somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুক রঙ্গঃ ভালবাসা দিবসে ফেসবুক স্ট্যাটাস তথা একটি স্ট্যাটাসীয় পূর্বাভাস।(হাসার প্রস্তুতি নিয়ে না ঢুকলে কেমনেকি?) :#> =p~ :P

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভ্যালেন্টাইন ডে উপলক্ষে কার ফেসবুক স্ট্যাটাস কেমন হতে পারে? আসুন একটু চেখে নেই। ;) ;) ;) ;)

 নব্য প্রেমে পড়া তরুণঃ তুমি আমার সোনা ময়না পাখি, আমি বেঁচে আছি তোমার কারনেই! তুমি না থাকলে আমিও নাই, Thanks for being my girlfriend(ট্যাগ টু “Princess” হতে পারে অথবা Shown to “Angel /পরী” only)

নব্য প্রেমে পড়া তরুণীঃ উফ, কি যে জাদু করলা! তোমাকে ছাড়া আর কিছু ভাবতে পারিনা। Friends, Life is beautifuuuuuuuuuullllllllllll...... {বিগ ফুল না ফর শিউর}(Shown to Friends or পরিস্থিতি ভেদে Only to Him.)

 কবিঃ
সিঙ্গেল- “ভালবাসা সে তো কিছু নয়, শুধু অর্থহীন যাতনা,
কবি তো বলেই গেছেন, প্রেমের নাম বেদনা।” :((

প্রেমের ভিত্রে- “পারতাম যদি, ভালবাসার এই দিবসে,
মেঘ গুলো এনে দিতাম তোমার আকাশে।
পকেটে টাকা থাকলে ডেট এ যাইতাম,
ফোনে মিছা হাত ভাঙছে বলে কি আর কানতাম?” :((
(খবি মাত্রই খান্না খাটি, ধুর ধুর)

 ছাগুঃ পেরমের মধ্যে বা বাইরে-
আগে আম্রা ভাবছিলাম যে এই বিষয়ে ইসলামে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তুক! যখন আম্রা সাইদি হুজরের মহান বানী শুনলাম তারপরে হুজুর এক এক করে আমাদের সবার স্বপ্নে আসল। বলল, “বাবারে, মাইকে তো আর কইতে দিলনা, আমি কইয়া যাইতে চাইছিলাম, তোমরা পেরেম করবা, পেরেম করা ভাল। আমার মনে দেখনাই কত পেরেম? লইটটা ফিশ নিয়মিত খাবা ও পেরেম করবা। ফোনসেক্স একটা হেলদি বিষয় আর মনে রাখপা, টেবিল ও পান খুব ভাল জিনিশ। আমার দোয়া চাইলে তোমরা পেমের করবা”

তাই আম্রা এখন বিষয়টা নিয়ে ভাবতেছি ও চেষ্টা চালাইতেছি। :| :| :| :|

 রাজনীতিবিদঃ (যদিও এনাদেরকে প্রেমে বা বিরহে কোনটিতেই এই দেশে খুঁজে পাওয়া কঠিন এবং উনারা বিয়েতে বিশ্বাসী, তবু সাহারা খাতুন এর মত কাউকে ধরে নিলাম)

(বিরোধীদলের রাজনৈতিক) প্রেমে- দেশের এই সঙ্কটময় পরিস্থিতিতে এমন একটি দিন দেয় দু’দণ্ড স্বস্তির পরশ। রাজপথে কপোত-কপোতীর হাতে-হাত কাঁধে-কাঁধ মিলিয়ে চলতে দেখে মনে হয় দেশে শেষ পর্যন্ত একটি সঠিক জোট গড়ে উঠেছে!

