতে আন্দোলনকে বেগবান করার জন্য ১০ সেপ্টেম্বর সচিবালয় ঘেরাও কর্মসূচি বাতিল করে ১৭ সেপ্টেম্বর সারা দেশব্যাপী হরতাল কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়।এই সময় স্টুডেন্ট ফোরামের পরিবর্তে কেন্দ্রীয় নেতৃত্বকে নিয়ে গঠিত ছাত্র সংগ্রাম পরিষদ আন্দোলন পরিচালনার দায়িত্ব গ্রহণ করে।
১৭ সেপ্টেম্বর সারা দেশব্যাপী হরতাল পালিত হয়। ছাত্রদের সাথে সাধারণ মানুষও পিকেটিংয়ে অংশগ্রহণ করে। সকাল ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার মানুষ সমাবেশে উপস্থিত হয়। সমাবেশ শেষে মিছিল বের হয়ে যায়। জগন্নাথ কলেজে গুলি হয়েছে এ গুজব শুনে মিছিল দ্রুত নবাবপুরের দিকে ধাবিত হয়। হাইকোর্টে পুলিশের সাথে সংঘাতে না গিয়ে মিছিল আব্দুল গনি রোড ধরে যেতে থাকে। পুলিশ তখন পিছন থেকে মিছিলে হামলা চালায়। লাঠি চার্য, কাঁদুনে গ্যাস ও গুলি চালায়। পুলিশের সাথে দ্বিতীয় দফা সংঘর্ষ বাঁধে ঢাকা কোর্টের সামনে। এখানেও পুলিশ ও ইপিয়ার গুলি চালায়। এতে প্রচুর আহত হয়, ৩ জন শহীদ হয়, এবং শত শত ছাত্রকে গ্রেফতার করা হয়। বাবুল, গোলাম মোস্তফা ও ওয়াজিউল্লাহ শহীদ হন।
এদেশে এখন পর্যন্ত কোনো পূর্ণাঙ্গ শিক্ষানীতি প্রণয়ন করা হয়নি। সেই ব্রিটিশ-পাকিস্তান আমলের কেরানী তৈরী করার শিক্ষাব্যবস্থা বহাল রয়েছে। যে শিক্ষাব্যবস্থা মানুষকে ভোগবাদী-সুবিধাবাদী হিসেবে তৈরি করে। যার প্রমাণ হলো বাংলাদেশ বিশ্বের দরবারে পর পর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ানশিপের গৌরভ অর্জন করে দেখিয়েছে। শিক্ষা এখন আলু-পটলের মত পণ্য। বিদ্যা ও বিদ্ব্যান টাকায় বিক্রি হয়। শিক্ষা তার, টাকা আছে যার। টাকা নেই, শিক্ষা পাওয়া যাবে না। বর্তমান সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন, একটা সুষম সার্বজনীন শিক্ষানীতি প্রণয়ন করে তা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছেন। হলে তো ভালো-ই। এ জাতি ও ছাত্রসমাজ একটা শিক্ষানীতি পাবে। তাহলে বাংলাদেশের ছাত্রসমাজ আপনার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবে। অন্যথায় অসাম্প্রদায়িক, বিজ্ঞানভিত্তিক, সার্বজনীন ও একই ধারার শিক্ষানীতি জন্য তুমূল আন্দোলন চলবে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নসহ প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর নেতা-কর্মীকে ৬২’র শহীদের রক্ত শপথ নিয়ে অসাম্প্রদায়িক, বিজ্ঞানভিত্তিক, সার্বজনীন ও একই ধারার শিক্ষানীতি বাস্তবায়নের আন্দোলন গড়ে তুলতে হবে। এর কোনো বিকল্প নেই।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাহ সাহেবের ডায়রি ।। শেষ মুহূর্তে রাইসির হেলিকপ্টারে কী ঘটেছিল

লিখেছেন শাহ আজিজ, ২২ শে মে, ২০২৪ রাত ৯:৩২

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার আগে কী ঘটেছিল, সে সম্পর্কে এখন পর্যন্ত খুব কমই জানা গেছে। এবার এ ঘটনার আরও কিছু তথ্য সামনে এনেছেন ইরানের প্রেসিডেন্টের চিফ... ...বাকিটুকু পড়ুন

ছেলেবেলার বন্ধু ও ব্যবসায়িক পার্টনারই মেরেছে এমপি আনারকে।

লিখেছেন ...নিপুণ কথন..., ২২ শে মে, ২০২৪ রাত ১০:৪৮


ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিল তারই ছোটবেলার বন্ধু ও ব্যবসায়িক পার্টনার আক্তারুজ্জামান শাহীন!

এই হত্যার পরিকল্পনা করে তা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল আরেক... ...বাকিটুকু পড়ুন

আজকের কিছু উল্টা পালটা চিন্তা !

লিখেছেন সাহাদাত উদরাজী, ২২ শে মে, ২০২৪ রাত ১১:১০

১।
কলকাতা গিয়ে টুকরা টুকরা হল আমাদের এক সন্ত্রাসী এমপি, কলকাতা বলা চলে তার ২য় বাড়ি, জীবনে কতবার গিয়েছেন তার হিসাব কেহ বের করতে পারবে বলে মনে করি না, কলকাতার অলিগলি... ...বাকিটুকু পড়ুন

মাটির কাছে যেতেই..

লিখেছেন নতুন নকিব, ২৩ শে মে, ২০২৪ সকাল ৮:৫৬

মাটির কাছে
যেতেই..


ছবি কৃতজ্ঞতাঃ https://pixabay.com/

ঠিক যেন
খা খা রোদ্দুর চারদিকে
চৈত্রের দাবদাহ দাবানলে
জ্বলে জ্বলে অঙ্গার ছাই ভস্ম
গোটা প্রান্তর
বন্ধ স্তব্ধ
পাখিদের আনাগোনাও

স্বপ্নবোনা মন আজ
উদাস মরুভূমি
মরা নদীর মত
স্রোতহীন নিস্তেজ-
আজ আর স্বপ্ন... ...বাকিটুকু পড়ুন

পর্ণআসক্ত সেকুলার ঢাবি অধ্যাপকের কি আর হিজাব পছন্দ হবে!

লিখেছেন প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, ২৩ শে মে, ২০২৪ দুপুর ২:২৭



ইন্দোনেশিয়ায় জাকার্তায় অনুষ্ঠিত একটা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছে বাংলাদেশি নারীদের একটা রোবোটিক্স টিম। এই খবর শেয়ার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপিকা। সেখানে কমেন্ট করে বসেছেন একই বিশ্ববিদ্যালয়ের আরেকজন... ...বাকিটুকু পড়ুন

×