somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈমানের প্রদীপ / ইসলামী নূরানি কাব্য

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঈমানের প্রদীপ

ফলাতে পারে কেহ
শুধু ছাড়ে দীর্ঘশ্বাস ।
প্রানেরে কেহ আটকাতে পারে
যে আবিস্কারক সে নিজেই যায় মরে ।
এই বাচা মরা
জগতের সাড়া
সবি তার দয়ায়
না বুঝলে সহজে
মানুষ সে নয় ?
মৃত্যু কাব্য


হে মানব মৃত্যুর স্বাদ
নহে বিষাদ
মরনের আগে দেখ
একবার মরে
তাদের জীবন ধন্য সর্ব সত্ত্বায়
দুনিয়া ও আখেরাতের তরে ।

যার নিকট থেকে
সাজানো জীবন
যার দয়ার
উপহার রাঙ্গা এ ভুবন
তার লাগি মোর অন্তর
দিবাযামি কোরবান
তারি ছত্র ছায়ায় যদি বাচা মরা
তারি অনুগ্রহে কেন তব রাখ দুর্বল ঈমান ।

সব ভুলে তার খেয়ালে
মজে দেখ একবার
মৃত্যুর মত তারে পাবে দিলে
যখন বুঝিবে সে ছাড়া মোর সাথি কেহ নাই আর ।


সোনার মানুষ চেনা



চেনা সাথি সঙ্গে লইয়া পরপারে যাওরে মনা
যেজন হইবে মুর্শিদ মাওলা তারে আগে চিননা ঐ
মুর্শিদ হয় অমুল্য রতন
মনি মানিক্য কাঞ্চন
ওরে যেজন চিনে লয় আপন
তার হারাবার ভয় থাকেনা ঐ
মুর্শিদ হাটে খোদা মিলে
দিলে ঈমানের বাতি জ্বলে
যেন নায়েবে রাছুল মুর্শিদ হলে
অহে তাজিমে ঝরবে গোনা ঐ ।
ভাবুকে কয় মুর্শিদ কাবা
দয়াল নবী কাবার কাবা
ওরে করে দেখ মুর্শিদের সেবা
মিলবে দুনিয়া ও আখেরাতের সওদা খানা ঐ ।

সত্য সাধক একজন মিললে চরন বন্ধি হইও তার
মুর্শিদ ছাড়া খোদা পাবে সাধ্য বা রয় কার
মুর্শিদ আমার দয়ার ভাণ্ডার
জগতে নাম হয় প্রচার
বাতিনি তার প্রেমের কারবার
নুরে নুরে চেহারায়ে আনোয়ার ঐ
মুর্শিদ আমার হয় বড়পীর
পিরানে পীর ও দস্তগির
রুহের রূহানী জিন্দা শীর
আউলিয়া শিরমনি প্রচার ঐ
মুর্শিদ আমার শাহ জালাল
ইসলামের ও ধরিল হাল
ভারত বাংলায় ওরে নিশান
কত কেরামতি প্রকাশ তার ঐ
মুর্শিদ আমার নায়েবে রাছুল
দিলে ফুটে ঈমানের ফুল
পার হইতে দুজাহা কুল
ভক্ত সাজ আগে তার ঐ


মানব জনম লইলে ভবে মানুষ হওয়া সুজা নয়
মুর্শিদ বানায় সোনার মানুষ আগে লও তার পরিচয় ।
মুর্শিদ আমার দয়াল নবী
মুমিনেরও ধ্যানের ছবি
দেখলে ছবি মজনু হবি
তার নুরেরও বারী দ্বারায় ঐ
আল্লাহু যাকে সৃজন করে
ডাকে মুহাম্মাদ নাম মধুর সুরে
ত্রিভুবন বানাইল তার খাতিরে
নবীজীর নুরের রউশনায় ঐ ।
খাটি মানুষ নবীর পাগল
খাওনা সে ঈমানের জল
ফুটিলে সে প্রেমেরও ফল
মুর্শিদ মিলে দিল কাবায় ঐ ।
ভাবুকমাসউদ কয় নজর করে
সওদা কর মুর্শিদ বাজারে
নায়েবে রাছুলের চরন ধরে
হায় সোনার মানুষ হওয়া যায় ঐ




