somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালবাসি প্রিয় দেশটাকে অশেষ, ভালবাসি এই ব্লগটাকে অশেষ না হলেও অনেকদূর

০৪ ঠা এপ্রিল, ২০০৮ বিকাল ৩:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধুরা আড্ডা দেয়, নিয়মিত সেই আগের মত না হলেও মাঝে মাঝে, আমি যোগদিতে পারিনা সে আড্ডায়, মোবাইল গুলো তাদের আমার নম্বর স্ক্রিনে দৃশ্যমান করে তোলে, আর একটি সবুজ বোতামের চাপে পৌঁছে যায় আমার মোবাইলের কণ্ঠে, সে বাজতে পারেনা, শুধূ সংকেত দেয় কেঁপে কেঁপে। জানা হয় কথা হয়না।
ব্লগের কথা খুব মনে পড়ে, কম্পিউটার ল্যাবে বসে অনলাইন খুঁজে পেলেই ব্লগের চেহারাটা দেখে নিতে ভুলিনা। লেখা হয়না, লেখা যায়না।

বৃষ্টি হয় , মন নেচে ওঠে সে বসন্ত বৃষ্টিতে , পথিক!!!!!!! ,আমি দূরন্ত উচ্ছাসে ভাবনাহীন ছন্দে পথে নেমে ভিজতে পারিনা।

ওমনই সময় কাটছে আজকাল। ছায়া সুনিবীড় সবুজ বনানী মাঝে সরকারী চাকুরীর প্রয়োজনে ফাউন্ডেশন কোর্সে আপাতত এভাবেই বিচ্ছিন্ন এক সময় কাটাতে হচ্ছে। অসম্ভব এক ব্যতি ব্যস্ততা আর নিয়মের মাঝে তবুও থেমে থাকেনা আমার কবিতা আর স্বল্প মাত্রার মনন, ভাব। কাগজ এর মাঝে ছিটকে ছিটকে পড়েই। ...

সাপ্তাহিক ছুটির দুটি দিন প্রিয় ঢাকার পরিচিতি মাঝে কাটানোর জন্যে ছুটে ঘরে ফিরে আসতে দেরী হয়না যেমন, তেমনি দেরী হয়না ল্যাপটপখানা আলমারি থেকে বের করেই ব্লগের পাতায় ঝাঁপিয়ে পড়তে। কিন্তু তারপরই একটু অবাক হই।
ভিজিটর বেশী আর ব্লগার কম। এমনতো খুব একটা দেখিনি সামহয়্যার ইন ব্লগ সাইটে। আরও অবাক হই পরিচিত ব্লগার খুব একটা চোখে পড়ছেনা অনলাইনে।

তারপরই ফোনটা আসে, ব্লগার প্রত্যুতপন্নমতিত্তের। অন্য একটা বিশেষ কারনে এসেছিল তার ফোন। যে আবেগ লিখতে বাধ্য করে( যদিও লেখার মত ওতটা উন্নত মস্তিষ্ক এখনও তৈরী হয়নি আমার) সেই আবেগ থেকেই ব্লগের খোঁজখবর নেই আর তখনই জানতে পারি, এস্কিমো আর রাশেদ নামে ব্লগার দুজনের ঘটনা সামান্য পরিমাণে।

একটু ভাবলাম, আবারও। বারাবার কেন ব্লগে এইসব সেন্টিমেন্টাল ঘটনা ঘটছে , ঠিক বুঝে উঠতে পারিনা বা চাইনা। এলাম ছুটিতে কোথায় একটু লিখব কবিতা , প্রকাশ করব মনের কোন ভাব, অথবা দেশের পরিস্থিতি কার্ভখানার ঢালু পথের ব্যাখ্যা জাতীয় কিছু অথবা পড়ব আর পড়ব, মন্তব্য করে কাটাবো ছুটির একটা দিন অন্তত।

তারপরও ব্লগে ঢুকলেই মরু ও মধ্যে ঝড় ওঠে যখন তখন যে ভা জাগে পরিবেশে তেমন এক ভাব দেখতে থাকি বারবার।

আশা জাগতে থাকে , না রাশেদ আর এস্কিমো তো বেশ প্রগতিশীল আর প্রতিভাবান ব্লগার আর কর্তৃপক্ষতো সেটা নিশ্চয় জানে, তারউপর আরও অনেকের দাবী...ইগো আর রাগ অথবা অন্য কোন প্লান থাকতে পারে, ঠিক নিশ্চয় হয়ে যাবে শীঘ্রই। কিন্তু আজ কেন নয়?

