somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বগলতলের চেতনা কোন ভাবেই মুক্তিযুদ্ধের চেতনা নয়।

২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নাস্তিকেরা যে অন্য কিছুর আড়ালে ইসলাম বিদ্বেষী তাতে কোন সন্দেহ
নাই। আর তাদের প্রধান হাতিয়ার যে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা
ব্লগের অনেকেই বুঝে বলে আমার মনে হয়। কেউ ভিন্নমত প্রকাশ করার সাথে সাথে তাকে রাজাকার বলে হেয় করা হয় যা তাদের আর্দশের ১ম বিধান।তাদের আসল উদ্দেশ্য মুক্তিযুদ্ধের চেতনা না।

যদি তাই হইতো তাহলে তারা কিভাবে ইসলাম বিদ্বেষী হয়? কারন যারা
দেশের জন্য যুদ্ধ করেছে তাদের ৯৫% এই ইসলাম ধর্মের অনুসারি।
অতএব অন্তত তাদের প্রতি সম্মান করে হলে ও ইসলাম ধর্মের প্রতি বিদ্বেষ প্রকাশ করতো না । কারন তারা তো মুক্তিযোদ্ধাদের সম্মান করে এবং তাদের অনুভূতিকে লালন করেই সোনার বাংলা গড়তে চায়?
আর সব রাজাকারেরা যে মুসলিম ছিলো তাও তো নয়! অন্য (হিন্দু বৌদ্ধ)ধর্মের মানুষ ও আমাদের স্বাধীনতার বিরুধীতা করেছে। আজকাল আমাদের অনেক ব্লগারের বৌদ্ধ ধর্মের প্রতি ভালোবাসা দেখে আমার
বলতে ইচ্ছে করছে যে ৭১রে আমাদের পার্বত্য চট্রগ্রামের জনসংখার
অনেক অংশ স্বাধীনতার বিরুধীতা করেছে কৈ তাদের কে তো কেউ ধর্ম
দিয়ে আত্রুমন করে কিছু বলে না।

রাজাকারীমতাদর্শ প্রচার যারা করে তারা যেমন বেতনভোগী তেমনই
নাস্তিকদের কিছু অংশ বেতনভোগী শয়তান, তারা কোন অংশই রাজাকারদের থেকে কম নয় (আমার ব্যাক্তিগত মত)। নাস্তিকবাদী চেতনা কায়েমের জন্য বাংলাদেশের ৯৫ ভাগ মুসলিম প্রাণ দেয় নাই। অতএব
জিহ্বার অতিলোভের জলে লাগাম লাগাওX((

এর আগেও হোসেইন দা'র এক পোষ্টে আমি প্রমান দিয়েছিলাম যে কিভাবে
এই নাস্তিকেরা মুক্তিযুদ্ধের চেতনা বগলে লইয়া বইপাগল ভাইকে হ্যারাস করেছে শুধু তার ধর্মীয় পোষ্টের জন্য। অথচ তারা তখন সুর পরিবর্তন করে একই
ভাবে বলতে লাগলো > প্রমান দেন যে হেরে কেউ রাজাকার কইছে!
হ্যারাস শব্দ খান তখন রাজাকার হইয়া গেছে!

রাজাকারেরা যেমন ৭১'রে একটা অন্ধ বিশ্বাস নিয়ে স্বাধীনতার বিরুধীতা করেছে। তেমনই ৭১'রের চেতনার নাম দিয়া কিছু নাস্তিক শয়তান ইসলাম
ধর্মের বিরুধীতা করতে আছে....। তোমাদের এই রকম স্বপ্ন কে
মমি কইরা ঘরের মধ্যে রাখো, বাহিরে আইনো না। কারন তোমাদের স্বপ্নের
জন্য ৩০ লক্ষ মানুষ স্বর্গে যায় নাই।

আরো অতি আশ্চার্যের বিষয় হইলো একই সময়ের পরপর দুই'টা
ধর্মীয় পোষ্টে তাদের দুই রকমের মতামত! যার একটা ইসলাম ধর্মকে কটাক্ষ করে আর অন্য মতটা হইলো মহব্বতের!

