somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওস্তাদ আলী আকবর খাঁন: তুমি পার জাগাতে ...

২০ শে জুন, ২০০৯ সকাল ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ওস্তাদ আলী আকবর খাঁন।

আজ সকালে শুনলাম যে তিনি গতকাল চলে গেছেন।
ওস্তাদ আলী আকবর খাঁন।
কত কথা যে মনে পড়ছে ...



সেই ১৯৯৮/৯৯ সালের কথা।
আমার এক ছোট ভাই, সালাউদ্দীন শান্তুনু, পন্ডিত শিবকুমার শর্মার কাছে সন্তুর শিখত। প্রায়ই ইন্ডিয়া যেত।
তো, একবার আমি সালাউদ্দীন শান্তুনুকে বললাম যে-আমি আলী আকবর খাঁ সাহেবকেই উপমহাদেশের জীবিত শ্রেষ্ট ধ্রুপদী শিল্পী মনে করি- পন্ডিত শিবকুমার শর্মার ও তাইই মনে করেন কিনা সম্ভব হলে সুকৌশলে জেনে নিও।
সালাউদ্দীন কয়েক মাস পর বোম্বে থেকে ফিরে এলো। বলল, হ্যাঁ, পন্ডিতজীও আলী আকবর খাঁ সাহেবকেই উপমহাদেশের জীবিত শ্রেষ্ট ধ্রুপদী শিল্পী মনে করেন।



ওস্তাদ আলী আকবর খাঁন আমাকে আমার ২১ বয়স বয়েসে
ভীষনই এলোমেলো করে দিয়েছিলেন। আমার তৎকালীন বিশ্বাসের ভিতটি
একেবারেই ধ্বসিয়ে দিয়েছিলেন ...আমাকে ভীষনই অস্বস্তির ভিতর ফেলে দিয়েছিলেন
উপমহাদেশের জীবিত শ্রেষ্ট ধ্রুপদী শিল্পীটি। এই অস্বস্তি আমি এখনও বয়ে বেড়াচ্ছি।
অর্থহীন ও অযৌক্তিক বলে যা কোনওদিনই মেনে নিতে পারি নি
সেই ঈশ্বরের প্রতি আমাকে আমার ২১ বছর বয়েসে ওস্তাদ আলী আকবর খাঁন
তাঁর বাজনার মাধ্যমে দারুণ কৌতূহলী করে তুলতে পেরেছিলেন ।



সম্ভবত
মানুষের মস্তিস্কের ভিতরের
কোনও গুপ্তস্থানে থাকে ঐশ্বরিক অনুভূতি-কোষ।
সুপ্ত থাকে; সহজে যা জাগ্রত হয় না, তবে পরম মুহূর্তে জেগে উঠতে পারে।
আমার জীবন ও আমার জীবনের যা সকল বিস্ময়কর ঘটনা-সেসবের কারণ নির্ণয়ে আমি সক্ষম
বলেই ঐশ্বরিক অনুভূতি কোষ আমার মস্তিকের ভিতরে কখনও জাগে নাই।



মনোরম এ সবুজাভ ব-দ্বীপে জন্মলাভের সুফল হিসেবে
মা ও অন্যান্য নারী-তাদের কবোষ্ণ স্নেহপ্রেম
রোদ,
রাত, তার গভীরতা
একটি চড়ূই পাখির খুঁটিনাটি সৌন্দর্র্য ও বিস্ময়-
তারপর, শৈশবেই মেঘনানদীর মোহনামূখী বিস্তার দর্শন
জীবনে প্রথম সমুদ্র দেখার অনুভূতি
কিংবা
কিতাবের সুরেলা শোলোক
কিংবা
রহস্যময় আষাঢ় শ্রাবণের আলোআধাঁরি -তাদের শব্দময় বৃষ্টিপাত,
আশ্বিনের ভোর কিংবা
কুয়াশা লিপ্ত কার্তিকের ঘোর সন্ধ্যা ...ইত্যাদি
সিগারেট ও নেশা করার উন্মাতাল দিনগুলিতেও আমার
ঐশ্বরিক অনুভূতি জাগ্রত হয় নাই ...
কেবল; .....................................কেবল .............