তবুও আশা ...থাকেই।

কবিতা গল্পের খাতাটা টেবিলের উপর নিশ্চুপ শায়িত দেখে হাতে তুলে নেই। চারটে লাইন লেখা দেখে হঠাৎ মনে হলো একটু লম্বা করি...টানাটানি শুরু করে দিলাম। পড়ে নিজের মনে হলো ছড়াখানা নিরব কেন খাতায় পড়ে রইবে, সে হয়ে যাক আরও অনেকের...
ব্লগে মুহূর্তে সেই নির্দোষ ছড়া খানা পোষ্ট করেই দিলাম। ( পড়ুন--- Click This Link)

সাথে সাথে মানবীর মত একজন শক্তিশালী ব্লগারের মন্তব্য পেয়ে খুবই ভাল লাগল। এবং তার মন্তব্যর জবাবও লিখে ফেললাম সাথে সাথে।

তারপরই শুরু হলো ব্লগীয় প্রেতের প্রভাব। প্রথম পাতা থেকে উধাও হয়ে গেলো ছড়াখানা। ... যেন সেই ব্লাসফেমী আইনের মতো....৫৪ ধারায় তো যে কাউকেই বিনা নোটিশে যখন তখন আটক করতে পারে এ দেশের সরকার। ব্লগ তো সুন্দর আর বলিষ্ট কণ্ঠের লেখ্যরূপের আধার বলেই জানতাম। কোন কারন ছাড়াই কেন সেই ব্লাসফেমী আচরণ , ভেবে দ্বন্দ সৃষ্টি হয়। জানতে চাই। প্রতিউত্তর মেলেনা। ..
বরং আমার জন্যে উপহার দেখতে পাই ---ছবিটির মত করে নোটিশ আকারে।

যেখানে আবার ব্যাখ্যাও নেই, নেই ব্যান করার কারন--যদিও
ব্লগের তথাকথিক নীতিমালায় আছে...
১খ.
নিয়মভঙ্গ প্রসঙ্গে:
এখন থেকে ব্লগের নিয়মভঙ্গের জন্য কোন ব্লগারকে ব্যান করা হলে তিনি তার নিজস্ব ব্লগ পাতায় একটি নোটিশ পাবেন, যেখানে নিয়মভঙ্গের সুনির্দিষ্ট ধারার উল্লেখ থাকবে। কোন ব্লগারের পোস্ট প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া হলেও ব্লগার একই ভাবে নিয়মভঙ্গের সুনির্দিষ্ট কারন সম্পর্কে অবগত হবেন।

নীতিমালা টি নিচের লিংকে গুতো দিলেই পড়া যাবে...
Click This Link

প্রথম পাতা থেকে সরানো আমার ছড়াটি কোন নীতির খড়গকৃপানে পরে প্রথমপাতা বর্জিত হলো বুঝে ওঠা কঠিনহয়ে যায় স্বল্প বৃদ্ধিও একজন এই আমার কাছে তারপরও বুঝে নেয়া যায় যখন রাষ্ট্রীয় ব্যবস্থাপনার কিছূ বিষয় একই রকম হয়ে ধরা দেয়। একজন কার্টুন আঁকা ছেলে আরিফ এক কার্টুন আঁকার অপরাধে এখনও শুনেছি জেলে পচঁছে। আরও শুনেছি সে নাকি কেবল ছবিটাই এঁকেছিল, ডায়ালোগ দিয়েছিল নাকি অন্য কেউ।

