somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উইডগেট চ্যানেল ফ্রেমওয়ার্ক ইন্টারনেট এবার টেলিভিশনে

০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইন্টেল কর্পোরেশন এবং ইয়াহু ইনক৷ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি জগতের দুটি সুপরিচিত প্রতিষ্ঠান৷ সম্প্রতি এ প্রতিষ্ঠান দুটো একটি পরিকল্পনা পর্যালোচনায় বসেছিল৷ পরিকল্পনাটি হচ্ছে Widget Channel নিয়ে৷ উল্লেখ্য, Widget-এর শাব্দিক অর্থ হচ্ছে ছোট ছোট কল, কৌশল বা উপায়৷ এই উইডগেট চ্যানেল হচ্ছে একটি টেলিভিশন অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক৷ এ ফ্রেমওয়ার্কটি অপটিমাইজ করা হয়েছে টেলিভিশন ও সংশ্লিষ্ট কনজুমার ইলেকট্রনিকস ডিভাইসের জন্য৷ এগুলোতে ব্যবহার হয় ইন্টেল আর্কিটেকচার৷ উইডগেট চ্যানেলের মাধ্যমে গ্রাহকরা সমৃদ্ধ ইন্টারনেট অ্যাপ্লিকেশন ব্যবহারের সুযোগ পাবেন টেলিভিশনে৷ টিভিতে গ্রাহকরা তাদের প্রিয় অনুষ্ঠান দেখার সময় এই ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন৷ ইন্টারনেট ব্যবহার করে টেলিভিশনে প্রিয় অনুষ্ঠান দেখার সুযোগ সৃষ্টি হবে এ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে৷

উইডগেট চ্যানেল চলবে ইয়াহু উইডগেট ইঞ্জিনের মাধ্যমে৷ এ ইঞ্জিন হচ্ছে পঞ্চম প্রজন্মের অ্যাপ্লিকেশন প্লাটফরম৷ এর মাধ্যমে টিভি দর্শকরা সুযোগ পাবেন একসেট টিভি উইডগেটের সাথে এবং উপভোগ করতে পারবেন সমৃদ্ধ একসেট টিভি উইডগেট৷ এতে ইন্টারনেট ব্যবহারের ফলে প্রচলিত টিভি দেখার অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধতর পর্যায়ে নিয়ে পৌঁছাবে৷ এর মাধ্যমে টেলিভিশন ইন্টারনেট ব্যবহার করে কনটেন্ট, ইনফরমেশন ও কমিউনিটি ফিচার ইত্যাদি সহজেই হাতের কাছে পৌঁ ছে যাবে৷ উইডগেট চ্যানেল ডেভেলপারদের কাছে সুযোগ এনে দেবে জাভা িস্ক্রপ্ট, এক্সএমএল, এইচটিএমএল ও অ্যাডোবি ফ্ল্যাশ টেকনোলজি ব্যবহারের প্লাটফর্মের জন্য টিভি অ্যাপ্লিকেশন রাইট করার৷ অতএব এটি পিসি অ্যাপ্লিকেশন ডেভেলপার প্রোগ্রামের ক্ষমতা ও কম্প্যাটিবিলিটির সম্প্রসারণ ঘটাবে টেলিভিশন ও সংশ্লিষ্ট ইলেকট্রনিক ডিভাইসে৷ ইয়াহু! উইডগেট ইঞ্জিন সাপোর্ট করা ছাড়াও ইয়াহু গ্রাহকদের যোগাবে ইয়াহু ব্র্যান্ডেড টিভি উইডগেট, যেগুলো হচ্ছে এর ক্যাটাগরি-লিডিং ইন্টারনেট সার্ভিসে কাস্টমাইজভিত্তিক৷

