somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অযোগ্য রাজনীতিবিদের তৈরী রাজনৈতিক সংকটের স্থায়ী সমাধানের জন্য "একটি নূতন ধারার সরকার পদ্ধতি গঠনের" প্রস্তাবের উপর সকল ব্লগারদের উম্মোক্ত আলোচনার আহবান জানাচ্ছি

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা এদেশের জনগন হলাম চোখ থাকতেও অন্ধ, কান থাকতেও বধির এবং মুখ থাকতেও বোবা । আমরা এদেশের জনগন ভোট দিয়ে সরকার বানাই এবং সরকার পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থও আমরা জনগনই ট্যাক্সের মাধ্যমে প্রদান করি । কিন্ত বিগত ৪২ বছর যাবত আমাদেরই ভোটে নির্বাচিত সরকারগুলি জনগনের স্বার্থ বাদ দিয়ে শুধু রাজনীতিবিদদের স্বার্থই রক্ষা করে চলেছে । আর আমরা জনগন মুখ বন্ধ করে, শুনেও না শোনার ভান করে, দেখেও না দেখার ভান করে চলেছি তো চলেছিই । আর এই সুযোগে জনগনের মাথায় কাঠাল ভেংগে খেতে ওস্তাদ রাজনীতিবিদেরা জনগনের উপর জেকে বসেছে । এর থেকে পরিত্রানের উপায় জনগনকেই খুজে বের করতে হবে । সেই লক্ষ্যে আমি দীর্ঘদিন চিন্তাভাবনা করে একটি নূতন পদ্ধতির সরকার ব্যবস্থার প্রাথমিক কাঠামো দাঁড় করিয়েছি । আমি নূতন পদ্ধতির এই সরকার ব্যবস্থার একটি চূড়ান্ত রূপ দেওয়ার লক্ষ্যে সকল ব্লগারদের গঠনমূলক পরামর্শ আহবান করছি । আশা করি সকল ব্লগারগন আমার এই আহবানে সক্রিয় অংশ গ্রহনের মাধ্যমে সাড়া দিবেন ।

"একটি স্হায়ী নির্বাচন পদ্ধতিসহ দূর্নীতিমুক্ত এবং জনগনের নিকট জবাবদিহীমূলক একটি নূতন ধারার সরকার পদ্ধতি গঠনের প্রস্তাব"


