somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লিনাক্স মূর্খের লিনাক্স যাত্রা

১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি একটা রিক্রুটিং এজেন্সীতে কাজ করি।আমাদের অফিস থেকে বিদেশে কর্মী পাঠানো হয়। প্রধানত মধ্যপ্রাচ্যে বেশি কর্মী পাঠানো হয়। আমাদের অফিস কোরিয়ার বিখ্যাত দাইউ এবং হুন্দাই কনষ্ট্রাকশন কোম্পানীর বাংলাদেশের এজেন্ট।তাই ইন্ডিয়া শ্রীলংকা থেকে শুরু করে সুদুর আলজেরিয়া নাইজেরিয়াতেও কর্মী পাঠাতে হয়।


আমি অফিস থেকে ইন্টারনেট ব্রাউজ করি,তাই সব সময় সব কথা ঠিক মত বলতে পারি না। আমার ইন্টারনেট ইউজ করা বাসার কাজের লোকের মতো। কাজ না থাকলে আর সিট খালি থাকলে ইন্টারনেট ইউজ করতে পারি। এই ইউজ করার মাঝে যদি কাজ হাজির হয় তখন ব্যাক টু দা প্যাভিলিয়ন ফর কাজ।

আমি আমার পিসি মানে বাসার পিসিতে বাংলা উন্ডোজ ইউজ করি, আমার পিসির কনফিগারেশন প্রসেসর P4 আর Ram 512 । Ram কথাটা বাংলায় লেখা যাচ্ছে না।আমার বাসায় ইন্টারনেট নাই, তবে ভবিষ্যতে ইন্টারনেট নিতেও পারি।আমি অফিস থেকে ওয়েব পেজ সেভ করে বাসায় এনে পড়ি। অফিসে এবং বাসায় ইন্টারনেট এক্সপ্লোরার ইউজ করি।অফিসের পিসিতে ইংলিশ উইন্ডোজ থাকায় ইন্টারনেট এক্সপ্লোরারে সেভ করা ফাইলের নামের জায়গাগুলো চারকোনা বাক্সের মতো দেখায়, বাসায় এই রকম কোনো সমস্যা হয় না,কারন বাসার পিসিতে বাংলা উইন্ডোজ ইনষ্টল করা।ফিলিপস বাতি লাগাইলে যেমন সব কিছু ফকফকা , ঠিক সেই রকম ফকফকা। এই লেখা লেখছি অভ্র দিয়ে।আমার পিসিতে ডিপফ্রিজ সফটওয়্যারটি ইনষ্টল করা আছে তাই ভাইরাস আক্রমনে আমার পিসির কিছুই হয়না (হেভি পাওয়ার ফুল আরকি,যে কোন ভাইরাসকে বালিশ ছাড়া শোয়াইয়া দিতে পারে)।পিসি স্লো হওয়াকে আমার কম্পিটার মোটেই পাত্তা দেয় না। আমার পিসি বুট করলে ব্যবহার উপযোগী হতে মাত্র ৪৫ সেকেন্ড সময় নেয়। আর শাট ডাউন হয় মাত্র ৩০ সেকেন্ডে।সারা বছর সে এই সময় মেইন্টেন করে।

সেই ২০০৫ সালে বিডিলাগের সদস্য ছিলাম।বিডিলাগের একটা গ্যাদারিং এ উপস্থিতও হয়ে ছিলাম। তখন থেকেই লিনাক্সকে জানতে শুরূ করি একটু একটু করে। আমার ধারণা লিনাক্স একটি কমান্ড লাইন ভিত্তিক (কমান্ড লিখে লিখে যেখানে কাজ করতে হয়) অপারেটিং সিস্টেম, যা নেটওয়ার্কিং এর জন্য খুব উপযোগী, কারন এর সিকিউরিটি সাইডটা খুব ভালো আর ভাইরাস ধরে না।আমরা যারা সাধারন ব্যবহারকারী তাদের জন্য এই অপারেটিং সিস্টেম না।

