somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রবীন নেতা সাইফুরের প্রতি হাজারো মানুষের শ্রদ্ধা : দলীয় কার্যালয়ে জানাযা শেষে অশ্রুসিক্ত বিদায়

০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রোববার প্রয়াত সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। গুলশান আজাদ মসজিদ, নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে এবং সংসদ ভবনের সাউথ প্লাজায় তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। প্রতিটি জানাযায় রাজনৈতিক নেতা-কর্মীরা ছাড়াও সর্বস্তরের মানুষ যোগ দেয়।
রোববার সকাল ১০ টায় শেষ বারের মতো সাইফুর রহমানের মরদেহ আনা হয় গুলশানে তার বাড়ি জালালাবাদ হাউজে। আত্মীয় স্বজন এবং তার নিকটজনেরা সেখানে তার প্রতি শ্রদ্ধা জানান। বেলা পৌনে ১১টার দিকে তার মরদেহ নেয়া হয় গুলশান আজাদ মসজিদে। সেখানে প্রথম জানাযায় অংশ নেয় সর্বস্তরের মানুষ। এতে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. সালেহউদ্দিন আহমেদ, এফবিসিসিআই সভাপতি আনিসুল হকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও পরিবারের সদস্যরা অংশ নেন।
সাইফুর রহমানের মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে রোববার থেকে তিন দিনের শোক কর্মসূচী পালন করছে বিএনপি। এ সময়ে বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। রোববার নয়া পল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে বর্ষীয়ান এ নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানায় সর্বস্তরের হাজার হাজার জনতা। ১২টার দিকে শেষ বারের মতো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়ে আসা হয় দলের এ প্রবীণ নেতাকে। সেখানে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাযা। নয়া পল্টনে সাইফুর রহমানের মরদেহ নেয়ার পর দলীয় পতাকায় আচ্ছাদিত করা হয় সাইফুর রহমানের কফিন। বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে সাইফুর রহমানের কফিন সবার জন্য উন্মুক্ত করা হলে অনেক নেতা-কর্মী চোখের পানি ধরে রাখতে পারেনি। অনেককেই ফুপিয়ে কাঁদতে দেখা যায়।
পরে বিএনপি চেয়ারপার্সনের পক্ষ থেকে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান দলের মহাসচিব। এরপর বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। তার এমন শেষ বিদায়ে দীর্ঘ দিনের সহকর্মীরা অনেকেই আবেগ ধরে রাখতে পারেননি।
জাতীয়তাবাদী ওলামা দলের নেতা হাফেজ আবদুল মালেকের ইমামতিতে অনুষ্ঠিত এ জানাজায় অংশ নেন সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস, বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ, খন্দকার মোশাররফ হোসেন, সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল নোমান, দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলাল, মির্জা আববাস ও নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রফিকুল ইসলাম মিয়া, গিয়াস উদ্দিন কাদেও চৌধুরী, আবদুস সালাম, বরকতউল্লাহ বুলু প্রমুখ। খেলাফত মজলিসের আমির আব্দুর রব ইউসুফি, ইসলাম ঐক্য জোটের মহাসচিব আব্দুল লতিফ নেজামী, মুসলিম লীগের নেতা নূরুল হক মজুমদার, এনডিপি নেতা গোলাম মর্তুজাও জানাজায় অংশ নেন।
জাতীয় সংসদে ৪ বার নির্বাচিত হয়েছিলেন সাইফুর রহমান। এ সংসদে দাঁড়িয়েই দেশের ইতিহাসে সবচেয়ে বেশী ১২ বার বাজেট ঘোষণা করেছেন তিনি। দুপুর আড়াইটায় সেই সংসদ ভবনের সাউথ প্লাজায় তৃতীয় নামাজে জানাযা। অংশ নেন তার দীর্ঘ দিনের সহকর্মীরা। জানাযা পড়ান জাতীয় সংসদ সচিবালয় মসজিদের ঈমাম মাওলানা আবু নাইম মোঃ ইব্রাহিম। এতে অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষা মন্ত্রী নুরুল ইমলাম নাহিদ, স্পিকার এড. আবদুল হামিদ খান, চিফ হুইপ উপাধ্যাক্ষ আবদুস শহীদ, কাদের সিদ্দিকী এমপি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মঞ্জুরুল আহসান খান, বিএনপি নেতা মীর নাসির, বিরোধী দলের চিফ ইপ এড. জয়নুল আবেদিন ফারুক, তোফায়েল আহমেদ, খালেদা জিয়ার উপদেষ্টা শমসের মবিন চৌধুরী, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা, সাবেক স্পিকার ব্যারিষ্টার জমিরউদ্দিন সরকার, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মির্জা আজিজুল ইসলাম, মোসাদ্দেক আলী ফালু, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ্, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক রুহুল আমিন হাওলাদার, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, এস এ খালেক প্রমুখ।
জানাজা শেষে সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর পক্ষে চীফ হুইপ এবং বিরোধীদলীয় নেতার পক্ষে বিরোধী চীফ হুইপ ও জাতীয় সংসদের স্পীকার, পার্লামেন্ট মেম্বার্স ক্লাব, বাংলাদেশ আওয়ামী লীগ, জাগপা, মৌলভীবাজার জেলা সমিতি, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাইফুর রহমানের কফিনে।
পরে তাঁর মরদেহ আবার নিয়ে যাওয়া হয় ইউনাইটেড হাসপাতালের মরচ্যুয়ারিতে। সোমবার সকালে সাইফুর রহমানের মরদেহ সিলেট নিয়ে যাওয়া হবে। সিলেট শাহী ঈদগাহে জানাযা হবে দুপুর ১টায়। এরপর মৌলভীবাজার উচ্চ বিদ্যালয় মাঠে আসর নামাজের পর শেষ নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। এরপর শৈশব কৈশোরের স্মৃতিময় চির চেনা গ্রাম বাহারমর্দানে পারিবারিক কবরস্থানে স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত হবেন সড়ক দুর্ঘটনায় করুণ মৃত্যুর শিকার সাইফুর রহমান।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অলীক সুখ পর্ব ৪

