somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয় ব্যান্ড 'মনোসরণী' : They r calling their creations "MUSICAL POETRY"

১৭ ই জুন, ২০০৯ বিকাল ৪:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজও আমি বাংলা ব্যান্ড সংগীতের ভক্ত। তবে আমার পছন্দের বাংলা ব্যান্ডের তালিকা কখণোই খুব বেশী দীর্ঘ হয়নি। হতে পারে আমি অনেক কম শুনি, বা শুনছি। আমার পছন্দের বাংলা ব্যান্ডের তালিকায় আছে মহিনের ঘোড়া গুলি, শিরোনামহীন, ফিলিংস (নগর বাউলের অতীত ভার্সন), বাংলা, আর্টসেল, দলছুট- এই সব আরকি। তবে এদের অবস্থান মাঝে মাঝেই পরিবর্তিত হয়। বর্তমানে মানে এই মুহুর্তে আমার পছন্দের বাংলা ব্যান্ডের তালিকায় এক নম্বরে অবস্থান যে দলটির তার নাম 'মনোসরণী'। অনেকেই হয়ত তাদের গানের সাথে পরিচিত। আবার অনেকে নন। ইতিমধ্যে 'বন্ধুতা' নামক এক মিক্সড এ্যালবামে বের হয়েছে তাদের একটি গান। "জলে আগুন" শিরোনামের ঐ গানটি আমার প্রিয় একটি গান, যা আরও অনেকের ভালো লেগেছে বলেই। তবে আরও যে কত বারুদ তাদের ভান্ডারে জমে আছে তা শুধু 'মনোসরণী' কাছের মানুষ গুলোই জানে। এই ব্যান্ডটির কাজ দেখে-শুনে আমার ব্যক্তিগত উপলব্ধি- তারা এই সময়ের/জেনারেশনের অগ্রসর অথচ নিভৃতচারী পথিক। যারা নিজেদের মত করে একটা নতুন পথ নির্মাণ করছে। পথ প্রদর্শক রুপেই তৈরী করছে নিজেদের । তাদের প্রথম একক এ্যালবাম এর জন্য আমাদের খুব একটা অপেক্ষা করতে হবেনা আশা করি। অবশ্য 'মনোসরনী'-র বাজারি হয়ে না ওঠা বা হতে না চাওয়ার এই প্রবণতাই হয়ত তাদের প্রতি আমার ভাল লাগাটা আরও বাড়িয়ে দিয়েছে।


ফেসবুকে 'মনোসরনী' গ্রুপে প্রিয় ব্যান্ডটিকে উপস্থাপন করা হয়েছে অনেকটা এভাবে-

A revolutionary new musical Bangla band by two poets.
MONOSORONI is an acoustic band.which follows by its lyrics and music at the same time.Their music patterns mix up with blues and jazz and alternative rock also.They want to break the limit and all barricades and traditional practice in Bangladeshi band music and lyrics and composition.They took it as challenge.

Main members of monosoroni:

Vocal n composer- Probar ripon
Lead guitarist and composer-Muiz mahfuz
Bass-Razi
Drums-Riaz
Violin-Shorif

মনোসরনির বিষতেহার

মনের দর্পন ছেয়ে আসে মনোসরণির (silent road of mind) অবয়বে ....

সংগীতের মোহময় পরিভাষা বোঝার জন্য সুবিধাবাদী স্বজ্ঞার আর প্রয়োজন নেই। আজ আর সংগীত সেই দায় বহন করে না যে তাকে হতে হবে অতি জনপ্রিয়।মনোসরণী এমনটাই মনে করে যে একটি গান সমাজের কাছে সহজবোধ্য ও জনপ্রিয়তার অর্থহীন একটি দায়িত্ব পালন করতে গিয়ে তার স্বকীয়তা হারায়, একজন ব্যাক্তি শিল্পী মোকাবেলা করে বিরুপ পরিবেশ -সুরকার পারেনা মৌলিক অনতিতরুন একটি সৃস্টি করতে অথবা নতুন গান সৃস্টি করতে।মনোসরণি বাংলাদেশের কনিস্ঠ সন্তান হিসেবে দ্যাখে বাংলা ব্যান্ডগুলোর বিমূর্ত ও তরল সংগীতের আয়োজন।তারা এ প্রথা থেকে বের হয়ে আসে নির্মম আলোয়।মনোসরণি নগর সভ্যতায় বসবাস করতে গিয়ে অনুভব করে যে তার একটা মুখোস দরকার।মা-কে চিঠি লিখে জানায় তার অভাব।

মনোসরণি একস্টিক ব্যান্ড, তারা আত্নিক নৈকট্য অনুভব করে কৃতদাসদের প্রতি, গেয়ে ওঠে : "আমি কোন প্রজাতির,মানুষ না কৃতদাস?"

