চালকহীন গাড়ি আনবে ডাইমলার

নিজে থেকেই চলতে সক্ষম গাড়ি তৈরিতে আগ্রহ প্রকাশ করেছে জার্মান গাড়ি নির্মাতা ডাইমলার এজি। এক প্রতিবেদনে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের জন্য ২০২০ সালের মধ্যে চালকবিহীন গাড়ি বাজারে আনবে ডাইমলার।

ফজলে আজিমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2013, 12:23 PM
Updated : 10 Sept 2013, 12:23 PM

এর আগে সার্চ জায়ান্ট গুগল, জাপানের গাড়ি নির্মাতা নিসানসহ অনেক গাড়ি নির্মাতাই চালকবিহীন গাড়ি তৈরির কথা জানিয়েছে। তবে ডাইমলার জানিয়েছে, তারা সবার আগে তাদের গাড়ি দেখাতে চায়।

২০২০ সাল নাগাদ চালকবিহীন গাড়ি বাজারে ছাড়ার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানাটির ডেভেলপমেন্ট প্রধান থমাস ওয়েবার। এ গাড়ি স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক সিগনাল বুঝতে পারবে। এমনকি রাস্তায় পথচারি বা সাইকেল আরোহীও শনাক্ত করতে পারবে। এ ছাড়া প্রচলিত পদ্ধতিতে স্টিয়ারিং ব্যবহার করেও গাড়িকে নিয়ন্ত্রণ করা যাবে বলে জানিয়েছে ডাইমলার।

বাজার গবেষকদের ধারণা, চালকবিহীন প্রযুক্তির গাড়ি বাজারে আসতে এক দশক সময় লাগতে পারে।