একই ব্যাক্তি ইসলামের প্রতি ঘৃণা প্রকাশ করলো আবার বৌদ্ধ ধর্মের
প্রতি ভালো মতামত প্রকাশ করলো। তাহলে সে কি শুধু ইসলাম ধর্ম বিরুধীতা করার জন্য নাস্তিক? যা আমি চাই তা হলো সব ধর্মের
প্রতি সম্মান। আর যারা মুসলিম তাদের মতামত গুলাও আপনারা ঐ
পোষ্টে দেখুন..., সে পোষ্টে কেউ( আইজু দা'র পোষ্টে) - মাইনাস দেয় নাই।
আর আকন্দ ভাইয়ের পোষ্টে ১০টা - মাইনাস!
হয়তো অনেকেই বলবেন ব্যাক্তি আকন্দ কে দেয়া হয়েছে! তাহলে
বইপাগল ভাইয়ে কি দোষ করলো?





মোহাম্মদ আলী আকন্দ ভাইয়ের পোষ্ট.....



মুসলমানদের আচরণ কেমন হওয়া উচিত-১৭
১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:১৬



যার কোন শরীক ও সমতুল্য নাই সেই এক অদ্বিতীয় আল্লাহ সুরা লোকমান এর ১৯ নম্বর আয়াতে উল্ল্যেখ করেন--

وَاقْصِدْ فِي مَشْيِكَ وَاغْضُضْ مِن صَوْتِكَ إِنَّ أَنكَرَ الْأَصْوَاتِ لَصَوْتُ الْحَمِي

পদচারণায় মধ্যবর্তিতা অবলম্বন কর এবং কন্ঠস্বর নীচু কর। নি:সন্দেহে গাধার স্বরই সর্বাপেক্ষা অপ্রীতিকর।

ব্যাখ্যা--
মধ্যম গতিতে চলাফেরা করার নির্দেশ প্রদান করা হয়েছে।
খুব দ্রুতগতিতে দৌড়-ঝাপ করে চলা বভ্যতা ও শালীনতার পরিপন্থী।
দ্রুতগতিতে চলা মুমিনের সৌন্দর্য ও মর্যাদাহানিকর। এভাবে চলার ফলে নিজেরও দুর্ঘটনায় পতিত হওয়ার আশঙ্কা থাকে বা অপরের দুর্ঘটনার কারণও ঘটতে পারে।
আবার অত্যধিক মন্থর গতিতেও চলতে বারন করা হয়েছে--যা গর্বস্ফীত আত্মাভিমানীদের অভ্যাস, যারা অন্যান্য মানুষের চাইতে নিজের অসার কৌলীন্য দেখাতে চায়।

আর কন্ঠস্বর নীচু করার অর্থ স্বর প্রয়োজনাতিরিক্ত উচ্চ না করা এবং হট্টগোল না করা।



২৮ টি মন্তব্য ১৫৬বার পঠিত আপনি একবার রেটিং দিয়েছেন
পোস্টটি ১২ জনের ভাল লেগেছে, ১০ জনের ভাল লাগেনি



১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:১৭ এম.এ.হামিদ বলেছেন: ষার ভালো আচেন, সার আপনার সাথে একটি দেকা করতে চাই।


১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:২০ দৈনিক সংগ্রাম বলেছেন:
আকন্দ কাকু সইলডা ভালা?

১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:২১ নাদান বলেছেন: কাগু অনেক দিন পর! কেমুন আচেন?

১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:২৩ নরাধম বলেছেন: নাদান বলেছেন: কাগু অনেক দিন পর! কেমুন আচেন?



কাগু, উকিলদের আচরন কেমন হওয়া উচিত সেটা নিয়ে একখনা পোস্ট দেন।

১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:২৮ বিবেক সত্যি বলেছেন: আমার ভাগ্য ভালো, আজ পর্যন্ত আসল গাধার স্বর শুনতে হয়নি তবে গলাবাজি অনেক শুনেছি +

নরাধম, মুসলিম উকিলদের আচরন তো মুসলমানদেরমতই হওয়া উচিত...

