somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শান্তি কমিটি

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শান্তি কমিটি
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১৫ এপ্রিল ১৯৭১ ঢাকার অনুষ্ঠিত এক বৈঠকে এ যাবত শান্তি কমিটি নামে পরিচিত শান্তি কমিটির নাম পূর্ব পাকিস্তান কেন্দ্রীয় শান্তি কমিটি রাখা হয়েছে বলে ১৫ এপ্রিল ১৯৭১ এপিপি পরিবেশিত খবরে বলা হয়। (সূত্র: ১৬ এপ্রিল ১৯৭১, সংগ্রাম) এর ২১ সদস্যের একটি কার্যকরী কমিটিতে যারা ছিল তারা হল- সৈয়দ খাজা খায়েরুদ্দিন, এ কিউ এম শফিকুল ইসলাম, গোলাম আযম, মাহমুদ আলী, আব্দুল জব্বার খদ্দর, মওলানা সিদ্দিক আহমদ, আবুল কাশেম, মোহন মিয়া, মওলানা সৈয়দ মোহাম্মদ মাসুম, আব্দুল মতিন, অধ্যাপক গোলাম সারোয়ার, ব্যারিস্টার আফতাব উদ্দিন, পীর মোহসেন উদ্দিন, এএসএম সোলায়মান, এ. কে রফিকুল হোসেন, জনাব নুরুজ্জামান, আতাউল হক খান, তোরাহা বিন হাবিব, মেজর (অবঃ) আফসার উদ্দিন, দেওয়ান ওয়ারাসাত আলী, এবং হাকিম ইরতেজাউর রহমান খান।
কাঠামো
শান্তি কমিটি গঠন করার জন্য গোলাম আযম, মাহমুদ আলী, আবদুল জব্বার খদ্দর ও আবুল কাসেমকে নিয়োগ করা হয়।
কমিটি হাবিবুল হকের পরিবর্তে মাহবুবুজ্জামানকে লালবাগ এলাকার একজন সংযোগ অফিসার হিসেবে নিয়োগ দেয়। তাছাড়া কমিটি ৩৭৫, উত্তর শাহজাহানপুরের ফজলুল হক, ১৫১, দক্ষিণ কমলাপুরের শাহ মইজুদ্দিন ও ২২৫ মালীবাগের আব্দুল হাইকে রমনা থানার এবং ২৩ সেন্ট্রাল রোডের মসিহল ইসলাম ও আব্দুল খালেককে লালবাগ থানার সংযোগ অফিসার নিয়োগ করে।
কেন্দ্রীয় শান্তি কমিটির কার্যকরী কমিটির দৈনন্দিন কার্য নির্বাহের জন্য নিম্নলিখিত ব্যক্তিদের নিয়ে একটি সাব কমিটি গঠন করা হয়।
এ কিউ এম শফিকুল ইসলাম, গোলাম আযম, আব্দুল জব্বার খদ্দর, এ এস এম সোলায়মান, আব্দুল মতিন ও খাজা খয়েরুদ্দিন।
শান্তি কমিটির সমর্থক ও থিঙ্ক ট্যাংক
বিচারপতি এ কে এম বাকের, সাইয়েদ মুস্তফা মাহমুদ আল মাদানী, মুহম্মদ আবদুর রহীম, মোহসেন উদ্দীন, গোলাম আযম, এ কিউ এম শফিকুল ইসলাম, ড. হাসান জামান, ড. কাজী দীন মুহাম্মদ, ড. মফিজুল্লাহ কবীর, ড. মোহর আলী, ড. হাবিবুল্লাহ, অধ্যক্ষ জালালুদ্দিন, ড. মুস্তাফিজুর রহমান, ব্যারিস্টার আখতার উদ্দীন, ব্যারিস্টার কোরবান আলী, আবদুল গফুর, ওবায়দুল্লাহ, মোস্তাসির আহমদ রহমানী, অধ্যক্ষ এ আর ফাতমী, অধ্যক্ষ ইব্রাহিম খান, এডভোকেট এ. টি. সাদী, মেজর আফসার উদ্দীন, সাইয়েদ মুহাম্মদ মাসুদ এবং ডা. গোলাম মোয়াজ্জেম।
তালিকা
ঢাকা বিভাগ
ঢাকা জেলা
• শেখ ঈমান আলী-শান্তি কমিটির চেয়ারম্যান- রায়েরবাজার, ঢাকা
• এবিএম খালেক মজুমদার -শান্তি কমিটির সদস্য- ঢাকা শহর
• আশরাফুজ্জামান -শান্তি কমিটির সদস্য- ঢাকা
• শফিউদ্দিন আহমেদ-শান্তি কমিটির আহ্বায়ক- নবাবগঞ্জ, ঢাকা
• নূরুল ইসলাম চৌধুরী-পিডিপি নেতা- নবাবগঞ্জ, ঢাকা
• সিরাজ মাস্টার-শান্তি কমিটির সাধারণ সম্পাদক- নবাবগঞ্জ, ঢাকা
• আলবদর হেদায়েত উল্লাহ-শান্তি কমিটির চেয়ারম্যান- নবাবগঞ্জ, ঢাকা
• মাওলানা আহমদ উল্লহ-শান্তি কমিটির সদস্য- নবাবগঞ্জ, ঢাকা
• আতাউদ্দীন, শান্তি কমিটির সদস্য- নবাবগঞ্জ, ঢাকা
• ইসলাম খান- শান্তি কমিটির সদস্য- নবাবগঞ্জ, ঢাকা
• হেদায়েত উল্লাহ-শান্তি কমিটির চেয়ারম্যান- রায়েরবাজার, ঢাকা