(বিরোধীদলের রাজনীতিবিদ) পাত্তা দেয়না কেউ- মুল্যস্ফীতির অভিশাপে যুবসমাজ যে বিধ্বস্ত হবার পথে বিষয়টি কি কেউ দেখবেনা? তারা আজ একটি প্রেম চালানোর সামর্থ্য হারিয়ে ফেলেছে! অন্যদিকে তরুণী নেত্রীকে জেলে ভরে রাখা হয়েছে। কাল অর্ধদিবস হরতাল, গাড়ি গ্যারেজে রাখবেন।

(সরকারী রাজনীতিবিদ) প্রেমে- ভালবাসা দিবস এই দেশে অনেক উদ্দীপনার সাথে পালন করা হচ্ছে। আমাদের নেত্রী বেগম অমুক এই বিষয়ে উৎসাহ দিয়ে বলেছেন সায়ারা খাতুন না পারলে কি? আমাদের ছেলে মেয়েরা অবশ্যই পারবে! (শেষে ভিক্টরি সাইন হিসেবে V থাকবে, তাই বলে আবার ওনাকে ভারজিন ভাবাটা ঠিক হবেনা)
(সরকারী রাজনীতিবিদ) বিরহেঃ ভালবাসা দিবস! (ফোঁস!) হ্যাঁ পদ্মা সেতু আমরাই করে যাবো, যেভাবেই হোক, আর এতে যদি ভালবাসা দিবসের মত অর্থহীন দু’একটা দিবস বাদও দিতে হয়, এতে দাতা দেশগুলো কিছু মনে করবে বলে মনে হয়না। আবুল সাহেব দেশ প্রেমিক মানুষ, আবুল(২) অনেক বুদ্ধিমান মানুষ, একটা উপায় হবেই। আর হ্যাঁ, কি যেন বলছিলাম? ভালবাসা দিবস? সব যুদ্ধপরাধিদের বাঁচানোর কৌশল, এসব পশ্চিমা দিবশ-টিবশ দিয়ে রাজাকারদের বাঁচানো যাবেনা। B:-/ B:-/

 ডাক্তার আইজুদ্দিন(আমার চেনা জানা ডাক্তার এই একপিসই)
প্রেমে- জীবনটা ঠিক ওপেন হার্ট সার্জারির মত, তুমি আছ বলে প্রতিটি মুহূর্তে একটি টেনশন! কি হয়, কি হয়! তবে শুধুমাত্র এই এক অপারেশনেই আমি টাকা পয়সা না নিয়েও খুশি আছি।

বিরহে- তুমি চলে গিয়েছ, স্টেথস্কোপ ছাড়াই তোমার হৃদস্পন্দন এখনও শূনতে পাই। তুমি আমায় ছেড়ে গেছ, ঠিক যেমন আমার হাসপাতালে ভর্তি হওয়া প্রায় রোগীর শরীর থেকে জানটা বের হয়ে যায়। B:-) B:-) B:-)

 বিবিএ/এমবিএ/সিএ/এসিসিএ, আইবিএ, ছিএমএ ইত্যাদিঃ
প্রেমেঃ বাজেট তৈরি করে ফেলেছি। অবশেষে ফাইনাল একাউনট মিলিয়ে অবচয় দেখিয়ে পকেট ভরলাম ও নিজেকে বুঝ দিলাম। বাবার তহবিল তসরুপ করার বিষয়ে ভেবেছিলাম, তবে এটি ব্যাবসায়িক নৈতিকতার সাথে স্লাইটলি সাংঘর্ষিক বলে নেগেটিভ ডিসিশন মেকিং এর মধ্যেই থাকলাম। তবে আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে ভয়ে রয়েছি, সুদূরপ্রসারী পরিকল্পনা করে এখনই উদ্যোগ নেওয়া কতটা উচিৎ হবে বিষয়টি নিয়ে কোন একটি কন্সালটিং মিটিং দরকার, বন্ধুর সাথে। মেয়ে লিখবে, কনফিডেন্স ও প্রেজেন্টেশনটা ঠিক রাখতে হবে।

