somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বীরাঙ্গনা সখিনা

০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ময়মনসিংহের গৌরীপুর সদর থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত মোগল স্মৃতি বিজড়িত গ্রাম কিল্লাতাজপুর। কিশোরগঞ্জের জঙ্গলবাড়ি ঈশা খাঁর দৌহিত্র ফিরোজ খাঁ দেওয়ান আর কিল্লাতাজপুর এর নবাব উমর খার কন্যা বীরাঙ্গনা সখিনার স্মৃতিময় এই গ্রাম যা ইতিহাসে আজও অমর হয়ে আছে। কিন্তু সঠিক তত্ত্বাবধানের অভাবে তা বিলীন হয়ে যাচ্ছে।
কিল্লাতাজপুরের অনেক স্মৃতিচিহ্ন আজও ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। সমগ্র গ্রামেই বিক্ষপ্তভাবে ছড়িয়ে আছে অজস্র স্মৃতিচিহ্ন। এই গ্রামের কুমড়ীনামক স্থানে রয়েছে ইতিহাস বিখ্যাত বীরাঙ্গনা নারী সখিনার সমাধি। গ্রামের চতুর্দিকে রয়েছে ৪ মাইলব্যাপী মাটির উঁচু প্রাচীর চিহ্ন, কারো কারো মতে সেখানে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। গ্রামের বেশ কিছু স্থানে রয়েছে প্রাচীর দুর্গের ধ্বংসাবশেষ। এই গ্রামের মধ্য দিয়ে বয়ে গেছে সুরিয়া নদী। ২ মাইলব্যাপী বিস্তৃত এ নদীর স্থানে স্থানে এখনও পরিলক্ষিত হয় যুদ্ধের পরিখা খননের চিহ্ন। বিভিন্ন জায়গায় উঁচু উঁচু টিলা এখনো বিদ্যমান। এই গ্রামের জনৈক আব্দুল্লাহ মিয়ার বাড়িতে রয়েছে ৮ মণ ওজনের ১টি পাথর, এই পাথরের সাহায্যে কাগজের মন্ড তৈরি হত বলে জানা যায়।

কদম আলীর বাড়িতে রয়েছে ১টি পুকুর, পাকা সিঁড়িযুক্ত এই পুকুরের সিঁড়িগুলো ওপর থেকে নিচ পর্যন্ত প্যাঁচানো। কিল্লাতাজপুর গ্রামে সখিনার বাবা নবাব উমর খাঁর বাড়ির চিহ্ন এখনো বিদ্যমান। দুর্গের ভিতর ২০ একর জমির ওপর প্রাচীর দিয়ে ঘেরা ছিল উমর খাঁর বাড়ি, কারুকাজ মন্ডিত ইটের গাঁথুনী দিয়ে তৈরি হয়েছিল সেই বাড়ি। বাড়ির পেছনে ছিল হাতি রাখার স্থান, যা গ্রামের মানুষের কাছে পিলখানা নামে পরিচিত। বর্তমানে উমর খাঁর মূল বাড়ির ধ্বংসাবশেষের ওপর ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করছে দেওয়ান আব্দুল হামিদ খাঁ ও তার পরিবার। তারা নিজেদের উমর খাঁর শেষ বংশধর হিসেবে দাবি করে। যদিও গ্রামের অনেকের এ ব্যাপারে মতভেদ রয়েছে। গ্রামের লোকের ধারণা, এই পরিবারের লোকজনের কাছে রয়েছে উমর খাঁর অনেক গুপ্তসম্পদ এবং ঐতিহাসিক অনেক দলিলপত্র।

অনেক দিন আগে এই বাড়িতে টিউবওয়েল বসানোর সময় টিউবওয়েলের পাইপ দিয়ে বের হয়ে এসেছিল একটি তলোয়ার। এ খবর ছড়িয়ে পড়লে প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে। একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট অজ্ঞাত কারণে আজও প্রকাশ করা হয়নি।