আমাদের দেশের বর্তমানে সবচেয়ে বড় প্রধান দুটি সমস্যাটি হলো, যথা:- সরকারের সর্বত্র
দূর্নীতির প্রাতিষ্ঠানিক রুপ ধারন এবং শান্তিপূর্নভাবে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের একটি স্থায়ী পদ্ধতি না থাকা।
ক্যানসার যেমন মানব দেহের প্রতিটি কোষে আস্তে আস্তে বিস্তার লাভ করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে মানুষকে নিশ্চিত মৃত্যু দিকে নিয়ে যায়, তেমনি দূর্নীতি সরকারের প্রতিটি সেক্টরের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে বর্তমানে সরকার ব্যবস্থাটিকেই প্রশ্নের সম্মুখিন করে ফেলেছে । আমর মতে, আমাদের সরকার ব্যবস্থাটিকে বরং শেখ হাসিনার সংসার বা খালেদা জিয়ার সংসার নামকরন করলে বেশী গ্রহনযোগ্য মনে হতো । বিগত বছর গুলির গণতান্ত্রিকভাবেই নির্বাচিত সরকার গুলির ধারাবাহিক পারফরমেন্স দেখলে মনে হবে যে, দেশকে দূর্নীতিকরন করাই যেন তাদের মূল লক্ষ্য এবং এই কাজে তারা যথেষ্ট সাফল্যতাও দেখিয়েছে ইতিমধ্যে, যেমন- বিগত বিএনপি সরকারের মেয়াদ শেষে যখন তত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে, তখন বিএনপির এমপি-মন্ত্রীদের দূর্নীতির চিত্র দেখে গা শিহরিত হয়ে যেত, তারেক-মামুন গংদের ১১০কোটি টাকার দূর্নীতির খবর প্রকাশিত হওয়ার পর দেশে বিদেশে হৈ চৈ পড়ে যায় । অথচ এই সরকারের মেয়াদকালেই অর্থমন্ত্রীর তৃপ্তির ঢেকুর গেলা মন্তব্যে আমরা জানতে পারলাম যে , এই সরকারের আমলে ৪৫০০ কোটি টাকার দূর্নীতিও নাকি মামূলী দূর্নীতি । তাহলে আমরা নিশ্চিতভাবেই বলতে পারি যে, আমাদের মাননীয় অর্থমন্ত্রীর নিকট আরো অনেক বড় বড় দূর্নীতির তথ্য সংরক্ষিত আছে যা আমরা অদূর ভবিষ্যতেই জানতে পারব। সুতরাং আগামীতে যারা পালা বদল করে ক্ষমতায় আসার অপেক্ষায় আছেন, তারা যদি দূর্নীতিকরনের এই ধারাবাহিকতা বজায় রাখেন, তবে আগামী দিনে হয়ত ৪৫০০০কোটি টাকার দূর্নীতিও মামূলী ব্যাপার হয়ে দাঁড়াবে । কিন্ত তাদের এই সীমাহীন দূর্নীতির দায়ভার কে বহন করবে? যদি দূর্নীতিকরনের এই ধারা অব্যাহত থাকে তবে এই সকল দূর্নীতিবিদেরা এই দেশের অতি সহজ সরল জনগনকে নি:স্ব করে ফেলবে অচিরেই। দূর্নীতিকরনের এই ধারা তৈরীর মূলে রয়েছে যেন তেন লোকের কাছে ক্ষমতার সহজ লভ্যতা এবং প্রাপ্ত ক্ষমতার অপব্যবহারের কোনই জবাবদিহিতা না থাকা। রাষ্ট্র পরিচালনা একটা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হওয়া সত্বেও এই পদে আরোহনের জন্য কোন যোগ্যতারই বালাই নেই এই দেশে । শুধুমাত্র দলীয়প্রধানদের মোটাদাগের উপঢৌকন বা যে কোন উপায়েই হোক বিশ্বস্থতা অর্জন করতে পারলেই হলো, তার জন্য সাত ক্ষুন মাফ । তার জন্য আলাদীনের চেরাগ নামক এমপিত্বের বা মন্ত্রীত্বের বরাদ্দপত্র অবধারিত । সরকারের মেয়াদ শেষের আগ পর্যন্ত এই সকল এমপি-মন্ত্রীদের দেখভাল করার দায়িত্ব স্বয়ং রাষ্ট্রযন্ত্রের, যেন থাকে তারা দুধে-ভাতে ।
সরকারের এই দূর্নীতিগ্রস্ত হওয়ার সরাসরি প্রভাব পড়ে, সরকারের মেয়াদ শেষে নির্বাচনের উপর । সরকারীদল দূর্র্নীতির অভিযোগে মামলা থেকে বাচতে যেনতেন উপায়ে পূনরায় ক্ষমতায় আসতে গিয়ে প্রশাসনকে ব্যাপকভাবে দলীয়করন করে ফেলে । ফলে বিরোধীদল গুলি তখন আর ক্ষমতাসীন সরকারের অধিনে নির্বাচনে যেতে চায় না । যার ফলে প্রতি বছরই সরকারের মেয়াদশেষে নির্বাচন পদ্ধতি নিয়ে ব্যাপক সমস্যার তৈরী হয় এবং এই নির্বাচনকে কেন্দ্র করে দেশে চরম নৈরাজ্যকর পরিস্থিতি তৈরী হয় ।
সরকার ব্যবস্থার এই সকল ত্রুটিপূর্ন দিকগুলির দ্রুত সংশোধন হওয়া খুবই জরুরী বলে আমি মনে করি। নচেত, সাধারন জনগন থেকে শুরু করে রাজনীতির সুবিধাভুগির সকলকেই এর চরম মূল্য দিতে হবে অচিরেই । কেউই পার পাবে না এই সকল নীতিহীন নীতির খেসারত দেওয়া থেকে । এই নীতিহীন নীতি থেকে বের হওয়ার উদ্দেশ্যে আমি এমনই একটি সরকার ব্যবস্থা প্রবর্তনের প্রস্তাব করছি, যে ব্যবস্থায় থাকবে সরকারকে দূর্নীতি মুক্তকরনের ও জনগনের কাছে জবাবদিহীমূলক সরকার ব্যবস্থার পাশাপাশি নির্বাচিত রাষ্ট্রপ্রধানের অধীনে একটি স্থায়ী নির্বাচন পদ্ধতি, যাতে থাকবে সকলের কাছে গ্রহনযোগ্য একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও নির্দলীয় নির্বাচন অনুষ্ঠানের নিশ্চয়তা ।
আমার প্রস্তাবিত এই সরকার ব্যবস্থায় রাস্ট্রপ্রধান হবেন জনগনের সরাসরি ভোটে নির্বাচিত রাস্ট্রপতি এবং সরকার প্রধান হবেন প্রধান মন্ত্রী, যিনি নির্বাচিত হবেন সংসদ সদস্যদের ভোটে সংসদীয় রীতি অনুযায়ী ।

