somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্রষ্টার অপার সৃষ্টি মানব শরীর - চলুন ভ্রমণ করে আসি নিজের শরীর থেকে -১

৩০ শে মে, ২০১৩ দুপুর ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমরা যে শরীর নিয়ে বেচে থাকি এবং যে শরীর নিয়ে আমাদের এই স্বল্প সময়ের পার্থিব জীবন উপভোগ করি - তার সম্মন্ধে আমরা কতটুকু জানি ? উপর থেকে দেখে আমরা কি টের পাই আমাদের শরীর একটা বিরাট বিশাল কারখানার মতো - যার ভিতরে কত রকমের মেশিনের মত কলকব্জা চলছে - আমাদেরকে জীবনকে সুন্দর ও সুষমভাবে চালিত করার জন্য ।

চলুন চেষ্টা করা যাক - নিজের শরীর সম্পর্কে একটু বিশদ ভাবে জানার । জানা যাক - স্রষ্টা কত সুন্দর ও নিখুতভাবে মাত্র দশ মাসের মত এত অল্প সময়ে মায়ের শরীরে ভিতর প্রতিটি মানুষের শরীরকে তৈরী করে পৃথিবীতে আনয়ন করেছেন ।

আমরা কত জন জানি যে আমাদের এই চির চেনা শরীর একটা সম্পূর্ণ অন্য রকম একটা পৃথিবী - একটা অন্যরকম জগৎ । এর ভিতরে রয়েছে দালান কোঠা, কারখানা, যাতায়াত ব্যবস্হা এবং এমন আধুনিক অবকাঠামোগত ব্যবস্হার মত ব্যবস্হা যা বাহিরের পৃথিবীর সর্বাপেক্ষা উন্নত টেকনোলজীকেও হার মানায় । আছে এমন সব বিশেষ উপাদান - সেল, হরমোন, গ্লান্ড সমূহ যা শরীরকে অনাকাংখিত বিপদে সতর্ক করে দেয় এবং প্রয়োজনে শরীরকে রক্ষা করার জন্য সৈন্যবাহিনীর মত কাজ করে ।

মানুষের শরীরের এই যে উন্নত ব্যবস্হা তা সম্পূর্ণ একই রকম প্রতিটি মানুষের জন্যই - দেশ , কাল, স্হান এবং সংস্কৃতি ভেদে তার কোন তফাত নেই । পৃথিবীর প্রথম মানুষকে আল্লাহ ঠিক যেভাবে তৈরী করেছেন - ঠিক সেভাবেই মানুষের শরীরিক গঠন বিদ্যমান আছে আজ পর্যন্ত- তার কোন পরিবর্তন নেই ।

Just like those alive today, people in the past had the same flawless systems in their bodies: trillions of conscious-seeming cells, secretory glands with decision-making abilities, and organs equipped with the most sophisticated biotechnology.

আপনি যখন আপনার হৃদপিন্ডের চমৎকার কাজ জানবেন - যা প্রতিনিয়ত আপনার রক্তকে পাম্প করে পরিশোধিত করে চলেছে নিখুত ভাবে, কোষ সমূহ কিভাবে এত ক্ষুদ্র পরিসরে এত সব কণার মধ্য থেকে শুধুমাত্র লৈাহ কণাকেই চিহ্নিত ও শোষিত করছে, কিভাবে অনেক পথ পাড়ি দিয়ে মস্তিস্কে উৎপাদিত হরমণোর কণা তার জন্য নির্দেশিত কিডনীতে পৈাছে গিয়ে তার জন্য নির্ধারিত কাজ করছে এবং কিভাবে সে শরীরের কোষকে আদেশ করছে কি কি করতে হবে - তখন আপনার মন খুব স্বাভাবিক ভাবেই অভিভূত হয়ে যাবে, কৃতজ্ঞতায় মন ভরে যাবে স্রষ্টার অপার জ্ঞানের পরিচয় পেয়ে । আর যারা এসব চরম উৎকর্ষগত কলাকৈাশলকে বাই চান্স - এমনি এমনি সৃষ্টি হয়েছে বলে প্রচার করছে - তাদের জ্ঞানের অসারতার কঠিন ভাবে ধরা পড়বে আপনার জ্ঞান ও বুদ্ধিতে।

