somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২৯তম বিসিএস বাছাই পরীক্ষার প্রশ্নসমাধান

১৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেট নম্বর -০২

১. ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছে?
- ১৯২১ সালে।
২. বাংলাদেশে কয়টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে?
- ৩৪ টি (নোট: মূলত ৩১টি)
৩. বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
- লর্ড কার্জন
৪. বাংলাদশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি?
- সেন্ট মার্টিন
৫. আই, এল, ও-র সদর দপ্তর কোথায় অবস্থিত?
- জেনেভা
৬. এসকাপের সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ব্যাংকক
৭. ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ব্রাসেলস
৮. বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ কোনটি?
- ভারত
৯. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি?
- শেখ মুজিবুর রহমান
১০. সুলতানী আমলে বাংলার রাজধানীর নাম কি?
- সোনার গাঁ
১১. বাংলাদশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?
- জেনারেল আতাউল গণি ওসমানী
১২. পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা আছে?
- ৩টি
১৩. East London কোথায় অবস্থিত?
- দক্ষিণ আফ্রিকায়
১৪. ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?
- লর্ড মাউন্ট ব্যাটেন
১৫. মক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
- ১১টি
১৬. মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কি?
- হিলারী কিনটন
১৭. ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
- ড. মনমোহন সিং
১৮. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
- নিউইয়র্ক
১৯. সার্কের সচিবালয় কোথায় অবস্থিত?
- কাঠমুন্ডু
২০. টেকনাফ কোন্ নদীর তীরে অবস্থিত?
- নাফ
২১. কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে?
- ROM
২২. সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লী তৈরি করা হয়েছে কোন্ দেশে?
- নেপাল
২৩. ফটোইলেকট্রিক কোষের উপর আলোক পড়লে, কি উৎপন্ন হয়?
- বিদ্যুৎ
২৪. যে সকল নিউকিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয়, তাদের কি বলা হয়?
- আইসোটন
২৫. চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন?
- বায়ুমণ্ডলীয় প্রতিসরণে
২৬. লাল আলোতে নীল রংয়ের বস্তু কেমন দেখায়?
- কালো
২৭. বৈদ্যুতিক বাল্ভের ফিলামেন্ট কি ধাতু দিয়ে তৈরি?
- টাংস্টেন
২৮. জারণ বিক্রিয়ায় কি ঘটে?
- ইলেক্ট্রন বর্জন
২৯. নিচের কোনটি ক্ষারকীয় অক্সাইড?
- MgO
৩০. কোন্ ধাতু পানি অপেক্ষা হালকা?
- সোডিয়াম
৩১. পারমাণচিক চুল্লীতে তাপ পরিবাহক হিসেবে কোন্ ধাতু ব্যবহৃত হয়?
- ম্যাগনেসিয়াম
৩২. কোন্ বিজ্ঞানী রোগজীবানু তত্ত্ব উদ্ভাবন করেন?
- লুই পাস্তুর
৩৩. সুষমখাদ্যের উপাদান কয়টি?
- ৬টি
৩৪. গ্রীন হাউজে গাছ লাগানো হয় কেন?
- অত্যাধিক ঠাণ্ডা থেকে রক্ষার জন্য
৩৫. পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?
- আলিবার্ড হল
৩৬. সূর্য পৃষ্ঠের উত্তাপ কত?
- ৬০০০ ডিগ্রি সেন্টিগ্রেড
৩৭. জোয়ারের কত সময় পর ভাটার সৃষ্টি হয়?
- ৬ ঘণ্টা তের মিনিট
৩৮. কোনটি বায়ুর উপাদান নহে?
- ফসফরাস
৩৯. অ্যালিউমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কি বলেন?
- ফিটকিরি
৪০. কোন কোন স্থানে সলিড ফিনাইল ব্যবহার করা হয়?
- পায়খানা, প্রস্রাব খানায়
৪১. ১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ তাদের সমষ্টি কত?
- ১০৭
৪২. ৪০ সংখ্যাটি a হতে ১১ কম। গানিতিক আকারে প্রকাশ করলে কি হবে?
- a = ৪০+১১
৪৩. পাঁচ অংকের ুদ্রতম সংখ্যা ও চার অংকের বৃহত্তম সংখ্যার অন্তর কত?
- ১
৪৪. ১.১.০১, ও .০০১১-এর সমষ্টি কত?
- ১.১১১১
৪৫. ১.১৬-এর সাধারণ ভগ্নাংশ কোনটি?
- ১ সমস্ত ২৫ এর ৪
৪৬. ৪টি ১ টাকার নোট ও ৮টি ২ টাকার নোট একত্রে ৮টি ৫ টাকার নোটের কত অংশ?
- ১/২
৪৭. পরপর তিনটি সংখ্যার গুনফল ১২০ হলে তাদের যোগফল হবে?
- ১৫

