somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকার যে গণবিরোধী নীতি নিয়ে চলছে, পুলিশের এ হামলা তারই একটি নমুনা। জনগণের পক্ষে যারাই দাঁড়াচ্ছে, তাদের ওপর এ ধরনের হামলা নির্যাতন চালানো হচ্ছে।

০২ রা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিভিন্ন গণমাধ্যমে আজ সকাল ১১টায় তেল-গ্যাস সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচির সংবাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Click This Link
ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেল-গ্যাস সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচিতে বুধবার পুলিশ বাধা দিলে সংঘর্ষ বেধে যায়।

এতে তেল-গ্যাস রক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদসহ অন্তত ২২ জন আহত হয়েছে। হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্রজোট।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, দুপুর ১২টার দিকে মুক্তাঙ্গন থেকে মিছিল নিয়ে তেল-গ্যাস রক্ষা কমিটি কারওয়ান বাজারের পেট্রোবাংলা ঘেরাওয়ে যাত্রা শুরু করে। ৫ শতাধিক লোকের ওই মিছিল পল্টনে বাধার মুখে পড়ে।

সে বাধা সরিয়ে মিছিল এগোতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। পুলিশের লাঠিপেটায় আনু মুহাম্মদসহ অন্যরা আহত হন। ওই সময় মিছিলকারীরা পুলিশকে লক্ষ করে ইট ছোড়ে।

আধা ঘণ্টার ওই সংঘর্ষের সময় কয়েকটি গাড়িও ভাংচুর হয়। বন্ধ হয়ে যায় পল্টন-কাকরাইল সড়কে গাড়ি চলাচল।

ঘটনার পর তেল-গ্যাস রক্ষা কমিটির নেতারা পল্টনে কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ে বৈঠকে বসেন।

বৈঠকের পর তেল-গ্যাস রক্ষা কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকার যে গণবিরোধী নীতি নিয়ে চলছে, পুলিশের এ হামলা তারই একটি নমুনা। জনগণের পক্ষে যারাই দাঁড়াচ্ছে, তাদের ওপর এ ধরনের হামলা নির্যাতন চালানো হচ্ছে।"

কমিটি বিকালে সংবাদ সম্মেলন ডেকেছে জানিয়ে তিনি বলেন, সেখানেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

আনু মুহাম্মদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। কিন্তু কোনও কারণ ছাড়াই পুলিশ আমাদের মিছিলে বাধা দেয় এবং লাঠিচার্জ করে। এতে অনেকেই আহত হন।"

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক অনু পুলিশি হামলার নিন্দা জানিয়েছেন।

তিনি বলেন, "দেশের সম্পদ রক্ষার জন্যই আমাদের এ আন্দোলন। আমরা সরকারের বিরুদ্ধে নই। সরকারের দায়িত্ব হলো নাগরিকদের জানমাল রক্ষা করা। কিন্তু কী কারণে এ ঘটনা ঘটলো তা বুঝতে পারছি না।"

অধ্যাপক আনু ছাড়া অপর আহতরা হলেন- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা মোশরেফা মিশু, বাসদ নেতা বজলুর রশিদ ফিরোজ, আবু নাসের সবুজ, রাহাত আহমেদ, বিপ্লব মণ্ডল, মিন্টু বিশ্বাস, কেশব লাল সমাদ্দার, ইভা বিশ্বাস, রোকসানা আফরোজ, সংগিতা বাড়ৈ, অনিতা, তানিয়া আলম, আফসানা সুমি, তাপসী রাবেয়া আঁখি, ফাহমিদা মৌরি, জেসমিন আকতার, কাওসার আহমেদ, মো. মহসীন।

এদের অধিকাংশই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

ঘেরাও কর্মসূচি শুরুর আগে মুক্তাঙ্গনে সমাবেশে বক্তব্য রাখেন তেল-গ্যাস রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, বিচারপতি গোলাম রব্বানী, সৈয়দ আবুল মকসুদ, সিপিবি সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, গণফ্রন্ট নেতা টিপু বিশ্বাস, সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, এ এন রাশেদা, বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা মোশরেফা মিশু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হক, গণসংহতি নেতা জোনায়েদ সাকি, অধ্যাপক মেসবাহ কামাল প্রমুখ।

তেল-গ্যাস অনুসন্ধানে সাগরের তিনটি ব্লক বিদেশি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে গত শনিবার পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচির ডাকে তেল-গ্যাস রক্ষা কমিটি।

বাংলাদেশে খনিজ অনুসন্ধানে কাজ দেওয়ার দায়িত্ব রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান হিসেবে পেট্রোবাংলা পালন করে।

পেট্রোবাংলা ঘেরাওয়ের পাশাপাশি দেশের উপজেলা, জেলা ও আঞ্চলিক পর্যায়ে ডিসি-ইউএনও কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচিও দেওয়া হয়।

