সাশ্রয়ী সোলার সেল স্প্রে

সোলার সেল স্প্রের মাধ্যমে সোলার প্যানেল উৎপাদন খরচ অনেক কমিয়ে আনা সম্ভব বলে এক গবেষণায় জানা গেছে। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ইউনিভার্সিটি অফ আলবার্টার গবেষকরা এ গবেষণাটি করেছেন।

আজরাফ আল মূতীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Sept 2013, 10:10 AM
Updated : 7 Sept 2013, 10:39 AM

বিজ্ঞানীরা জানিয়েছেন, তারা এমন একটি সিনথেটিক সোলার স্প্রে পেইন্ট তৈরি করেছেন, যা বেশ অল্পদামেই উৎপাদন করা সম্ভব। ইউনিভার্সিটি অফ আলবার্টার রসায়ন অধ্যাপক জিলিয়ান বুরিয়াক, এরিক লুবার এবং হোসনি মোবারক এ তিনজনের একটি গবেষণাদল স্প্রেটি তৈরিতে ফসফাইডের ক্ষুদ্র অণু ব্যবহার করেছেন। তারা আবিষ্কার করেছেন, এ অণুগুলো দ্রবীভূত হয়ে একটি কালিতে পরিণত হয়।

পরবর্তীতে যখন সে কালিটি স্প্রে করার পরে শুকায় তখন চিকন ফিল্মটি আলোতে নিয়ে এলে সেটির প্রতিক্রিয়া লক্ষ করা যায়। বুরিয়াক এবং তার দল এমন ক্ষুদ্র অণু ব্যবহার করেছেন যা আলো শোষণ করতে পারে এবং ফসফরাস এবং জিংক থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারে।

এ প্রযুক্তির ফলে কম খরচে সৌরকোষ তৈরি করা যাবে। ফলে সৌরকোষের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে নতুন দিগন্তের সূচনা হতে পারে।