১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:২৯ এম.এ.হামিদ বলেছেন: আচ্চা যারা এ আচরন করবেনা তারা কি মুসলমান থাকব না নাস্তিক হইয়া যাইবো। কাট অফ লাইন টা কি? গ্রেড কি কার্ভে না ষ্ট্রেইট ৯০ ৮০ ৭০ ৬০


১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:৩১ বিহংগ বলেছেন:
যাক,আপনাকে পাওয়া গেলো।
আচ্ছা ,আমার একটা প্রশ্ন ছিলো
জন্ম,মৃত্যু,আর বিয়া ভাগ্যের লিখন, এ কথাগুলো কোথায় লিখা আছে।কোরানে নাকি হাদীসে।
ভালোবাসার বিয়ে নিষিদ্ধ- এ রকম কথাও কি কোথাও লিখা আছে।
আমার জরুরী দরকার।
যদি আপনার জানা থেকে , প্লিজ বললে বেশ উপকৃত হবো।


১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:৫০ জেনারেল বলেছেন: কাকু ভাল আছেন?

১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:৫৬ সিহাব চৌধুরী বলেছেন:
আর কন্ঠস্বর নীচু করার অর্থ স্বর প্রয়োজনাতিরিক্ত উচ্চ না করা এবং হট্টগোল না করা।

তার মানে কি প্রয়োজন হলে উচ্চ শব্দ ও হট্টগোল করলে কোন সমস্যা হবে না ?

১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:৫৮ সিহাব চৌধুরী বলেছেন:
একটা কথা, আরবী খুব কম বাংগালী ই বুঝতে পারেন । বাংলা ব্লগে আরবী বর্জনীয় হওয়া কাম্য ।

১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:১১
লেখক বলেছেন: সবাই যে সব কিছু বুঝবে আর সব কিছু জানবে, তা ঠিক নয়।
যারা বুঝে তাদের জন্য আরবী। আরা যারা বুঝেনা তাদের জন্য বাংলা।


১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:০২ মিশন বলেছেন: আসসলামু আলাইকুম! কেমন আছেন? আশা করি ভাল। পোষ্ট খুব ভাল লাগল। অনেকদিন পর এমন পোষ্ট পেয়ে খুশি লাগছে। ধন্যবাদ।
১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:০৭
লেখক বলেছেন: ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমাতুল্লাহ। জী, ভাল আছি। ধন্যবাদ, মন্তব্যের জন্য।।

১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:০৪ সারওয়ারচৌধুরী বলেছেন:


গুড পোস্ট।

মধ্যমপন্থা অবলম্বনকে চরমপন্থীরা বলে দালালী

১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:০৯
লেখক বলেছেন: কে কী বলে তা বড় কথা নয়। বড় কথা হ'ল, আল্লাহর নির্দেশ। আসুন, আল্লাহর নির্দেশ মত চলার চেষ্টা করি।
ধন্যবাদ মন্তব্যের জন্য।

১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:০৯ সোনার বাংলা বলেছেন: বিবেক সত্যি@ ভাই.........

+
১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:১৮ সিহাব চৌধুরী বলেছেন:
আমার একটি প্রশ্ন ছিল ।

------------------------->

আর কন্ঠস্বর নীচু করার অর্থ স্বর প্রয়োজনাতিরিক্ত উচ্চ না করা এবং হট্টগোল না করা।

তার মানে কি প্রয়োজন হলে উচ্চ শব্দ ও হট্টগোল করলে কোন সমস্যা হবে না ?

