somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাহার এগ্রোগ্রুপ

২০ শে মার্চ, ২০০৯ রাত ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু দিন আগে মিরশ্বরাইতে "নাহার এগ্রোগ্রুপ" নামে একটা পোলট্রি ফার্মে চার
বন্ধু মিলে গিয়েছিলাম। একেক জনের উদ্দেশ্য ছিল একেক রকম। তবে আমার উদ্দেশ্য ছিল ঐ ফার্মটার সেট আপ দেখার জন্য। আরেকটা ব্যপার ছিল ঐটা আমার এক স্যারের। স্যারের ইচ্ছেতে যাচ্ছি তাই মজা করার ব্যপারটা কিন্তু একটু বেশি ছিল। যাইহোক পরে বুঝলাম ঐ এগ্রোইনডাসট্রিটা তিন জনের স্যার, স্যারের ভাই আর ওনার মায়ের। ঐখানে ডুকামাত্রই আমাদের জীবানু মুক্ত করার নানা আয়োজন করা হল। একপর্যায়ে আমাদের পোষাক-আশাক পরিবর্তন করা হল। ফার্মের নিজস্ব পোষাক দেয়া হল।


ফার্মটা কাহিনী হচ্ছে ১৯৮৭ সালে ঐ স্যারের ভাই ৩৬টা মুরগী নিয়ে শুরু করেন, তখন
তিনি ক্লাস নাইনে পড়তেন। বিকম পর্যন্ত পরাশুনা করেছেন। খুব সম্ভবত একটা
এমবিএ ডিগ্রি নিয়েছের ব্যবসায়ের স্বার্থে। বর ব্যস্ত পাবলিক। তিনি নাকি ১লক্ষ টাকাকে ১কোটি টাকা চিন্তা করেন। বাকি ৯৯লক্ষ টাকা মুনাফা! ইতিহাস বলতে এতুটুকুই জানলাম। আজ এই জায়গার বিশাল অবস্থা, ২৫ একর জায়গাতে স্বপ্ননের জগৎ। বিনিয়োগ দেখে মনে হল ভূমি ছারাই ৩০ থেকে ৪০ কোটি টাকা হবে। মূলত এটা বানিজ্যিক ভাবে বিভিন্ন ডিলারের মাধ্যমে মুরগির বাচ্ছা বিক্রি করে, তবে আমার দেখে মনে হচ্ছিল এদের ভবিষ্যৎ পরিকল্পনা মারাত্নক। এখনও ২/৩ ভাগ কাজ বাকি রয়ে গেছে। গরু, মাছ, শাকসবজ্বি, ফলমুল, মুরগি সেজা কথায় মানুষকে চালানোর জন্য যে তেলের দরকার হয় ঐ গুলার ঊৎপাদনখানা। আমার ঐ স্যারের ভাই ব্যবহার করছেন বিভিন্ন দেশীয় প্রযুক্তি। তিনি তার খামারের কর্মচারিদের মাঝে মাঝে নাকি থাইল্যান্ড নিয়ে যান ওদের ধারনা গুলে দেখানোর জন্য।


ঐখানের ভারপ্রাপ্ত ম্যানেজার জানালেন তাদের ফার্মে মোট যেসব শেড আছে, তার ধারন ক্ষমতা ১৭০০০০ মোরগ মুরগী। গরুর খামারের গিয়ে দেখলাম ১৫০-২০০ গরু বড় থেকে ছেট আকারে সাজানো। এবং একটি থেকে অন্যটির দুরুত্ব ছিল মাপা মাপা। গবুর গোসল হতে শুরু করে তার খাদ্যাভাস, দূরুত্ব সব কিছুতে আধুনিকতার ছোঁয়া।


ফার্মটার ভিতরের কোন গাছের ডাল ছিল না, যাতে পাখি বসতে না পারে। জানেনত ওনাদের বিষ্ঠার মাধ্যমে জীবানু ছড়ানোর সম্ভাবনা থাকে।পুকুরগুলো ছিল চোখে পরার মত। যদিও ঐগুলো নাকি বর্তমানে লস প্রোজেক্ট।