টিভি উইডগেট গ্রাহকদের সুযোগ করে দেবে বিভিন্ন ধরনের সার্ভিস উপভোগের৷ যেমন : ভিডিও দেখা, তাদের প্রিয় স্টক অথবা খেলোয়াড় দলের ট্র্যাকিং, বন্ধুদের সঙ্গে ইন্টারেক্ট করা, হালনাগাদ খবর পাওয়া, সর্বশেষ তথ্য পাওয়া ইত্যাদি টিভি দর্শকরা টিভি উইডগেট ব্যবহার করতে পারবে, অনুষ্ঠান দেখার বেলায় তাদের উপভোগকে আরো গভীরতর পর্যায়ে নিয়ে পৌঁছাতে৷ হাতের কাছে পাবেন নতুন নতুন কনটেন্ট ও সার্ভিস৷ নানা অনুষ্ঠান শেয়ার করতে পারবেন বন্ধুবান্ধব ও পরিবারের অন্য সদস্যদের সাথে৷ টিভি উইডগেটকে পারসোনালাইজ করা যাবে৷ কারণ, এগুলো হবে জনপ্রিয় ইন্টারনেট সার্ভিসভিত্তিক৷ যেমন : ইয়াহু, ফিন্যান্স, ইয়াহু স্পোর্টস, ব্লকবুস্টার ও ই-বেভিত্তিক, যা দর্শকরা তাদের প্রতিদিনের জীবনে ব্যবহারের জন্য কাস্টমাইজ করে নিয়েছে ইতোমধ্যেই৷

ইন্টেলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এ কোম্পানির ‘ডিজিটালহোম গ্রুপ’-এর জেনালে ম্যানেজার এরিক কিম বলেন, ‘আমরাযেভাবে বলি, কল্পনা করি ও ইন্টারনেট অভিজ্ঞতা লাভ করি, এর সবকিছুই পাল্টে দেবে টেলিভিশন৷ টিভিতে আর শুধু প্যাসিভ এক্সপেরিয়েন্স বা একগুঁয়ে অনুষ্ঠান নয়৷ দর্শক চাইলেই তা বদলে দিতে পারবেন৷ ইন্টেল ও ইয়াহু এমন সুযোগ দর্শকদের পৌঁছে দেবে, যেখানে টিভি ও ইন্টারনেট হবে ইন্টারেক্টিভ৷ এবং যথাসম্ভব একটানা চলবে টিভি উপভোগ৷ আমাদের ঘনিষ্ঠ সাধনা জন্ম দিয়েছে একটি অবাক করা অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক, যার ওপর এ শিল্পে সহায়তা চলতে পারে স্বতন্ত্র উদ্ভাবনার লক্ষ্যে৷ আমরা বিশ্বাস করি, এ উদ্যোগ হবে এমন, যা ইন্টারনেটকে টিভিতে নিয়ে পৌঁছানোর বিস্ময়কর কিছু উপায়ের সৃষ্টি করবে৷ গ্রাহকরা কতটা সামনে দৃষ্টি দিতে পারে, এটি হবে সত্যিকার অর্থে তেমনি এক সম্ভাবনা’৷

‘কাকেটেড লাইফ, ইয়াহু ইনক’-এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট র্মাv †evqvwim e‡jb, Ôwcwm I †gvevBj hন্ত্রসমূহে ইয়াহু হচ্ছে প্রতিনিধিত্বশীল বিস্ময়কর বিষয়, বিশ্বব্যাপী লাখ লাখ গ্রাহকের জন্য৷ ইয়াহু চায় এ নেতৃত্বের বা লিডারশিপের আরো সম্প্রসারণ ঘটাতে বিকাশমান ইন্টারনেট-কানেক্টেড টেলিভিশনের জগতে, যার নাম দেয়া হয়েছে সিনেেমিটক ইন্টারনেট৷ ইন্টেলের মতো প্রতিনিধিত্বশীল পার্টনারদের সঙ্গে কাজ করে আমরা পরিকল্পনা নিয়েছি ওপেন ইউজার চয়েজের ভিত্তিতে ইন্টারনেটের সুযোগ, কমিউনিটি ও পার্সোনালাইজেশনকে একীভূত করে ইন্টেল আর্কিটেকচারে এমবডিড করতে৷ আর এ কাজটি করছি টিভিকে রূপান্তর করতে আগের তুলনায় আরো বৃহত্তর, উন্নতর ও বিস্ময়কর কিছুতে৷ উইডগেট চ্যানেল চালাতে জনপ্রিয় ইয়াহু উইডগেট ইঞ্জিন ব্যবহার করে সব ডেভেলপার ও পাবলিশারদের জন্য চাই এমন একটা সুযোগ সৃষ্টি করতে, যাতে এরা লাখো-কোটি টেলিভিশনের কাছে নতুন বিস্ময়কর অভিজ্ঞতা পৌঁ ছে দিতে পারে৷ ইয়াহু পরিকল্পনা নিয়েছে সিনেমিটক ইন্টারনেট ইকোসিস্টেম (ecosystem) কার্যকর করতে৷ এটি উপকার বয়ে আনবে গ্রাহক, যন্ত্র উত্পাদক, বিজ্ঞাপনদাতা ও প্রকাশকদের জন্য৷

