somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা সবাই রাজা!! But Why? /:)

২৭ শে আগস্ট, ২০০৮ রাত ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এইবাংলায় আমরা সবাই রাজা। দোষটা আমাদের না কারন স্বয়ং কবিগুরই বলছেন, “আমরা সবাই রাজা”। কবিগুরুকে আমরা এত শ্রদ্ধা করি যে, গানের “আমরা সবাই রাজা” অংশের পরে যে “আমাদেরই রাজার রাজত্ব” অংশটুকু আছে তা আর খেয়াল করি নাই। আমরা এখন সবাই নিজ নিজ রাজ্যে রাজা। রাজ্য না থাকলেও যে যেখানে আছি সেটাকেই নিজের রাজত্ব ধরে রাজনীতি শুরু করি। বিধায় এ অঞ্চলে ডাক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, শ্রমিক, ব্যবসায়ী, সেনাবাহিনী সবাই রাজনীতিবিদ। অনেকে বলবেন কৃষক বাদ দিলাম কেন? কৃষকের নামে যদিও রাজনৈতিক সংগঠন আছে তবে তার সভ্যরা কেউই কৃষক নয়। এই দেশে আপাদত কৃষকরা রাজনীতির বাইরে আছে।


রাজনীতি বলতে কোন সমাজ বিজ্ঞানী কি সংজ্ঞা দিয়েছেন তা আজ আর খেয়াল নাই। তবে নানা প্যাচগোচ নিয়ে ডিল করবার নাম রাজনীতি, এইটাই আমি বুঝি। এরিস্টোটল বলেছিলেন, “মানুষ মাত্রই রাজনৈতিক জীব”(Man is naturally a political animal)। অর্থাৎ দৈনন্দিন জীবনে আমরা সবাই কোন না কোন ভাবে যাবতীয় জটিলতা নিয়ে খেলতে খেলতে মূলত রাজনীতিই করি। কিন্তু এই দেশে আমরা দৈনন্দিন জীবনের উপকরণ ছাপিয়ে সবাই রাষ্ট্রীয় পর্যায়ের রাজনীতি নিয়ে মেতে থাকি। কথা হচ্ছে কেন? রাষ্ট্রীয় পর্যায়ের রাজনীতিতো সবার কাজ না। এর জন্য আলাদা কিছু লোক আছে যাদের সমাজ রাজনীতিবিদ বলে থাকে। আগেকার দিনে রাজা ও তার দরবারের লোকেরা রাজনীতি করত। এখন গনতন্ত্রের যুগে যারা যারা রাজনীতি করতে চায় ও পারে তারা সমষ্টিগত ভাবে রাজনৈতিক দল করে রাজনীতিতে অংশ নেয়। এদের মধ্যে যারা জয়লাভ করে তারাই দেশ শাসন করে। যদিও আধুনিক গনতন্ত্রের যে কয়েকটি ফাঁকা বুলি আছে তার মধ্যে একটিতে বলা হয়, “জনগন নাকি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় কার্যে অংশগ্রহণ করে এবং দেশের মালিক বনে যায়”।


যাই হোক, পৃথিবীর অন্য কোন দেশ বা জাতির ক্ষেত্রেই সর্বক্ষেত্রে রাজনীতির এমন বিস্তার দেখা যায় না। কিন্তু কেন?? কারনটা খুঁজে বের করবার আগে চলুন আড়াই হাজার বছর আগেকার এথেন্সে যাই। ঐ সময় সে শহরে ঘোরাঘুরি করতেন সক্রেটিস সাথে ছাত্র প্লেটোকে নিয়ে। এই প্লেটোর সব চাইতে ভাল প্রফেশন মনে হত রাজনীতি বা রাষ্ট্রীয় কার্যে অংশগ্রহণ। কারন এই ক্ষেত্রে ভাল/খারাপ যাই করবেন তা অনেক অনেক মানুষের উপর প্রভাব ফেলবে। কিন্তু প্লেটো জানতেন এই ক্ষেত্রে সুহৃদ এবং বিশ্বস্ত সঙ্গীছাড়া যে কেউ অক্ষম। তার সেই আগ্রহ বা ক্ষমতাও ছিল না যে অনেক লোককে নিজের মতাদর্শ প্রচারে ব্যবহার করবেন। তো প্লেটো অন্য সিদ্ধান্ত নিলেন। তিনি একটা একাডেমী বানিয়ে সেখানে পড়াতে লাগলেন। প্রথমত প্লেটো এই কাজে দক্ষ এবং শিক্ষার্থীরা হয়ত এক সময় রাষ্ট্রের সমস্যা সমাধানে কাজে আসতে পারবে। পরবর্তীতে আমরা প্লেটোর এই একাডেমী হতে বের হতে দেখি রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টোটলকে।