দর্শন নবীজীর গুঁড় রহস্য


তুমি আদিতে নিরাকার হে রহমতের ভাণ্ডার
আকার লইলে আসি মানব বেশে
মোহাম্মাদ নামে অবশেষে

ক্ষুত্রতে কামিলে ঝিন্নুকেতে তুমি ছিলে
ডিম্ভ ফুটাইয়া ত্রিভুবন জুড়িয়া সৃষ্টি সমূদয় প্রকাশিলে
সেই নুর উজ্জ্বল হয়ে ভাসে ।

ফেরেস্তাদের ছুরতে তাদের শিক্ষা দিলে
আরশে মহল্লায় আল্লাহর ক্ষুত্রতি পায়ে সেজদা দিলে
লৌহ কলম ৮০ হাজার আলম হাসে ।

শাজ্রাতুলে ক্ষিন ডালে ময়ুর রূপে ছিলে
আল্লাহর ক্ষুত্রতে তোমার নুর থেকে সব রুহ স্রিজিলে
রুহ সব জানায় ছালাম উল্লাসে ।

বানায় খোদা আদম ছবি ফেসানিতে দিল নুরে মোহাম্মাদই
আদম থেকে ক্রমে নুর পৌঁছল এসে কপালে আব্দুল্লাহর
মা আমেনার কুলে নুরের চাঁদ হাসে

উম্মতি তরাইতে আসিলেন নেমে মক্কাতে
দূর হইল পাপ তাপ তার নুরে ঝলকেতে
করিলেন প্রচার ইসলাম তামাম দুনিয়ায় এসে ।

দার্শনিক মন্তব্য ম মাসউদ মিয়া শাহি

* শাহ্‌ জালাল রাঃ * এম,জি,র, মাসুদ রানা
ঈমানের প্রদীপ জ্বালালে বাংলাদেশে আসিয়া
ওহে শাহজালাল আউলিয়া ।
সিলেটে আসিলে তুমি ওহে প্রেমিক মাওলাজি
তোমার নামে জগত উজ্জল দেখালে কি কারসাজি
সুরমা নদী দিলায় পাড়ি জায়নামাজ বিছাইয়া।
সারা বাংলা আলোকিত পাইয়া তোমার পরশ
ধংশ হল রাজা গোঁড় গোবিন্দর খ্যাতি যশ
শয়তানের মূর্তি পায় পড়িল তোমার মধুর আযান শুনিয়া ।
কেরামত দেখালে কত সঙ্গী ছিল ৩৬০ সাহাবী
কবুতর বাতাস দিত দেখত রহমতের ছবি
কত বেদীনকে পড়ালে কলমা ইসলামের নিশান উড়াইয়া ।

যার নাম জপিলে শান্তি মিলে পুড়ায় মনের বাসনা
জপ নাম মোহাম্মাদ রাছুল ভেজ ছালাম মদিনা
তার নুরে জমাইয়া বাজার
গড়িলেন সাই ভুবন মাঝার
নবীজী রহমতের ভাণ্ডার
পড়লে দরুদ ঝরে গোনা ঐ
তিনি আশেকের জানেরও জান
সৃষ্টি কুলের মুল ঈমান
নুরে রৌশন তামাম জাহান
তার দুস্ত খোদে রাব্বানা ঐ
প্রেম দরিয়ায় দিয়া সাতার
যে পায় নবীজীর দিদার
মাসুদ কয় তার চাইবাকি আর
তার ছুন্নাত মান অহে মমিনা ঐ