প্রেসিডেন্ট পদে নির্বাচন করার প্রাথমিক যোগ্যতা:
প্রেসিডেন্ট পদে নির্বাচন করার জন্য উপয়ুক্ত হবেন সেই ব্যক্তি, যিনি হবেন সন্দেহাতীতভাবে সৎ, ন্যায়পরায়ন, নীতিবান, সত্যবাদী, নিষ্কুলুষ চরিত্রের অধিকারী, নির্লোভ ও দূরদৃষ্টিসম্পন্ন । প্রার্থীকে অবশ্যই সুশিক্ষিত এবং বয়স কমপক্ষে ৪৫বৎসর হতে হবে । ১৬কোটি লোকসংখ্যার এইদেশে উপরোক্ত গুনাবলীর অধিকারী একজন লোককে খুজে বের করা কি খুব কষ্টসাধ্য ব্যাপার হবে আমাদের জন্য? তবে, কোন রাজনৈতিক দলের প্রতি প্রকাশ্য আনুগত্য প্রদর্শনকারী অথবা ওয়ার্ড লেবেল থেকে শুরু করে সর্বোচ্চ পদের কোন দলীয় নেতা,কর্মী প্রেসিডেন্ট পদের জন্য সরাসরি অযোগ্য হিসেবে বিবেচিত হবেন।