ময়মনসিংহ জেলা
ময়মনসিংহ সদর
• এডভোকেট শামছুদ্দিন আহমদ, গ্রাম-বাঘমারা, সদস্য-জেলা শান্তি কমিটি।
গফরগাঁও থানা
• মৃত গিয়াস উদ্দিন মাস্টার, শান্তি কমিটির সদস্য-গ্রাম-বেলদিয়া, থানা-গফরগাঁও
• মো: ফজলুর রহমান সুলতান, শান্তি কমিটির সদস্য-থানা-গফরগাঁও, জেলা- ময়মনসিংহ
• মৃত মফিজ উদ্দিন চেয়ারম্যান, শান্তি কমিটির সভাপতি- থানা-গফরগাঁও, জেলা-ময়মনসিংহ
• মৃত মাওলানা আব্দুল বাতেন, শান্তি কমিটির সদস্য-থানা-গফরগাঁও, জেলা-ময়মনসিংহ
নান্দাইল থানা
• কাজী তমাদক আলী -শান্তি কমিটির সভাপতি- নান্দাইল থানা, ময়মনসিংহ
• এ এফ এম ইসহাক -শান্তি কমিটির সহ-সভাপতি- নান্দাইল থানা, ময়মনসিংহ
• আব্দুল গনি ভুঁইয়া -শান্তি কমিটির সাধারণ সম্পাদক- নান্দাইল থানা, ময়মনসিংহ
• ডা. আবদুল খালেক -শান্তি কমিটির সদস্য- নান্দাইল থানা, ময়মনসিংহ
• আরিফ উদ্দিন আকন্দ -শান্তি কমিটির সদস্য- নান্দাইল থানা, ময়মনসিংহ
• ইব্রাহিম মাস্টার (ভাটিসাভার) -শান্তি কমিটির সদস্য- নান্দাইল থানা, ময়মনসিংহ
• মোবারক আলী -শান্তি কমিটির সদস্য- নান্দাইল থানা, ময়মনসিংহ
• মোয়াজ্জেম হোসেন সরকার -শান্তি কমিটির সদস্য- নান্দাইল থানা, ময়মনসিংহ
• ইয়াজদর সরকার -শান্তি কমিটির সদস্য- নান্দাইল থানা, ময়মনসিংহ
• আলী আকবর ভুঁইয়া -শান্তি কমিটির সদস্য– নান্দাইল থানা, ময়মনসিংহ
• মমতাজউদ্দিন ভুঁইয়া -শান্তি কমিটির সদস্য- নান্দাইল থানা, ময়মনসিংহ
• নিলুর বাপ -শান্তি কমিটির সদস্য- নান্দাইল থানা, ময়মনসিংহ
• আব্দুল্লাহ খান -শান্তি কমিটির সদস্য- নান্দাইল থানা, ময়মনসিংহ
• হাসান আলী ফকির -শান্তি কমিটির সদস্য- নান্দাইল থানা, ময়মনসিংহ
• মোসলেমউদ্দিন -শান্তি কমিটির সদস্য- নান্দাইল থানা, ময়মনসিংহ
• আব্দুল হামিদ কোম্পানি -শান্তি কমিটির সদস্য- নান্দাইল থানা, ময়মনসিংহ
• কুতুবউদ্দিন খান -শান্তি কমিটির সদস্য- নান্দাইল থানা, ময়মনসিংহ
• মহব্বত আলী -শান্তি কমিটির সদস্য- নান্দাইল থানা, ময়মনসিংহ
হালুয়াঘাট থানা
• হযরত আলী-শান্তি কমিটির সদস্য -থানা-হালুয়াঘাট, ময়মনসিংহ
• মো: শামছুল ইসলাম (শামসু খলিফা)-শান্তি কমিটির সদস্য -থানা-হালুয়াঘাট, ময়মনসিংহ
• তাজী মামুদ -শান্তি কমিটির সদস্য -থানা-হালুয়াঘাট, ময়মনসিংহ
• মোঃ মোফাজ্জল হোসেন খাঁ-শান্তি কমিটির সদস্য -থানা-হালুয়াঘাট, ময়মনসিংহ