2। আমি যাব মদিনায় ২ বার
দয়া দাও হে ওগো দয়াল নবী মস্তুফায়
ঐ মদিনার ধুলিকনা
খাঁটি সোনার চাইতে সোনা
অঙ্গে মাখলে ঝরে গোনা
তার রহমতের ছোঁয়ায় ঐ
কাবা ঐ কাল পাথর
পবিত্র করে মমিনের অন্তর
নবীজির স্পর্শে এই পাথর
হল রহমত মমিনায় ঐ
মস্তান মাসুদ কেঁদে বলে
যদি দয়াল নবীজির দিদার পাইলে
রাখতাম চরন মোবারক মাথায় তুলে তব সর্বদায় ঐ





নাত
ও দয়াল নবীজী আমি তোমার দয়ার ভিখারি
শাফায়াতের নায়ে আমায় নিও তুলে পার করি
মওতের আজাব ভিসমময় এই না নিধান কালে
দিদার দিও ওগো দয়াল রহমতের প্রদীপ জ্বেলে
মরন জ্বালা যাব ভুলে মধুরও নামটি স্মরি ঐ
কবর হাসর মিজান পুলছেরায় নাইরে সেথা কুল
এই নিধানে নবীজী তরাইবে উম্মতের ও কুল
সেথা দেখব ছবি নুরের রবি দুনয়ন ও ভরি ঐ


লেখক বলেছেন: খোদার শান * এম,জি,র,মাসুদরানা
ভব মাঝে রঙ্গিলা সাই জমাইলা এই যে বাজার
বুঝিতে তোমার লিলা কিবা রয় সাধ্য আমার।
কত রঙের লীলা খেলা
বানাইলা এই যে ভেলা
সমুদয় সৃষ্টি যত সবি তোমার তাবেদার।
তুমি ভাঙ্গ তুমি ঘড়
রঙ বেরঙে কি সুন্দর
জীবেতে দয়াময় কি কুশলে করাও আহার ।
মানবেরে সেরা তুলে
সত্যমিথ্যার পন্থ দিলে
জানি স্বর্গ নরক কর্ম ফলে ক্ষুদ্রতে কর বিচার ।

অলি আউলিয়া গনের পবিত্র মাজার
মোঃ মাসুদ মিয়া

আল্লাহর বন্ধুগন অতি পবিত্র তাদের শান
যেন মিলে দুনিয়া ও আখেরাতের মুক্তির সন্ধান ।
অতি মহৎ চরিত্র মাধুর্য শান্তির আলোকবর্তিকা লয়ে
যুগে যুগে মানবের কল্যাণে নিবেদিত প্রান গেল বিলিয়ে ।
অমর অক্ষয় রয় তারা বিশ্বাসীদের মাঝে
খোদার রহমত চাও উছিলা তালাশ কর তাদের কাছে ।

*************************
কবিতা

নুর নবী হযরত ঈমানের জ্যোতি
এম, জি, আর , মাসুদ রানা
কবি / সাহিত্যিক ।

চিনতে হবে ঈমান রত্ন
রাখ দিলে অতি যত্ন
তিনিই খোদার সেরা নেয়ামত
মোহাম্মদ সা নুর নবী হজরত ।
তারি রহমত সকল সৃজন
কুল মাখলুখাত নুরে রৌশন
তিনি খোদার প্রিয় হাবিব
আমরা শ্রেষ্ঠ তার উম্মত ।
ইসলামের সওদা লয়ে
জগত মাঝে দিক চিনায়ে
কোরআনেরও বানী দিল
পাইতে পুন্য পথ ।
এস সবে তারি প্রেমে
জানাই দরুদ ছালাম তাজিমে
ঐ মদিনায় মন ফেরাই
তিনিই সব উম্মতের শাফায়াত ।
হে দয়াময় বারী তায়ালা
দাও সে দয়ার ঈমান নুরেলা
তিনিই আসল কাবা কেবলা
নুরী কালমার জান্নাতি সওগাত ।