লিখেছেন স্প্যানকড, ২৮ শে মে, ২০২৪ বিকাল ৫:৪৫

ছবি নেট

শরীর থেকে হৃদয় কে বিচ্ছিন্ন করে দেখতে চেয়েছি
তুমি কোথায় বাস করো?
জানতে চেয়েছি বারবার
দেহে ,
না,
হৃদয়ে?
টের পাই
দুই জায়গাতে সমান উপস্থিতি তোমার।

তোমার শায়িত শরীরে... ...বাকিটুকু পড়ুন

পজ থেকে প্লে : কুমিল্লা বিশ্ববিদ্যালয়

লিখেছেন বন্ধু শুভ, ২৮ শে মে, ২০২৪ রাত ১১:১৫


.
একটা বালক সর্বদা স্বপ্ন দেখতো সুন্দর একটা পৃথিবীর। একজন মানুষের জন্য একটা পৃথিবী কতটুকু? উত্তর হচ্ছে পুরো পৃথিবী; কিন্তু যতটা জুড়ে তার সরব উপস্থিতি ততটা- নির্দিষ্ট করে বললে। তো, বালক... ...বাকিটুকু পড়ুন

শিরোনামে ভুল থাকলে মেজাজ ঠিক থাকে?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২৮ শে মে, ২০২৪ রাত ১১:৫৫


বেইলি রোডে এক রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে একজন একটা পোস্ট দিয়েছিলেন; পোস্টের শিরোনামঃ চুরান্ত অব্যবস্থাপনার কারনে সৃষ্ট অগ্নিকান্ডকে দূর্ঘটনা বলা যায় না। ভালোভাবে দেখুন চারটা বানান ভুল। যিনি পোস্ট দিয়েছেন... ...বাকিটুকু পড়ুন

চলুন দেশকে কীভাবে দিতে হয় জেনে নেই!

লিখেছেন সায়েমুজজ্জামান, ২৯ শে মে, ২০২৪ সকাল ৯:৫১

চলুন দেশকে কীভাবে দিতে হয় তা জেনে নেই৷ এবার আপনাদের সাথে দক্ষিণ কোরিয়ার একটি ঘটনা শেয়ার করবো৷ আমি কোরিয়ান অর্থনীতি পড়েছি৷ দেশটি অর্থনৈতিক উন্নয়নে ১৯৭০ সালের পর থেকে প্রায় আকাশে... ...বাকিটুকু পড়ুন

প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৩৮

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৯ শে মে, ২০২৪ সকাল ১০:৪৪


আজকের গল্প হেয়ার স্টাইল ও কাগজের মোবাইল।






সেদিন সন্ধ্যার আগে বাহিরে যাব, মেয়েও বায়না ধরল সেও যাবে। তাকে বললাম চুল বেধে আসো। সে ঝটপট সুন্দর পরিপাটি করে চুল... ...বাকিটুকু পড়ুন

×