প্রেসিডেন্ট পদের প্রার্থীবাছাই পদ্ধতি:
প্রথমেই উপরোক্ত গুনাবলীর অধিকারী ব্যক্তিদের কাছ থেকে প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার জন্য আবদনপত্র সংগ্রহ করবে নির্বাচন কমিশন। তারপর প্রার্থীগন কোন রাজনৈতিক দলের সদস্য কিনা তা বাছাই করার জন্য প্রধান প্রধান রাজনৈতিকদল গুলির সহায়তা নিয়ে প্রাথমিক বাছাই সম্পন্ন করবে নির্বাচন কমিশন। এরপর অবশিষ্ট প্রার্থীগনের মধ্য থেকে সকল রাজনৈতিক দল থেকে ও সকল শ্রেনীর পেশাজীবীদের সংগঠনগুলির পক্ষ থেকে ১জন করে নেওয়া প্রতিনিধিদের সমন্বয়ে একটি জাতীয় বাছাই কমিটির মাধ্যমে উপরোক্ত গুনাবলী সম্পন্ন পাঁচ থেকে দশজন প্রার্থী‍ যাচাই সাপেক্ষে প্রেসিডেন্ট পদের জন্য চূড়ান্ত মনোয়নের জন্য মনোনীত করা হবে । মনোনিত প্রার্থীদের যাবতীয় গুনাবলীসমূহ আমাদের দেশের স্বনামধন্য জাতীয় পত্রিকাগুলির সম্পাদকবৃন্দ,দূদক, টিআইবি ও জাতীয় গোয়েন্দাসংস্থা সমূহের সহায়তায় আলাদা আলাদাভাবে গোপন তদন্ত সাপেক্ষে চূড়ান্তভাবে চারজন প্রার্থী মনোনীত করা হবে জাতীয় বাছাই কমিটির তিন-চতুর্থাংশের মতামতের ভিত্তিতে।
অত:পর নির্বাচনের পূর্বে প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য মনোনীত চারজন প্রার্থী, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনের কর্মপরিকল্পনা ও তাদের কর্মজীবন এবং সামাজিক জীবনের উপর নির্মিত প্রামান্যচিত্র ইলেকট্রোনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করা হবে। তারপর নির্বাচনের মাধ্যমে উপরোক্ত চারজনের মধ্য থেকে সর্বাধিক ভোট‍ প্রাপ্তজন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন এবং‍‍ যিনি দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাবেন, তিনি হবেন ভাইস প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট চার বৎসরের জন্য নির্বাচিত হবেন কিন্ত দুই বৎসর পর তাকে সরাসরি জনগনের আস্থা ভোটে বিজয় অর্জন করতে হবে, তাহলেই কেবল পরবর্তী দুই বৎসরও তিনি প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করতে পারবেন।

কিন্ত আস্থা ভোটে হেরে গেলে তিনি প্রেসিডেন্টের পদ হারাবেন। আস্থা ভোট নেওয়ার ১৫দিন পূর্বে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টের নিকট ক্ষমতা দিয়ে নির্বাচনকালীন ছুটি ভোগ করবেন, যাতে নির্বাচনে কোন প্রভাব বিস্তার করতে না পারেন। আস্থা ভোটে জয়লাভ করলেই কেবল তিনি আবার প্রেসিডেন্ট পদে ফিরে আসতে পারবেন, অন্যথায় ভাইস প্রেসিডেন্টই পূর্বের ন্যায় প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন। নূতন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্টের দায়িত্বে থাকা ভাইস প্রেসিডেন্টও তার পদ হারাবেন। এখানে উল্লেখ থাকে যে, প্রেসিডেন্ট প্রার্থীদের প্রচার প্রচারনার দায়িত্ব সম্পূর্ন সরকারী খরচে নির্বাচন কমিশন পালন করবে। প্রতিটি প্রার্থীর জন্য সুষম প্রচার প্রচারনা নির্বাচন কমিশন সুনিশ্চিত করবে। প্রেসিডেন্ট প্রার্থীদের নিজেদের কোন ব্যয় নির্বাহ করার সুযোগ থাকবে না। কারন, প্রেসিডেন্টের দায়িত্বই হবে শুধুমাত্র সকল জনগনের অধিকার সমূহ সুনিশ্চিত করা।