তাই বুঝি তাদের গানে দেখা যায় ব্লুজ ও জ্যাজের ভাষা?

মনোসরণির মূল দুই সদস্য প্রবর রিপন (মেইন ভোকাল,গিটারিস্ট,কম্পোজার) ও মুয়ীয মাহফুজ (লিড গিটার,ভোকাল,কম্পোজার) উভয়েই বাংলাদেশের চলতি শুন্য দশকের উজ্জল দুই কবি।

শরীফ মনোসরনির বেহালাবাদক, বাংলাদেশের একটি থিয়েটারের সক্রিয় কর্মী।
তারা তাদের গানকে সাংগিতিক কাব্য বলে সম্বোধন করে।তারা মনে করে শিল্পীর স্থানিক অবস্থানের প্রতিবেদন হতে পারে ভাষা ও মাধ্যম দুটোই। মনোসরণী কথা বলে কাব্যময় ভাষায় আর চীৎকার করে গানের মাধ্যমে। মনোসরণি বক্তব্য হিসেবে যা রেখে যায় তা ছায়াময় ও মূর্তমান বাস্তব উভয়ই। তৃতীয় বিশ্বে বসে পশ্চিমা অন্ধ অনুকরণ এবং নাকউচু ও বক্তব্যবিহীন গান করা ও স্থানিক সংস্কৃতি উদ্ধার নামে ওয়েস্টার্ণ মোড়কে লোকজ সংগীত অনুশীলনের বিরুদ্ধে।উপনিবেশীকরণ সম্পর্কে সচেতন হওয়া মানে সংস্কৃতি পুনরুদ্ধারের নামে ভাবচর্চার নয়,তার কোনো প্রয়োজন নেই। কেননা তারা খুব ভালই জানে যে সাবঅল্টার্ণরা মধ্যবিত্তীয় শিল্পী সুনাম পাবার লক্ষ্যে শিল্প করে না, বরং তা তারা করে জীবনের তাগিদে।মজার অনেকসময়ে তারা তো জানেই না যে তারা শিল্পী।

তাই বলে মনোসরণি মেসেজপ্রধান গান করে না,তারা মনের ভবখুড়ে স্বভাব গ্রহন করে।এই সময়ে যা কেবল কাব্যিক গান তা তা যে কখন কোথায় প্রতিবাদ বলে বিবেচিত হবে তা তাদের জানা নেই।

তারা হেটে যাচ্ছে আপনার আমার ও তাদের মনের নির্জন রাস্তায়, অনুমতির তোয়াক্কা না করেই!

Both of them are mainly contemporary poet.In fact they are the poet of "shunno doshok"

They formed that band in 2007.They are influenced by none.They are influencing themselves.They r calling their creations "MUSICAL POETRY"

'মনোসরণী' আমার প্রিয় ব্যান্ড কেন/ কি কারনে হল..? এই প্রশ্নের পোষ্টমর্টেমে জানলাম- মূলত কবি প্রবর রিপন এর কথা-সুরের গান/ গায়কী ভঙ্গী আমার ভালো লেগেছে। আর অনেক ভালো লেগেছে কবি মুয়িজ মাহফুজের গিটারের জাদু, তাতেই যেন আচ্ছন্ন আমি। রাজিউরের বেইজ আর শরীফের বেহালার কথাও উল্লেখ করতে হয়।

আপনাদের জন্য 'মনোসরণী'র অপ্রকাশিত কয়েকটি গানের লিড়িকস দিলাম-

নির্জন অভয়ারন্য
কথা ও সুর : প্রবর রিপন

আমি আর এক মাকড়সা এই ঘরে থাকি
দুজনে মিলে স্বপ্নের জাল বুনে যাই
দেহের গুহায় ওড়ে মায়ার পাখি
চোখের দেয়ালে কাঁপে খাচার ছায়া
সারারাত শিয়রে জ্বলে মোমের আগুন
গ'লে গ'লে জড়ো হই আবার পোড়ার আশায়
স্বপ্নের আকাশে ওড়ে জাতিস্মর শকুন
মায়ার পৃথিবীর তন্তু ছেড়ে হৃদয়ের আভায়।