• মোঃ আব্দুল কাশেম সিকদার-শান্তি কমিটির সদস্য -থানা-হালুয়াঘাট, ময়মনসিংহ
• মোঃ আঃ জলিল- শান্তি কমিটির চেয়ারম্যান -থানা-হালুয়াঘাট, ময়মনসিংহ
• হযরত আলী চেয়ারম্যান -শান্তি কমিটির সদস্য -থানা-হালুয়াঘাট, ময়মনসিংহ
• মোঃ আজিজুল ইসলাম -শান্তি কমিটির সদস্য -থানা-হালুয়াঘাট, ময়মনসিংহ
• মোঃ হরমুজ আলী -শান্তি কমিটির সদস্য -থানা-হালুয়াঘাট, ময়মনসিংহ
• ডা. কুবাদ্দুজ্জামন -শান্তি কমিটির সদস্য -থানা-হালুয়াঘাট, ময়মনসিংহ
• আব্দুল মান্নান মিয়া (দুদু মিয়া) -শান্তি কমিটির সদস্য -থানা-হালুয়াঘাট, ময়মনসিংহ
• মাঃ রুহুল আমিন (চেয়ারম্যান) -শান্তি কমিটির সদস্য -থানা-হালুয়াঘাট, ময়মনসিংহ
• মাওলানা জাফর আহম্মদ-শান্তি কমিটির ভাইস চেয়ারম্যান -থানা-হালুয়াঘাট, ময়মনসিংহ
• বাহার উদ্দিন মেম্বার (মৃত), সাং-কয়রাহাটি, -শান্তি কমিটির সদস্য -থানা-হালুয়াঘাট, ময়মনসিংহ
• কুবাদ্দুজ্জামান মেম্বার (মৃত), সাং-তেগুরিয়া, -শান্তি কমিটির সদস্য -থানা-হালুয়াঘাট, ময়মনসিংহ
• হাজী এবাদ আলী (মৃত), সাং-মাঝিয়ালী, -শান্তি কমিটির সদস্য -থানা-হালুয়াঘাট, ময়মনসিংহ
• ইউসুফ উদ্দিন সরকার (মৃত), সাং মাঝিয়ালী, -শান্তি কমিটির সদস্য -থানা-হালুয়াঘাট, ময়মনসিংহ
• কছিম উদ্দিন মেম্বার (মৃত), সাং-আছরল পাড়া, -শান্তি কমিটির সদস্য -থানা-হালুয়াঘাট, ময়মনসিংহ
• সৈয়দ গোলাম মর্তূজা (তুলা চেয়ারম্যান), -শান্তি কমিটির সদস্য -থানা-হালুয়াঘাট, ময়মনসিংহ
• গ্রাম্য ডা. কুবাদ্দুজ্জামন, সাং-বীরগুছিনা, -শান্তি কমিটির সদস্য -থানা-হালুয়াঘাট, ময়মনসিংহ
• মনাহাজী মৃত, সাং-দরিনসুয়া, -শান্তি কমিটির সদস্য -থানা-হালুয়াঘাট, ময়মনসিংহ
• মীর হোসেন, পিতা-মৃত কেলিশেখ, সাং-মাঝিয়ালী, -শান্তি কমিটির সদস্য -থানা-হালুয়াঘাট
• মৃত হোসেন আলী মাতব্বর (চেয়ারম্যান), -শান্তি কমিটির সদস্য -থানা-হালুয়াঘাট, ময়মনসিংহ
• হযরত আলী চেয়ারম্যান, -শান্তি কমিটির সদস্য -থানা-হালুয়াঘাট, ময়মনসিংহ
• রিয়াজউদ্দিন মৃত, সাং-মনিকুড়া, -শান্তি কমিটির সদস্য -থানা-হালুয়াঘাট, ময়মনসিংহ
• আঃ মনি, -শান্তি কমিটির সদস্য -থানা-হালুয়াঘাট, ময়মনসিংহ
• রমজান আলী, -শান্তি কমিটির সদস্য -থানা-হালুয়াঘাট, ময়মনসিংহ