১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:২৯
লেখক বলেছেন: আর কন্ঠস্বর নীচু করার অর্থ স্বর প্রয়োজনাতিরিক্ত উচ্চ না করা এবং হট্টগোল না করা।
উদাহরণ:- ধরা যাক একটি রুমে ৩ জন লোক আছে। সেখানে যতটুকু স্বরে কথা বলতে হবে ১০০ জন লোক ভর্তি একটি রুমে তার চাইতে জোরে কথা বলতে হবে। ঐ রুমের জন্য উচ্চ স্বর প্রয়োজন। অন্যথায়, কথা শুনা ও বুঝা যাবেনা।
এখানে দুইটা বাক্য এবং দ্বারা যুক্ত করা হয়েছে।
প্রথম বাক্য, "আর কন্ঠস্বর নীচু করার অর্থ স্বর প্রয়োজনাতিরিক্ত উচ্চ না করা।"
দ্বিতীয় বাক্য, "আর কন্ঠস্বর নীচু করার অর্থ হট্টগোল না করা।"
আশা করি বুঝতে পেরেছেন।

১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:২৮ সিহাব চৌধুরী বলেছেন:
ভাই সাহেব উত্তর কি জানা নাই ?
any way, ++++ ।

১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩১
লেখক বলেছেন: আশা করি উত্তর পেয়েছেন। খুব ভাল টাইপ জানি না। তাই টাইপ করতে দেড়ি হয়।

১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩০ সুশীল সমাজ বলেছেন: পোস্টটি ৯ জনের ভাল লেগেছে, ৭ জনের ভাল লাগেনি ।

শান্তির ধর্ম ইসলামের এই অবস্থা।


১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪৩
লেখক বলেছেন: পৃথিবীতে ৬০০ কোটি লোকের মধ্যে মাত্র ১০০ কোটি মুসলমান।
অর্থাৎ ৫০০ কোটি লোক মুসলমান না। অমুসলিমরাই তো মেজরিটি।
আল্লাহর কাছে হাজার শুকুর যে ৯ জনের ভাল লেগেছে।

আল্লাহ পাক সুরা ইউনুস এর ৯৯-১০০ নম্বর আয়াতে বলেন--

وَلَوْ شَاء رَبُّكَ لآمَنَ مَن فِي الأَرْضِ كُلُّهُمْ جَمِيعًا أَفَأَنتَ تُكْرِهُ النَّاسَ حَتَّى يَكُونُواْ مُؤْمِنِينَ

আর তোমার পরওয়ারদেগার যদি চাইতেন, তবে পৃথিবীর বুকে যারা রয়েছে, তাদের সবাই ঈমান নিয়ে আসতে সমবেতভাবে।
তুমি কি মানুষের উপর জবরদস্তী করবে ঈমান আনার জন্য?

وَمَا كَانَ لِنَفْسٍ أَن تُؤْمِنَ إِلاَّ بِإِذْنِ اللّهِ وَيَجْعَلُ الرِّجْسَ عَلَى الَّذِينَ لاَ يَعْقِلُونَ

আর কারো ঈমান আনা হতে পারে না, যতক্ষণ না আল্লাহ্ হুকুম হয়।
পক্ষান্তরে তিনি অপবিত্রতা আরোপ করেন যারা বুদ্ধি প্রয়োগ করে না তাদের উপর।

১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:০৩ অমিত বলেছেন: খুব দ্রুতগতিতে দৌড়-ঝাপ করে চলা বভ্যতা ও শালীনতার পরিপন্থী।
দ্রুতগতিতে চলা মুমিনের সৌন্দর্য ও মর্যাদাহানিকর। এভাবে চলার ফলে নিজেরও দুর্ঘটনায় পতিত হওয়ার আশঙ্কা থাকে বা অপরের দুর্ঘটনার কারণও ঘটতে পারে----

এই জন্যই আমরা অলিম্পিকে দৌড়ঝাপের কোন মেডেল পাই না।

আবার অত্যধিক মন্থর গতিতেও চলতে বারন করা হয়েছে--যা গর্বস্ফীত আত্মাভিমানীদের অভ্যাস, যারা অন্যান্য মানুষের চাইতে নিজের অসার কৌলীন্য দেখাতে চায়। ----
এইজন্য দাবাতেও আমরা লবডন্কা।

১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:২২
লেখক বলেছেন: মিলটা খুব ভাল লাগল।

১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:২৩
লেখক বলেছেন: তবে আমরা ইসলামের এই অনুশাসন মানলে মিলটা যুতসই হতো।


১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:১২ মাথামোটা বলেছেন:
খুব বাল লেগেচে।

