টি-কমার্সে আগ্রহী টুইটার

মাইক্রোব্লগিং সাইট টুইটার এবারই প্রথম বাণিজ্য বিভাগের প্রধান হিসেবে কোনো ব্যক্তিকে নিয়োগ দিয়েছে। প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, এর উদ্দেশ্য ই-কমার্সে লেনদেন শুরুর পাশাপাশি রিটেইলারদের প্রলুব্ধ করা ও বিজ্ঞাপনের ভিত্তি শক্ত করা।

আজরাফ আল মূতীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2013, 12:58 PM
Updated : 31 August 2013, 12:58 PM

মঙ্গলবার এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে টুইটার নিয়োগের বিষয়টি জানায়। বাণিজ্য বিভাগের প্রধান হিসেবে নিয়োগ পাওয়া ব্যক্তিটির নাম নাথান হুবার্ড। প্রাক্তন টিকেটমাস্টারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালনকারী হুবার্ডকে টুইটারে নিয়োগ দেওয়ার বিষয়টিকে অনেকেই বাণিজ্যিক দৃষ্টিতে দেখছেন বলে জানিয়েছে ম্যাশএবল।

হাব্বার্ড এক সাক্ষাৎকারে জানিয়েছেন, টুইটার এখন আর চায় না তার ব্যবহারকারীরা অনলাইন কেনাকাটার জন্য তাদের সাইটে দেয়া লিংক-এ ক্লিক করে টুইটার থেকে বের হয়ে যাক। বরং প্রতিষ্ঠানটি চায় সম্পূর্ণ লেনদেনটাই যাতে টুইটারে সম্পন্ন হয় এবং ব্যবহারকারীদের যাতে লেনদেন করতে সাইটটি থেকে বের হয়ে যেতে না হয়।

তবে রিটেইলারের এ প্রক্রিয়ায় এখন পর্যন্ত কোনো সোশাল নেটওয়ার্কিং সাইটই সন্তোষজনক সাফল্য পায়নি, এমনটাই জানিয়েছে ম্যাশএবল।