• আকরাম হোসেন, -শান্তি কমিটির সদস্য -থানা-হালুয়াঘাট, ময়মনসিংহ
• আঃ বারেক মৃত, সাং-ইসলামপুর -শান্তি কমিটির সদস্য -থানা-হালুয়াঘাট, ময়মনসিংহ
মুক্তাগাছা থানা
• মৃত কেরামত আলী তালুকদার, সভাপতি, থানা শান্তি কমিটিও সাবেক এমপি, থানা-মুক্তাগাছা
• মৃত আব্বাস আলী, তৎকালীন পৌর চেয়ারম্যান ও পৌর শান্তিকমিটির সভাপতি, থানা-মুক্তাগাছা
• মৃত ফয়জুর রহমান চেয়ারম্যান দাওগাও ইউনিয়নের শান্তিকমিটির সভাপতি, থানা-মুক্তাগাছা
• মৃত আব্দুর রাজ্জাক চেয়ারম্যান, শান্তি কমিটির সভাপতি, থানা-মুক্তাগাছা, ময়মনসিংহ
• মৃত ডালিম চেয়ারম্যান (ডালিম মৌলভী) শান্তি কমিটির সভাপতি, থানা-মুক্তাগাছা, ময়মনসিংহ
• মৃত খন্দকার নুরুল ইসলাম (তোতা মৌলভী) শান্তি কমিটির সভাপতি, থানা-মুক্তাগাছা, ময়মনসিংহ
• সুরুজ্জামান চেয়ারম্যান, শান্তি কমিটির সভাপতি, থানা-মুক্তাগাছা, ময়মনসিংহ
• শামছুল হক চেয়ারম্যান, শান্তি কমিটির সভাপতি, থানা-মুক্তাগাছা, ময়মনসিংহ
• মৃত আব্দুল হামিদ মৌলভী চেয়ারম্যান, শান্তি কমিটির সভাপতি, থানা-মুক্তাগাছা, ময়মনসিংহ
• মৃত আব্দুর রাজ্জাক চেয়ারম্যান ঘোগা ইউনিয়ন শান্তি কমিটির সভাপতি ছিল।
• শেখ আব্দুল হাকিম চেয়ারম্যান, শান্তি কমিটির সভাপতি, থানা-মুক্তাগাছা, ময়মনসিংহ
ফুলপুর থানা
• চেয়ারম্যান জোবেদ ফকির- শান্তি কমিটির চেয়ারম্যান, ফুলপুর থানা, ময়মনসিংহ
• আমির খান- শান্তি কমিটির সদস্য ফুলপুর থানা, ময়মনসিংহ
• রজব আলী ফকির- শান্তি কমিটির সদস্য, ফুলপুর থানা, ময়মনসিংহ
• আবু বকর সিদ্দিক, শান্তি কমিটির সদস্য- ফুলপুর থানা, ময়মনসিংহ
• মরহুম মাওলানা ফয়জুর রহমান, সভাপতি- জেলা শান্তি কমিটি, থানা-ফুলপুর, জেলা- ময়মনসিংহ।
• আবুল জলিল খান (মৃত), ফুলপুর সম্পাদক শান্তি কমিটি, থানা-ফুলপুর, জেলা- ময়মনসিংহ।
• ময়ছয়উদ্দিন তালুকদার (মৃত) পুটিয়া সম্পাদক শান্তি কমিটি, থানা-ফুলপুর, জেলা- ময়মনসিংহ।
ভালুকা থানা
• মৃত মোজাম্মেল হক মেম্বার- শান্তি কমিটির সাধারণ সম্পাদক, থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহ
• আঃ গণি মেম্বার- শান্তি কমিটির সদস্য- থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহ
• আব্দুল ওয়াহাব খান, শান্তি কমিটির সদস্য-থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহ
• মৌলভী তোরাব আলী, শান্তি কমিটি অন্যতম সদস্য- থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহ
• আফাক উদ্দিন বেপারী (চেয়ারম্যান) শান্তি কমিটির সভাপতি-থানা ভালুকা।
• মো: নাসির উদ্দিন (চেয়ারম্যান), – শান্তি কমিটির সভাপতি- থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহ
ফুলবাড়িয়া থানা
• মো: আব্দুস সামাদ মাস্টার (টিক্কা খান)-শান্তি কমিটির সদস্য, থানা-ফুলবাড়িয়া, জেলা-ময়মনসিংহ
• ডা. আবুল হোসেন-শান্তি কমিটির সদস্য, থানা-ফুলবাড়িয়া, জেলা-ময়মনসিংহ
• মৃত ডা. গোলামুর রহমান, শান্তি কমিটির সদস্য, গ্রাম-ফুলবাড়িয়া, থানা-ফুলবাড়িয়া
• মৃত মৌলভী আব্দুল কুদ্দুস, শান্তি কমিটির সদস্য, গ্রাম-ফুলবাড়িয়া, থানা-ফুলবাড়িয়া
• মো: আ: সালাম মাস্টার, শান্তি কমিটির সদস্য, থানা-ফুলবাড়িয়া, ময়মনসিংহ
• চৌদার, শান্তি কমিটির সদস্য, থানা-ফুলবাড়িয়া, জেলা-ময়মনসিংহ
• মৃত শাহাবউদ্দিন, গ্রাম-বাশদী, শান্তি কমিটির সভাপতি, থানা-ফুলবাড়িয়া, ময়মনসিংহ
• মৃত মোকসেদ আলী সরকার, শান্তি কমিটির সদস্য, থানা-ফুলবাড়িয়া, জেলা-ময়মনসিংহ
• মৃত সফর আলী সরকার (সফর চেয়ারম্যান), শান্তি কমিটির সদস্য, থানা-ফুলবাড়িয়া
• মৃত আজিজুল হক (হক সাব) শান্তি কমিটির সদস্য, থানা-ফুলবাড়িয়া, জেলা-ময়মনসিংহ।
• সাবেদ আলী আকন্দ চেয়ারম্যান, শান্তি কমিটির চেয়ারম্যান, থানা-ফুলবাড়িয়া, জেলা-ময়মনসিংহ
• মৃত ইয়াকুব আলী চেয়ারম্যান শান্তি কমিটির সদস্য, থানা-ফুলবাড়িয়া, জেলা-ময়মনসিংহ
শেরপুর জেলা
• মোঃ ইয়াদ আলী খান-শান্তি কমিটির সাধারণ সম্পাদক, থানা+ জেলা- শেরপুর
• এডভোকেট হাবিবুর রহমান (মৃত), শান্তি কমিটির ভাইস চেয়ারম্যান, শেরপুর টাউন, শেরপুর
• গোলাম হক চেয়ারম্যান মৃত, শান্তি কমিটির সভাপতি, সাং- আন্ধারিয়া, থানা+ জেলা- শেরপুর,
• মোঃ ইয়াদ আলী খান, শান্তি কমিটির, সাং- সূর্য্যদী, থানা+ জেলা- শেরপুর
জামালপুর জেলা
• মৃত মক্তব কবিরাজ, সাং-মেডিকেল রোড, সভাপতি, শান্তি কমিটি, জামালপুর শহর, জামালপুর।
• ডা. মোঃ আব্দুস সামাদ খান, সাধারণ সম্পাদক শান্তি কমিটি, সাং-বকুলতলা, জামালপুর
• মোবারক হোসেন ইসলামপুর থানার শান্তি কমিটির আহবায়ক ছিল
নেত্রকোনা জেলা
• শেখ নজমুল হোসেন-শান্তি কমিটির সাধারণ সম্পাদক
• আবুল হোসেন চেয়ারম্যান-শান্তি কমিটির সদস্য