৪৮. Which of the following integers has the most divisors?

- 88

৪৯. ঝঁSuccessive discount of 20% and 15% are equal to a single discount of
- ৩২%

৫০. City B is 5 miles east of city A. City C is 10 miles southeast of city B. Which of the following is the closest to the distance from city A to city G?

- 14 miles

৫১. ‘আবদুল্লাহ উপন্যাসের রচয়িতা কে?
- কাজী ইমদাদুল হক
৫২. বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম-
- দুর্গেশনন্দিনী
৫৩. দক্ষিণ তালপট্টি কোন দ্বীপের মোহনায় অবস্থিত?
- হাড়িয়াভাঙ্গা
৫৪. খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
- রোমে
৫৫. গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়?
- হোসেন শাহ্
৫৬. ডেভিস কাপ কোন খেলায় দেয়া হয়?
- লন টেনিস
৫৭. পৃথিবীতে সবচেয়ে বেশি ধাতু কোনটি?
- লোহা
৫৮. অন্ধদের জন্য লিখনরীতির উদ্ধাবন করেন-
- ব্রেইল
৫৯. পারমাণবিক চুল্লীতে কোন্ মৌল জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়?
- ইউরেনিয়াম-২৩৫
৬০. বৈদ্যুতিক হিটার ও ইস্তিতে কোন ধাতুর তার ব্যবহার করা হয়?
- নাইক্রোম
৬১. বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি?
- ১১টি
৬২. বাংলা সাহিত্যের আদি কবি কে?
- লুইপা
৬৩. ‘তৎসম’ শব্দের ব্যবহার কোন্ রীতিতে বেশি হয়?
- সাধু রীতি
৬৪. বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে?
- রাজা রামমোহন
৬৫. ফররুখ আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি?
- সাত সাগরের মাঝি
৬৬. প্রাচনিতম বাঙ্গালী মুসলমান কবি কে?
- শাহ্ মুহম্মদ সগীর
৬৭. “চাচা কাহিনীর” লেখক কে?
- সৈয়দ মুজতবা আলী
৬৮. মুসলমান নারী জাগরণের কবি-
- বেগম রোকেয়া
৬৯. “শ্রীকৃষ্ণ কীর্ত্তনের” রচয়িতা কে?
- বড়ু চন্ডিদাস
৭০. বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি?
- ফুলমণি ও করুণার বিবরণ
৭১. কবি আলাওলের জন্মস্থান কোনটি?
- চট্টগ্রামের জোব্রা
৭২. ‘অনলপ্রবাহ’ রচনা করেন-
- সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি
৭৩. ‘অগ্নিবীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি?
- প্রলয়োল্লাস
৭৪. বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলন কোন পত্রিকারর অবদান বেশি?
- সবুজপত্র
৭৫. ‘জনৈক’ শব্দটির সন্ধি-বিচ্ছেদ-
- জন+এক
৭৬. বাক্যের তিনটি গুণ কি কি?
- আকাংখা, আসক্তি ও যোগ্যতা
৭৭. ‘একাত্তরের চিঠি”- কোন্ জাতীয় রচনা?
- মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন
৭৮. বাংলা একাডেমী কোন্ বছর প্রতিষ্ঠিত হয়?
- ১৯৫৫ খ্রি:
৭৯. সনেট কবিতার প্রবর্তক কে?
- মাইকেল মধুসূদন দত্ত
৮০. সমাস ভাষাকে কি করে?
- সংক্ষেপ করে
81. I have not heard from him…..
- For a longtime
82. Honey is ——— sweet.
- very
83. Your conduct admits ___ no excuse.
- of
84. He had a _______ headache.
- bad
85. I shall not _________ the examination this.
- sit
86. They travelled to savar __
- on foot
87. He said that he _____ be unable come.
- would
88. Neither Tini not Simi _______ Qualified.
- is
89.He said that he _____ the previous day.
- had come
90. He watched the boat _____ down the river.
- floating
91. `Sky’ is to `bird’ as `water’ is to……
- fish
92`Good’ is to `bad’ as `white’ is to ___
- black
93. `Botany’ is to `plants’ as `Zoology’ is to…..
- animals
94. The bad news struck him like a bolt from the __
- blue
95. When one is `pragmatic’ he is being __
- practical
96. Into the _____ of death rode the six hundred.
- valley
97. To be or not to be, that is the ____
- question
98. I have a _____ that one day this nation will live out the true meaning of its creed that all men are created equal”
- dream
99. Who wrote the two famous novels, `David Copperfield’ and `The Tale of two Cities’?
- Charles Dickons
100. Who wrote the plays, `The Tempest’ and `The Mid summer Night’s Dream’ ?
- William Shaakespeare.
১২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল্টা ফ্লাইট - নিউ ইয়র্ক টু ডেট্রয়ট