প্রেসিডেন্টের দায়িত্ব ও কর্তব্য :
প্রেসিডেন্টের নিয়ন্ত্রনে থাকবে যথাক্রমে : (১) বিচার বিভাগ(২) নির্বাচন কমিশন(৩) দূদক(৪) পিএসসি(৫) সশস্রবাহিনী,পুলিশবাহিনী ও জাতীয় গোয়েন্দাসংস্থাসমূহ।
উপরোক্ত বিভাগসমূহ একচ্ছত্রভাবে প্রেসিডেন্ট নিয়ন্ত্রন করবেন। প্রেসিডেন্টের উপর ন্যাস্ত দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ নেওয়ার কোন প্রয়োজন হবে না। তেমনি প্রধানমন্ত্রীর বেলায়ও কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রেসিডেন্টের পরামর্শ নেওয়ার প্রয়োজন হবে না। তবে প্রেসিডেন্টের মূল দায়িত্ব হবে সরকারের সর্বস্তরের দূর্নীতি দূর করা, সকলের কাছে গ্রহনযোগ্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে সরকার পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখা, প্রশাসনে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা, বিচার বিভাগ যাতে সম্পূর্ন স্বাধীনভাবে কাজ করতে পারে তা নিশ্চিত করা এবং দেশের স্বাধীনতাকে একটি দক্ষ, পেশাধারী সেনাবাহিনী গঠনের মাধ্যমে সম্মুন্নত রাখা।
প্রেসিডেন্ট একজন সাধারন নাগরিক থেকে শুরু করে সরকারের সর্বোচ্চ পদে আসীন অর্থ্যাৎ প্রধানমন্ত্রী পর্যন্ত যে কারোর বিরুদ্ধেই দূর্নীতির তদন্তের নির্দেশ দেওয়া থেকে শুরু করে প্রয়োজনানুযায়ী ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান কারীর ক্ষমতাপ্রাপ্ত হবেন। দূদক ও র্যাব যৌথভাবে শুধুমাত্র দূর্নীতি প্রতিরোধেই কাজ করবে আর পুলিশবাহিনী জনগনের জানমালের নিরাপত্তা বিধানে নিয়োজিত থাকবে। আর দূদক, র্যাব ও পুলিশ বাহিনী যাতে দূর্নীতিগ্রস্ত হতে না পারে, তার জন্য প্রেসিডেন্টের সরাসরি তত্ত্বাবধানে সোয়াত বাহিনী নিয়োজিত থাকবে।

জাতীয় সংসদের মেয়াদ শেষ হওয়ার পরবর্তী তিন মাসের মধ্যে প্রেসিডেন্ট তার অধিনস্থ নির্বাচন কমিশনের মাধ্যমে সকলের কাছে গ্রহনযোগ্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহন করবেন। নির্বাচনকালীন তিন মাস মূলত প্রেসিডেন্সিয়াল সরকার ব্যবস্থা দেশে কার্যকর থাকবে । প্রেসিডেন্ট ইচ্ছা করলে নির্বাচনকালীন সময়ের জন্য সরকারের কাজে সহযোগিতার জন্য কয়েকজন নিরপেক্ষভাবে দায়িত্ত্ব পালনে সক্ষম টেকনোক্রেট মন্ত্রী নিয়োগ দিতে পারবেন, যারা নির্বাচন পরবর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত দায়িত্ত্ব পালন করবেন। প্রেসিডেন্ট মূলত দূর্নীতি বিরোধী সংগ্রামের সেনাপতির দায়িত্ত্ব পালন করবেন যা আমাদের সকল নাগরিকেরই একান্তভাবে কাম্য।
প্রধানমন্ত্রী নির্বাচন পদ্ধতি:
প্রধানমন্ত্রী বর্তমান প্রচলিত নিয়মেই নির্বাচিত হবেন এবং অবশ্যই রাজনৈতিক দলসমূহ হইতেই প্রধানমন্ত্রী নির্বাচিত হইবেন। তবে শর্ত থাকে যে , নির্বাচনে জিতুক বা না জিতুক কোন প্রার্থীই দুই বারের বেশী প্রধানমন্ত্রী পদে প্রার্থী হতে পারবে না এবং দলের প্রধান প্রধানমন্ত্রী নির্বাচিত হলে তিনি আর দলের প্রধান থাকতে পারবেন না ।