যখন কেউ জানতে পারে যে, পরিপাকতন্ত্র যা কতগুলি মাংসপেশী এবং টিস্যুর সমন্বয়ে গঠিত একটি বিশেষ অঙ্গ - যা মাংসকে হজম করার মত এমন শক্তিশালী এসিড নিঃসরণ করলেও নিজেকে হজম হওয়া থেকে রক্ষা করতে সক্ষম, যারা জানে যে তাদের একটি আঙ্গুল কেটে গেলে কমপক্ষে ২০ রকমের বিভিন্ন প্রকার এনজাইম একটি বিশেষ সিকোয়েন্সে কাজে নেমে পড়ে রক্তকে জমাট বাধানোর জন্য - তারা অবশ্যই চিন্তা করবে গভীর ভাবে স্রষ্টা কত সুন্দর ও নিখুতভাবে এই প্রক্রিয়াগুলো শরীরের মধ্যে প্রতিস্হাপিত করেছেন । সবই কেমন স্বয়ংক্রিয় ভাবে কাজ করছে কারো নির্দেশ ও পরিকল্পণা ছাড়া - আপনি কিন্তু টের পাচ্ছেনই না - আপনার শরীরের ভিতর কত বড় বড় সব কর্মকান্ড কত ক্ষুদ্র পরিসরে কত নিখুত ভাবে হয়ে যাচ্ছে ।



একটি গাড়ীর ইন্জিনের দিকে তাকালে যেমন যে কেউ বুঝতে পারে যে এটা একটা সুন্দর ডিজাইন করা ইন্জিনিয়ারদের কাজ, তদ্রুপ মানব শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সমূহ, তাদের প্রত্যেকের আলাদা বিশেষ বিশেষ কর্মকান্ড এবং অন্যান্য সব চলমান জটিল প্রক্রিয়াও নিঃসন্দেহে এটাই নির্দেশ করে যে, এই মানব শরীরও সুন্দরভাবে ডিজাইন করা এবং তৈরী করা হয়েছে জ্ঞানী ও কৈাশলী এক কারিগর দ্বারা ।

আল-কুরআনে আল্লাহ পাক বলেনঃ

'হে মানুষ ! কিসে তোমাকে তোমার মহামহিম পালন কর্তা সম্পর্কে বিভ্রান্ত করল ? যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুবিন্যাস্ত করেছেন এবং সুষম করেছেন । যিনি তোমাকে তার ইচ্ছামত আকৃতিতে গঠন করেছেন । ' (সুরা আল-ইনফিতারঃ৬-৮) ।

রক্তঃ জীবন নদী যা আমাদের শরীরে প্রবাহিত হয়

শরীরে যত রকমের প্রক্রিয়া চলে তার মধ্যে অন্যতম বৃহত্তম হলো circulatory system এর সাথে যুক্ত প্রক্রিয়া , এটা আর্টারী এবং ভেইন (রগ সমূহ) এর এমনি একটা জটিল নেটওয়ার্ক যার মাধ্যমে শরীরের যত কোষ সমূহ আছে - ১০০ ট্রিলিয়ন বা তারও বেশী - সেগুলোর প্রত্যেককে আলাদাভাবে নিয়মিত সংযোগ রক্ষা করা চলে।

Alarge part of the processes that take place within your body are linked to the circulatory system, thanks to an exceedingly complex structure. A network of arteries and veins nourish the 100 trillion or so cells in your body, visiting every one individually.