তারপর গেলাম একটা সেডে, প্রতিশেডে ঠুকার আগে কিমিকেলের মধ্যে পা ধুয়ে নিতে হয়। শেডের মোরগ-মুরগি দেখে চোখে রড় হয়ে গেল। মনে হচ্ছিল অনেক সুশৃঙ্খল কোন ইউনিফর্ম পরা এলিট বাহিনী! অসম্ভব সুন্দর এক দৃশ্য।




এরপর দেখলাম ডিম থেকে বাচ্ছা ফোটানোর পদ্বতি। আলমারির মত একটা স্থানে একসাথে ২৬০০০ হাজার ডিম রাখা হয়, যদিও এর মধ্যে ৮৪ থেকে ৯০ ভাগ ডিম থেকে বাচ্ছা ফুটানো সম্ভব হয়। এটাকে খুব সম্ভবত ব্রিডার বলে। এখানে ডিমগুলেকে ১৮ দিন
রাখাহয় খুব সবধানতার সাথে। প্রতি মুহুর্তের তাপমাত্রা সংরক্ষন করা হচ্ছে।
এধরনের ৮টি যন্ত্র আছে এখানে। তারপর ডিমগুলোকে অন্য একটি জায়গাতে আরও তিন দিন রাখা হয়। সব মিলিয়ে ২১ দিন। তারপর বাচ্ছা ফোটে।



দুপুরের গোসল সারলাম পুকুরে। একেবারে লাইফ জ্যাকেট পরে। অথচ পুকুরের
পানি গলা সমান। পুকুরে নেমে মনে হচ্ছিল বয়স অনেক কমে গেছে। বন্ধুদের ফাইজলামি দেখে ঐখানকার সব কর্মচারিগুলে কেমন যেন মিটি মিটি হাসছিল। :P

কিছুক্ষন পর স্যারের ডাক আসল, ডাইনিংএ দুপুরের খাবার রেডি। খুব ক্লান্ত শরীরে খাবার টেবিলে গিয়ে বসলাম। তারপর ঘটল আসল ঘটনা। এক্কেবারে সব ফ্রেশ জিনিস। মাছ, স্ববজি, মুরগি।
মুরগি স্বাদ ছিল অন্যরকম। ভাববেন না আমি জীবনে মুরগি খাই নাই। :P ব্যপারটা হচ্ছে মুরগির এরকম স্বাদ আমি আগে কখনই পাই নি। আসলে ঐ টেবিলের সব ছিল "গ্রিন প্রেডাক্ট"। কোন ঝামেলা নাই। ঐদিন দুপুরে খাবার পর আমার বারবার মনে হচ্ছিল
এতদিন পর্যন্ত সব ভেজাল খেয়ে আসছিলাম অথবা ভেজাল না হলেও "গ্রিন প্রেডাক্ট"
ছিল না। X((
সবচাইতে মাজার ঘটনা ঘটল বিকালের কিছু আগে। আমারা চার বন্ধু আর স্যারকে আপ্যায়ন করা হল ৫টা পোচ করা ডিম। সত্যি সত্যি ডিম। কিন্তু ঘটনা হচ্ছে ৫টা ডিমই ডাবল কুসুমের! আচ্ছা বাজারে যদি সব ডাবল কুসুমের ডিম থাকত তাহলে ডজন কত হত? B-)


বিকেলের কিছু আগে চ্ট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হোলাম। আসার সময় ঐ ফার্মের ছোট
বড় প্রায় ২৫০ কর্মীর চেহারাগুলো ভাসতে লাগল। /:) ওরা কি জানে ওরা কি করছে? হয়ত জানে না, তবে এদের শিক্ষা বর বর ডিগ্রীধারিদের চেয়ে কম মনে হচ্ছিল না।
কি করব আমরা, বিবিএ এমবিএ ডিগ্রী নিয়ে হয়ত চাকর নামের চাকরিতে ডুকব। কিংবা
ডাক্তার ইঞ্জিনিয়ার হব? আসলে সমাজে সবারই প্রয়োজন আছে, কিন্তু এই সব একটু বেশি পচে যাচ্ছে না? অদূর ভবিষ্যৎ এ এগুলো কি আমাদের বিশাল ক্ষুদা মেটাতে পারবে?
পেট শান্তিত দুনিয়া শান্তি!;)
বিদায় নিয়ে গাড়িতে উঠলাম। পথে দেখলাম এক থাইল্যান্ড এর ফার্ম। স্যার আঙ্গুল
দিয়ে দেখিয়ে দিলেন।এরা নামে কয়েকশ কোটি টাকা নিয়ে আর আমরা নামি নাম মাত্র মূলধন নিয়ে। আমাদের বিক্রয় মুল্য ৭টাকা হলে ওদের হয় ৩টাকা। তাহলে আমাদের পন্য টিকবে কি করে?
কি দরকার এদের এদেশে আমন্ত্রন জানানোর? আমরা কি এ খাতটাও নিজেরাই ধ্বংস করে দিব? যে মানুষগুলো এতকিছু করেযাচ্ছেন জানি না কতদূর যেতে পারবেন তবে আগামীদিনগুলোতে খুব ভাল কিছু দেখাবেন যদি সব কিছু ঠিক থাকে, এতে কোন সন্দেহ নেই। স্যারের ভাই, ভদ্রলোকের নামটা আর স্যারকে জিজ্ঞাসা করিনি বা জানারও চেষ্টা করিনি, হয়ত ইচ্ছে করেই করিনি। একজন সফল উদ্যোক্তা। এটাইহোক তার বর পরিচয়।