টিভি উইডগেট ডেভেলপার

মূলত উইডগেট চ্যানেল হবে ইয়াহু উইডগেট ইঞ্জিন ও প্রধান প্রধান লাইব্রেরিসহ প্লাটফর্ম টেকনোলজির একটি শক্তিশালী সেট৷ ইন্টেল আর্কিটেকচারের শক্তিশালী ফাংশনগুলো কাজে লাগাতে পারবে৷ উইডগেট চ্যানেল ফ্রেমওয়ার্ক ব্যবহার করবে প্রতিষ্ঠিত ইন্টারনেট প্রযুক্তি৷ এর ফলে নাটকীয়ভাবে কমবে টিভির জন্য অ্যাপ্লিকেশন অপটিমাইজেশন ডেভেলপে প্রবেশের নানা বাধা৷ নতুন টিভি উইডগেট সৃষ্টিতে সহায়তা করার জন্য ইন্টেল ও ইয়াহুর পরিকল্পনা হচ্ছে ডেভেলপারদের জন্য একটি ডেভেলপিং কিট তৈরি করা৷ এসব ডেভেলপারের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে টিভি ও অন্যান্য কনজ্যুমার ইলেকট্রনিক্স ডিভাইসের উত্পাদক, বিজ্ঞাপনদাতা ও প্রকাশকরা৷ উইডগেট চ্যানেলে আরো অন্তর্ভুক্ত থাকবে একটি Widget Gallary, যাতে ডেভেলপাররা প্রকাশ করতে পারবেন টিভি উইডগেট মাল্টিপল টিভি ও সংশ্লিষ্ট কনজ্যুমার ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে৷ এর মাধ্যমে গ্রাহকরা তাদের পছন্দ মতো দেখতে পারবেন ও বাছাই করতে পারবেন টিভি উইডগেট৷



ইন্টেল ও ইয়াহু কাজ করছে বেশকিছু প্রযুক্তি শিল্পখাতের শীর্ষস্থানীয় কিছু ইন্ডা স্ট্রি-লিডিং কোম্পানির সাথে৷ এসব কোম্পানির বিভিন্ন পরিকল্পনা আছে টিভি উইডগেট উদ্ভাবন ও চালুর ব্যাপারে৷ এসব কোম্পানির মধ্যে আছে : ব্লকবুস্টার, সিবিএস ইন্টারেক্টিভ, সিনেমানাউ, সাইনকুয়েস্ট, কমকাস্ট, ডিজনি-এবিসি টেলিভিশন গ্রুপ, ই-বে জিই, গ্রুপ এম, জুস্ট, এমটিভি, স্যামসাং ইলেকট্রনিকস, সিনেমিটক, কোটাইম, তোশিবা ও টুইটার৷ এগুলো অন্যান্য কোম্পানি ও কোনো ব্যক্তিবিশেষ এখন সক্ষম হবেন সংশ্লিষ্ট ইলেকট্রনিক যন্ত্রপাতি ও মাল্টিপল টিভির মাধ্যমে টিভি উইডগেট উদ্ভাবন, স্বাতন্ত্র্য সৃষ্টি ও চালুর৷ এক্ষেত্রে এরা ব্যবহার করবে উইডগেট চ্যানেল ফ্রেমওয়ার্ক ও ইয়াহু৷ উইডগেট ইঞ্জিন সম্পর্কে আরো তথ্য জানার জন্য ওয়েবসাইট : http://www.intel.com/newsroom