আমার ২১ বছর বয়সে
আলী আকবর খানের মহিমাময় সরোদে
রাগ যোগিয়া কালেংগ্রা শোনার সময়-
আমার আজও মনে আছে
হে, ঈশ্বর আমি কেঁপে উঠেছিলাম
হ্যাঁ, আমি ...কী আশ্চর্য! ...আমি আমার ভিতরে প্রবল এক
ঐশ্বরিক অনুভূতি টের পেয়ে শিউরে উঠেছিলাম।
আশ্চর্য! যে ঈশ্বরের অস্তিত্ব আমি অর্থহীন ও অযৌক্তিক মনে করতাম।
এবং আজও করি।
অথচ, কেবল; আলী আকবর খানের মহিমাময় সরোদে
রাগ যোগিয়া কালেংগ্রা শোনার সময়
ঐশ্বরিক অনুভূতিটি আমার মথ্যে বলে মনে হয় নি।
আজও হয় না। আমার সিডি প্লেয়ারে রাগ যোগিয়া কালেংগ্রা বাজার সময়
মনে হয় জীবন অর্থহীন নয়, জীবনের মানে আছেন, ঈশ্বর পরম যত্নভরে জীবন সাজিয়েছেন ...
এবং মানবরুপে জন্ম লয়ে আমার জীবন সার্থক। সার্থক ও পরিপূর্ন।
এ বোধ তীব্র সূখকর যৌনানুভূতিরর চেয়েও সাবলাইম
সাবলাইম এবং গভীর
এই অনুভূতিতে যৌন-পরবর্তী কোনও অতৃপ্তি বা গ্লানিবোধ নেই ...
এবং
এভাবেই আমাকে ভীষন অস্বস্তিতে ফেলে দিয়েছেন
উপমহাদেশের শ্রেষ্ট ধ্রুপদী শিল্পী ওস্তাদ আলী আকবর খাঁন ...
যেহেতু আমি বিশ্বাস করি ঈশ্বরের অস্তিত্ব অলীক ও অপ্রয়োজনীয় ...



তখন বলেছি
সম্ভবত
মানুষের মস্তিস্কের ভিতরের
কোনও গুপ্তস্থানে থাকে ঐশ্বরিক অনুভূতি-কোষ।
সুপ্ত থাকে; সহজে যা জাগ্রত হয় না, তবে পরম মুহূর্তে জেগে উঠতে পারে।

প্রশ্ন এই-কে পারে জাগাতে?
আমি তো একজনের নামই জানি ...
গতকাল তিনি চলে গেছেন।

পুনশ্চ: যোগিয়া ও কালেংগ্রা দুটি পৃথক রাগ; আলী আকবর খাঁন অতি সুকৌশলে বুনেছেন। রাগটির লিঙ্ক এখনই দিতে পারলাম না বলে আন্তরিক দুঃখিত।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০০৯ দুপুর ১:৩৭
১৮টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শৈল্পিক চুরি

লিখেছেন শেরজা তপন, ০১ লা জুন, ২০২৪ সকাল ১১:৫৭


হুদিন ধরে ভেবেও বিষয়টা নিয়ে লিখব লিখব করে লিখা হচ্ছে না ভয়ে কিংবা সঙ্কোচে!
কিসের ভয়? নারীবাদী ব্লগারদের ভয়।
আর কিসের সঙ্কোচ? পাছে আমার এই রচনাটা গৃহিনী রমনীদের খাটো... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। কোথায় বেনজির ????????

লিখেছেন শাহ আজিজ, ০১ লা জুন, ২০২৪ দুপুর ১২:০৫




গত ৪ মে সপরিবারে সিঙ্গাপুরের উদ্দেশে পাড়ি দিয়েছেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ। সঙ্গে আছেন তার স্ত্রী ও তিন মেয়ে। গত ২৬ মে তার পরিবারের সকল স্থাবর সম্পদ... ...বাকিটুকু পড়ুন

‘নির্ঝর ও একটি হলুদ গোলাপ’ এর রিভিউ বা পাঠ প্রতিক্রিয়া

লিখেছেন নীল আকাশ, ০১ লা জুন, ২০২৪ দুপুর ১:৫৭



বেশ কিছুদিন ধরে একটানা থ্রিলার, হরর এবং নন ফিকশন জনরার বেশ কিছু বই পড়ার পরে হুট করেই এই বইটা পড়তে বসলাম। আব্দুস সাত্তার সজীব ভাইয়ের 'BOOKAHOLICS TIMES' থেকে এই বইটা... ...বাকিটুকু পড়ুন

ব্লগে বিতর্ক করার চেয়ে আড্ডা দেয়া উত্তম

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা জুন, ২০২৪ রাত ১১:২৬

আসলে ব্লগে রাজনৈতিক, ধর্মীয় ইত্যাদি বিতর্কের চেয়ে স্রেফ আড্ডা দেয়া উত্তম। আড্ডার কারণে ব্লগারদের সাথে ব্লগারদের সৌহার্দ তৈরি হয়। সম্পর্ক সহজ না হলে আপনি আপনার মতবাদ কাউকে গেলাতে পারবেন... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রাণ ফিরে এসেছে!

লিখেছেন সোনাগাজী, ০১ লা জুন, ২০২৪ রাত ১১:৩৪



ভেবেছিলাম রাজিবের অনুপস্হিতিতে সামু রক্তহীনতায় ভুগবে; যাক, ব্লগে অনেকের লেখা আসছে, ভালো ও ইন্টারেষ্টিং বিষয়ের উপর লেখা আসছে; পড়ে আনন্দ পাচ্ছি!

সবার আগে ব্লগার নীল আকাশকে ধন্যবাদ... ...বাকিটুকু পড়ুন

×