পৃথিবী ছুটে চলে ভীষণ ভুল পথে
ফিরতে বললে জানি ফিরবে না সে
আকাশের পরিত্রান সে তো নীলের নির্জনে
কালোছড়ি হাতে অন্ধরা হাঁটে মহাকালের চোরাপথে।

চোখের উপর সূর্যের আলো যেন বর্শার ফলক
আধারে থাকি দেখে দেখে তারার পতন
গুহার দেয়ালে কাঁদে রুপের নোলক
প্রতারক আয়না তাকে করে না আপন,
কেউ আসে না কাউকে নিমন্ত্রন করিনি
গভীর রাতে আসে শুধু কোন পুরাণকালের মানবী
নির্জনতা করে না প্রতারনা যা করেছ তোমরা
আধারে আলোর জাল বোনে চাঁদ
গভীরে খুব একাকী।

পৃথিবী ছুটে চলে ভীষণ ভুল পথে
ফিরতে বললে জানি ফিরবে না সে
আকাশের পরিত্রান সে তো নীলের নির্জনে
কালোছড়ি হাতে অন্ধরা হাঁটে মহাকালের চোরাপথে।

আমি আর এক মাকড়সা এই ঘরে থাকি
দুজনে মিলে স্বপ্নের জাল বুনে যাই
স্বপ্ন দেখার দুঃস্বপ্নে...


ক্রীতদাসের চিৎকার
কথা ও সুর : প্রবর রিপন

স্পার্টাই আমিও ছিলাম সেই হেলট জারজ ক্রীতদাস
কোলিঙ্গের রণাঙ্গনে অশোকের তীরে
যার পাঁজরে এখনো রক্তক্ষরন,
আমি কোন্ প্রজাতি
মানুষ না ক্রীতদাস?

আমার চোখের জ্যোতি কেড়ে দেখছো বিশ্ব সার্বজনীন
আর আমার হাড়ের স্তুপে মরুতে গড়েছো
এ কোন পিরামিড!!?
আমি কোন্ প্রজাতি
মানুষ না ক্রীতদাস?

আমি কি বলতে পারি
এই প্রিয়তমা ঠিক আমারই!?
আর যে হাতিয়ারে হচ্ছে আমারই শিরচ্ছেদ
তা আমারই হাতে গড়া!?
আমি কোন্ প্রজাতি
মানুষ না ক্রীতদাস?

নিনেভ থেকে নিউইয়র্কে
প্রদীপ ব’য়ে ব’য়ে ক্লান্ত এই বাহু
আর আমার শিশূর গরাদ ডুবে আছে ভয়াবহ আধাঁরে;
আমি কোন্ প্রজাতি
মানুষ না ক্রীতদাস?

স্পার্টাকাস,
প্রমিথিউস
গৌতম বুদ্ধ
ঘুমিয়ে পড়েছে যে যার প্রদীপে
আর আমি জড়িয়ে আছি
এই মানবিক অক্টোপাসে
এই মানবিক অক্টোপাসে;
আমি কোন্ প্রজাতি
মানুষ না ক্রীতদাস?


আফ্রিকার নির্জন অরণ্যে ঘুরে ঘুরে
নিগ্রো জননীর রক্তে স্নান করে ফিরি সেই বাগানে
যে বাগানে এখন আর কোন ফুল ফোটে না
প্রজাপতির পিছে ছুটতে ছুটতে
কোন কিশোরী পথ হারিয়ে ফেলে না;
একি সভ্যতা নাকি সব-ভোঁতা!?
একি সভ্যতা নাকি সব-ভোঁতা!?
একি সভ্যতা নাক সব-ভোঁতা!?
সিভিলাইজেশন নাকি সিভিল-লাইগেশন?
সিভিলাইজেশন নাকি সিভিল-লাইগেশন?
সিভিলাইজেশন নাকি সিভিল-লাইগেশন?
আমি কোন্ প্রজাতি
মানুষ না ক্রীতদাস?
আমি কোন্ প্রজাতি
মানুষ না ক্রীতদাস?


