শব্দের ছড়া

শব্দ ছাড়া হয় না কিছুই শব্দে মানুষ চমকায়

>> তপংকর চক্রবর্তীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2013, 01:07 PM
Updated : 4 Sept 2013, 01:08 PM

শব্দ ছাড়া হয় না কিছুই

শব্দে মানুষ চমকায়

শব্দ দিয়েই সাহেব-সুবো

গরিব মানুষ ধমকায়।

শব্দ হাসায় হাজার মানুষ

শব্দ কাঁদায় অন্তর

শব্দ দিয়েই সান্ত্বনা পাই

শব্দ জাদু-মন্তর।

কামান-গোলার শব্দ শুনে

মানুষ ওঠে চমকে

শব্দ শুনে বনের পশু

হঠাৎ দাঁড়ায় থমকে।

শব্দ দিয়ে হাসাই, কাঁদাই

শব্দে লিখি কাব্য

শব্দ হল দুই রকমের

দৃশ্য এবং শ্রাব্য।

শব্দ লিখি, শব্দ পড়ি,

শব্দ শুনি কর্ণে--

শব্দ শুনি ঝিঁঝিঁর ডাকে

মোটরগাড়ির হর্নে।

শব্দ আবার মিহি, মৃদু

শব্দ ভয়ংকর

শব্দ শুনি বৃষ্টি ধারায়

শব্দ শোনায় ঝড়।

শব্দ দিয়ে তোয়াজ করি

শব্দে সাজাই সুর

আকাশ-বাতাস-সমুদ্রজল

শব্দে ভরপুর।