প্লেটো যদি নিজে রাজনীতিবিদ হতে চেষ্টা করতেন, তবে হয়ত মানবজাতি কয়েকশত বছর পিছিয়ে যেত। প্লেটোর রিপাবলিক গ্রন্থে সক্রেটিস বলেছেন, যে কোন কাজে সফলতার জন্য পূর্ব শর্ত হল উদ্দেশ্য সম্পর্কে পরিস্কার ধারনা লাভ। তবেই ব্যক্তি সঠিক পথে তার কার্যসম্পাদন করতে পারবে। সুন্দর একটি উদাহরণও দিয়েছেন সক্রেটিস। ধরুন একজন সফল ডাক্তার হবার আগে জানতে হবে “ডাক্তার বলতে কি বোঝাবে”। যদি ব্যক্তি ডাক্তার বলতে বোঝেন এমন ব্যক্তি যে সফল ভাবে চিকিৎসা করতে পারেন তবে সে তার কাছে আসা গরীব রুগী (যে কিনা ফিস দিতে পারবেনা) অবশ্যই চিকিৎসা করবেন। কারন তিনি বুঝবেন চিকিৎসা দিলে তার অভিজ্ঞতা বাড়বে এবং একজন সফল ডাক্তার হবার পথে তিনি খানিকটা এগিয়ে যাবেন। অন্যদিকে, ব্যক্তি যদি বোঝেন চিকিৎসা করে যিনি অঢেল অর্থ আয় করেন, তিনিই সফল ডাক্তার তবে ঐ গরীব রুগীকে ফিরিয়ে দিবেন। এক্ষেত্রে তার দক্ষতা বৃদ্ধি পাবে না। অথচ, ঐ ব্যক্তির যদি জীবনের উদ্দেশ্য পরিস্কার থাকত তাহলে সে বিত্তশালী হবার জন্য ব্যবসাকে জীবিকা হিসেবে বেছে নিত। কারন অর্থ উপার্জনের মূল উপায় হল ব্যবসা।


আমাদের দেশে বর্তমানে এটাই সমস্যা। আমরা আমাদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার ধারণা পোষণ করিনা। ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক থেকে শুরু করে সবাই মনের ভেতর বিত্তশালী ও ক্ষমতাবান হবার চেতনা ধারণ করি। অথচ ধনী হবার সঠিক পন্থা হল ব্যবসা এবং ক্ষমতালাভের উপায় রাজনীতি। এই দুটির জন্য ঝুঁকি নেবার সাহস লাগে। আমাদের আবার ঝুঁকি নেবার সাহস নেই। যুগ যুগ ধরে মেধাবী অমেধাবী নির্বিশেষে (প্রাতিষ্ঠানিক দৃষ্টিকোনে) বাঙালি নিরাপদ কর্মসংস্থানের পেছনে ছুটেছে। তাই আমাদের মেধাবীরা হয় উকিল, ইঞ্জিনিয়ার বা ডাক্তার আর মেধা যাদের কম তারা হয়েছে মাছি মারা কেরানী। তবে যে যার ক্ষেত্র থেকেই পাগলের মত ছুটেছে অর্থের প্রতি। আবার আমাদের যারা রাজনীতিবিদ তারাও শুধু ক্ষমতায় তুষ্ট নয় এরাও অন্যদের সাথে তাল মিলিয়ে ছুটেছেন অর্থের দিকে। অন্যদিকে ব্যবসায়ীরা বিত্তশালী হয়ে তুষ্ট নয়, তারা নেমেছেন রাজনীতির মাঠে।