• ইব্রাহিম চেয়ারম্যান- শান্তি কমিটির সদস্য
• বদরুল-শান্তি কমিটির সদস্য
• মাহতাবউদ্দিন-শান্তি কমিটির সদস্য
• ছোয়াব উদ্দিন চেয়ারম্যান- শান্তি কমিটির সদস্য
• মৃত এ কে ফজলুল হক, সাং-দেওপুর, নেত্রকোনা শহর, শান্তি কমিটির চেয়ারম্যান
• আব্দুল হেকিম চেয়ারম্যান, সাং-বামুনগাঁও, থানা-বারহাট্টা। শান্তি কমিটির অন্যতম নেতা
• ইব্রাহিম চেয়ারম্যান, থানা-পূর্বধলা। সে শান্তি কমিটির অন্যতম
• মৃত খোকা, সাং-ছিলামপুর, থানা-কেন্দুয়া- শান্তি কমিটির চেয়ারম্যান
• আঞ্জু, সাং-ঘগড়া, থানা-কেন্দুয়া। বদরুল, সাং কান্দিউড়া, থানা-কেন্দুয়া। শান্তি কমিটির সদস্য
• মৃত আবুল হোসেন শেখ, থানা-মোহনগঞ্জ। শান্তি কমিটির নেতা
• মাহতাবউদ্দিন, সাং-বড়কাশিয়া, থানা-মোহনগঞ্জ। মোহনগঞ্জ থানা শান্তি কমিটির
• মৃত দেওয়ান মসনিয়া চৌধুরী। সাং-ফতেপুর থানা-মদন। সে মদন শান্তি কমিটির চেয়ারম্যান
কিশোরগঞ্জ জেলা
• লোকমান মৌলভী-শান্তি কমিটির সভাপতি, কিশোরগঞ্জ সদর,
• মওলানা আতাউর রহমান খান- ইসলামী পাটির সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ সদর,
• আব্দুর রহমান সরকার-শান্তি কমিটির সভাপতি, কিশোরগঞ্জ সদর
• মওলানা মুসলেহউদ্দিন, শান্তি কমিটির সভাপতি, কিশোরগঞ্জ সদর
• আব্দুল আওয়াল খান শান্তি কমিটির সাধারণ সম্পাদক, যশোদল, কিশোরগঞ্জ সদর,
• মেনু চেয়ারম্যান, শান্তি কমিটির অন্যতম নেতা, গ্রাম-চিকনীরচর, কিশোরগঞ্জ সদর,
• মাহতাব উদ্দিন চেয়ারম্যান, শান্তি কমিটি সভাপতি, গ্রাম-কলাপাড়া, কিশোরগঞ্জ সদর,
• আব্দুর রহমান সরকার, শান্তি কমিটির সভাপতি, গ্রাম-যশোদল, কিশোরগঞ্জ সদর
গাজীপুর জেলা
• মজিদ সরকার-শান্তি কমিটির চেয়ারম্যান
ফরিদপুর জেলা
• অপরাধী: ডা: কাজী ইমদাদুল হক -শান্তি কমিটির সদস্য
• আজিরুদ্দীন খান -শান্তি কমিটির সদস্য
• আনিস কাজী -শান্তি কমিটির সদস্য
• আদিল উদ্দীন হাওলাদার -শান্তি কমিটির সদস্য
• খন্দকার নূরুল হোসেন- শান্তি কমিটির সদস্য
• মুসা বিন শমসের- শান্তি কমিটির সদস্য
মাদারীপুর জেলা
• হামিদ খোনকার -শান্তি কমিটির চেয়ারম্যান
• আব্দুর রহমান হাওলাদার -শান্তি কমিটির সভাপতি
• মহিউদ্দীন -শান্তি কমিটির সহ-সভাপতি
• আব্দুল হামিদ খন্দকার -শান্তি কমিটির সাধারণ সম্পাদক
• মওলানা খলিলুর রহমান -শান্তি কমিটির সদস্য