সমগ্র কিল্লাতাজপুর গ্রামের মাটির নিচে ইট দ্বারা পরিপূর্ণ। মাটি খুঁড়লে এখনো ইটের দেয়াল পাওয়া যায়। ইটের গায়ে ফারসি ভাষা লিপিবদ্ধ। গ্রামবাসী বর্তমানে উঁচু টিলা কেটে সমতল করে ফসল ফলাচ্ছে। বনজঙ্গল পরিষ্কার করে তৈরি করছে ঘরবাড়ি। গ্রামের মানুষের কাছে এখনো ঐতিহাসিক কিছু নির্দশন বিদ্যমান, যা মাটি খুঁড়ে পাওয়া গেছে। উক্ত গ্রামের শাহগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষকের কাছে রয়েছে ৪ ফুট লম্বা ১টি শ্বেত পাথর, ১টি পিতলের বাটি, হাতির গলার ঘণ্টা, কারুকার্যখচিত কিছু ইটখন্ড। উমর খাঁর বাড়ির সামনে ও পিছনে রয়েছে ২টি মজা পুকুর। বাড়ির সামনের পুকুরটির নাম তালদীঘি ও পিছনের পুকুরটির নাম মলদীঘি। ইতিহাস মতে, ফিরোজ খাঁ দরবেশের ছদ্মবেশে সখিনাকে প্রথম দেখেছিল উক্ত মলদীঘির পুকরঘাটে।

কথিত আছে, কিশোরগঞ্জ জঙ্গলবাড়ির ঈশা খাঁর নাতি ফিরোজ খাঁ তজবির (ছবি) দেখে পছন্দ করে সুবে বাংলা মুল্লুকের কিল্লাতাজপুরের নবাব উমর খাঁর কন্যা শাহজাদী সখিনাকে। সখিনার ছবি দেখে ফিরোজ খাঁ এতই মুগ্ধ হয়েছিলেন যে, ছদ্মবেশ নিয়ে জঙ্গলবাড়ি থেকে তিনি চলে আসেন কিল্লাতাজপুর। তখন সখিনার পিতা নবাব উমর খাঁ অসুস্থ। কিন্তু কি এক অজ্ঞাত কারণে দরবেশরূপী ফিরোজের অভয়নীতিতে ও তার ঐশী চেহারায় মুগ্ধ হয়ে উমর খাঁ সুস্থ হয়ে ওঠেন। ফলে অন্দর মহলে যাতায়াতের আর কোন বাধা রইলো না। অত:পর মলদীঘি ঘাটে দরবেশরূপী ফিরোজের সাথে প্রথম দেখা হয় সখিনার। ফিরোজ সখিনার রূপ স্বচক্ষে দেখে এতটাই পছন্দ করে ফেলে যে সাথে সাথে জঙ্গলবাড়ি ফিরে তার বিশ্বস্ত দাসীকে নিজের ফটো দিয়ে পাঠিয়ে দেন কিল্লাতাজপুর সখিনার কাছে। ফিরোজের আসল ছবি দেখে সখিনারও পছন্দ হয় এবং সে মনেপ্রাণে ফিরোজ খাঁকে স্বামী বলে গ্রহণ করে নেয়। ফিরোজ খাঁ মূল্যবান উপহার সামগ্রীসহ বিয়ের প্রস্তাব পাঠান সখিনার পিতা উমর খাঁর কাছে। উল্লেখ্য, ওমর খাঁ ছিলেন দিল্লীর মোগল সম্রাটের অনুগত আর ফিরোজ খাঁ বংশানুক্রমে মোগলদের শত্রু। তাছাড়া উমর খাঁ ঘৃণাভরে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন এই বলে যে, ফিরোজের নানা ঈশা খাঁ বিধর্মীকে (সোনা বিবি) বিয়ে করেছিলেন। কিন্তু ফিরোজও সিদ্ধান্তে অনড়। হাজার হাজার সৈন্য, হাতি, ঘোড়া নিয়ে আক্রমণ করলেন কিল্লাতাজপুর। ফিরোজের আক্রমণে ধ্বংস হল কিল্লাতাজপুর। ফিরোজ যুদ্ধে জয়ী হয়ে সখিনাকে বিয়ে করে নিয়ে গেলেন জঙ্গলবাড়ি। উমর খাঁ পালিয়ে আশ্রয় নিলেন দিল্লীর শাহানশাহ জাহাঙ্গীরের নিকট। চরম মিথ্যার আশ্রয় নিয়ে উমর খাঁ শাহানশাহকে বলেন, বিধর্মী ফিরোজ অতর্কিত তার রাজ্য আক্রমণ করে জোর করে তার কন্যা সখিনাকে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছে।