বিভিন্ন উৎস থেকে জানতে পারলাম বিনামূ্ল্যে লিনাক্স তথা উবুন্টুর সিডি পাওয়া যায়।সেই হিসাবে ইন্টারনেটে ঠিকানা দিলাম, একদিন অফিসে গিয়ে দেখি উবুন্টুর সিডি। সিডি টাও দেখতে বেশ সুন্দর লাল রঙের, বিদেশী সিডি সেইজন্য মনে হয়। সিডিটা প্রতিদিন নেড়েচেড়ে দেখি আর ভাবি কবে এটা ইনষ্টল করবো। এখন উবুন্টু ইনষ্টল করতে হবে। অনেক ঘাটাঘাটি করে , উবুন্টু সহায়িকা দেখে অনেক ভয়ে ভয়ে( এর মধ্যে আ.প্র.তে দেখলাম উবুন্টু ইনষ্টল করতে গিয়ে অনেকের পিসির দরকারি তথ্য হারিয়েছেন) উবুন্টু ইনষ্টল করলাম। করলাম তো করলাম। এখনতো আর গান শুনতে পারি না, কোন কাজ করতে পারি না, কেমন যেন মনে হচ্ছে সব কিছু আমাকে চেপে ধরছে , উইন্ডোজের মতো ফ্রি কাজ করতে পারছি না। দুই এক জনের কাছে সাহায্য চাইলাম এই ব্যাপারে, তারা আমাকে সেই ঐতিহাসিক লাল দালান দেখালো মানে ইন্টারনেটে গুগলিং করে খুজে নিতে বললেন ।আমি কি পিসিতে সামান্য কাজ করবো নাকি গুগলে এটা ওটা খুজতে সারাদিন সারারাত ব্যস্ত থাকবো? বাসার সবাই আমার উপরে রেগে টং। বাসা থেকে আমার উপরে আদেশজারী হলো কম্পিউটারে কাজ করতে পারছি না, তাড়াতাড়ী কম্পিউটার ঠিক কর। আমি খেয়াল করলাম কিছু করতে গেলেই পাসওর্য়াড চায়(আমি কম্পিটারের মালিক , আর আমার কাছে কিনা পাসওর্য়াড চায়,উবুন্টু আসলে আদব লেহাজ বলতে কিছুই জানে না, উবুন্টুর বাপ মা নাই তাই মনে হয় এই রকম হইছে অথবা বিদেশে জন্ম তাই।) ফাইল গুলো অনেক দেরিতে ওপেন হয়।আর সব কিছু কেমন যেন অচেনা মনে হতে লাগলো। শেষে আবার অনেক কষ্টে উইন্ডোজ ইনষ্টল দিলাম, কারন উবুন্টু ইনষ্টল করার সময় একটা ড্রাইভকে ভেঙ্গে দুটো ড্রাইভ করা হয়েছিল।


আমি ঝাতির কাছে ঝানতে ছাই

১. আমি কেনো লিনাক্স ইউজ করবো?? লিনাক্স আমাকে কি কি সুবিধা দেবে যেটা উইন্ডোজে নাই।


২. পাসওর্য়াড ছাড়া কোনো লিনাক্স আছে কিনা?


একবার অফিসে অনেক কষ্ট করে লিনাক্সের হৈমন্তি ডাউনলোড করেছিলাম(লোড সেডিং আর সেই সাথে অফিসের কলিগদেরকে ফাকি দিয়ে, প্রায় ৭ ঘন্টা ধরে ডাউনলোড হয়েছিল) । অতপর অফিসের এক কলিগের হাতে পায়ে ধরে সিডি রাইটও করিয়েছিলাম কিন্ত সেটা বুট ডিস্ক হয়নি। সিডি পিসিতে দিলে বুট হয় না, একটা জিপ ফাইল দেখায় ।