লিখেছেন ঢাকার লোক, ১৬ ই মে, ২০২৪ সকাল ৮:২৬

আজই শ্রদ্ধেয় খাইরুল আহসান ভাইয়ের "নিউ ইয়র্কের পথে" পড়তে পড়তে তেমনি এক বিমান যাত্রার কথা মনে পড়লো। সে প্রায় বছর দশ বার আগের ঘটনা। নিউ ইয়র্ক থেকে ডেট্রিয়ট যাবো,... ...বাকিটুকু পড়ুন

ল অব অ্যাট্রাকশন

লিখেছেন সায়েমুজজ্জামান, ১৬ ই মে, ২০২৪ সকাল ৮:৪৫

জ্যাক ক্যান ফিল্ডের ঘটনা দিয়ে লেখাটা শুরু করছি। জ্যাক ক্যানফিল্ড একজন আমেরিকান লেখক ও মোটিভেশনাল স্পিকার। জীবনের প্রথম দিকে তিনি হতাশ হয়ে পড়েছিলেন। আয় রোজগার ছিলনা। ব্যাংক অ্যাকাউন্টে অর্থ ছিলনা।... ...বাকিটুকু পড়ুন

চরফ্যাশন

লিখেছেন এম ডি মুসা, ১৬ ই মে, ২০২৪ সকাল ১০:৫৯



নয়নে তোমারি কিছু দেখিবার চায়,
চলে আসো ভাই এই ঠিকানায়।
ফুলে ফুলে মাঠ সবুজ শ্যামলে বন
চারদিকে নদী আর চরের জীবন।

প্রকৃতির খেলা ফসলের মেলা ভারে
মুগ্ধ হয়েই তুমি ভুলিবে না তারে,
নীল আকাশের প্রজাতি... ...বাকিটুকু পড়ুন

কর কাজ নাহি লাজ

লিখেছেন বাকপ্রবাস, ১৬ ই মে, ২০২৪ দুপুর ১২:৩৪


রাফসান দা ছোট ভাই
ছোট সে আর নাই
গাড়ি বাড়ি কিনে সে হয়ে গেছে ধন্য
অনন্য, সে এখন অনন্য।

হিংসেয় পুড়ে কার?
পুড়েপুড়ে ছারখার
কেন পুড়ে গা জুড়ে
পুড়ে কী জন্য?

নেমে পড় সাধনায়
মিছে মর... ...বাকিটুকু পড়ুন

নতুন গঙ্গা পানি চুক্তি- কখন হবে, গ্যারান্টি ক্লজহীন চুক্তি নবায়ন হবে কিংবা তিস্তার মোট ঝুলে যাবে?

লিখেছেন এক নিরুদ্দেশ পথিক, ১৬ ই মে, ২০২৪ বিকাল ৫:২৬


১৬ মে ঐতিহাসিক ফারাক্কা দিবস। ফারাক্কা বাঁধ শুষ্ক মৌসুমে বাংলাদেশে খরা ও মরুকরণ তীব্র করে, বর্ষায় হঠাৎ বন্যা তৈরি করে কৃষক ও পরিবেশের মরণফাঁদ হয়ে উঠেছে। পানি বঞ্চনা এবং... ...বাকিটুকু পড়ুন

×