গোপালগঞ্জ জেলা
• আ: বর মোল্লা- শান্তি কমিটির সদস্য
টাঙ্গাইল জেলা
• মওলানা লুৎফর -শান্তি কমিটির সদস্য
• মওলানা আশরাফ আলী-শান্তি কমিটির সদস্য
• মাওলানা ওয়াদুদ -শান্তি কমিটির সদস্য
রাজশাহী বিভাগ
রাজশাহী জেলা
• আয়েন উদ্দীন- শান্তি কমিটির চেয়ারম্যান;
• মোসলেম উদ্দিন-শান্তি কমিটির চেয়ারম্যান;
• ডঃ মজিদ, সম্পাদক, পুথিয়া থানা ।
পাবনা জেলা
• রহিম বকস-শান্তি কমিটির সদস্য
• খোদা বক্স খান -শান্তি কমিটির সদস্য
• মওলানা নাসির উদ্দিন -শান্তি কমিটির সদস্য
• ইসমাইল হোসেন -শান্তি কমিটির সদস্য
• আব্দুস সামাদ মহলদার -শান্তি কমিটির সদস্য
গাইবান্ধা জেলা
• আজিজুর রহমান খন্দকার-শান্তি কমিটির চেয়ারম্যান
• দুর্ধর্ষ রাজাকার - সালু (কামারজানি)
নীলফামারী জেলা
• কাইয়ুম মুন্সী-শান্তি কমিটির সদস্য
ঠাকুরগাঁও জেলা
• মোঃ গোলাম রসুল -শান্তি কমিটির সাধারণ সম্পাদক
খুলনা বিভাগ
মাগুরা জেলা
• রিজু-শান্তি কমিটির সদস্য
• কবির -শান্তি কমিটির সদস্য
• ঝিনাইদহ জেলা
• তোবারক -শান্তি কমিটির চেয়ারম্যান
• হাবিবুর রহমান জোয়ার্দ্দার -শান্তি কমিটির ভাইস চেয়ারম্যান
• মজনু -শান্তি কমিটির সেক্রেটারি
• হোসেন মোল্লা -শান্তি কমিটির সদস্য
বরিশাল বিভাগ
বরিশাল জেলা
• আব্দুর রহমান বিশ্বাস- শান্তি কমিটির চেয়ারম্যান
• একে ফয়জুল হক- শান্তি কমিটির সদস্য
পটুয়াখালী জেলা
• আলাউদ্দিন সিকদার- শান্তি কমিটির চেয়ারম্যান
• মোতাহার খন্দকার- শান্তি কমিটির সদস্য
• ডাঃ মোহাম্মাদ আনোয়ার হোসেন- শান্তি কমিটির সদস্য
পিরোজপুর জেলা
• সাত্তার মিয়া-শান্তি কমিটির সেক্রেটারি
• মোসলেম মাওলানা- শান্তি কমিটির সদস্য
• মাওলানা দেলোয়ার হোসেন সাইদী- শান্তি কমিটির সদস্য
সিলেট বিভাগ
মৌলভীবাজার জেলা
• বিএবিটি আব্দুল বারী -শান্তি কমিটির সদস্য আহ্বায়ক
চট্টগ্রাম বিভাগ
নোয়াখালী জেলা
• মুনীর-শান্তি কমিটির সেক্রেটারি
ব্রাহ্মণবাড়িয়া জেলা
• মোঘল মিয়া-শান্তিকমিটির চেয়ারম্যান
সূত্র
১. একাত্তরের যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা সংশ্লিষ্ট অপরাধীদের তালিকা, ডা. এম এ হাসান, আহ্বায়ক, ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি, ট্রুথ কমিশন ফর জেনোসাইড ইন বাংলাদেশ
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন।