কুবুন্টু ৮.১০, উবুন্টু ৮.১০ ডেক্সটপ, উবুন্টু ৮.১০ সার্ভার 64bit, ডেক্সটপ LTS 64bit, উবুন্টু ৮.০৪ সার্ভার LTS 64bit, উবুন্টু ৭.০৪ 64bit, Looking Glass 3D
সেন্ট ও এস 64bit CentOS-5.1-x86_64-bin-DVD.iso,
ফেডোরা ৯Fedora-9-i386-DVD.iso,
স্বপ্নের লিনাক্স (Dream Linux) DL3.1_080405DE_en.iso

o ubuntu-8.04-dvd-i386.iso
o ubuntu-8.04-desktop-amd64.iso
o ubuntu-8.04-repository-i386-1_contrib.iso
o ubuntu-8.04-repository-i386-2_contrib.iso
o ubuntu-8.04-repository-i386-3_contrib.iso
o ubuntu-8.04-repository-i386-4_contrib.iso
o ubuntu-8.04-repository-i386-5_contrib
হৈমন্তি ৭.১০, উবুন্টু ৭.১০,উবুন্টু ৮.০৪, উবুন্টু ৮.১০

উবুন্তু ৮.১০, ফেডরা ১০।

উবুন্টু ৬.০৬,

এলটিএস ডেস্কটপ এডিশন, কুবুন্টু, এডুবুন্টু ৮.০৪ (৩২-বিট), উবুন্টু, কুবুন্টু ৮.১০ (৩২-বিট) এবং উবুন্টু ৮.১০ (৬৪-বিট)

ফেডোরা ৮,৯, উবুন্তু ৭.০৪ রিপোজিটরী

উবুন্তু ৮.০৪-৬৪ বিট, ৮.০৪.১ এল.টি.এস ভার্সন, উবন্তুর ৬.১০ থেকে সব ভার্সন, লিনাক্স মিন্ট ৫.০ (ডারিয়ানা), জিওস গ্যাজেটস ৩.০, ওপেনসোলারিস, ওপেনসুযে ১১.০, ফেডরা ১০।

উবুন্টু ৮.০৪ (৩২/৬৪ বিট), কুবুন্টু ৮.০৪ (৩২/৬৪ বিট), উবুন্টু ৮.১০, কুবুন্টু ৮.১০ , উবুন্টু ৭.১০

উবুন্টু ৮.০৪.১ এলটিএস ডেক্সটপ এডিশন
৮.১০ ইন্ট্রিপিড আইবেক্স উবুন্টু,
৮.০৪ হার্ডিহ্যারন উবুন্টু/কুবুন্টু/এডুবুন্টু/এক্সবুন্টু,
৭.১০ গাটসি গিবন উবুন্টু

উবুন্টু ৮.১০ (৬৪ বিট), উবুন্টু ৮.০৪ (৩২ বিট), উবুন্টু ৭.১০(৩২ বিট), উবুন্টু ৭.০৪ (৩২ বিট), উবুন্টু ৬.০৬ (৩২ বিট), উবুন্টু ৬.০৬ (৬৪ বিট), লিনাক্স মিন্ট

উবুন্টু ৬.০৪, ৭.১০, ৭.০৪, ৬.১০; উবুন্টু ৬৪ বিট ৮.০৪, উবুন্টু সার্ভার ৮.০৪, উবুন্টু(হৈমন্তি) ৭.১০;
উবুন্টু ৮.০৪ (64bit,32bit) উবুন্টু ৮.১০ (64bit)

উবুন্টু সার্ভার, ৮.১০; কুবুন্টু (কে-উবুন্টু) ৮.১০।

উবুন্টু ৮.১০, কুবুন্টু (কে-উবুন্টু) ৮.১০, ৮.০৪; যুবুন্টু (এক্স-উবুন্টু) ৮.১০, ৮.০৪; এডুবুন্টু (উবুন্টু স্টুডেন্ট'স অ্যাড-অন) ৮.১০, ফেডোরা ১০ (জিনোম, লাইভ)।


কত লিনাক্স আছেরে.....।লিনাক্সের এতো ভাসন দেইখা তো মাথায় ঘুরাইতাছে গো, তোমরা কেউ আছোনি আমারে ধরবার লাইগ্যা??? এতো লিনাক্সের কামডা কি??