মাকে লেখা চিঠি
কথা ও সুর : প্রবর রিপন

মা, আমার একটা ছাতার দরকার
বাইরে প্রখর রোদ আর ভেতরে ভীষণ শিলাবৃষ্টি
ছাতার আশ্রয়ে বাইরে না হয় রুখি
তবে ভেতরটা হবে কি করে সুখি ?

মা, শহর থেকে লিখছি তোমাকে এই চিঠি
শহরে থাকতে এগুলো নাকি ভীষণ দরকারী !!!


মা, আমার একটা মুখোশ দরকার
সবাই পরে রঙ্গীন মুখোশ, হাসে দেখে আমার ক্ষত বিক্ষত মুখ
মুখোশ জব্দ করে এটে যাই কাছাকাছি
তবে হৃদয়-এর নৃশংসতা কি দিয়ে ঢাকি?

মা, শহর থেকে লিখছি তোমাকে এই চিঠি
শহরে থাকতে এগুলো নাকি ভীষণ দরকারী !!!


মা, লেখার দরকার আমার এপিটাফ
মৃত্যুর ডানা গজায় পিঠে আর শয়তান দিচ্ছে দূরে দূরে ডাক
ঈশ্বর না হয় বাঁচাবে এ যাত্রায়
কিন্তু আমি যদি ঈশ্বরকে না বাঁচাই?

মা, এ জন্মে হারাই যদি ধড় আর মুণ্ডু
তুমি কি প্রসব করবে আবার সেই অগ্নিকুণ্ড!!??



আরও দিলাম তাদের দুটি গানের অডিও লিংক-

1. অপরিচিত-click and download it
- Click This Link

2. জলে আগুন-click and download
- Click This Link


পোষ্টটি মনোসরণী'কে চিনতে সাহায্য করবে। আর তাদের গান আপনাদের ভাল লাগবে আশা করি।

সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০০৯ বিকাল ৫:০৯
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমিও যাবো একটু দূরে !!!!

লিখেছেন সেলিম আনোয়ার, ১৮ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৪:২২

আমিও যাবো একটু দূরে
যদিও নই ভবঘুরে
তবুও যাবো
একটু খানি অবসরে।
ব্যস্ততা মোর থাকবে ঠিকই
বদলাবে শুধু কর্ম প্রকৃতি
প্রয়োজনে করতে হয়
স্রষ্টা প্রেমে মগ্ন থেকে
তবেই যদি মুক্তি মেলে
সফলতা তো সবাই চায়
সফল হবার একই উপায়।
রসুলের... ...বাকিটুকু পড়ুন

যে দেশে সকাল শুরু হয় দুর্ঘটনার খবর দেখে

লিখেছেন এম ডি মুসা, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:১১

প্রতি মিনিটে দুর্ঘটনার খবর দেখে অভ্যস্ত। প্রতিনিয়ত বন্যা জলোচ্ছ্বাস আসে না, প্রতিনিয়ত দুর্ঘটনার খবর আসে। আগে খুব ভোরে হকার এসে বাসায় পত্রিকা দিয়ে যেত। বর্তমানেও প্রচলিত আছে তবে... ...বাকিটুকু পড়ুন

আমাদের দাদার দাদা।

লিখেছেন নাহল তরকারি, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:৫৫

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী।

আমার দাদার জন্মসাল আনুমানিক ১৯৫৮ সাল। যদি তার জন্মতারিখ ০১-০১-১৯৫৮ সাল হয় তাহলে আজ তার বয়স... ...বাকিটুকু পড়ুন

জেনে নিন আপনি স্বাভাবিক মানুষ নাকি সাইকো?

লিখেছেন মোহাম্মদ গোফরান, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ১১:১৮


আপনার কি কারো ভালো সহ্য হয়না? আপনার পোস্ট কেউ পড়েনা কিন্তু আরিফ আর হুসাইন এর পোস্ট সবাই পড়ে তাই বলে আরিফ ভাইকে হিংসা হয়?কেউ একজন মানুষকে হাসাতে পারে, মানুষ তাকে... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। মুক্তিযোদ্ধা

লিখেছেন শাহ আজিজ, ১৯ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:২১



মুক্তিযুদ্ধের সঠিক তালিকা প্রণয়ন ও ভুয়া মুক্তিযোদ্ধা প্রসঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি রয়েছে। তারা স্থানীয়ভাবে যাচাই... ...বাকিটুকু পড়ুন

×