somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমেরিকা, ইরান - জলাতঙ্ক সাবধান!

০২ রা মার্চ, ২০০৭ ভোর ৬:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমেরিকা, ইরান - জলাতঙ্ক সাবধান!

দুই কুকুর যদি কামড়াকামড়ি করে, আর কেউ যদি জানে যে, দু্থটি কুকুরই জলাতঙ্করোগে আক্রান্ত, তখন স্বাভাবিক সুবুদ্ধিসম্পন্ন মানুষ, দুটি কুকুর থেকেই সাবধান থাকার চেষ্টা করে। যদি কেউ তা না করে, তাহলে তার বেশ কয়েকটি কারণের মাঝে আমার যেগুলো মনে পড়ছে,

- কোন উদ্দেশ্যপ্রনোদিত চিন্তা, হয়তো একটি কুকুর তার নিজেরই।
- ভাল মন্দ বিচারের ক্ষমতা নেই। (এক কথায় বলা যেতে পারে রামছাগল)
- নিজেরই জলাতঙ্ক রয়েছে, অর্থাৎ পাগল।

আমাদের সারা পৃথিবীর দুই উল্লেখযোগ্য জলাতঙ্ক আক্রান্ত কুকুর হচ্ছে আমেরিকার বুশ সম্রাজ্য আর ইরান। তবে দুই জনের মাঝে এই রোগের মোটামুটি ভাবে আলাদা আলাদা চেহারা। আমেরিকা তার সম্পসারণবাদী যুদ্ধাংদেহী আন্তর্জাতিক রাজনীতির জন্যে আর ইরান তার নিজের দেশের আভ্যন্তরিন শাসণ ব্যাবস্থার কারণে বিতর্কিত। তাদের উগ্র মৌলবাদী শাসন সে দেশের নারীদের দ্বিতীয় বা তৃতীয় স্তরের নাগরিকে পরিণত করেছে। সে দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিকে ধ্বংসস্তুপে পরিণত করেছে। নাগরিক অধিকার বলতে সুশীল রাজনীতির যেসব ধারাগুলো রয়েছে, তার প্রতিটিই সে দেশে পদদলিত। আন্তর্জাতিক রাজনীতিতেও তাদের কদাকার চেহারা। নয় বছর যুদ্ধ চালিয়েছে ইরাকের সাথে। তখন তাদের অস্ত্রের প্রধান জোগানদার ছিল মুসলিম বিশ্বের প্রধান শত্রু ইসরায়েল।

আমেরিকা তথা বুশের কাহিনী বলার প্রয়োজন রাখে না। তাদের কর্মকান্ড শুধুমাত্র মুসলিম বিশ্বে নয়, সারা পৃথিবীব্যাপীই নিন্দিত। শুধুমাত্র সামরিক শক্তির ভারসাম্যহীনতার কারনে তারা তাদের অপকান্ড আজ অবধি চালিয়ে যেতে পারছে।

এই দুই কুকুরের কোন কুকুরই সমর্থনযোগ্য নয়। কিন্তু কিছু কিছু সাদা কালো চশমা পড়া জীবের তা চোখে পড়ছে না। এরা যে কোন একটিকে উন্মাদের মতো সমর্থন দিয়ে যাচ্ছে। আমি আমেরিকা তথা বুশের সমর্থকদের কথা এখানে টানতে চাইছি না। আমার মনে হয়না ব্লগে সেরকম কোন জীবের অস্তিত্ব রয়েছে।

কিন্তু এই ব্লগে কিছু কিছু অস্তিত্বের উপস্থিতি টের পাচ্ছি, যারা উগ্রভাবে ইরাণের পদলেহী। পদলেহন করতে করতে ইরানের জালাতঙ্ক রোগও যে তাদের শরীরে সংক্রামিত হচ্ছে, সে খেয়াল তাদের নেই। তাদের একটি রোগ ছিল ধর্মান্ধতা, তার প্রভাবে ইসলামী জিহাদের নাম শুনেই ন্যয় অন্যায় বিচার না করেই উন্মাদনা আসে এদের ভেতরে। আর সে উন্মাদনায় ইরানের মতো একটি মানবিকতা বিদ্বেষী শক্তির শক্তির পদলেহন করতে তাদের কোন লজ্জা হয়না। এখন হয়েছে তাদের আরেকটি ভয়ানক রোগ, 'জলাতঙ্ক কামড়'।