খাজনা পরিশোধ না করায় সম্রাট জাহাঙ্গীরের পূর্ব থেকেই প্রচন্ড ক্ষোভ ছিল ফিরোজ খাঁর ওপর। আর তাই প্রচুরসংখ্যক সৈন্য, হাতি, ঘোড়া সাথে দিয়ে উমর খাঁকে পাঠিয়ে দিলেন জঙ্গলবাড়ি দখল করতে। খবর পেয়ে বীর যোদ্ধা ফিরোজ দীর্ঘ পথ সম্মুখে অগ্রসর হয়ে বাধা দিলেন সম্রাট জাহাঙ্গীরের বাহিনীকে। দু'দিন দু'রাত একটানা যুদ্ধ করে ফিরোজ পরাজিত হয়ে বন্দি হন সংখ্যা ও শক্তিকে অধিক উমর খাঁর হাতে।
এ খবর স্বামী যুদ্ধ জয় করে ফিরে আসার প্রতীক্ষায় সখিনার কাছে পৌঁছে তখন তিনি বিচলিত না হয়ে পুরুষ বেশ ধারণ করেন এবং চারদিকে রটিয়ে দেন যে, ফিরোজ খাঁর মামাতো ভাই সেনাপতি হিসেবে যুদ্ধ পরিচালনা করবেন। অতঃপর সখিনার শাশুড়ি তথা ফিরোজের মাকে সালাম করে আপন পিতার বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। সখিনার বীরত্ব আর রণকৌশলের কাছে পরাজিত হয়ে পিছু হটতে থাকে তার পিতা উমর খাঁর বাহিনী। যুদ্ধ একটানা ২ দিন পর্যন্ত গড়ায় এবং বীরাঙ্গনা সখিনা তার স্বামীকে যুদ্ধক্ষেত্র থেকে উদ্ধার করে নিয়ে আসেন।
সমাধিস্থলে গেলে আজও মনে হয় সখিনার আত্মা ডুকরে ডুকরে কাঁদছে। সমাধি স্থলের চারপাশ একেবারে নিশ্চুপ। শান্ত নিবিড় একটা পরিবেশ, যার পবিত্রতা মনের গভীর আলোড়িত করে। সমাধির চারপাশ ঘিরে রয়েছে কাঠ মালতি ফুলের গাছ। এই গাছগুলোর বয়স সঠিকভাবে কেউ বলতে পারে না। এলাকার প্রবীণরা বলেন, তাদের পূর্বপুরুষরা গাছগুলোকে একই অবস্থায় দেখেছেন। ধারণা করা হচ্ছে, সখিনার সমাধির পর থেকেই গাছগুলো জন্ম নিয়েছে।

