somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রমজানের ইতিকাফ

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রমজানের তৃতীয় দশকটি রোজাদারের কাছে বিশেষ তাৎপর্য ও গুরুত্বপূর্ণ। এ সময় রোজাদার ইতিকাফে বসেন। ইতিকাফ শব্দের আভিধানিক অর্থ অবস্থান। আর পারিভাষিক অর্থে পার্থিব বিষয়বস্তু থেকে মুক্ত হয়ে একাগ্রচিত্তে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে রমজানের শেষ দশ দিন (দিবা-রাত্রি) একাধারে নির্দিষ্ট স্থানে অবস্থান করা।
খোদ নবী করিমও (সা.) রমজানে নিয়মিত ইতিকাফ করে সবার জন্য অনুকরণীয় এক অনন্য আদর্শ স্থাপন করে গেছেন। এ প্রসঙ্গে হাদিস গ্রন্থগুলোয় অনেক উজ্জ্বলতম প্রমাণ রয়েছে। হজরত আয়েশা সিদ্দিকা (রা.) বর্ণনা করেছেন, হজরত নবী করিম (সা.) জীবদ্দশায় প্রতি বছর রমজানের শেষ দশ দিন ইতিকাফ করতেন। কিন্তু যে বছর তিনি মহাপ্রয়াণ লাভ করেনÑ সেই বছর বিশ দিন ইতিকাফ করেছিলেন। (বুখারি শরীফ)। তার মহাপ্রয়াণের পর তার স্ত্রীরা ইতিকাফ পালন করেছেন।
রমজানের ইতিকাফ ছাড়াও রাসূলুল্লাহ (সা.) গভীর ধ্যানে নিমগ্ন হওয়ার লক্ষ্যে হেরা গুহায় দীর্ঘ পনের বছর ধ্যানের মাধ্যমে আল্লাহপাকের সঙ্গে গভীর প্রেম সাধনায় কাটিয়েছিলেন। আর সেই ধ্যানের মর্ম উপলব্ধি করতে এবং বিশেষ মুহূর্তে প্রেমময় আল্লাহ রাব্বুল আলামীনের সঙ্গে প্রেমালাপের সুবর্ণ সুযোগ নিতে রমজানের তৃতীয় দশকে ইতিকাফের বিধান রয়েছে।
এটি আবশ্যকীয় বিধান না হলেও মোমিনরা মাবুদের প্রেমের কারণে এ সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন না। অলি আল্লাহ ও মহাসাধকরা এ প্রেমের মজা গভীরভাবে উপলব্ধি করে আসছেন। যে কারণে বলখের শাহী তখত ছেড়ে জঙ্গলে মহান প্রেমময়ের সঙ্গে প্রেমালাপ করেছিলেন হজরত ইব্রাহিম আদহাম (রহ.)। তিনি দুনিয়ার মায়া-মমতা, লোভ-লালসা ত্যাগ করে পরম সুখের পরশ লাভ করেছিলেন।
প্রেমময়ের সঙ্গে প্রেমালাপ করতে এখনও ২১-৩০ রমজান বিশ্বের প্রত্যন্ত অঞ্চল থেকে সামর্থ্যবান লাখ লাখ প্রেমিক কাবা ও মসজিদে নববী নামক শ্রেষ্ঠ প্রেমকাননে হাজির হন তখন লাখ লাখ ইতিকাফকারীর চোখে-মুখে থাকে এক ঐশী প্রেমের উচ্ছ্বাস। সেখানে প্রকৃতির ডাকে সাড়া দেয়া ছাড়া বৈষয়িক কিছু নিয়ে ভাবনার অবকাশ নেই। যথাসময়ে ইফতার-সেহরি সামনে চলে আসে। আল্লাহ যাদের সামর্থ্য দিয়েছেন, তারা জীবনে একবারের জন্য হলেও যেন কাবা বা মসজিদে নববীর প্রেমকাননে বসে প্রেমময়ের সঙ্গে প্রেমালাপ করেন। আবার সেখানে যাদের যাওয়ার সামর্থ্য নেই তারা স্থানীয় মসজিদ, খানকা কিংবা নীরব কোন স্থানে একাকী ইতিকাফে বসে প্রেমময়ের সঙ্গে প্রেমালাপের চেষ্টা করেন।
তাই ইতিকাফ চলাকালে নামাজ-রোজা, জিকির-আজকার, দোয়া-দরুদ, মোরাকাবা-মোশাহেদা ও অন্যান্য ইবাদতে একাগ্রচিত্তে মনোনিবেশ করা প্রত্যেক ইতিকাফকারীর আবশ্যক। সচেতন থাকতে হবে প্রেমময়ের সঙ্গে নিবিড় প্রেমালাপে যেন ব্যাঘাত না ঘটে। কেননা এ দশ দিনের মধ্যে লুকিয়ে আছে অতি আকাংক্ষিত মহামূল্যবান 'শবে কদর'। যে মহিমান্বিত রাতে আল্লাহর ফেরেশতারা এবং রুহগুলো তারই হুকুমে বান্দাদের জন্য সর্বপ্রকার রহমত, বরকত, কল্যাণ ও মঙ্গল বার্তা নিয়ে পৃথিবীতে অবতরণ করেন। তারা ইবাদত-বন্দেগিরত নেককার বান্দাদের জন্য বিশেষ রহমত ও শান্তি কামনা করে প্রার্থনা করেন আল্লাহর দরবারে।
যারা ইতিকাফে স্বল্পমেয়াদি এ প্রেমালাপে সফল হতে পারেন, পরিতৃপ্তি লাভ করতে পারেনÑ তারা বছরের অবশিষ্ট সময়ও জীবনযাপন, চিন্তা-চেতনা ও মননে-মানসে দায়েমি ইতিকাফে থাকেন। হরহামেশা প্রেমময়ের সঙ্গে তাদের চলে প্রেমালাপ। তারাই আল্লাহর অলি বা বন্ধুÑ তাদের জন্যই ঈদের প্রকৃত আনন্দ।
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপরূপের সাথে হলো দেখা

