স্যামসাং গ্যালাক্সি এনএক্স ক্যামেরা

ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাংয়ের পরবর্তী গ্যালাক্সি প্রকল্পটি হচ্ছে এনএক্স ক্যামেরা। এক প্রতিবেদনে ওয়াল স্টিট জার্নাল জানিয়েছে, এ সপ্তাহের শেষ নাগাদ দক্ষিণ কোরিয়ায় সর্বশেষ প্রযুক্তির ডিজিটাল ক্যামেরাটি আনছে স্যামসাং।

শামীমা নাসরিন রিমাবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2013, 12:13 PM
Updated : 31 August 2013, 12:13 PM

গ্যালাক্সি এনএক্স ২০.৩ মেগাপিক্সেল ক্যামেরাটি একটি মিররলেস ক্যামেরা। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সাহায্যে চালবে এটি। কেবল ফোন করা ছাড়া স্মার্টফোনের প্রায় সব কাজই করতে পারে গ্যালাক্সি এনএক্স ক্যামেরাটি।

অনেকটা ব্যয়বহুল এই গ্যালাক্সি ক্যামেরাটি। দাম প্রায় ১,৬১৪ ডলার, যা গ্যালাক্সি এস৪ স্মার্টফোনটির থেকে দ্বিগুণেরও বেশি।

স্যামসাং জানিয়েছে, স্মার্টফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও মাইক্রোব্লগিং সাইটগুলোতে তাৎক্ষণিক ছবি শেয়ারিংয়ের চাহিদার দিকে লক্ষ রেখে ক্যামেরাটি বানিয়েছে তারা।