...ব্লগ কর্তৃপ ও একটা কাজ কিন্তু করেছে বেশ এই দেশীয় আইন জটিলতার মত, ঐ যে আপত্তিকর আর উস্কানীমূলক শব্দ ব্যান করার একটা ক্রায়টেরিয়া বলে দিয়ে। যেখানে কেউ বোধহয় স্পষ্ট করে বলতে পারবেনা, হট ইজ আপত্তিকর এন্ড হট ইজ নট।
ভেবে দেখুন একজন সেক্সুয়ালী পার্ভাটেড ব্যক্তির কাছে কোন নারীর বারান্দায় ঝুলানো কাঁচুলি দেখেও মনে উত্তেজনা বা উস্কানী বা আপক্তিকর আচরণ জেগে উঠতে পারে। তাই বলে বারান্দায় কাঁচুলি শুকাতে দেয়া টা নিশ্চয় কারও অপরাধ নয়।

সে যা হোক , সচারাচর এই পথচারী নিক টি দিয়ে আমি টেকনলিক্যাল, বা ভ্রমনমূলক বা শিক্ষমূলক কোন জ্ঞান , যা নিজে অর্জন বা শিখতে চেষ্টা করি তাই ব্লগে পোষ্টানোর চেষ্টা করি।

এই প্রথম ব্লগের এরকম একটা নিদারুন প্রহসন মূলক বিষয়ে অনেকখানি ভ্যাবাচ্যাকা খেয়েই এই নিকিটিতে এই ধরেনের লেখা বাধ্য হয়ে লিখতে হচ্ছে, লিখতে হচ্ছে পথিক!!!!!! নিকটি কমেন্ট ব্যান করায়, লিখতে হচ্ছে আমার প্রিয় সহব্লগাদের অনন্ত একজন হলেও মনের কথাগুলো জানানোর জন্যে।

তবে মোটেও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন বা সেই জনিত কোন উদ্দেশ্যতো নয়ই। অনেকেই , অনেক উন্নত মনন আর ভাষায় পারঙ্গম ব্লগার অনেক কিছুই লিখেছেন, লিখছে, কেউ ব্যান খাচ্ছে কেউ খাচ্ছেনা। সে বিষয়ে আর কিছু ভাববনা।

আমারা বাংগালী । আমরা জানি কিভাবে একজন ইউরোপিয়ানকে সাদরে আপন করে নিতে হয়। আমরা করেছিলামও তাই। আমাদের এত সুন্দর একটা ব্লগ উপহার দেয়ার জন্য তার কাছে কৃতজ্ঞতার শেষ নেই আমাদের মোটামুটি সকলেরই আমি বিশ্বাস করি।
কিন্তু তাই বলে বাংলাদেশের রাষ্ট্রীয় সরকার ব্যবস্থার নানান মহাকাব্য আর সামরিক প্রভাব বিষয়ক ঘটনার ছায়া তাকে অন্য কিছু নিজেকে ভাবতে শেখাচ্ছে কিনা সে ব্যাপারে আমি চিন্তিত আর হবনা।
কিন্তু তাই বলে , আমি একজন ভিনদেশীর কাছে বারবার আর ভিক্ষুকের বেশ ধারন করতে ইচ্ছুক নই। কৃতজ্ঞ বলেই তার বারংবার পক্ষপাতমূলক এবং অর্বাচীন এবং অপ্রয়োজনীয়এবং বৈষম্যমূলক এবং বিভ্রন্তিমূলক আচরণ আমাদের কেন মেনে নিতে হবে?

ব্লগাঁর প্রায় শুরুথেকেই আছি, ভালবাসা তো জাগবেই। আজও বাসি। বাসব।

ব্লগই তো আমাদের একসাথে দাঁড় করিয়েছে প্রাপ্তি মণির কষ্টে
ব্লগইতো আমাদের হাত উঁচা করতে শিখিয়েছ রাহেলার বিচারের দাবীতে....
আর কত কত ইস্যুতে

তাই আশা অবশ্যই করব ব্লগ সব সমস্যামুক্ত হয়ে উঠবে, ভিনদেশি আমাদের সাথে সঠিক সত্য আর গঠনমূলক বাস্তবতার আঙ্গিকের মূল সুর অনুধাবন করে সঠিক পথে হাঁটবে আশা করি যাতে তাকে আর আমাদের ভিনদেশী বলে মনেই না হয়।
ব্যক্তিহত ইগো বা রাগে কেন কেউ ব্লগের উপর ইচ্ছামত ছুড়ি চালাবে বুঝিনা। ..
দেশ পরিপূর্ণ স্বচ্ছতা আনতে গিয়ে দেখছি আমারা একটা সরকার অনেক নতুন নতুন সমস্যার মধ্যে পড়ে গেছেন, দুর্ভিও কথাটা সেই জন্যেই বারবার এখন মুখে মুখে উঠে আসছে কিনা ভাবছি।