: শেষ বিচার


সয়ং ইসলাম নুর নবী হযরত
সয়ং ইমান নুর নবী হজরত
তার মাধ্যমে মহান প্রভুর পরিচয়
আমরা তারি শ্রেষ্ঠ উম্মত

যত নবী রাছুল তারি উম্মত হওয়ার
দোয়া চাহে দরাবারে আল্লাহর
আমরা তারি রহমতের দরিয়ায়
পথের দিশা পাই অজানার

কবর , হাসর , মিজান পুলছিরাতে
তিনি শাফায়াত হবে উম্মতে
কর্ম ফলের আমলনামায় যা
সয়ং খোদা টানিবে সঠিক সঠিক বিচার ।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭
২১টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প-একাকীত্বের অন্ধকার

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ১০ ই জুন, ২০২৪ সকাল ১০:০১





ব্রাজিলের পান্তানাল রেইন ফরেস্টে এর নির্জন জায়গায় পাশাপাশি বসে আছে ম্যারিনা ও মুহিব। পৃথিবীর অন্যতম এই বন রোমাঞ্চপ্রিয় পর্যটকদের কাছে অসম্ভব শিহরন জাগানিয়া। অনেক অনেক মানুষের ভীরে ম্যারিনা... ...বাকিটুকু পড়ুন

যে দেশে বসবাস করছি

লিখেছেন এম ডি মুসা, ১০ ই জুন, ২০২৪ সকাল ১০:৩৩

মুক্তিযুদ্ধের কোটা নিয়ে অভিযোগ তোলা উচিত নয়।
তাদের পরিবারকে শ্রদ্ধা জানাতে চাই।

৬০% নারী কোটা শতকরা ১০০ জনের ভিতরে ৬০ জনের বেশি নারী পাওয়া যাবে। দেশের পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি। গত... ...বাকিটুকু পড়ুন

সাদৃশ্য- বড়ই অদ্ভুত এক বৈশিষ্ট্য!

লিখেছেন আহলান, ১০ ই জুন, ২০২৪ সকাল ১১:৪৯




সাদৃশ্য- বড়ই অদ্ভুত একটি বৈশিষ্ট্য। আল্লাহর রাসুল ( সাঃ) বলেন কাল কেয়ামতে কোন ব্যাক্তির হাসর নাসর তাদের সাথেই হবে, যাদের সাথে তার সাদৃশ্য থাকবে। অর্থাৎ দুনিয়াতে যারা যাকে যেভাবে... ...বাকিটুকু পড়ুন

একটি কল্পকথা

লিখেছেন কালো যাদুকর, ১০ ই জুন, ২০২৪ সকাল ১১:৫৬

আমি খুঁজে পাবো তোমায়
পুরোনো সব রাস্তায়
এ মন বাধাঁ - যেখানে, যেথায়।

সারাদিন ধরে ঘুরে-
ঐ খেলাঘরে,
ঐ মেলায়,
ঐ পলাশ শিমুল বনে,
ঐ নির্জন গলির কোণে,
ঐ ছোট্ট ড্রইং রুমে,
ঐ জীবন্ত ছবির ফ্রেমে,
আমি... ...বাকিটুকু পড়ুন

EU বাংলাদেশ, আফ্রিকা ও আরবদের সাহায্য করার চেষ্টা করে।

লিখেছেন সোনাগাজী, ১০ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৬:১৩



EU বাংলাদেশকে বিবিধভাবে সাহায্য করে আসছে স্বাধীনতা সংগ্রামের শুরু থেকে; বিশেষ করে গণতান্ত্রিক প্রতিষ্ঠান গুলোকে সচল করার জন্য সহযোগীতা করতে চায়। আমাদের দেশে ও আফ্রিকায় ভালো যা ঘটছে... ...বাকিটুকু পড়ুন

×