তেল-গ্যাস রক্ষা কমিটি কমিটি বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তৈরি 'মডেল পিএসসি ২০০৮' বাতিলের দাবি জানিয়ে বলছে, অনির্বাচিত সরকারের আমলে প্রণীত জনস্বার্থবিরোধী মডেলের ভিত্তিতে দরপত্র অনুযায়ী ৮০ ভাগ রপ্তারি সুযোগ বহুজাতিক কোম্পানি কনোকো ফিলিপস ও তাল্লোকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার।

গত ২৪ আগস্ট অর্থনৈতিক বিষয় সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি কনোকো ফিলিপস ও তাল্লোকে তিনটি ব্লক বরাদ্দ দেওয়ার প্রস্তাব অনুমোদন করে। এ তিনটি ব্লক হচ্ছে- ৫, ১০ ও ১১। এর মধ্যে ৫ নম্বর ব্ল¬কটি পেয়েছে তাল্লো এবং ১০ ও ১১ নম্বর পেয়েছে কনোকো ফিলিপস।

তাল্লো অয়েল ইউরোপের অন্যতম বৃহত্তম তেল-গ্যাস অনুসন্ধানকারী কোম্পানি। অন্যদিকে কনোকো ফিলিপস যুক্তরাষ্ট্রের এ ধরনের তৃতীয় বৃহত্তম প্রতিষ্ঠান।
******************************************
দৈনিক ডেইলি স্টার
30 injured in police-oil, gas protection body clash


Click This Link
************************************************
দৈনিক যুগান্তর
তেল-গ্যাস রক্ষা কমিটির কর্মসূচিতে পুলিশের বাধা, সংঘর্ষ
Click This Link
**************************************************
হাতে সময় থাকরে পড়ুন
"সাগর বক্ষে গ্যাস ব্লক ইজারার উদ্দেশ্য গ্যাস সংকট মোকাবেল না রফতানি?"
Click This Link
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:০২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথাও ছিলো না কেউ ....

লিখেছেন আহমেদ জী এস, ২০ শে মে, ২০২৪ রাত ১০:১৯




কখনো কোথাও ছিলো না কেউ
না ছিলো উত্তরে, না দক্ষিনে
শুধু তুমি নক্ষত্র হয়ে ছিলে উর্দ্ধাকাশে।

আকাশে আর কোন নক্ষত্র ছিলো না
খাল-বিল-পুকুরে আকাশের ছবি ছিলো না
বাতাসে কারো গন্ধ ছিলোনা
ছিলোনা... ...বাকিটুকু পড়ুন

নারীবাদ, ইসলাম এবং আইয়ামে জাহেলিয়া: ঐতিহাসিক ও আধুনিক প্রেক্ষাপট

লিখেছেন মি. বিকেল, ২০ শে মে, ২০২৪ রাত ১১:৫৪



আইয়ামে জাহিলিয়াত (আরবি: ‏جَاهِلِيَّة‎) একটি ইসলামিক ধারণা যা ইসলামের নবী মুহাম্মদ (সাঃ) এর আবির্ভাবের পূর্ববর্তী আরবের যুগকে বোঝায়। ঐতিহাসিকদের মতে, এই সময়কাল ৬ষ্ঠ থেকে ৭ম শতাব্দী পর্যন্ত বিস্তৃত ছিল।... ...বাকিটুকু পড়ুন

#প্রিয়তম কী লিখি তোমায়

লিখেছেন নীল মনি, ২১ শে মে, ২০২৪ সকাল ৭:৫১


আমাদের শহর ছিল।
সে শহর ঘিরে গড়ে উঠেছিল অলৌকিক সংসার।
তুমি রোজ তাঁকে যে গল্প শোনাতে সেখানে ভিড় জমাতো বেলা বোস, বনলতা কিংবা রোদ্দুর নামের সেই মেয়েটি!
সে কেবল অভিমানে... ...বাকিটুকু পড়ুন

ভুল শুধু ভুল নয়

লিখেছেন সায়েমুজজ্জামান, ২১ শে মে, ২০২৪ সকাল ৮:১৬

এক
লেখাটা একটি কৌতুক দিয়ে শুরু করি। ১৯৯৫ সালের ৩০ নভেম্বর থেকে শফিপুর আনসার একাডেমিতে বিদ্রোহ হয়। ৪ ডিসেম্বর পুলিশ একাডেমিতে অভিযান চালায়। এতে চারজন আনসার সদস্য নিহত হয়েছিল। এটি ছিল... ...বাকিটুকু পড়ুন

ময়লাপোতার কমলালেবুর কেচ্ছা!! (রম্য)

লিখেছেন শেরজা তপন, ২১ শে মে, ২০২৪ বিকাল ৫:১৩


বাংলাদেশের বিশেষ এক বিভাগীয় শহরে ময়লাপোতা, গোবরচাকা, লবনচোরা, মাথাভাঙ্গা, সোনাডাঙ্গার মত চমৎকার সব নামের এলাকায় দারুণ সব সম্ভ্রান্ত পরিবারের বাস।
আমার এক বন্ধুর আদিনিবাস এমনই এক সম্ভ্রান্ত এলাকায় যার... ...বাকিটুকু পড়ুন

×