ইন্টেল আর্কিটেকচার (আইএ) এখন লাখো-কোটি পিসি, এমআইডি ও সার্ভারভিত্তিক ইন্টারনেট গ্রাহকদের হৃদয়ে৷ কারণ, এ আর্কিটেকচার গ্রাহকদের সহায়তা দিয়েছে ইন্টারনেটভিত্তিক কনটেন্ট ও সার্ভিস বিস্তারের৷ সেই সাথে ব্যবহারকারীরা উপভোগ করছে একটি আনকমপ্রোমাইজড ইন্টারনেট অভিজ্ঞতা৷ টেলিভিশনে ইন্টারনেট সরবরাহ ত্বরান্বিত করে ইন্টেল আজ সম্প্রসারিত করেছে এর কর্মসাফল্য আইএ৷ কানেকটিভিটি একটি ‘পারপাসবিল্ট’ সিস্টেম-অন-চিপ (SoC) মিডিয়া প্রসের৷ এসব প্রসেসর ব্যবহার হবে ইন্টারকানেকটেড কনজ্যুমার ইলেক্ট্রনিক ডিভাইসগুলোতে৷ এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত আছে : অপটিক্যাল মিডিয়া প্লেয়ার, ইউএস ক্যাবল সেট-টপ-বক্স, ডিজিটাল টিভি ও অন্যান্য কানেকটেড অডিও ভিজ্যুয়াল পণ্য৷

ইন্টেলের প্রথম কনজ্যুমার ইলেকট্রনিক পণ্য IA-lease SoC হচ্ছে Intel Media Processor CF-3100 (আগের Canmore)৷ এটি একটি উঁচু মানের সমন্বিত চিপ৷ এর মধ্যে আছে একটি উচ্চক্ষমতাসম্পন্ন আইএ কোর এবং অন্যান্য ফাংশনাল আই/ও ব্লক, যা যোগাবে হাই ডেফিনেশন ভিডিও ডিকোড, হোম- থিয়েটার মানের অডিও, থ্রি-ডি গ্রাফিক্স এবং ইন্টারনেট ও টিভিকে একীভূত করার মজাদার অভিজ্ঞতা৷ উইডগেট চ্যানেল সফটওয়্যার ফ্রেমওয়ার্ক এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে করে এটি কাজ করতে পারে ইন্টেলের পারপাস বিল্ট SoC ভিত্তিক নতুন প্রজন্মের ইন্টারকানেকটেড কনজ্যুমার ইলেকট্রনিক পণ্যের সাথে৷ আইএ’র হার্ডওয়্যার ও সফটওয়্যার কম্প্যাটিবিলিটির কারমে এতে ব্রডকাস্ট ও ইন্টারনেট কনটেন্ট সাপোর্টও পাওয়া যাবে৷

ইন্টেল আরো পরিকল্পনা করছে ‘ইন্টেলমিডিয়া প্রসেসর সিই ৩১০০’-ভিত্তিক হার্ডওয়্যার সিস্টেম বাজামে ছাড়বে৷ এ সিস্টেমের নাম দেয়া হয়েছে ‘ইনোভেশন প্লাটফর্ম’৷ এটি ডেভেলপাররে কাছে প্রাথমিক উন্নয়ন ও পরিবেশ সৃষ্টির সুযোগ দেবে উইডগেট চ্যানেলে টিভি উইডগেট ডেভেলপারের ব্যাপারে৷