লিখেছেন রোকসানা লেইস, ১৪ ই মে, ২০২৪ রাত ১:৩৫



আট এপ্রিলের পর দশ মে আরো একটা প্রাকৃতিক আইকন বিষয় ঘটে গেলো আমার জীবনে এবছর। এমন দারুণ একটা বিষয়ের সাক্ষী হয়ে যাবো ঘরে বসে থেকে ভেবেছি অনেকবার। কিন্তু স্বপ্ন... ...বাকিটুকু পড়ুন

আমরা কেন এমন হলাম না!

লিখেছেন সায়েমুজজ্জামান, ১৪ ই মে, ২০২৪ সকাল ৯:৪১


জাপানের আইচি প্রদেশের নাগোইয়া শহর থেকে ফিরছি৷ গন্তব্য হোক্কাইদো প্রদেশের সাপ্পোরো৷ সাপ্পোরো থেকেই নাগোইয়া এসেছিলাম৷ দুইটা কারণে নাগোইয়া ভালো লেগেছিল৷ সাপ্পোরোতে তখন বিশ ফুটের বেশি পুরু বরফের ম্তুপ৷ পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

অভিমানের দেয়াল

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ১৪ ই মে, ২০২৪ সকাল ১১:২৪




অভিমানের পাহাড় জমেছে তোমার বুকে, বলোনিতো আগে
হাসিমুখ দিয়ে যতনে লুকিয়ে রেখেছো সব বিষাদ, বুঝিনি তা
একবার যদি জানতাম তোমার অন্তরটাকে ভুল দূর হতো চোখের পলকে
দিলেনা সুযোগ, জ্বলে পুড়ে বুক, জড়িয়ে ধরেছে... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামে মুক্তিযুদ্ধের প্রস্তুতি

লিখেছেন প্রামানিক, ১৪ ই মে, ২০২৪ দুপুর ১:৩১



২৬শে মার্চের পরে গাইবান্ধা কলেজ মাঠে মুক্তিযুদ্ধের উপর ট্রেনিং শুরু হয়। আমার বড় ভাই তখন ওই কলেজের বিএসসি সেকেন্ড ইয়ারের ছাত্র ছিলেন। কলেজে থাকা অবস্থায় তিনি রোভার স্কাউটে নাম... ...বাকিটুকু পড়ুন

বিকেল বেলা লাস ভেগাস – ছবি ব্লগ ১

লিখেছেন শোভন শামস, ১৪ ই মে, ২০২৪ দুপুর ২:৪৫


তিনটার সময় হোটেল সার্কাস সার্কাসের রিসিপশনে আসলাম, ১৬ তালায় আমাদের হোটেল রুম। বিকেলে গাড়িতে করে শহর দেখতে রওয়ানা হলাম, এম জি এম হোটেলের পার্কিং এ গাড়ি রেখে হেঁটে শহরটা ঘুরে... ...বাকিটুকু পড়ুন

×