somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তসলিমার শক্র-মিত্র

১৩ ই জুলাই, ২০০৯ দুপুর ২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কলকাতার আনন্দবাজার পত্রিকায় ১০ জুলাই ‘ভারতে ঠাঁই নেই, দেশে ফিরতেই আর্জি তসলিমার’ শিরোনামে প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তসলিমা নাসরিন। আমাদের সময়ে প্রকাশিত সংবাদ ভাষ্যে, নিউইয়র্কে বার্তা সংস্থা এনাকে তিনি বলেছেন, বাংলাদেশের মৌলবাদিরা নয়, সে সময়ের বিএনপি সরকারের চাপেই তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। মৌলবাদিরা কখনোই তার শত্র“ ছিল না। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তদানিন্তন বিএনপি সরকার তাকে দেশ ত্যাগে বাধ্য করেছে। তার কথা এক অর্থে সত্য; কিন্তু তসলিমা নাসরিনের একটি বিষয় উপলব্ধি করা দরকার যে, বিএনপি সরকার নীতিগতভাবে কাদের ধ্যান-ধারণা সরকার পরিচালনায় ব্যবহার করেছিল? মৌলবাদিদের প্রশ্রয় কারা দিয়েছিল? মৌলবাদী বনাম তসলিমা নাসরিন ছিল তখনকার সময়ের একটি উল্লেখযোগ্য আন্দোলন। মুক্তচিন্তার মানুষমাত্রই বিশ্বাস করেন যে, তসলিমা ছিলেন মৌলবাদিদের জন্য দুঃস্বপ্ন। কারা তাকে দগ্ধ করেছে, শারীরিকভাবে লাঞ্ছিত করেছে, কর্তনের জন্য তার মস্তক নির্বাচিত করেছে এমনকি ঢাকায় বিষাক্ত সাপ ছেড়ে দেবার হুমকী দিয়েছে। এবং এরই এক পর্যায়ে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়ে প্রায় ১৫ বছর নির্বাসিত জীবন কাটাচ্ছেন। তিনি প্রবাসে বিভিন্ন সেমিনারে মৌলবাদের বিরুদ্ধেই তার অবস্থান পুণঃব্যক্ত করেছেন মর্মে পত্রিকান্তরে প্রকাশিত হয়েছে। মুক্ত চিন্তার মানুষ মাত্রই আজও বলতে পছন্দ করেন, মৌলবাদী সন্ত্রাসীরা ক্রসফায়ারের চেয়েও তসলিমাকে বেশি ভয় পান। যিনি নারী স্বাধীনতার পে আজও অনড়; তার কলম নিসৃত দুঃসাহসী শব্দাবলী কারা স্তব্ধ করে দিতে চায় তাকি তিনি জানেন না? জীবনবাজী রেখে অনেকটাই একাকিত্বে লড়েই চলেছেন ধর্মান্ধ অপশক্তির বিপÑে এটি কারো অজানা নয়। দুঃখের বিষয় হলেও সত্য যে, বাংলাদেশের সর্বোচ্চ গণতান্ত্রিক আবহে এ মুহূর্তে তিনিই একমাত্র স্বদেশি যিনি জন্মভূমিতেও স্বাধীন বসবাসে অধিকারহীন। তসলিমা কী ভুলে গেছেন মৌলবাদ ও ধর্মান্ধদের বিরুদ্ধে লেখালেখির জন্য তারা ১৯৯২ সালে হত্যার জন্য একটি কমিটিও গঠন করে। ১৯৯৩ সালের একুশে বই মেলায় তিনি শাররিকভাবে আক্রান্তেরও শিকার হন। এই গোষ্ঠিই তো ফতোয়া দিয়ে তার মস্তক কর্তনে পুরস্কারও ঘোষণা করে। এটি সত্য যে, তৎকালীন সরকার তার বিরুদ্ধে জামিনহীন পরোয়ানা জারি করে। কিন্তু অবশ্যই তা সেই মৌলবাদি গোষ্ঠির প্ররোচণায়। এরই প্রেেিত তিনি ১৯৯৪ সালে দেশত্যাগে বাধ্য হয়ে নির্বাসিত হন। দীর্ঘ দশ বছর পশ্চিম ইউরোপ এবং দণি আমেরিকায় নির্বাসিত-নিঃসঙ্গ জীবন শেষে ২০০৪ সালে কোলকাতায় ফিরে আসেন। নির্বাসিত হয়েও তিনি কি তার মুক্তচিন্তা ও মৌলবাদের বিরুদ্ধে লেখায় পিছপা হয়েছেন? তিনিই তো ইউরোপিয়ান পার্লামেন্ট, ফ্রান্স ন্যাশানাল অ্যাসেমব্লি, বেলজিয়াম পার্লামেন্ট, ইউনেস্কোসহ বিশ্বের বহু গুরুত্বপূর্ণ সভায় তার চিন্তা-চেতনা ও মুক্ত চিন্তক লেখার পে জোরালো বক্তব্য রাখেন। নরওয়ে, সুইডিস, ইটালি, আইসল্যান্ড, অস্ট্রেলিয়াসহ বহুদেশে আয়োজিত সেমিনারে বহু প্রবন্ধ উপস্থাপন