ওপেন ফ্রেমওয়ার্ক

চূড়ান্ত পর্যায়ে ইন্টেল ও ইয়াহু কাজ করছে শিল্প খাতের লোকজনের সাথে৷ উদ্দেশ্য, টিভি উইডগেট ইকোসিস্টেমের বিকাশের জন্য প্রয়োজনীয় ওপেন ও টেকসই স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্টে সহায়তা যোগাবে৷ তাদের প্রয়াসের অংশ হিসেবে কোম্পানিগুলো অংশ নিচ্ছে বাছাই করা কিছু টিভি উইডগেট ডেভেলপারদের জন্য ডেভেলপমেন্ট কিটের একটি প্রাথমিক সংস্করণ বের করার জন্য৷ ইন্টেল বিশ্বের বৃহত্তম চিপ উত্পাদক কোম্পানি৷ নেটওয়ার্ক, যোগাযোগ পণ্য ও কমপিউটার উত্পাদক হিসেবেও এর স্থান শীর্ষসারিতে৷ ইন্টেল সম্পর্কে আরো তথ্য জানার ওয়েবসাইট :
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোরআন কী পোড়ানো যায়!

লিখেছেন সায়েমুজজ্জামান, ২০ শে মে, ২০২৪ সকাল ১০:৩৮

আমি বেশ কয়েকজন আরবীভাষী সহপাঠি পেয়েছি । তাদের মধ্যে দু'এক জন আবার নাস্তিক। একজনের সাথে কোরআন নিয়ে কথা হয়েছিল। সে আমাকে জানালো, কোরআনে অনেক ভুল আছে। তাকে বললাম, দেখাও কোথায় কোথায় ভুল... ...বাকিটুকু পড়ুন

সেঞ্চুরী’তম

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২০ শে মে, ২০২৪ সকাল ১১:১৪


লাকী দার ৫০তম জন্মদিনের লাল গোপালের শুভেচ্ছা

দক্ষিণা জানালাটা খুলে গেছে আজ
৫০তম বছর উকি ঝুকি, যাকে বলে
হাফ সেঞ্চুরি-হাফ সেঞ্চুরি;
রোজ বট ছায়া তলে বসে থাকতাম
আর ভিন্ন বাতাসের গন্ধ
নাকের এক স্বাদে... ...বাকিটুকু পড়ুন

ইরানের প্রেসিডেন্ট কি ইসরায়েলি হামলার শিকার? নাকি এর পিছে অতৃপ্ত আত্মা?

লিখেছেন ...নিপুণ কথন..., ২০ শে মে, ২০২৪ সকাল ১১:৩৯


ইরানের প্রেসিডেন্ট হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত!?

বাঙালি মুমিনরা যেমন সারাদিন ইহুদিদের গালি দেয়, তাও আবার ইহুদির ফেসবুকে এসেই! ইসরায়েল আর।আমেরিকাকে হুমকি দেয়া ইরানের প্রেসিডেন্টও তেমন ৪৫+ বছরের পুরাতন আমেরিকান হেলিকপ্টারে... ...বাকিটুকু পড়ুন

ভণ্ড মুসলমান

লিখেছেন এম ডি মুসা, ২০ শে মে, ২০২৪ দুপুর ১:২৬

ওরে মুসলিম ধর্ম তোমার টুপি পাঞ্জাবী মাথার মুকুট,
মনের ভেতর শয়তানি এক নিজের স্বার্থে চলে খুটখাট।
সবই যখন খোদার হুকুম শয়তানি করে কে?
খোদার উপর চাপিয়ে দিতেই খোদা কি-বলছে?

মানুষ ঠকিয়ে খোদার হুকুম শয়তানি... ...বাকিটুকু পড়ুন

আসবে তুমি কবে ?

লিখেছেন সেলিম আনোয়ার, ২০ শে মে, ২০২৪ দুপুর ১:৪২



আজি আমার আঙিনায়
তোমার দেখা নাই,
কোথায় তোমায় পাই?
বিশ্ব বিবেকের কাছে
প্রশ্ন রেখে যাই।
তুমি থাকো যে দূরে
আমার স্পর্শের বাহিরে,
আমি থাকিগো অপেক্ষায়।
আসবে যে তুমি কবে ?
কবে হবেগো ঠাঁই আমার ?
... ...বাকিটুকু পড়ুন

×