শরৎকালে সাদা কাঠ মালতির ঝরেপড়া ফুল সারা সমাধিক্ষেত্র সাদা চাদর বিছিয়ে রাখে। বহু দূর-দূরান্ত থেকে প্রতিদিন অসংখ্য মানুষ আসে ঐতিহাসিক এ নিদর্শন দেখতে। গৌরীপুর উপজেলা সদর থেকে মাত্র ১৫ কিমি দূরে কুমরী গ্রামে অবস্থিত এই ঐতিহাসিক সমাধি। গৌরীপুর সদর থেকে ভুটিয়ারকোণা পর্যন্ত ১৩ কিমি রাস্তা পাকা হলেও মাত্র ২ কিমি কাঁচা রাস্তার কারণে দর্শনার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাছাড়া দর্শনার্থীদের নেই কোন শৌচাগার ও বিশ্রামাগার। আর এজন্য দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের পোহাতে হয় চরম বিড়ম্বনা। জেলা পরিষদ কর্তৃক শুধু দায়সারাভাবে সমাধির চারপাশে দেয়াল নির্মাণ করা ছাড়া আর অন্যকোন ব্যবস্থা গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি উপরোক্ত সমস্যাগুলো সমাধানপূর্বক উক্ত সমাধিস্থলকে বাংলাদেশ পর্যটন করপোরেশনের আওতায় আনা হোক।

সুত্র - ৈদিনক সংগ্রাম- ০৭-১০-০৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাহ সাহেবের ডায়রি ।। ঋণ মুক্তির দোয়া

লিখেছেন শাহ আজিজ, ১৭ ই মে, ২০২৪ দুপুর ১২:৪৯



একদিন রসুল সাল্লাল্লাহু আলইহি ওয়াসাল্লাম মসজিদে নববিতে প্রবেশ করে আনসারি একজন লোককে দেখতে পেলেন, যার নাম আবু উমামা। রসুল সাল্লাল্লাহু আলইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ‘আবু উমামা! ব্যাপার... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো রাফসান দি ছোট ভাই

লিখেছেন আবদুর রব শরীফ, ১৭ ই মে, ২০২৪ দুপুর ২:৩৮

রাফসানের বাবার ঋণ খেলাপির পোস্ট আমিও শেয়ার করেছি । কথা হলো এমন শত ঋণ খেলাপির কথা আমরা জানি না । ভাইরাল হয় না । হয়েছে মূলতো রাফসানের কারণে । কারণ... ...বাকিটুকু পড়ুন

কুমীরের কাছে শিয়ালের আলু ও ধান চাষের গল্প।

লিখেছেন সোনাগাজী, ১৭ ই মে, ২০২৪ বিকাল ৩:৪০



ইহা নিউইয়র্কের ১জন মোটামুটি বড় বাংগালী ব্যবসায়ীর নিজমুখে বলা কাহিনী। আমি উনাকে ঘনিষ্টভাবে জানতাম; উনি ইমোশানেল হয়ে মাঝেমাঝে নিজকে নিয়ে ও নিজের পরিবারকে নিয়ে রূপকথা বলে... ...বাকিটুকু পড়ুন

সভ্য জাপানীদের তিমি শিকার!!

লিখেছেন শেরজা তপন, ১৭ ই মে, ২০২৪ রাত ৯:০৫

~ স্পার্ম হোয়েল
প্রথমে আমরা এই নীল গ্রহের অন্যতম বৃহৎ স্তন্যপায়ী প্রাণীটির এই ভিডিওটা একটু দেখে আসি;
হাম্পব্যাক হোয়েল'স
ধারনা করা হয় যে, বিগত শতাব্দীতে সারা পৃথিবীতে মানুষ প্রায় ৩ মিলিয়ন... ...বাকিটুকু পড়ুন

যে ভ্রমণটি ইতিহাস হয়ে আছে

লিখেছেন কাছের-মানুষ, ১৮ ই মে, ২০২৪ রাত ১:০৮

ঘটনাটি বেশ পুরনো। কোরিয়া থেকে পড়াশুনা শেষ করে দেশে ফিরেছি খুব বেশী দিন হয়নি! আমি অবিবাহিত থেকে উজ্জীবিত (বিবাহিত) হয়েছি সবে, দেশে থিতু হবার চেষ্টা করছি। হঠাৎ মুঠোফোনটা বেশ কিছুক্ষণ... ...বাকিটুকু পড়ুন

×