করেছেন দু দুবার আনন্দ পুরস্কারপ্রাপ্ত তসলিমা নাসরিন। তার লেখা ২০টি ভাষায় অনুদিত হয়েছে। মুক্ত চেতনার প্রতীক তসলিমা নাসরিনের আত্মজীবনীর আখ্যান ‘আমার মেয়েবেলা’ ২০০২ সালে ইংরেজিতে অনুবাদ হয়। এটি ওয়াশিংটন পোস্ট, লস এজ্ঞেলস টাইমস্য়ে গুরুত্বসহকারে ছাপা হয়। এবং গ্রন্থটি শ্রেষ্ট পুরস্কারের জন্য নির্বাচিত হয়। তিনি কী ভুলে গেছেন নিষিদ্ধ গ্রন্থের তালিকায় সম্ভবত তার গ্রন্থই সর্বোচ্চ। ১৯৯৩ সালে ‘লজ্জা’, ১৯৯৯ সালে ‘আমার মেয়েবেলা’র প্রথম খণ্ড, ২০০২ সালে ‘উতল হাওয়া’র দ্বিতীয় খণ্ড, ২০০৩ সালে ‘ক’, ২০০৩ সালে ভারত সরকার কর্তৃক ‘দ্বিখণ্ডিত’ (কোলকাতা মহিলা সমিতির মামলায় ২০০৫ সালে নিষিদ্ধাদেশ প্রত্যাহার) নিষিদ্ধ করা হয়। ২০০৭ সালের আগষ্টের ৯ তারিখে ‘রিভেনজ’ গ্রন্থের প্রকাশনা উৎসবে তিনিই তো হায়দ্রাবাদে মুসলিম মৌলবাদিদের দ্বারা আক্রান্ত হনÑ এসব মৌলবাদিরা কারা সেটি কি তিনি অনুধাবন করতে পারেন না? ভারত সরকার তাকে দিল্লীতে গৃহবন্দী করে। এ সময় মহেশ্বেতা দেবী, অরুন্ধুতি রায়সহ অনেকেই তসলিমার পে তাদের দৃঢ় অবস্থান ব্যক্ত করেনÑ তারাও কিন্তু মৌলবাদের বিরুদ্ধে বারবার কথা বলেন, লেখেন। দীর্ঘ ৮ মাস গৃহবন্দি থাকার পর ২০০৮ সালের ১৯ মার্চ তিনি যুক্তরাষ্ট্র যান। বাংলাদেশের মতো ভারতেও তসলিমা নাসরিন তার নারীবাদী দৃষ্টিভঙ্গির জন্য আলোচিত হন। আর নারীবাদকে কী মৌলবাদিরা কখনও প্রশ্রয় দিতে চায়? সুইডিস গায়কের কণ্ঠে বারবার ধ্বণিত হয়েছে ‘গডেস ইন ইউ তসলিমা’। ফ্রান্সের বিখ্যাত ব্যান্ড জেবডা ‘ডোন্ট ওরি তসলিমা’ গানে তাকে মানুষিকভাবে শক্তি যুগিয়েছেন। তসলিমার কবিতার কম্পোজিশনে স্যাকসোফনিস্ট জাজ সপরানো ‘দ্যা ক্রাই’ প্রদর্শন করে ইউরোপ ও আমেরিকায়। মানবতাবাদের নির্দশনে তসলিমা নাসরিন মরণোত্তর শরীর দান করেছেন কোলকাতার ‘গানা দর্পন’ নামের একটি প্রতিষ্ঠানকেÑ এটিও কী মৌলবাদিরা কখনই ভালো চোখে দেখেছেন? সামাজিকভাবে অগ্রসর তসলিমা তার মা ইদুলআরা’র নামে ময়মনসিংহের গবীর মেধাবী ছাত্র-ছাত্রিদের জন্য (৫০ হাজার-১ ল) বৃত্তি প্রচলন করেন। ইউরোপিয়ান পার্লমেন্ট পদক (১৯৯৪), হিউম্যান রাইট পুরস্কার (১৯৯৪), আনন্দ পরস্কার (১৯৯২, ২০০০), ইউনেস্কো পুরস্কার (২০০৪) সহ প্রায় ত্রিশটি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। কিন্তু স্বদেশ তাকে কী পুরস্কার দিয়েছে? ৪৬ বছর জীবনে ১৫ বছরই নির্বাসিত জীবন তার। প্রিয় জন্মভূমি ছেড়ে দেশের বাইরে রক্তাক্ত হচ্ছেন প্রতিনিয়ত। তাকে বুঝতে হবে ফতোয়া মৌলবাদ-জঙ্গীবাদ বিরোধি আওয়ামীলীগ নের্তৃত্বাধীন সরকার যখন মতায়; যখন নারীর কল্যাণে পাশ হচ্ছে একের পর এক সুবিধান, তখনই নারীর অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ উচ্চকিত তসলিমা নাসরিনের স্বদেশে ফেরায় কোন বাধা থাকতে পারে না। বাধা যদি থাকে তা-ও ঐ মৌলবাদিদের কারণে। কারণ সরকার কখনই চান না এই মুক্তচিন্তার লেখিকার জীবনের ওপর কোন বিপর্যয় নেমে আসুক। নীতিগত দিক থেকে তসলিমার সঙ্গে শেখ হাসিনার আন্দোলনের তো কোন পার্থক্য নেই! তবে তার দেশে ফেরার আবেদনে সায় দিতে মৌলবাদ বিরোধি সরকারের বাধা হয়তো একটাই এবং তাকে মৌলবাদিদের থাবা থেকে নিরাপত্তা বিধান করা। এবং তা একমাত্র তসলিমার সাহসের কাছে পরাজিত হবে এবং হবেই।
[ংশহধুৎঁষ@ফযধশধ.হবঃ]




সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০০৯ দুপুর ২:২৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাহ সাহেবের ডায়রি ।। শেষ মুহূর্তে রাইসির হেলিকপ্টারে কী ঘটেছিল

লিখেছেন শাহ আজিজ, ২২ শে মে, ২০২৪ রাত ৯:৩২

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার আগে কী ঘটেছিল, সে সম্পর্কে এখন পর্যন্ত খুব কমই জানা গেছে। এবার এ ঘটনার আরও কিছু তথ্য সামনে এনেছেন ইরানের প্রেসিডেন্টের চিফ... ...বাকিটুকু পড়ুন

ছেলেবেলার বন্ধু ও ব্যবসায়িক পার্টনারই মেরেছে এমপি আনারকে।

লিখেছেন ...নিপুণ কথন..., ২২ শে মে, ২০২৪ রাত ১০:৪৮


ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিল তারই ছোটবেলার বন্ধু ও ব্যবসায়িক পার্টনার আক্তারুজ্জামান শাহীন!

এই হত্যার পরিকল্পনা করে তা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল আরেক... ...বাকিটুকু পড়ুন

আজকের কিছু উল্টা পালটা চিন্তা !

লিখেছেন সাহাদাত উদরাজী, ২২ শে মে, ২০২৪ রাত ১১:১০

১।
কলকাতা গিয়ে টুকরা টুকরা হল আমাদের এক সন্ত্রাসী এমপি, কলকাতা বলা চলে তার ২য় বাড়ি, জীবনে কতবার গিয়েছেন তার হিসাব কেহ বের করতে পারবে বলে মনে করি না, কলকাতার অলিগলি... ...বাকিটুকু পড়ুন

মাটির কাছে যেতেই..

লিখেছেন নতুন নকিব, ২৩ শে মে, ২০২৪ সকাল ৮:৫৬

মাটির কাছে
যেতেই..


ছবি কৃতজ্ঞতাঃ https://pixabay.com/

ঠিক যেন
খা খা রোদ্দুর চারদিকে
চৈত্রের দাবদাহ দাবানলে
জ্বলে জ্বলে অঙ্গার ছাই ভস্ম
গোটা প্রান্তর
বন্ধ স্তব্ধ
পাখিদের আনাগোনাও

স্বপ্নবোনা মন আজ
উদাস মরুভূমি
মরা নদীর মত
স্রোতহীন নিস্তেজ-
আজ আর স্বপ্ন... ...বাকিটুকু পড়ুন

পর্ণআসক্ত সেকুলার ঢাবি অধ্যাপকের কি আর হিজাব পছন্দ হবে!

লিখেছেন প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, ২৩ শে মে, ২০২৪ দুপুর ২:২৭



ইন্দোনেশিয়ায় জাকার্তায় অনুষ্ঠিত একটা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছে বাংলাদেশি নারীদের একটা রোবোটিক্স টিম। এই খবর শেয়ার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপিকা। সেখানে কমেন্ট করে বসেছেন একই বিশ্ববিদ্যালয়ের আরেকজন... ...বাকিটুকু পড়ুন

×