কি এক ধান্ধার মইধ্যে পড়লামরে বাবা.......
১৯টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজরুলের চিন্তার কাবা প্রাচ্য নাকি পাশ্চাত্য?

লিখেছেন আরেফিন৩৩৬, ২৬ শে মে, ২০২৪ ভোর ৫:০৫


কাজী নজরুলের বড় বিপত্তি তিনি, না গোঁড়া ধর্মীয় লোকের কবি আর অতিমাত্রায় বামের কবি, না হোদাই প্রগতিশীলের কবি। তিনি সরাসরি মধ্যপন্থীর। অনেককেই দেখি নজরুলের কিছু কথা উল্লেখ করে বলেন কাফের।... ...বাকিটুকু পড়ুন

ফিলিস্তিনিদের আত্মদান ধর্মযুদ্ধ নয়; এটি স্বাধীকারের যুদ্ধ

লিখেছেন সায়েমুজজ্জামান, ২৬ শে মে, ২০২৪ সকাল ৯:০৬

বিশ্বব্যাপী মুসলমানরা যেকোন বিষয়কে ধর্মীয় ফ্লেভার দিয়ে উপস্থাপন করে৷ ইসলামের সাথে কতটুকু সম্পৃক্ততা তার ভিত্তিতে কনভারজেন্স নির্ধারিত হয়৷ বাঙালি মুসলমানরা এক্ষেত্রে এক কাঠি ওপরে৷ পক্ষ বিপক্ষ বেছে নেবে... ...বাকিটুকু পড়ুন

ওহাবী বাতিল মতবাদের স্বরূপ উন্মোচন

লিখেছেন মীর সাখওয়াত হোসেন, ২৬ শে মে, ২০২৪ দুপুর ১২:৫৭

নজদী ওহাবীদের সম্পর্কে আলােচনা করার পূর্বে নজদ দেশ সম্পর্কে আলােকপাত করতে চাই। আরবের মক্কা নগরীর সােজা পূর্ব দিকের একটি প্রদেশের নাম নজদ । এখন উক্ত নজদ দেশটি সৌদি আরবের রাজধানী... ...বাকিটুকু পড়ুন

ঘূর্ণিঝড় রিমাল সর্তকতা।

লিখেছেন কাল্পনিক_ভালোবাসা, ২৬ শে মে, ২০২৪ দুপুর ১:০৩

প্রিয় ব্লগারবৃন্দ,
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রিমাল প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে এবং ইতিমধ্যে বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে। সংশ্লিষ্ট অঞ্চলগুলোর ব্লগারদের কাছে যদি স্থানীয় ঝড়ের অবস্থা এবং ক্ষয়ক্ষতি নিয়ে কোন... ...বাকিটুকু পড়ুন

বিংশ শতাব্দীতে পৃথিবীতে চিরতরে যুদ্ধ বন্ধের একটা সুযোগ এসেছিল!!

লিখেছেন শেরজা তপন, ২৬ শে মে, ২০২৪ সন্ধ্যা ৬:০৩


মনে হয় শুধু মানুষের কল্পনাতেই এমন প্রস্তাবগুলো উপস্থাপন সম্ভব- যদি বাস্তবে হত তবে কেমন হত ভাবুন তো?
প্রত্যেকটি দেশের সমস্ত রকমের সৈন্যদল ভেঙে দেওয়া; সমস্ত অস্ত্র এবং সমর-সম্ভার, দুর্গ,... ...বাকিটুকু পড়ুন

×