সবাই কে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এবং ব্লগের জন্য শুভ কামনা করে আপাতকালিন বিরতি নিচ্ছি। ...ব্লগটাকে ভালবাসি, তাই আছি, থাকব , ফিরে আসবই অফুরন্ত অবসরে এবং ব্যস্ততা মাঝেও। কিন্ত
মনটা তার জন্যএকটু জোড়া লাগাতে তো হবেই। মন যে ভেঙে দিয়েছে কেউ। ...

মন জোড়া লাগুক আমার
উঠুক পূর্ণিমার চাঁদ
ব্লগে ফিরে আসবই আমি
কে গড়িবে বাঁধ।


///মামুন ম. আজিজ( পথিক!!!!!!!)



সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৩৫
৯টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ব্লগার ভাবনা: ব্লগাররা বিষয়টি কোন দৃষ্টিকোন থেকে দেখছেন?

লিখেছেন লেখার খাতা, ০৯ ই মে, ২০২৪ সকাল ১০:৪১


ছবি- আমার তুলা।
বেলা ১২ টার দিকে ঘর থেক বের হলাম। রাস্তায় খুব বেশি যে জ্যাম তা নয়। যে রোডে ড্রাইভ করছিলাম সেটি অনেকটা ফাঁকা। কিন্তু গাড়ির সংখ্যা খুব কম।... ...বাকিটুকু পড়ুন

সাপ, ইদুর ও প্রণোদনার গল্প

লিখেছেন সায়েমুজজ্জামান, ০৯ ই মে, ২০২৪ সকাল ১০:৪৪

বৃটিশ আমলের ঘটনা। দিল্লীতে একবার ব্যাপকভাবে গোখরা সাপের উৎপাত বেড়ে যায়। বৃটিশরা বিষধর এই সাপকে খুব ভয় পেতো। তখনকার দিনে চিকিৎসা ছিলনা। কামড়ালেই নির্ঘাৎ মৃত্যূ। বৃটিশ সরকার এই বিষধর সাপ... ...বাকিটুকু পড়ুন

একাত্তরের সংগ্রামী জনতার স্লুইস গেট আক্রমণ

লিখেছেন প্রামানিক, ০৯ ই মে, ২০২৪ বিকাল ৩:২১


(ছবির লাল দাগ দেয়া জায়গাটিতে গর্ত করা হয়েছিল)

শহীদুল ইসলাম প্রামানিক

২৩শে এপ্রিল পাক সেনারা ফুলছড়ি থানা দখল করে। পাক সেনা এলাকায় প্রবেশ করায় মানুষের মধ্যে ভীতিভাব চলে আসে। কারণ... ...বাকিটুকু পড়ুন

বাড়ির কাছে আরশিনগর

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৯ ই মে, ২০২৪ বিকাল ৩:৫০


বাড়ির কাছে আরশিনগর
শিল্পকলা একাডেমির আশেপাশেই হবে চ্যানেলটার অফিস। কিছুক্ষণ খোঁজাখুঁজি করল মৃণাল। কিন্তু খুঁজে পাচ্ছে না সে। এক-দু'জনকে জিগ্যেসও করল বটে, কিন্তু কেউ কিছু বলতে পারছে না।

কিছুদূর এগোনোর পর... ...বাকিটুকু পড়ুন

আমি ভালো আছি

লিখেছেন জানা, ০৯ ই মে, ২০২৪ রাত ৮:৪৯



প্রিয় ব্লগার,

আপনাদের সবাইকে জানাই অশেষ কৃতঞ্গতা, শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা। আপনাদের সবার দোয়া, সহমর্মিতা এবং ভালোবাসা সবসময়ই আমাকে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে শক্তি এবং সাহস যুগিয়েছে। আমি সবসময়ই অনুভব... ...বাকিটুকু পড়ুন

×