বিরহেঃ এল.এইচ.হ্যানি ও এম. এন. মিশ্রা বলেছেন, (নিজের মত করে)“ ভালবাসা সবসময়ই ব্যাবসা বান্ধব পরিবেশ তৈরিতে নেগেটিভ প্রভাব রাখে, কর্মচারী ও শ্রমিকদের কাজের প্রোডাক্টিভিটি নেমে যায় ............ব্লা ব্লা ব্লা।”

 ইঞ্জিনিয়ার(বুয়েট নাও হতে পারে)
প্রেমেঃ কলকব্জার টুংটাং এর মতই মধুর তোমার নুপুরের শব্দ। যখনই আমার কর্ণপটে ৯০ ডিগ্রি কৌণিক এসে ধাক্কা দেয় এর ভাল লাগা কোন এককে পরিমাপ করতে পারিনি। তবে একবার চেষ্টা করেছিলাম, অনেকক্ষন গভীর পর্যবেক্ষণ ও গননার পড়ে e=mc^2 সূত্র ধরে পাই .................. (forget it)
“অনেকক্ষণ পরে, দেখেছ, আমি তোমাকে কত ভালবাসি? প্রমান হয়ে গেল তো???” মেয়েটি ছেলের বেসুরো গলার আওয়াজ একই সূত্রে প্রমান করে দিতে পারে।

ছ্যাঁকা খাওয়া ইঞ্জিনিয়ারঃ আজ ভালবাসা দিবসে একটি দারুন খবর দিতে চাই, বাস্তবের চেয়েও অনেক বেশী ভাল সুবিধা সম্পন্ন একটি মেয়ে রোবট এর ডিজাইন প্রায় শেষ করে এনেছি! মেয়েটি ছেলে রোবটের কথা লিখতে পারে।

(এইখানে নিয়া যাব, তাও হ্যাঁ কও পিলিজ সোনা) :P :P

 অর্থনীতিবিদঃ
প্রেমে- ভালবাসা দিবসে চাহিদা ও যোগানে যে হঠাৎ তারতম্য দেখা দেয় বিষয়টি কিন্তু খারাপ নয়। কারন এতো এতো কার্ড, ফুচকা-চটপটি ও গিফট সামগ্রী বিক্রি হবার কারনে গিফট শপগুলো তাদের যে বানিজ্য ঘাটতি সেটি পুষিয়ে উঠতে পারে।

বিরহেঃ প্রথমত এইরকম দিবসগুলো হল অর্থের অপচয়। এছাড়াও প্রেমিকের পকেটের যোগানের বিপরীতে প্রেমিকার যে অসম্ভব চাহিদা, একটি সমৃদ্ধ অর্থনীতি গঠনে এটি একটি বিশাল প্রতিবন্ধকতা। তাই আমি “ভালবাসা দিবস ও অর্থনীতির উপরে এর ক্ষতিকর প্রভাব” শীর্ষক গোল টেবিল বৈঠক আয়োজন করতে যাচ্ছি। ১৪ই ফেব্রুয়ারি বিকেল ৪ টা।

একটি সতর্কবার্তা, আইজ যতই দৌড়ানি দেন মাইয়াগো, ভুইলা যাইয়েন না, ১৪ নভেম্বর কিন্তু সামনে। B:-) B:-) B:-)

যদিও ফেবুতে ঘুড্ডির পাইলট, বোকা ডাকু ও রিমন রনবির ভাই সহ মিটিংয়ে একটি সমাধান প্রস্তাবনা এসেছিল, ১৮+ পোস্ট নয় জন্যে আর কইলাম না!
___________________________________________________
"আজকাল আমারও ফেরেমে ফরতে ইচ্ছা করে, কি যে করি, সারাদিন চাপ চাপ ব্যাথা অনুভব হয়। আমার খুব লইজ্জা লইজ্জা লাগে, এইকারনে কিছু কইতে পারছিনা কাউরে। আপনারা ফেরেম করুইন, পাবলিকলি বেশীকিছু কইরেন না, সিঙ্গেল পুলাপাইনদের খ্রাপ লাগেনা বলেন দেখি???"