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অতিরিক্ত বা অতি কম দুটোই সন্দেহের কারণ

লিখেছেন সায়েমুজজ্জামান, ৩১ শে মে, ২০২৪ বিকাল ৩:৩০

অনেক দিন গল্প করা হয়না। চলুন আজকে হালকা মেজাজের গল্প করি। সিরিয়াসলি নেয়ার কিছু নেই৷ জোসেফ স্টালিনের গল্প দিয়ে শুরু করা যাক। তিনি দীর্ঘ ২৯ বছর সোভিয়েত ইউনিয়নের প্রধান নেতা ছিলেন। বলা... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। সীমানা পিলার

লিখেছেন শাহ আজিজ, ৩১ শে মে, ২০২৪ বিকাল ৪:৫৮



বৃটিশ কর্তৃক এদেশে ম্যাগনেটিক পিলার স্থাপনের রহস্য।
ম্যাগনেটিক পিলার নিয়ে অনেক গুজব ও জনশ্রুতি আছে, এই প্রাচীন ‘ম্যাগনেটিক পিলার' স্থাপন নিয়ে। কেউ কেউ এটিকে প্রাচীন মূল্যবান ‘ম্যাগনেটিক’ পিলার... ...বাকিটুকু পড়ুন

মাথায় চাপা ভূত ভূত ভূতং এর দিনগুলি

লিখেছেন শায়মা, ৩১ শে মে, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫


এই যে চারিদিকে এত শত কাজ কর্ম, ঝামেলা ঝক্কি, ক্লান্তি শ্রান্তি সব টপকে আমার মাথায় আজও চাপে নানান রকম ভূত। এক ভূত না নামতেই আরেক ভূত। ভূতেদের... ...বাকিটুকু পড়ুন

আত্মস্মৃতি: কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায় (দ্বিতীয় অংশ)

লিখেছেন রূপক বিধৌত সাধু, ৩১ শে মে, ২০২৪ রাত ৮:০৫


আত্মস্মৃতি: কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায় (প্রথমাংশ)
আমাদের সদ্য খনন করা পুকুরটা বৃষ্টির পানিতে ভেসে গেল। যা মাছ সেখানে ছিল, আটকানোর সুযোগ রইল না। আমি আর দুইবোন শিউলি ও হ্যাপি জালি... ...বাকিটুকু পড়ুন

নিজের পাসওয়ার্ড অন্যকে দিবেন না ;)

লিখেছেন অপু তানভীর, ৩১ শে মে, ২০২৪ রাত ৮:৫৭



কথায় আছে যে পাসওয়ার্ড এবং জাঙ্গিয়া অন্যকে দিতে নেই । মানুষ হিসাবে, বন্ধু হিসাবে প্রেমিক/প্রেমিকা হিসাবে অথবা আজ্ঞাবহ হওয়ার সুবাদে আমরা অন্যকে ব্যবহার করতে দিই বা দিতে বাধ্য হই।... ...বাকিটুকু পড়ুন

×