প্রধানমন্ত্রীর দায়িত্ত্ব ও কর্তব্য :
প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রনে থাকবে প্রেসিডেন্টের নিয়ন্ত্রনের বাইরের অবশিষ্ট সকল মন্ত্রনালয় ও বিজিবি । প্রধানমন্ত্রী তার অধিনস্থ সকল মন্ত্রীবর্গ ও সংসদ সদস্যদের সমন্বয়ে এবং কেন্দ্রীয় সরকারের বনসাই স্থানীয় সরকার ব্যবস্থার মাধ্যমে দেশের সার্বিক অর্থনৈতিক কর্মকান্ড পরিচালনার পাশাপাশি বিজিবির সহায়তায় দেশের সিমান্ত পরিস্থিতির নিয়ন্ত্রন করবেন।

সংসদ সদস্য নির্বাচন পদ্ধতি:
সংসদ সদস্যরা সরাসরি জনগনের ভোটে নির্বাচিত হবেন কিন্ত সংসদ সদস্য হতে হলে তাকে একটার্ম পূর্ণমেয়াদে জনগনের সরাসরি ভোটে ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে হবে অথবা তার নির্বাচনী এলাকার কোন পৌরসভার নির্বাচিত মেয়র হিসাবে দায়িত্বপালন করতে হবে এবং চেয়ারম্যান বা মেয়র নির্বাচিত হওয়ার পূর্বে একটার্ম পূর্ণ মেয়াদে জনগনের সরাসরি ভোটে নির্বাচিত মেম্বারের বা পৌর কাউন্সিলরের দায়িত্ব পালন করতে হবে। সংসদ সদস্যরা মূলত কেন্দীয়সরকার ও স্থানীয় সরকারের মধ্যে সেতুবন্ধন হিসাবে কাজ করবে। যখন সংসদ অধিবেশন থাকবে না, তখন সংসদ সদস্যরা প্রতিটি ইউনিয়নে পালাক্রমে ইউনিয়ন পরিষদ ও অত্র ইউনিয়নের সব দলমতের গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভার মাধ্যমে অত্র ইউনিয়নের বিভিন্ন সমস্যাগুলি পরবর্তী সংসদে তুলে ধরার জন্য চিহ্নিত করে নিবেন এবং অত্র ইউনিয়নের জন্য সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপগুলি চেয়ারম্যান-মেম্বারদের উপস্থিতিতে জনগনের সামনে উপস্থাপন করবেন এবং ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজের বাস্তবায়নের অগ্রগতি জনগনের উপস্থিতিতে চেয়ারম্যান-মেম্বারদের নিকট থেকে বুঝে নিবেন। সংসদ সদস্যগনকে নির্বাচিত হওয়ার দুই বৎসর পর প্রেসিডেন্টের মতো জনগনের আস্থা ভোটের সম্মুখিন হতে হবে। আস্থা ভোটে জিতলেই কেবল পরবর্তী দুই বৎসর সংসদ সদস্য হিসাবে যথাযথ দায়িত্ব পালন করতে পারবেন। আর হেরে গেলে এই আসনে পুন:নির্বাচন অনুষ্ঠিত হইবে।
আস্থাভোটে হেরে যাওয়া সংসদ সদস্যরা এই পুন:নির্বাচনে অংশ গ্রহন করতে পারবে না । পুন:নির্বাচনের পর যদি ক্ষমতাসীন সরকার সংসদে সরকারের সংখ্যা গরিষ্ঠতা প্রমানে ব্যর্থ হয়, তবে সরকার তার ক্ষমতা হারাবে এবং তখন যদি বিরোধীদল সংসদে তাদের সংখ্যাগরিষ্ঠতা প্রমান করতে পারে, তবে তারাই পরবর্তী অবশিষ্ট সময়ের জন্য সরকার গঠন করবে। এখানে উল্লেখ্য যে, কোন প্রার্থীই দুইবারের বেশী সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবে না, সে নির্বাচনে জিতুক বা না জিতুক এবং কোন সংসদ সদস্য যদি দূর্নীতির দায়ে আদালতের দ্বারা দোষী সাব্যস্থ হয়, তবে সে আজীবন সংসদ নির্বাচনের জন্য অযোগ্য ঘোষিত হবেন ।