১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:২৪
লেখক বলেছেন: ধন্যবাদ।

১৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৭:০২ পান্জেরী বলেছেন: "পদচারণায় মধ্যবর্তিতা অবলম্বন কর এবং কন্ঠস্বর নীচু কর। নি:সন্দেহে গাধার স্বরই সর্বাপেক্ষা অপ্রীতিকর। " - আল-কোরআন।








এম.এ হামিদ ওরপে ডাঃ আইজউদ্দিনের পোষ্ট



বৌদ্ধং স্বরনং গচ্ছামি,
১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:৪৫



আমি বৌদ্ধের স্বরন নিলাম
জগতের সকল প্রানী সুখি হউক



১৪ টি মন্তব্য ১০৮বার পঠিত পোস্ট রেট করুন পোস্টটি ৮ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি







১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:৪৯ জেনারেল বলেছেন: গুট


১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:৫৬ পথহারা বলেছেন: আমি বৌদ্ধের স্বরন নিলাম
জগতের সকল প্রানী সুখি হউক


১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:১২ নাজিরুল হক বলেছেন: ১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:৪৯

জেনারেল বলেছেন: গুট


১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:১৫ স্নোবল বলেছেন: জটিল, চিন্ত করতেসি বৌদ্ধ ধর্মে (এইটা নাকি ধর্ম না, আইডিওলজি) দীক্ষা নিমু। এই ধর্মডাতে উলটা পালটা জিনিস কম আছে বইলা মনে হয়।


১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:২১ সারওয়ারচৌধুরী বলেছেন:

'জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর'


১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:২৩ এম.এ.হামিদ বলেছেন: সারোয়ার কি একন বৌদ্ধ হইবা?


১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:২৪ সু-শান্ত বলেছেন: স্নোবল বলেছেন:

জটিল, চিন্ত করতেসি বৌদ্ধ ধর্মে (এইটা নাকি ধর্ম না, আইডিওলজি) দীক্ষা নিমু। এই ধর্মডাতে উলটা পালটা জিনিস কম আছে বইলা মনে হয়।

একমত।


১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:২৪ সিহাব চৌধুরী বলেছেন:
গুড ।

একটা কথা, বুদ্ধ গাছ পালার সুখ অসুখ নিয়ে কিছু বলে যাননি ?

নিচের কোরানিক আয়াত সমৃদ্ধ পোষ্টে এতো মাইনাস কেন ? ইসলাম কি পৃথিবীর সবচেয়ে খারাপ ধর্ম ? কিছু বুঝতেসিনা ।


১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:২৬ এম.এ.হামিদ বলেছেন: সিহাব আকন্দ কাকু একটা ভন্ড হে যে কোরান নিয়া ব্যবসা করতাসে সেই জন্য এতো মাইনাস। সমস্যা হইলো এ ধর্ম নিয়া খেলাটা এ ব্লগে বন্ধ করা যাইতেসেনা


১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:২৮ সুশীল সমাজ বলেছেন: বৌদ্ধ ধর্মের মানুষেরা খুন-খারাবী কম করে, তাই এটাকে আমার ভালো লাগে!


১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩৩ সিহাব চৌধুরী বলেছেন:
হুম হামিদ ভাই, বুঝতাসি । উনারে একটা প্রশ্ন করছিলাম, উত্তর দিতেসেন না । মনে হয় আমার উপর খেইপা গেসেন । তবে আমি কিন্তু প্লাস দিসিলাম । .


১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:৩২ সোনার বাংলা বলেছেন:
@সিহাব চৌধুরী....
আকন্দ বা মাকন্দ কোন কিছু না আসল জিনিষ হইলো এর্লাজি......

বইপাগল ভাইয়ের পোষ্টে ও তো এই রকম মন্তব্য করেছে.......
এরা।


১৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৫৯ দ্বিতীয়নাম বলেছেন: সিহাব চৌধুরী বলেছেন:
গুড ।

একটা কথা, বুদ্ধ গাছ পালার সুখ অসুখ নিয়ে কিছু বলে যাননি ?