এগ্রো বেইজড কোন বাস্তব সন্মত তথ্য থাকলে জানান...........অথবা সফল কোন ব্যবসায়ের খবর।



সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০০৯ সকাল ১১:৩২
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাহ সাহেবের ডায়রি ।। শেষ মুহূর্তে রাইসির হেলিকপ্টারে কী ঘটেছিল

লিখেছেন শাহ আজিজ, ২২ শে মে, ২০২৪ রাত ৯:৩২

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার আগে কী ঘটেছিল, সে সম্পর্কে এখন পর্যন্ত খুব কমই জানা গেছে। এবার এ ঘটনার আরও কিছু তথ্য সামনে এনেছেন ইরানের প্রেসিডেন্টের চিফ... ...বাকিটুকু পড়ুন

ছেলেবেলার বন্ধু ও ব্যবসায়িক পার্টনারই মেরেছে এমপি আনারকে।

লিখেছেন ...নিপুণ কথন..., ২২ শে মে, ২০২৪ রাত ১০:৪৮


ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিল তারই ছোটবেলার বন্ধু ও ব্যবসায়িক পার্টনার আক্তারুজ্জামান শাহীন!

এই হত্যার পরিকল্পনা করে তা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল আরেক... ...বাকিটুকু পড়ুন

আজকের কিছু উল্টা পালটা চিন্তা !

লিখেছেন সাহাদাত উদরাজী, ২২ শে মে, ২০২৪ রাত ১১:১০

১।
কলকাতা গিয়ে টুকরা টুকরা হল আমাদের এক সন্ত্রাসী এমপি, কলকাতা বলা চলে তার ২য় বাড়ি, জীবনে কতবার গিয়েছেন তার হিসাব কেহ বের করতে পারবে বলে মনে করি না, কলকাতার অলিগলি... ...বাকিটুকু পড়ুন

মাটির কাছে যেতেই..

লিখেছেন নতুন নকিব, ২৩ শে মে, ২০২৪ সকাল ৮:৫৬

মাটির কাছে
যেতেই..


ছবি কৃতজ্ঞতাঃ https://pixabay.com/

ঠিক যেন
খা খা রোদ্দুর চারদিকে
চৈত্রের দাবদাহ দাবানলে
জ্বলে জ্বলে অঙ্গার ছাই ভস্ম
গোটা প্রান্তর
বন্ধ স্তব্ধ
পাখিদের আনাগোনাও

স্বপ্নবোনা মন আজ
উদাস মরুভূমি
মরা নদীর মত
স্রোতহীন নিস্তেজ-
আজ আর স্বপ্ন... ...বাকিটুকু পড়ুন

পর্ণআসক্ত সেকুলার ঢাবি অধ্যাপকের কি আর হিজাব পছন্দ হবে!

লিখেছেন প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, ২৩ শে মে, ২০২৪ দুপুর ২:২৭



ইন্দোনেশিয়ায় জাকার্তায় অনুষ্ঠিত একটা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছে বাংলাদেশি নারীদের একটা রোবোটিক্স টিম। এই খবর শেয়ার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপিকা। সেখানে কমেন্ট করে বসেছেন একই বিশ্ববিদ্যালয়ের আরেকজন... ...বাকিটুকু পড়ুন

×