প্রতিটি জীবনকে টিকে থাকার জন্য পুষ্টির প্রয়োজন, ঠিক সেইরূপ ভাবে শরীরের প্রতিটি জীবন্ত কোষ সমূহের পুষ্টি এবং অক্সিজেন এর সরবরাহ করা এবং শরীরের পরিত্যক্ত বর্জকে নিমূল করা হয় circulatory system এর মাধ্যমে । মূলতঃ রক্তের মাধ্যমেই শরীরের এই অতি গুরুত্বপূর্ণ কাজটা হয়ে থাকে । আপনার শরীরের প্রতিটি কোষ - আঙ্গুল এর কোষ থেকে শুরু করে চোখের রেটিনার কোষ সমূহ তার বেচে থাকার জন্য রক্তের উপর নির্ভরশীল ।



রক্ত শরীরের আর্টারী এবং রগ সমূহের মাধ্যমে শরীরের প্রতিটি কোনায় কোনায় নদীর মত প্রবাহিত হয়ে কোষ সমূহের প্রয়োজনীয় উপাদান সমূহ বহন করে নিয়ে যায় - অনেকটা যেন একটা ট্রান্সপোর্ট নেটওয়ার্ক বা ব-দ্বীপ এর নদীগুলোর মত জালের মত নেটওয়ার্ক ব্যবস্হা ।

We can think of these as cargo packages carried by the river, containing food, water and various chemical
substances.

কোষ সমূহের সবচেয়ে প্রয়োজনীয় উপাদান হলো অক্সিজেন - যা রক্ত শরীরের কোষের প্রতিটিতে দক্ষতার সাথে, সুন্দরভাবে এবং নিয়মিত পৈাছিয়ে দেয় - যার অভাব হলে স্বাভাবিক ভাবে কোষ সমূহ মৃত্যু বরণ করে । সুতরাং প্রতিনিয়ত সঠিক সময়ে এবং সঠিক ঠিকানায় সঠিক পরিমাণে পৈাছে দিতে এই রক্তের পরিবহণ ব্যবস্হা বিন্দুমাত্র গাফিলতি বা ভূল করেনা ।

এছাড়াও রক্ত আরো যেসব গুরুত্বপূর্ণ কাজ সমূহ করে সেগুলো হলো - শরীরের বর্জ্য সমূহকে এবং বিষাক্ত উপাদান সমূহকে লিভারে পৈাছে দেয়া, রোগ প্রতিরোধে সহায়তা করা, শরীরের তাপ মাত্রাকে প্রয়োজন অনুসারে এয়ার কন্ডিসনের মত উঠা নামা করানো এবং হরমোনের মাধ্যমে শরীরের বিভিন্ন অংশের সাথে যোগাযোগ রক্ষা করা ।

The blood carries the non-gaseous wastes to the kidneys, where they are distilled. The carbon dioxide produced
in the cells is carried to the lungs, from where it is expelled from the body.

রক্ত তার পরিবহন কাজে কোন ভূল করে না - যা কিডনীতে পৈাছানোর কথা সেটা সেখানেই নিয়ে যাওয়া হয় , যেটা ফুসফুসে পৈাছানোর কথা সেটা সেখানেই নেওয়া হয় । তার একটু ভুল মানে পুরো দেহের মৃত্যু । আমরা সারা জীবন পার করে দেই কিন্তু একটুও টের পাইনা আমাদের শরীরে রক্ত কত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে ।

এখন কেউ যদি বলে রক্তের এই চিহ্নিতকরণ, পরিবহন এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাই চান্স তৈরী হয়ে গিয়েছে কোন স্রষ্টা ছাড়া , এমনি এমনি - তাহলে কি আপনি তা বিশ্বাস করবেন ?

How can a molecule such as albumin, made up of atoms, with no intelligence or consciousness, distinguish between fats and toxins, drugs and nutrients?

Moreover, how is it able to recognize the liver, bile duct and stomach, never confusing one for the other, and can always deposit the substances it carries in exactly the right place and precisely the right proportions?