নিচের কোরানিক আয়াত সমৃদ্ধ পোষ্টে এতো মাইনাস কেন ? ইসলাম কি পৃথিবীর সবচেয়ে খারাপ ধর্ম ? কিছু বুঝতেসিনা ।

সর্বকালের সর্বশ্রেষ্ট, সব মুসকিলের আসান- এই সব কইয়া কোন কাম না দেখাইতে পারলে আর আরব দেশগুলির পাবলিকের কাম কারবার ধর্মটারে পচাঁইয়া ফেলাইছে।


১৮ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:২৮ জাগারণ বলেছেন: @ বৌদ্ধ ধর্ম না, আইডিওলজি। কেননা ধর্মের ব্যাসিক ভিত্তিগুলো থাকা প্রয়োজন তা এই মহামানবের আর্দশে দেখা যায় না ।



******************************************************************
দুঃখিত অনেক লম্বা করার জন্য।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৫:৪৮
১৮টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রজাতির শেষ জীবিত প্রাণ !

লিখেছেন অপু তানভীর, ১৩ ই মে, ২০২৪ সকাল ১০:৫১



বিবিসির একটা খবর চোখে এল সেদিন । উত্তরাঞ্চলীয় সাদা গন্ডার প্রজাতির শেষ পুরুষ গন্ডারটি মারা গেছে । তার নাম ছিল সুদান । মৃত্যুর সময় তার বয়স ৪৫। বিবিসির সংবাদটা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে সবচেয়ে ক্রিয়েটিভ এবং পরিমার্জিত কনটেন্ট ক্রিয়েটর মধ্যে সে একজন ।।

লিখেছেন সেলিনা জাহান প্রিয়া, ১৩ ই মে, ২০২৪ সকাল ১১:৩৯



আপনারা কতজন Umma Kulsum Popi চেনেন, আমি ঠিক জানি না। আমার পর্যবেক্ষণ মতে, বাংলাদেশে সবচেয়ে ক্রিয়েটিভ এবং পরিমার্জিত কনটেন্ট ক্রিয়েটরদের একজন হলেন উনি। যদি বলি দেশের সেরা পাঁচজন কনটেন্ট... ...বাকিটুকু পড়ুন

হাদিস অস্বীকার করে রাসূলের (সা.) আনুগত্য সম্ভব

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই মে, ২০২৪ দুপুর ২:৪৯



সূরাঃ ৪ নিসা, ৫৯ নং আয়াতের অনুবাদ-
৫৯। হে মুমিনগণ! যদি তোমরা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস কর তবে তোমরা আনুগত্য কর আল্লাহর, আর আনুগত্য কর রাসুলের, আর যারা তোমাদের... ...বাকিটুকু পড়ুন

=কবিতাগুলো যেনো এক একটি মধুমঞ্জুরী ফুল=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৩ ই মে, ২০২৪ বিকাল ৪:২০



©কাজী ফাতেমা ছবি
মনের মাধুরী মিশিয়ে যে কবিতা লিখি
কবিতাগুলো যেনো আমার এক একটি মঞ্জুরী লতা ফুল,
মনের ডালে ডালে রঙবাহারী রূপ নিয়ে
ঝুলে থাকে কবিতা দিবানিশি
যে কবিতার সাথে নিত্য বাস,
তাদের আমি... ...বাকিটুকু পড়ুন

পোষ্ট যদি ক্রমাগতভাবে ০, কিংবা ২/১'টি মন্তব্য পেতে থাকে, বুঝবেন যে, সোনাগাজী সেমি-ব্যানে আছে!

লিখেছেন সোনাগাজী, ১৩ ই মে, ২০২৪ বিকাল ৫:২৭



আপনার পোষ্ট যদি ক্রমাগতভাবে ০ কিংবা ১'টি মন্তব্য পেতে থাকে, তখন খোঁজ নিলে দেখবেন যে, সোনাগাজী সেমি-ব্যানে আছে!

কোন বিষয়ের উপর অনেক মানসম্পন্ন পোষ্ট লিখলেও সামুতে আপনি... ...বাকিটুকু পড়ুন

×