মোটের উপর আমরা পাচ্ছি কতগুলো অদক্ষ ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যাংকার, নামে মাত্র বিজ্ঞানী, রাজনীতিবিদ, ব্যবসায়ী যারা মূলত সকলেই রাজনীতিবিদ ও ব্যবসায়ী। কিন্তু বানিজ্যিক ও রাজনৈতিক চেতনা অন্য ক্ষেত্রে কাজে লাগানোর ফলে সব কিছুই নষ্ট হচ্ছে। এই জন্যই দেখাযায় আন্তর্জাতিক পর্যায়ে আমাদের স্বীকৃত গুনিজন নেই বললেই চলে। যারা আছেন তাদের বেশির ভাগই মিডিয়ার জোরে নিজেদের আন্তজার্তিক ভাবে স্বীকৃত বলে পরিচিত করেন। আসলে অনেকটাই ফাঁকা বুলি।

এইজন্যই হয়ত আমরা সবাই রাজনীতিবিদ। “আমরা সবাই রাজা আমাদেরই আপন রাজত্বে
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:০১
৯টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জলদস্যুরা কি ফেরেশতা যে ফিরে এসে তাদের এত গুণগান গাওয়া হচ্ছে?

লিখেছেন ...নিপুণ কথন..., ১৭ ই মে, ২০২৪ রাত ২:২৭


জলদস্যুরা নামাজি, তাই তারা মুক্তিপণের টাকা ফেরত দিয়েছে? শিরোনাম দেখে এমনটা মনে হতেই পারে। কিন্তু আসল খবর যে সেটা না, তা ভেতরেই লেখা আছে; যার লিংক নিচে দেওয়া হলো।... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু ডেকে নিয়ে যায়; অদৃষ্টের ইশারায়

লিখেছেন সায়েমুজজ্জামান, ১৭ ই মে, ২০২৪ সকাল ৮:৩৯

১৯৩৩ সালে প্রখ্যাত সাহিত্যিক উইলিয়াম সমারসেট মম বাগদাদের একটা গল্প লিখেছিলেন৷ গল্পের নাম দ্য অ্যাপয়েন্টমেন্ট ইন সামারা বা সামারায় সাক্ষাৎ৷

চলুন গল্পটা শুনে আসি৷

বাগদাদে এক ব্যবসায়ী ছিলেন৷ তিনি তার... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। ঋণ মুক্তির দোয়া

লিখেছেন শাহ আজিজ, ১৭ ই মে, ২০২৪ দুপুর ১২:৪৯



একদিন রসুল সাল্লাল্লাহু আলইহি ওয়াসাল্লাম মসজিদে নববিতে প্রবেশ করে আনসারি একজন লোককে দেখতে পেলেন, যার নাম আবু উমামা। রসুল সাল্লাল্লাহু আলইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ‘আবু উমামা! ব্যাপার... ...বাকিটুকু পড়ুন

সভ্য জাপানীদের তিমি শিকার!!

লিখেছেন শেরজা তপন, ১৭ ই মে, ২০২৪ রাত ৯:০৫

~ স্পার্ম হোয়েল
প্রথমে আমরা এই নীল গ্রহের অন্যতম বৃহৎ স্তন্যপায়ী প্রাণীটির এই ভিডিওটা একটু দেখে আসি;
হাম্পব্যাক হোয়েল'স
ধারনা করা হয় যে, বিগত শতাব্দীতে সারা পৃথিবীতে মানুষ প্রায় ৩ মিলিয়ন... ...বাকিটুকু পড়ুন

রূপকথা নয়, জীবনের গল্প বলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৭ ই মে, ২০২৪ রাত ১০:৩২


রূপকথার কাহিনী শুনেছি অনেক,
সেসবে এখন আর কৌতূহল নাই;
জীবন কণ্টকশয্যা- কেড়েছে আবেগ;
ভাই শত্রু, শত্রু এখন আপন ভাই।
ফুলবন জ্বলেপুড়ে হয়ে গেছে ছাই,
সুনীল আকাশে সহসা জমেছে মেঘ-
বৃষ্টি হয়ে নামবে সে; এও টের... ...বাকিটুকু পড়ুন

×