আল-কুরআনে মহান আল্লাহ বলেনঃ

'তোমরা কি দেখ না আল্লাহ নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে, সবই তোমাদের কাজে নিয়োজিত করে দিয়েছেন এবং তোমাদের প্রতি তার প্রকাশ্য ও অপ্রকাশ্য নেয়ামতসমূহ পরিপূর্ণ করে দিয়েছেন ? এমন লোকও আছে - যারা জ্ঞান , পথ নির্দেশ ও উজ্জ্বল কিতাব ছাড়াই আল্লাহ সম্পর্কে বাক বিতন্ডা করে ?

হে মানব জাতি ! তোমরা তোমাদের পালন কর্তাকে ভয় কর এবং ভয় কর এমন এক দিবসকে, যখন পিতা পুত্রের কোন কাজে আসবেনা এবং পুত্রও তার পিতার কোন উপকার করতে পারবেনা । নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা সত্য । এতএব, পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোকা না দেয় এবং আল্লাহ সম্পর্কে প্রতারক শয়তানও যেন তোমাদেরকে প্রতারিত না করে ।
(সূরা-লোকমানঃ২০ এবং ৩৩)

সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৩ দুপুর ১২:২৩
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মায়ের চৌহদ্দি

লিখেছেন শাওন আহমাদ, ১২ ই মে, ২০২৪ দুপুর ১:৩৫



আমার মা ভীষণ রকমের বকবকিয়ে ছিলেন। কারণে-অকারণে অনেক কথা বলতেন। যেন মন খুলে কথা বলতে পারলেই তিনি প্রাণে বাঁচতেন। অবশ্য কথা বলার জন্য যুতসই কারণও ছিল ঢের। কে খায়নি,... ...বাকিটুকু পড়ুন

ছেলেবেলার অকৃত্রিম বন্ধু

লিখেছেন ঢাবিয়ান, ১২ ই মে, ২০২৪ সন্ধ্যা ৭:০৯

খুব ছোটবেলার এক বন্ধুর গল্প বলি আজ। শৈশবে তার সাথে আছে দুর্দান্ত সব স্মৃতি। বন্ধু খুবই ডানপিটে ধরনের ছিল। মফস্বল শহরে থাকতো। বাবার চাকুরির সুবাদে সেই শহরে ছিলাম... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশ ও জাতি সম্পর্কে আমাদের ১ জন ব্যুরোক্রেটের ধারণা!

লিখেছেন সোনাগাজী, ১২ ই মে, ২০২৪ সন্ধ্যা ৭:১৭



নীচে, আমাদের দেশ ও জাতি সম্পর্কে আমাদের ১ জন ব্যুরোক্রেটের ধারণাকে ( পেশগত দক্ষতা ও আভিজ্ঞতার সারমর্ম ) আমি হুবহু তুলে দিচ্ছি। পড়ে ইহার উপর মন্তব্য... ...বাকিটুকু পড়ুন

মোজো ইদানীং কম পাওয়া যাচ্ছে কেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ১২ ই মে, ২০২৪ রাত ৯:৩৭


শুনলাম বাজারে নাকি বয়কটিদের প্রিয় মোজোর সাপ্লাই কমে গেছে! কিন্তু কেন? যে হারে আল্লামা পিনাকী ভাট ভাঁওতাবাজিদেরকে টাকা দিয়ে 'কোকের বিকল্প'-এর নামে 'অখাদ্য' খাওয়ানো হচ্ছিলো, আর কোককেই বয়কটের ডাক... ...বাকিটুকু পড়ুন

জমিদার বাড়ি দর্শন : ০০৮ : পাকুটিয়া জমিদার বাড়ি

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১২ ই মে, ২০২৪ রাত ১০:২৪


পাকুটিয়া জমিদার বাড়ি

বিশেষ ঘোষণা : এই পোস্টে ৪৪টি ছবি সংযুক্ত হয়েছে যার অল্প কিছু ছবি আমার বন্ধু ইশ্রাফীল তুলেছে, বাকিগুলি আমার তোলা। ৪৪টি ছবির সাইজ ছোট করে ১৮ মেগাবাইটে... ...বাকিটুকু পড়ুন

×