আর বন্ধুগন, ইনি হচ্ছেন মডেল ঊর্মিলা, :!> :!> যাতা মার্কা একটা ক্রাশ খাইছি, কেমনে কি করব বুঝিনা, চাপ চাপ ব্যাথার জন্যে ইনিই দায়ী, এত্ত কিউট কেন হয় বলেন তো!? তুমি মডেল বলে কি তোমাকে আমি পাবনা সুইটি? মনে রাকপা আরিপ খানও কিন্তু মডেল! :(( :((
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩
১৪টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যারিস্টার সুমন দায়মুক্ত , চু্ন্নু সাহেব কি করবনে ?

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৮ ই মে, ২০২৪ সন্ধ্যা ৭:২৭


দেশে প্রথম কোন সংসদ সদস্য তার বরাদ্ধের ব্যাপারে Facebook এ পোষ্ট দিয়ে জানিয়ে থাকেন তিনি কি পেলেন এবং কোথায় সে টাকা খরচ করা হবে বা হচ্ছে মানুষ এসব বিষয়... ...বাকিটুকু পড়ুন

মায়ের নতুন বাড়ি

লিখেছেন সাদা মনের মানুষ, ০৮ ই মে, ২০২৪ রাত ৯:২২

নতুন বাড়িতে উঠেছি অল্প ক'দিন হলো। কিছু ইন্টরিয়রের কাজ করায় বাড়ির কাজ আর শেষই হচ্ছিল না। টাকার ঘাটতি থাকলে যা হয় আরকি। বউয়ের পিড়াপিড়িতে কিছু কাজ অসমাপ্ত থাকার পরও পুরান... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। শিল্পী রবীন্দ্রনাথ ঠাকুর

লিখেছেন শাহ আজিজ, ০৮ ই মে, ২০২৪ রাত ৯:৩৮










চিত্রকলার কোন প্রথাগত শিক্ষা ছিলনা রবীন্দ্রনাথ ঠাকুরের। ছোট বেলায় যেটুকু শিখেছিলেন গৃ্হশিক্ষকের কাছে আর পাঁচজন শিশু যেমন শেখে। সে ভাবে আঁকতেও চাননি কোন দিন। চাননি নিজে আর্টিস্ট... ...বাকিটুকু পড়ুন

জাহান্নামের শাস্তির তীব্রতা বনাম ইসলামের বিবিধ ক্ষেত্রে অমুসলিম উপস্থাপিত বিবিধ দোষ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৮ ই মে, ২০২৪ রাত ১০:৫৪



জাহান্নামের শাস্তির তীব্রতার বিবেচনায় মুমিন ইসলামের বিবিধ ক্ষেত্রে অমুসলিম উপস্থাপিত দোষারোপ আমলে নেয় না। আমার ইসলাম সংক্রান্ত পোষ্ট সমূহে অমুসলিমগণ ইসলামের বিবিধ ক্ষেত্রে বিবিধ দোষের কথা উপস্থাপন করে।... ...বাকিটুকু পড়ুন

শ্রান্ত নিথর দেহে প্রশান্তির আখ্যান..... (উৎসর্গঃ বয়োজ্যেষ্ঠ ব্লগারদের)

লিখেছেন স্বপ্নবাজ সৌরভ, ০৯ ই মে, ২০২৪ রাত ১:৪২



কদিন আমিও হাঁপাতে হাঁপাতে
কুকুরের মত জিহবা বের করে বসবো
শুকনো পুকুর ধারের পাতাঝরা জামগাছের নিচে
সুশীতলতা আর পানির আশায়।

একদিন অদ্ভুত নিয়মের ফাঁদে নেতিয়ে পড়বে
আমার শ্রান্ত শরীর , ধীরে... ...বাকিটুকু পড়ুন

×