আস্থাভোট নির্বাচন পদ্ধতি:
দেশে বর্তমানে প্রায় ১০ কোটি মোবাইল ফোন চালু আছে, আর আমাদের ভোটার সংখ্যা প্রায় ৯কোটির কাছাকাছি । সুতরাং মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে আমরা যার যার অবস্থানে থেকেই খুব সহজে এবং অল্প খরচে আস্থাভোট নেওয়ার ব্যবস্থা করতে পারব । সেই সাথে পারব জনগনের কাছে সরাসরি জবাবদিহীমূলক ও দূর্নীতিমুক্ত সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্ন পূরনের।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বরিষ ধরা-মাঝে শান্তির বারি

লিখেছেন বিষাদ সময়, ০৬ ই মে, ২০২৪ দুপুর ১২:১৬





মাসের আধিক কাল ধরে দাবদাহে মানব প্রাণ ওষ্ঠাগত। সেই যে অগ্নি স্নানে ধরা শুচি হওয়া শুরু হলো, তো হলোই। ধরা ম্লান হয়ে, শুষ্ক হয়, মুমূর্ষ হয়ে গেল... ...বাকিটুকু পড়ুন

=নীল আকাশের প্রান্ত ছুঁয়ে-৭ (আকাশ ভালোবেসে)=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৬ ই মে, ২০২৪ দুপুর ২:১৯

০১।



=আকাশের মন খারাপ আজ, অথচ ফুলেরা হাসে=
আকাশের মন খারাপ, মেঘ কাজল চোখ তার,
কেঁদে দিলেই লেপ্টে যাবে চোখের কাজল,
আকাশের বুকে বিষাদের ছাউনি,
ধ্বস নামলেই ডুবে যাবে মাটি!
================================================
অনেক দিন পর আকাশের ছবি নিয়ে... ...বাকিটুকু পড়ুন

পানি জলে ধর্ম দ্বন্দ

লিখেছেন প্রামানিক, ০৬ ই মে, ২০২৪ বিকাল ৪:৫২


শহীদুল ইসলাম প্রামানিক

জল পানিতে দ্বন্দ লেগে
ভাগ হলোরে বঙ্গ দেশ
এপার ওপার দুই পারেতে
বাঙালিদের জীবন শেষ।

পানি বললে জাত থাকে না
ঈমান থাকে না জলে
এইটা নিয়েই দুই বাংলাতে
রেষারেষি চলে।

জল বললে কয় নাউযুবিল্লাহ
পানি বললে... ...বাকিটুকু পড়ুন

সমস্যা মিয়ার সমস্যা

লিখেছেন রিয়াদ( শেষ রাতের আঁধার ), ০৬ ই মে, ২০২৪ বিকাল ৫:৩৭

সমস্যা মিয়ার সিঙ্গারা সমুচার দোকানে প্রতিদিন আমরা এসে জমায়েত হই, যখন বিকালের বিষণ্ন রোদ গড়িয়ে গড়িয়ে সন্ধ্যা নামে, সন্ধ্যা পেরিয়ে আকাশের রঙিন আলোর আভা মিলিয়ে যেতে শুরু করে। সন্ধ্যা সাড়ে... ...বাকিটুকু পড়ুন

এই মুহূর্তে তারেক জিয়ার দরকার নিজেকে আরও উন্মুক্ত করে দেওয়া।

লিখেছেন নূর আলম হিরণ, ০৬ ই মে, ২০২৪ সন্ধ্যা ৬:২৬


তারেক জিয়া ও বিএনপির নেতৃত্ব নিয়ে আমি ব্লগে অনেকবারই পোস্ট দিয়েছি এবং বিএনপি'র নেতৃত্ব সংকটের কথা খুব স্পষ্টভাবে দেখিয়েছি ও বলেছি। এটার জন্য বিএনপিকে সমর্থন করে কিংবা বিএনপি'র প্রতি... ...বাকিটুকু পড়ুন

×