কিন্তু মাঝে মাঝে প্রশ্ন জাগে, এরা শিকার না শিকারী। তবে আমার মনে হয়, এদের মাঝে শিকার শিকারী, দুটো দলই রয়েছে। শিকারীদের কাছ থেকে সাবধান থাকার সমুহ প্রয়োজন রয়েছে। কারণ এরা বেশ সচেতন ভাবেই জলাতঙ্ক ছড়াচ্ছে চারিদিকে। তাদের চালাকি ও সাফল্যও চোখে পড়ছে বেশ। আর যারা শিকার, তারাও কম বিপদজনক নয়। এরা এদের নিজেদের বিভ্রান্তির দিকে সামন্যতম চোখ না ফেলেও অন্ধের মতো যা পায়, তাই কামড়াতে দাঁত বের করে। আসলে এরা হচ্ছে সত্যিকারের রামছাগল। ভুল বুঝবেন না, আমার দেয়া এ রামছাগল উপাধি কোন ব্যাক্তি বিশেষকে নয়, কোন এক সমষ্টিকে লক্ষ্য করেই।

সাধারণ ধর্মবোধ ধারণকারী ও পালনকারী মানবিক চিন্তার অধিকারী মননদের প্রতি আমার ডাক, এদের কারো কথাতেই প্ররোচিত হবেন না। এই শিকারী,শিকার ও এদের উন্মাদনা প্রতিটি মানব সত্বার জন্যেই ক্ষতিকর। এরা যে ধর্মেরই হোক না কেন, এদের যুদ্ধংদেহী মনোভাব মানবতা বিরোধী। এমনকি স্বধর্মের মানুষদের প্রতিও এরা এদের মানবতাবিরোধী কর্মকান্ডের সমর্থন না পেয়ে খড়গহস্ত হয়। এদেরকে প্রতিহত করা দরকার। এদের চরিত্রের কারণেই এরা একাধারে ইরান, ইরাক, আমেরিকা ও বুশ।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০০৭ সকাল ৭:০০
২১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

উপকূলের ভাই-বোনদের প্রতি গভীর সমবেদনা

লিখেছেন বিষাদ সময়, ২৭ শে মে, ২০২৪ দুপুর ১:০৭




আমরা ঢাকার পাকা দালানে বসে যখন আয়েস করে চায়ে চুমুক দিয়ে বৃষ্টি বিলাসে বিভোর, ঠিক সেই সময় আমাদের উপকূেলের ভাই-বোনেরা হয়তো কেউ স্বজন, কেউ ঘর, কেউ ফসল, কেউবা গবাদী... ...বাকিটুকু পড়ুন

আজকের ব্লগার ভাবনা: অশ্লীলতা কি পোশাক দিয়ে নির্ধারণ করা উচিৎ নাকি মানসিকতা ও চরিত্র দিয়ে?

লিখেছেন লেখার খাতা, ২৭ শে মে, ২০২৪ দুপুর ২:৫২


ছবিটি -ফেসবুক থেকে সংগৃহীত।

কহিনুরের, ফ্লোরা ওরিয়েন্টাল বিউটি সোপ।১৯৭৮ সালের বিজ্ঞাপন। ছবিটি ফেসবুকে পেয়েছি। ব্লগার সোনাগাজী, ব্লগার কামাল ১৮ সহ যারা মুরুব্বি ব্লগার রয়েছেন তারা হয়তো এই বিজ্ঞাপনটি... ...বাকিটুকু পড়ুন

রেমাল ঘূর্ণিঝড়ে

লিখেছেন সেলিম আনোয়ার, ২৭ শে মে, ২০২৪ দুপুর ২:৫৪



কতোজনে ভাসছে জলে
পথ ঘাট সব যে পানির তলে
রেমালের কবলে পড়ে।
কতোজনে আজ দূর্বিপাকে
ভাবছি বসে তাদের কথা
কতৈনা দূর্গতি, বাড়িঘর
ফসলী জমি গৃহস্থালি;
ভাসছে আজ জোয়ার জলে
প্রকৃতির বিষম খেয়ালে।
জেলেরা আজ ধরছে না মাছ,
স্কুল কলেজে নেই... ...বাকিটুকু পড়ুন

একজন বেনজীর আহমেদ ও আমাদের পুলিশ প্রশাসন

লিখেছেন জ্যাক স্মিথ, ২৭ শে মে, ২০২৪ রাত ৯:৪২



বৃষ্টিস্নাত এই সন্ধ্যায় ব্লগে যদি একবার লগইন না করি তাহলে তা যেন এক অপরাধের পর্যায়েই পরবে, যেহেতু দীর্ঘদিন পর এই স্বস্তির বৃষ্টির কারণে আমার আজ সারাদিন মাটি হয়েছে তাই... ...বাকিটুকু পড়ুন

গাজার যুদ্ধ কতদিন চলবে?

লিখেছেন সায়েমুজজ্জামান, ২৮ শে মে, ২০২৪ সকাল ১০:২৩

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার আগে মহাবিপদে ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু৷ এক বছর ধরে ইসরায়েলিরা তার পদত্যাগের দাবিতে তীব্র বিক্ষোভে অংশ নিয়েছিলেন৷ আন্দোলনে তার সরকারের অবস্থা টালমাটাল... ...বাকিটুকু পড়ুন

×